নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশিকে প্রোপজ করে কি বিপদেই না পড়লাম !!!

২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:১৭

-এই সুমন ! এই সুমন দাড়াও !

কে ডাকে ? আমি এদিক ওদিক তাকালাম । আশেপাসে হাজার খানেক লোকজন । কার দিকে তাকাবো ?

অবশ্য কণ্ঠটা খুবই পরিচিত । আমি ঐ পরিচিত মুখটাকে দেখার জন্য আবারও এদিক ওদিক তাকালাম । কিন্তু কোথায় ? কোথাও দেখতে পেলাম না ওকে !

-এই সুমন ! দাড়াও বলছি !

আমি এবার শব্দের উৎস লক্ষ্য করে তাকালাম । সামনে দাড়িয়ে থাকা বাসটার থেকে মনে হল আমাকে ডাক দিলো ।

সত্যিই তাই । একটু ক্ষনের মধ্যে নিশির মুখটা দেখতে পেলাম ।

হাসি মুখ । আমার দিকে তাকিয়ে হাসল ।

তারপর হাসলো । হাত নেড়ে বলল

-হাই !!

আমিও হাত নাড়লাম ।

-হাই !!

হাতের ইশারায় আমাকে দাড়াতে বলল ।

আমি বললাম

-আরে নামতে হবে না । নামতে হবে না ।

কিন্তু নিশি আমার কথা শুনলো না । তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়ল ।

আমার সামনে দাড়িয়ে আর একবার হাসি দিল । ভুবন ভূলানো হাসি । আমি খানিকটা অস্বস্তিতে পড়লাম । অবশ্য অস্বস্তির কারনও আছে ।



আজ রবি বার । ঠিক বৃহস্পতিবারে আমি ওকে প্রোপজ করেছিলাম ।

মুখে বলার ঠিক সাহস হয় নি । একটা চিঠি লিখে দিয়েছিলাম ।

গত বৃহস্পতিবারে যখন চিঠিটা দিয়েছিলাম ও বলল

-কি এটা ?

আমি অস্বস্তি নিয়ে বললাম

- কিছু না । বাসায় নিয়ে পড় ।

নিশি হাসি মুখেই নিল ।

-এখন খুলবো না?

-না না এখন না । বাসায় গিয়ে !

নিশি হাসলো । আর কিছু বলল না ।

তারপর দুদিন পার হয়ে গেছে । নিশি আমাকে একবারও ফোন দেয়নি । আমি ও দেই নি । আমি অনেকবার দিতে চেয়েচিলাম । কিন্তু কেন জানি দিতে পারি নি । বারবার মনে হয়েছে না জানি নিশি কি বলবে ?

আমি ভেবেছিলাম ও নিজেই আমাকে ফোন করবে ! ভাবছিলাম ঐদিন রাতেই ও ফোন দিবে ! বলবে যে আমিও তোমাকে পছন্দ করি ।

কিন্তু সব কিছু তো আর আমি যেভাবে ভাববো ষেভাবে হবে না ।

নিশি আর ফোন করে নি । কাল পর্যন্ত আমি আশায় ছিলাম । কিন্তু আজ জানো সেটা আর বে না । তারমানে ও আমার প্রোপজ গ্রহন করছে না ।

অস্বস্তিটা বেড়েই চলছে । একবার মনে হল কি দরকার ছিল এমন একটা গাধামী করার ।

নিশির সাথে কি সহজ সম্পর্কই না ছিল ! দেখা হত । কথা হত । দিন তো খারাপ যাচ্ছিল না । তাহলে এতো তাড়াহুড়ার কি দরকার ছিল ?

আর কয়দিন অপেক্ষা করলে কি এমন ক্ষতি হয়ে যেত !!

এখন হয়তো আর কোনদিন ওর সাথে থিক মত কথাই বলতে পারবো না অস্বস্তির জন্য ।



বাস থেকে নেমে আমার দিকে এগিয়ে এল ও হাসিমুখে । আমর অস্বস্তিটা আরো এক ধাপ বেড়ে গেল । বললাম

-এখানে নামলে কেন? একবারে ক্যাম্পাসে গিয়ে নামতে !

-সমস্যা নাই ! বেশিতো দুর না । টোমার সাথে গল্প করতে করতে যাই ।

সমস্যা তো তোমার নাই । কিন্তু সমস্যাতো আমার । এখন আমি তোমার পাশাপাশি হাটবো কেমন করে ! বললাম

- না মানে একটু হাটতে হবে তো !!

-আহা!! হোক না !! সমস্যা তো নাই । তাই না? নাকি আমার পাশে হাটতে তোমার সমস্যা আছে ?

-না সমস্যা থাকবে কেন ? কি যে বল না !!

আমি হাসার চেষ্টা করলাম । নিশি কেমন চোখে যেন আমার দিকে তাকাল । তারপর হাসলো । ওর হাসি দেখে আমার মনটা আরো একটা কেমন করে উঠল ।

বার বার মনে হচ্ছিল নিশি যদি এখন চিঠির প্রসঙ্গ তোলে !! তাহলে লজ্জার সীমা থাকবে না । যদি বলে -আবির তোমার কাস থেকে আমি এটা আশা করি নি । আমি তোমাকে কেবল বন্ধু মনে করতাম ।

দুঃখের বিষয়টা এখানেই । মেয়েরা কেবল আমাকে বন্ধুই মনে করে । উপকারি বন্ধু ।

-এই নাস্তা করছো ?

- না এখনো করি নি । ক্যান্টিনে গিয়ে করি ?

-ঐখানে খুব ভীড় থাকে । ঢুকতে ইচ্ছা করে না । আসো এই হোটেল টাতে ঢুকি !

-চল ।

ওকে হোটেলে ঢুকে পড়লাম নাস্তা করার জন্য । কোনার দিকে একটা টেবিল নিলাম ।

নাস্তা আসতে আসতে নিশি আমাকে বলল

-সুমন

-বল ।

-আজকে একটা বিশেষ দিন জানো ?

- কি বিশেষ দিন ?

-এখন বলবো না । পরে ।

-পরে কেন? এখনই বল ।

-না এখন বললে মজা নষ্ট হয়ে যাবে । পরে ।

না জানি কি বলবে । আমার মনের ভীতর কু ডাকতেই থাকে । বারবার ঐ একই কথাই মনে হতে থাকে । কি দরকার ছিল ? কি দরকার ছিল ওকে প্রোপজ করার ।

আজ নিশিটাও কেমন জানি রহস্যময় আচরন করছে । আগে তো আমার সাথে এমন করে কথা বলতো না । যা মনে আসে বলে ফেলতো । হাসতো আমাকে হাসাতো । আমিও ওর সাথে মজা করতাম । কিন্তু আজ কিছুই করতে পারছি না ।

মোট কথা ওর সাথে সহজই হতে পারছ না ।

মোটামুটি চুপচাপই নাস্তা খেলাম দুজনে । তবে নাস্তা খাওয়ার সময় দেখলাম ও বারবার আমার দিকে আড় চোখে তাকাচ্ছে । আর কেমন একটা অদ্ভুদ হাসির রেখা ফুটে উঠছে ওর মুখে । ঐ হাসির রেখটাই আমার অস্বস্তিটা আরো বাড়িয়ে দিচ্ছে ।

ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে নিশি বলল

-আজ ক্লাস কখন শেষ ?

-আজ একটু দেরি হবে ।

-কত দেরি ?

-এই তিনটা !

-এতো দেরি ??

- হুম এক্সেম আছে ।

-ও !

ওকে খনিকটা হটাশ মনে হল । আমি বললাম

-তুমি বাসায় চলে যেও কেমন ! কাল কথা হবে আবার । এই বলে আমি ডিপার্টমেন্টের দিকে হাটা দিলাম । ও চলে গেল ওর ডিপার্টমেন্টের দিকে ।

আসলে আমি চাইছিলাম ওর সাথে আর আমার দেখা না হোক ! খুব লজ্জা লাগছিল ওর সামনে দাড়াতে !

ছি! কি লজ্জার একটা বিষয় !!

ওকে কেন যে প্রোপজ করতে গেলাম !

নিশি সব সময় আমাকে বলতো যে এই ঢাকা শহরে আমি নাকি ওর সব থেকে ভাল বন্ধু । সব থেকে কাছের মানুষ । তাই ও সব সময় আমার সাথে সব কিছু শেয়ার করতো । আর আমি কি করলাম !!!

গাধার মত ওকে প্রেমের প্রস্তাব দিয়া বসলাম !!

কি এমনটা প্রয়োজন ছিল !

নিশি কখনই আমাকে ঐ রকম কিছু ইঙ্গিত দেই নি । ভার্সিটিতে আসতো আমার সাথে দেখা করতো । আড্ডা মারতো এই । তবে এটা সত্যি যে আমি ছাড়া ওর আর কোন ভাল বন্ধু নেই । নেই মানে ওকে আর কখনও অন্য কারো সাথে আমি কথা বলতে দেখি নি । এর যা কথা বার্তা সব কিছু আমাকে ঘিরেই । একেবারে ভার্সিটির ভর্তির প্রথম দিন থেকেই ।

ওর সাথে পরিচয় হয় খানিকটা অদ্ভুদ ভাবেই । ঐ দিন ভর্তির শেষ দিন ছিল । টাকা পয়শা ব্যাংকে জমা দিয়ে যখন বের হব ঠিক তখন দেখলাম একটা মেয়ে ব্যাংকের এক কোনায় দাড়িয়ে আছে চুপচাপ । এমনি সাধারন ভাবেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম । ঠিক তখনই মেয়েটার চোখের দিকে আমার দৃষ্টি গেল । কি মায়াময় একটা চোখ ! আর ঐ মায়াময় চোখদুটোতে পানি টলমল করছে । যে কোন সময় পানি গড়িয়ে পড়বে । কৌতুহল কিছুতেই দমাতে পারলাম না । কাছে গিয়ে বললাম

-কি হয়েছে ?

মেয়েটা আমাকে একবার দেখল । একবার মনে হল হয়তো বলবে না । কিন্তু একটা পর মুখ খুলল । যা বলল তার সারমর্ম হল আজ টাকা জমা দেবার শেষ সময় । কিন্ত বাসে আসার সময় ওর ব্যাগ হারিয়ে গেছে । ব্যাগের ভিতর ওর মোবাইল আর ভর্তি ফি ছিল ! বলতে বলতে মেয়েটা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ।

আমি বললাম

-ঢাকায় কোন আত্মীয় আছে ?

মেয়েটা মাথা নাড়াল ।

আমি বললাম

-বাসায় ফোন কর আমার মোবাইল দিয়ে ?

-বাসায় ফোন করে লাভ নাই । আজকের মধ্যে টাকা পাঠানো সম্ভব হবে না ।

মেয়েটা নিরবে কাঁদতে লাগল । আমার কেন জানি খুব মায়া লাগলো ।

বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যাবে এসব ঝামেলায় নিজেকে জড়ানোর কোন দরকারই নাই । কিন্তু মন সাই দিলো না কিছুতেই । মেয়েটাকে ছেড়ে আসতে পারলাম না কিছুতেই । উপকার করলামই!

প্রথম প্রথম ঢাকায় এসেছি বলে বাবা বেশ মোটা অংকের টাটাই দিয়ে ছিল ।

মেয়েটার টাকা জমা দিয়ে দিলাম । ঐ দিনই জানলাম মেয়েটার নাম নিশি । তারপর থেকে নিশির সাথে আপনা আপনি বন্ধুত্ব গড়ে ওঠে । আর এখন আমার মনে হচ্ছে সেই বন্ধুত্বের সমাপ্তির সময় চলে এসেছে ।



পরীক্ষা শেষ করতে করতে প্রায় সাড়ে তিনটা বেজে গেল । পরীক্ষা খুব বেশী ভাল হয় নি । তাই মেজাজটা একটু খারাপ ই ছিল । কিন্তু যখন ডিপার্টমেন্ট থেকে বের হলাম দেখলাম সামনের মাঠটাতে নিশি বসে আছে । বেশ খানিকটা অবাকই হলাম । এই মেয়েটা এতোক্ষন বসে আছে কেন ?

আমাকে বের হটে দেখে এগিয়ে এল ।

-বাব্বাহ !! বের হলে শেষ পর্যন্ত ?

আমি বললাম

-তুমি এতোক্ষন বসে আছো কেন? কোন দরকার ছিল নাকি ? আশ্চর্য !

কাল বলা যেত না??

নিশির মন যেন একটু খারাপ হল । ও আমার দিকে না তকিয়া অন্য দিকে তাকাল ।

-কি হল কথা বলছো না কেন ? এটার কোন দরকার ছিল ? -এটার কি কোন দরকার ছিল ? তিন ঘন্টা কি কেউ এমনি এমনি বসে থাকে ?

নিশি এবার আমার দিকে তাকাল !।

-তুমি বুঝবে না । আমি এতোক্ষন ধরে তোমার জন্য বসে আছি আর তুমি কিনা.............!!!

নিশি কথা শেষ করলো না । ঠিকই তো । মেয়েটা এতোক্ষন ধরে আমার জন্য বসে আছে, নিশ্চই জরুরী কিছু । সকাল বেলাতেই বলেছিল যে আজ একটা বিশেষ দিন । আমি ভেবেছিলাম অন্য কিছু । আমার চিঠি বাদ দিয়েও তো অনেক কিছু থাকতে পারে !

আমি বললাম

-আচ্ছা ! সরি । বল । কসের জন্য বসে আছো ? আজ কি বিশেষ দিন ?

-বলব না ।

-আরে বলবা না কেন? প্লিজ বল । প্লিজ ! আচ্ছা আমি সরি তো বলেছি ।

নিশি কি যেন ভাবলো ! তারপর একটা ঘাসে ভরা জায়গা দেখিয়ে বলল

-আসো ঐ খান টাতে বসি

দুজন বসলাম । খানিক্ষন চুপ থাকলাম দুজন । তারপর নিশি বলল

-তোমার চিঠি আমি পড়েছি।

আমার অস্বস্তিটা আবার ফিরে এল । না জানি কি বলবে !! আমি খুব আসতে করে জিজ্ঞেস করলাম

-তো তোমার কি .......... কথা শেষ করতে পারলাম না ।

-তোমার চিঠি দেওয়া দেখেই আমি বুঝে গেছিলাম যে ওর মধ্যে কি আছে । আমি ঐদিন হ্যা বলতাম কিন্তু.।

ও হ্যা বলত !!! ও মা্ই গড !!

আমি বললাম

-কিন্তু....?

-আজ একটা বিশেষ দিন বলছিলাম না?

-হুম । কি বিশেষ দিন ?

-আজ আমার জন্মদিন । আমি চাচ্ছিলাম এই দিনে তোমার প্রোপজটা এক্সেপ্ট করি ।

-ভাল করেছ । এক গিফট দিয়া দুটা অকেশন পার হয়ে যাবে । ;);););)

নিশি হাসলো ।

এতোক্ষন যে টেনশনে ছিলাম তা দুর হয়ে গেল ।

যাক বাবা!! বাঁচলাম।





গল্পটা এখানে আছে

মন্তব্য ৪৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৩

িনশাচর প্রাণী বলেছেন: আমার তাও ত সেইম কাহিনি বস।। কি করব বুযতেসি না, প্রপোজ করব কি করব না.।।

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: কইরা ফেলেন !! যা আছে কপালে !!

২| ২৯ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৩৮

দৈববানী বলেছেন: গল্প হলে ভাল, না হলে ধরা খাইছেন...............
তারপরও শুভকামনা রইল।
ধরাতো একসময় খেতেই হবে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:০৫

অপু তানভীর বলেছেন: হাসা কইসেন!!! ধরাতো একসময় খাইতেই হবে =p~ =p~ =p~ =p~ =p~

৩| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১২

কাউসার রানা বলেছেন: ভাইরে এর পরেই শুরু হবে খবরদারি ! জীবন তেজপাতা না হওয়া পর্যন্ত ছাড়বে না, তেজপাতা হয়েও লাভ নেই, ডাল-এ দিয়ে খাবে =p~ =p~ =p~ =p~ =p~ :) :) :) :) |-) |-) |-)

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ 8-| 8-| 8-|

৪| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:১৭

আর.হক বলেছেন: ভালবাসার উমু হপে

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

৫| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২১

সুব্রত ৪৩৯ বলেছেন: আমি গত চার মাস ধরে একজনকে খালি ভালোবেসেই যাচ্ছি..!but বলতে পারতেসি না...!
আমার এক বন্ধু বলছে সে সব ঠিক করে দেবে।but প্রচন্ড ভয় লাগে..!

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯

অপু তানভীর বলেছেন: ভাই বন্ধুর দরকার নাই । যা করবেন নিজে করেন ! আর সাহস করে বলে ফেলেন । দেখেন ঠিক হয়র যাবে ।

৬| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:২৬

জালিস মাহমুদ বলেছেন: আমি প্রোপজ করুম ;) ;) ;) কিন্তু কাকে :| :| :|

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯

অপু তানভীর বলেছেন: করেন !! মানুষের কে অভাব ;) ;) ;) :P :P :P

৭| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪৮

জাহিদ ফারুকী বলেছেন: আপনার কপাল ভালো। জীবনে আকাংক্ষিত কাউকে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। শুভ কামনা রইল।

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: আকাংক্ষিত কাউকে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার । কথা সত্য ।

৮| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৩

কষ্টসখা বলেছেন: ধুর!ভার্ছিটি লাইফ শেষ হয়ে এলো এখনও কীছু হলো না।আপ্নের মিয়া ফাটা কপাল।প্রথম দিনেই বাজ়িমাত কইরা দিলেন।

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: :D :D :D =p~ =p~

৯| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৬

ডিএন বলেছেন: অপু ভাই আমি কার দলে আমি জানি না সম্ভবত আপনার দলে তো নাই । ২২ বসন্ত গেল গা কেউ আসে নাই । ২ বছর আগে এক জন কে ভালো লাগত বলার আগে চলে গেছে । প্রতি রাতে কাইন্দা বালিস বিজাই। :(( :(( :(( আমাগ কি হবে অপু ভাই ।

লেখার জন্য কোটি +++++++++
ভালো থাকবেন

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩১

অপু তানভীর বলেছেন: মন খারাপ করেন না । একদিন ঠিক হবে ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪

পানকৌড়ি বলেছেন: নিশি সিরিজটা খুব হচ্ছে । চালিয়ে যান ।

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৯

অপু তানভীর বলেছেন: নিশি সিরিজ !! ভাল বলেছেন তো!!

১১| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৪

পানকৌড়ি বলেছেন: * ভালো

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৪৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

১২| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৭

you বলেছেন: বস আমার একটা গল্প দরকার নাটক এর জন্য । কোন মেয়ে ছাড়া একটা গল্প দরকার । অনেক দিন এর শখ short film বানামু কিন্তু কোন গল্প নাই বইলা কাজ করতে পারতেছি না আপনি গল্প দিলে বান্দার উপকার হয় । গল্প যেকোন দিলেই হবে।
আপনার গল্প ভালো লাগে বলেই বললাম। ধন্যবাদ। আমার মেইল আইডি [email protected]

২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৬

অপু তানভীর বলেছেন: কন কি ভাই জান???? আচ্ছা আমি চাষ্টা লইতাছি । তবে কিসের উপর লিখবো তা যদি বলে দিতেন তাহলে ভাল হত ! থিমটা দিয়ে দেন ।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৯

you বলেছেন: আপনার যেরকম ইচ্ছা তবে ফাইটিং ও একটু আডভেঞ্চার টাইপ হলে ভাল হয়।

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: ফাইটিং!!!! ;) ;) ;)
একটু আডভেঞ্চার ;) ;) ;)

১৪| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:১২

আমি একজন যন্ত্রমানব বলেছেন: নিজেকে রোমান্টিক রোমান্টিক লাগছে।

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: ভাল কথা!!! আমার আরো লেখা পড়েন । আরো লাগবে !! :) :) :)

১৫| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫৬

মুনসী১৬১২ বলেছেন: :(

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: কি হইল ভাই ?? মন কেন খারাপ??

১৬| ২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৭

মাহী ফ্লোরা বলেছেন: এত সুইট গল্প! একেকটা একেকরকম। তবু যেন একইরকম মিষ্টি!

৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।

১৭| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২০

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হুম। আপনারে অনুসরণ করছিলাম। নিরাশ করেন নাই। চালায় যান ব্রো।

+ + +

৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৭

অপু তানভীর বলেছেন: দন্যবাদ । :) :) :)

১৮| ৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৭:২৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হুম। আপনারে অনুসরণ করছিলাম। নিরাশ করেন নাই। চালায় যান ব্রো।

আমারও একি কথা ! আবারো একটা নাইস কাহিনি ! B-) :!>
+++++++++++++++++++

৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:২৮

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ । :) :)

১৯| ৩০ শে এপ্রিল, ২০১২ সকাল ১১:৩০

িনশাচর প্রাণী বলেছেন: ;) ;) ;)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৬

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

২০| ৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১০:১৪

অহন_৮০ বলেছেন: ;) ;) ;) ;) ভালো হইছে

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: :) :) :) ;) ;) ;) ;)

২১| ০৪ ঠা মে, ২০১২ রাত ১১:২৮

রাইয়ান মনসুর বলেছেন: ভাই আপনের লেখার ধরণ ভালো লাগছে.... অনুসরণ করলাম... :) ছোট ছোট গল্প কিন২ প্রত্যেকটাই অসাধারণ....

০৫ ই মে, ২০১২ সকাল ৮:২৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই :) অনুসারিত হলেন জেনে ভাল লাগল!! ভাল থাকবেন ।

২২| ২৮ শে মে, ২০১২ রাত ১২:৫৯

আমি তুমি আমরা বলেছেন: ধুর!ভার্ছিটি লাইফ শেষ হয়ে এলো এখনও কীছু হলো না X( X((

২৮ শে মে, ২০১২ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: আমারও না !! =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.