নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

হতচ্ছাড়া ! বদমাইশ ! ইতর ! ঝগড়া করার আর টাইম পেলি না !!

০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৩৪

-হতচ্ছাড়া ! বদমাইশ ! ইতর ! ঝগড়া করার আর টাইম পেলি না !!

নিশি আপন মনেই বিড় বিড় করতে থাকে । ওর এখন খুব কান্না আসছে ।

ইস ! এমন একটা দিনের জন্য কতটা সময় ধরে ও অপেক্ষা করছে আর আজ যখন সময় এসেছে ফাজিল ছোড়াটা ওর সাথে কথা বলা বন্ধ করে রেখেছে । কি এমন করেছিল ও ! একটু না হয় রাগই দেখিয়েছিল তাই বলে মোবাইল বন্ধ করে রাখতে হবে ?

ও তো একটু এরকমই । সব সময়ই ওর একটু রাগ বেশি । নিশি আরো একবার ফোন দিল অপুর মোবাইলে

দুঃখিত এই মুহুর্তে ....

নিশির ইচ্ছা হল মোবাইলটা একটা আছাড় মেরে ফেলে দেয় । সামান্য একটা ফোনে লাইন ঢুকাতে পারে না ।

নিশি ঘর ছেড়ে আবারও বারান্দায় চলে এল । আকাশটার দিকে তাকিয়ে ওর মনটা আরো খারাপ হয়ে গেল ।

ইস ! কি সুন্দর মেঘ করেছে । ঠান্ডা বাতাস শুরু হয়ে গেছে । এখনই বৃষ্টি নামবে । এমন একটা বৃষ্টি দিনের জন্য নিশি কত দিন ধরে অপেক্ষা করেছে ।

নিশির কত দিনের শখ এমন ঝুম বৃষ্টির দিনে ও অপুর হাত ধরে বৃষ্টিতে ভিজবে ! ওর ইচ্ছেটা বুঝি ইচ্ছেই রয়ে যাবে !



অপুটা এমনিতে খুব শান্ত শিষ্ট ছেলে । সব সময় ওর জ্বালাতন সহ্য করে মুখ বুজে । কিন্তু হঠাৎ এমন রাগ করে বসল কেন ?

অবশ্য নিশির নিজেরও একটু বাড়াবাড়িই হয়ে গেছিল গতদিন ।

প্রতিদিন বিকালবেলা অপুর সাথে ওর দেখা হয় । একটা নির্দিষ্ট সময়ে দুজন ছাদে ওঠে । এমনিতে তো মোবাইলে কথা হয়ই তবুও বিকেল বেলার এই দেখাটা না হলে দুজনের কারোরই ভাল লাগে না ।

গত কাল বিকাল বেলা ছাদে উঠে দেখে অপু পাশের বাড়ির নাদিয়ার সাথে গল্প করছে ।

পাশাপাশি ছাদ হওয়াতে পাশের বাসার ছাদটা একেবারে এই বাড়ির লাগোয়া আর রেলিং দুইটাও খুব কাছাকাছি । নাদিয়ার সাথে কি হেসেই না কথা বলছে ।

আর ঐ শাক চুন্নী নাদিয়াটাও হাসতে হাসতে ঢলে পরছে । নিশি রাগে শরীরটা জ্বলে উঠল । ওর রাগটা আরো বেড়ে গেল যখন অপু ওকে দেখেও না দেখার ভান করল । নাদিয়ার সাথেই কথা বলতে থাকল ।

আরো দশ মিনিট পর অপু এল ওর কাছে । নিশি ততক্ষনে রেগে আগুন হয়ে গেছে ।

-কি খবর পাখি ?

-আমার খবর নেবার টাইম আছে তোমার ?

-কি বলছ এসব ? টাইম থাকবে না কেন ?

-ঐ পেত্নীটার সাথে তুমি কেন কথা বলছিলে ?

-পেত্নী ? অপু বেশ অবাক হল ।

-কার কথা বলছ !

-বোঝ না , না ? নাদিয়ার ।

অপু হাসল । বলল

- ছিঃ এসব বলতে নেই । ও শুনলে কষ্ট পাবে ।

-আহা ! দরদ একেবারে উতলে পড়ছে । ও ক্ষ্ট পাবে সে দিকে লক্ষ্য আছে আর আমি কষ্ট পাচ্ছি সে দিকে খ্যাল নাই ।

অপু বলল

- কি বলছ এসব ? খ্যাল থকবে না কেন ? আর আমি তোমাকে কষ্ট দিলাম কিভাবে ?

-তুমি ঐ পেত্নীটার সাথে কথা বলছিলে কেন ?

-আশ্চর্য ! এটা কেমন কথা হল ?ওর সাথে কথা বলায় দোষ হল কোথায় ? আর তুমি ওকে বারবার পেত্নী বলছ কেন ?

-আমার ইচ্ছা আমি বলবো ।

অপু দেখলো যে কথা বাড়িয়ে লাভ নাই । বলল

-আচ্ছা বল । তোমার যা ইচ্ছা বল ।

হটাৎ নিশির কি হল । ও বলল

-তুমিও ওকে পেত্নী বলবে । এখনই বলবে ।

-এসবের মানে কি নিশি ?

-আমি জানি না । এখন ওকে ডাক দিবা । তারপর ওর মুখের উপর বলবা যে তুই একটা পেত্নী ।

-অসম্ভব ! এ কাজ আমি করতে পারবো না ।

-তুমি আমাকে ভালবাস না? তাহলে তোমাকে বলতে হবে ! হবে ! হবে !

অপু খানিকক্ষন অবাক হয়ে ওর দিকে । বলল

-তুমি বাচ্চা নও । কলেজে পড় । ঠিক আছে । বাচ্চাদের মত কথা কথা বলবা না ।

এ কথা শুনে নিশির যেন আরো বেশি জেদ চেপে গেল । ওর বারে বার মনে হচ্ছে অপু যেন ওকে ইগনোর করছে । ঐ নাদিয়ার জন্য ওকে ইগনোর করছে । নিশি বলল

-আমি জানি না । তোমাকে বলতে হবে । বলতে হবে ।

-নিশি , একটা কথা শোন ! তোমাকে ভালবাসি তার মানে এই না যে তোমার সব অন্যায় আবদার আমি শুনবো ! ঠিক আছে ।

-তুমি বলবে না ?

নিশির মাথায় তখন কেবল একই কথা । আসলে ছোট বেলা থেকে নিশিটা একটু এমনই । একবার কিছু মাথায় চেপে গেলে আর নামে না । নিশি আবার বলল

-তুমি বলবে না ?

-তোমার কথা শুনতে গিয়ে আমি অন্য কারো মনে কষ্ট দিবো না । অন্য কিছু থাকলে বল ।



নিশির তখন মাথায় আগুন জ্বলছে । ওর বার বার মনে হচ্ছে অপু ওকে ভালবাসে না । ওর কথা না শুনে অপু ওকে অপমান করলো । নিশি হঠাৎ অপুকে ধক্কা মারল । আর একটু হলে অপু পড়েই যেত । কোন মতে তাল সামলালো ।

-কি করছো নিশি ?

-চুপ । একদম চুপ । তুই আর কখনও আমার সাথে কথা বলবি না । তোর মত বয়ফ্রেন্ডের আমার দরকার নাই । তুই যা তোর পাত্নীর কাছে ।



এই বলে ওখান থেকে চলে আসে । রাতের বেলা যখন মাথা ঠান্ডা হয় তখন ভেবে দেখে আসলে ভূলটা ওরই ছিল । তবুও ও আশা করছিল হয়তো অপু ওকে ফোন দিবে । কিন্তু সারাটাত ফোন দিল না । একটু অভিমান হয়েছিল । কিন্তু সকাল বেলা আর থাকতে না পেরে নিশি নিজেই ফোন দিল । কিন্তু দেখে অপুর ফোন বন্ধ ।



বৃষ্টির ফোটা পড়তে আরাম্ভ করেছে । এর মনটা আরো অস্থির হয়ে উঠল । একবার মনে হল ওদের বাসায় চলে যাই । অপুরা দুতলায় থাকে ।একবার টুক করে গেলেই কিন্তু হয় । সরাসরি দেখা করলে ও নিশ্চই রাগ করে থাকতে পারবে না । কিন্তু ওর মা আবার কি ভাববে ?

যদি কিছু বলে বসে !!

নিশি কি করবে কিছু বুঝে উঠতে পারে না । কিন্তু বৃষ্টির দিকে তাকিয়ে আর থাকতে পারল না ।

না ওদের বাসায়ই যাবে ! যা থাকে কপালে !!

এমন সুযোগ আর আসবে না ! ও মা যা বলে বলুক !!



নিশি জামা পালটে কালো রংয়ের সেলোয়ার কামিজটা পরে নিল । কালো শাড়ি পরতে পারলে ভাল হত ! কিন্তু ও ঠিক মত শাড়ি পরতে পারে না । আর এখন শাড়ি পড়ার সময়ও নাই । আয়নার সামনে গিয়ে কালো একটা টিপ পড়ল । বেশ বড় টিপ । শেষ বারের মত নিজেকে দেহে নিল । অপুর পছন্দ হবেই । অপুই বলেছিল যেদিন একসাথে বৃষ্টিতে ভিজবো তুমি কালো শাড়ি আর আর কালো টিপ পরো । কিন্তু আল্লাহই জানে অপুর মা যখন দেখবে কি বলবে !! ভদ্রমহিলা এমনিতেই যা কড়া । অপুকে আবার বাইরে বের হতে দিবে তো ?

নিশি আরো একবার ভাবলো । অপুর বাসায় যাওয়া ঠিক হবে তো ! পরে না আবার কোন সমস্যা হয় !

ধুর!! যা হয় হবে !

ঠিক যখন ও ঘর থেকে বের হতে যাবে তখনই ওর সেলফোনের মেসেজ টোনটা বেজে উঠল ।

এই সময় আবার কে মেসেজ পাঠাল । একবার ভাবলো পরে দেখবে । কিন্তু আবার মনে হল না দেখেই যাই ।

ফোনটা হাতে নিয়ে দেখলো অপু মেসেজ পাঠিয়েছে । নিশিকয়েক মুহুর্ত তাকিয়েই থাকলো মেসেজের লাইন গুলো দিকে ।

আমি কালো পাঞ্জাবী পরেছি । তোমার সাথে বৃষ্টিতে ভিজবো বলে ।



নিশি আর একটুও দাড়াল না । সিড়ি ঘরের দিকে দৌড় মাড়ল । আজ যে ওর বৃষ্টিতে ভেজার দিন !!!





গল্পটা এখানে আছে

মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৩৯

পানকৌড়ি বলেছেন: নিশি রে ভালা পাই...................... :D :D :D

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

অপু তানভীর বলেছেন: আমি ও খুব ভালা পাই :D :D :D

২| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৪২

দা লর্ড বলেছেন: এক কথায় বলতে গেলে, সুন্দর লিখেছেন। ভালো লাগলো। আপনার ছোট গল্পগুলো ভালোলাগে।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৩ রা মে, ২০১২ বিকাল ৪:৫৯

হাবীব কাইউম বলেছেন: এখনো শেষ করিনি পড়ে। মনে হয় ভালো লাগবে।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: পড়েন । তারপর দেখেন কেমন লাগে !!

৪| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:০১

sumon2015 বলেছেন: আপনার ছোট গল্পগুলো ভালোলাগ।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

৫| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৩৮

জ্যোস্নার ফুল বলেছেন: মুল ভাবটা সুন্দর। কিন্তু বাক্য বিন্যাশ আরো একটু সৃষ্টিশিল হওয়ার দাবি রাখে।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৯

অপু তানভীর বলেছেন: ভাই আস্তে আস্তে হবে !! আমি তো এখন শিশু ব্লগার !! :) :) ;) ;)

৬| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৩৯

দুঃখ বিলাসি বলেছেন: সুলেমানী প্লাস দিলাম। ;)

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০০

অপু তানভীর বলেছেন: সুলেমানী প্লাস নিলাম। ;) ;) ;)

৭| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৪০

আমি একজন যন্ত্রমানব বলেছেন: পানকৌড়ি বলেছেন: নিশি রে ভালা পাই......................

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০০

অপু তানভীর বলেছেন: আমিও পাই ;) ;) ;)

৮| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৪১

নন্দনপুরী বলেছেন:

ভাইজান ব্যাপক মজা পাইলাম.......
বাট
ছবিতে নিশির কালো ড্রেজ দেখতাছিনাতো .............

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০১

অপু তানভীর বলেছেন: আমিও খুজছি কিন্তু কালো ড্রেস পরা কোন ছবি পাই নাই :( :( :(

৯| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:৫০

টুকিঝা বলেছেন: তোমাকে ভালবাসি তার মানে এই না যে তোমার সব অন্যায় আবদার আমি শুনবো ! ঠিক আছে ।

বহুবার শোনা কথা! তবু শুনতে ভাল লাগে! একটু হিংসুটে ভাব সম্পর্কে না থাকলে একেবারেই পানসে হয়ে যেত সব! তার জন্য মাঝে মাঝে এরকম অন্যায় আবদার করাই যায়।

হিংসুটে নিশি কে প্লাস, ভাল ছেলে অপুকেও। কিন্তু এরপর অপু ঐ পেত্নীর সাথে কথা বলতে গেলে নিশির সাথে সাথে আমিও মাইনাস দিয়ে যাব অপুকে।

গল্পটা সুন্দর, ভাল লেগেছে। অপু নিশির বৃষ্টিতে ভেজা সুন্দরতম হোক।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~আপু আপনার মন্তব্য পড়ে ভাল লাগলো । আবার আসবেন আমার আঙ্গিনায় !

১০| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:১৭

চিরতার রস বলেছেন: প্রেমিকার হাত ধরে বৃষ্টিতে ভেজার মজাটা আর জীবনে পাইলাম না। |-) |-) |-)

অসম্ভব ভাল একটা ছোট গল্প। সমালোচকের দৃষ্টিতে বললে বলতে হয়- বাক্যগুলো আর একটু মজবুত হলে টেন অন টেন হইতো।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০৩

অপু তানভীর বলেছেন: আমিও পাই নি ভাই জান :( :( :( । পাওয়ার সম্ভাবনাও খুব কম ।

১১| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৬:৫২

তাসনোভা সাখাওয়াত বিথী বলেছেন: অনেক সুন্দর একটা গল্প । খুব ভাল লাগল পড়ে ।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । :) :)

১২| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১০

মামুণ বলেছেন: বেশ মজার গল্প । ভালো লাগল ।

০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৩| ০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ.. ভাই দেহেন দি কল্লেন কি???


সেই কালের কথা মুনে করাই দিলেন!!!!!;)

আহা ঝড়ো বাতাসে প্রিয়াকে আগলে রাখা....
তাকে শুকনো রাখতে গিয়ে নিজে সপসপ ভেজা.. আর হঠাৎ হাত দিয়ে সেই ভেজা অনুভব করে তার চোখের জল.... উপসসসসসসসসসসস

কি দিন ছিল !!

আবার উত্তাল বর্ষায় ৭ তলার ছাদে... উফ.. বৃষ্টি না আবেগ কে যে কাড়ে হারায় ;) সেই উদ্দাম বর্ষন আকাশে আর জমিনে ;)

না ভাই আপনে খুব খ্রাপ সব মনে করাই দিলেন আপনেরে দুইটাই -+ =p~



০৩ রা মে, ২০১২ সন্ধ্যা ৭:২১

অপু তানভীর বলেছেন: ভাই জান কন কি?? কি কথা মনে করিয়ে দিলাম ?? আর একটু ক্লীয়ার করেন...... ;) ;) ;)

১৪| ০৩ রা মে, ২০১২ রাত ৮:০১

ডিএন বলেছেন: জটিল হইসে খুব ভালো লাগসে মাগার আমি আগেই কইসি আমি বৃষ্টি পছন্দ করি না :D :D
ভালো থাকবেন অপু ভাই
B-) B-)

০৩ রা মে, ২০১২ রাত ৮:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ডিএন ।
কিন্তু বৃষ্টি কেন পছন্দ করেন না ??
কি চমৎকার একটা জিনিস !!

১৫| ০৩ রা মে, ২০১২ রাত ৮:০৫

চেয়ারম্যান বলেছেন: ভাইরে নিশি নাম ডা হুনলেই দিলডা কুরুৎ কইরা উডে।:(

যাইকগা পোস্টে সুরুৎ কইরা পিলাচ দিলাম।চমৎকার হইছে ব্রো।

০৩ রা মে, ২০১২ রাত ৮:০৭

অপু তানভীর বলেছেন: কাহিনী কি ??
দিলডা কুরুৎ কইরা উডে ক্যান ?? ক্লীয়ার করেন !!
সুরুৎ কইরা পিলাচ নিলাম :) :) :)

১৬| ০৩ রা মে, ২০১২ রাত ৮:২৯

ডিএন বলেছেন: আমার তো জিএফ হইল আমার সাইকেল ;) বৃষ্টি আইলে গার্ল ফ্রেন্ড লইয়া গুরতে বের হইতে পারি না। B-)) B-)) মাজে মাজে ভালো লাগে বৃষ্টি ।মাগার মনে বহুত কষ্ট কাউরে নিয়া বৃষ্টিতে বিজলাম না /:) যদি কাউরে নিয়া বিজতে পারি তয় লাইক মারমু বৃষ্টিরে B-)) B-)) কার লগে বিজতে চাইসি বুয়জা লন ;)
আর অনেক ভালো থাকবেন

০৩ রা মে, ২০১২ রাত ১১:২৬

অপু তানভীর বলেছেন: মজা পাইলাম =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ০৩ রা মে, ২০১২ রাত ৯:৪৭

িপ্রয়া বলেছেন: আপনার প্রতিটা গল্পই খুব সুন্দর। এত সহজ সরল ভাষায় লিখেন যে চরিত্রগুলো কে খুব আপন মনে হয়, মনে হয় কোথায় যেন দেখেছি, কোথায় যেন শুনেছি এই ছেলে মেয়ে ২জনকে। আরও বেশি ভাল লাগে যখন হ্যাপি এন্ডিং হয়। কষ্ট ভাল লাগে না। কষ্ট তো নিজেদের জীবনে সবসময় দেখি, তাই মনে হয় অন্তত গল্পে যেন সবাই সুখে থাকে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর গল্প উপহার দেয়ার জন্য।

০৩ রা মে, ২০১২ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য । :) :)

১৮| ০৪ ঠা মে, ২০১২ ভোর ৬:২৬

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে ! তাই, আগের সুলেমানি ব্যান-এর দাবি তুলে নিলাম ! :#) B-)
++++++++++++++++++

০৪ ঠা মে, ২০১২ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: আগের সুলেমানি ব্যান-এর দাবি তুলে নেওয়াতে আপনার কাছে চির কৃতজ্ঞ রইলাম ;) ;) ;)

১৯| ০৫ ই মে, ২০১২ ভোর ৪:৫৭

মুনসী১৬১২ বলেছেন: :)

০৫ ই মে, ২০১২ সকাল ৮:২৬

অপু তানভীর বলেছেন: :) :) :)

২০| ০৫ ই মে, ২০১২ দুপুর ১:২৯

সরদার হারুন বলেছেন: "ছোট প্রান ছোট কথা ছোট ছেট দু:খ বেথা,
নিতান্তই সহজ সরল,
অন্তরে অত্রিপ্ত রবে সাংগ করি মরে হবে,
শেষ হয়ে হোলনাতো শেষ ।"

ছবি দিয়ে তো শেষ করলেন ।

০৫ ই মে, ২০১২ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২১| ২৭ শে মে, ২০১২ রাত ১১:৪১

আমি তুমি আমরা বলেছেন: নিশি রে ভালা পাই...................... :D :D :D

২৭ শে মে, ২০১২ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: আমার নিশিরে আপনে ভালা পান ক্যান?? /:) /:) /:)

;) ;) ;) ;) ;)

২২| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:১১

কাউসার রানা বলেছেন: আমি ঢেউ গুনেছি , তুমি আসবে জানি সেই আশায়
সেই আশায় ....................................

ভাল লাগা রেখে গেলাম সামন্য কিছু .
ধন্যবাদ .

১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.