| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কে ?
খানিকটা বিরক্ত হয়েই বললাম । ঘড়িতে প্রায় দুটো । এতো রাতে কেউ কাউকে ফোন দেয় ?? তাও আবার অপরিচিত নম্বরে !
অবশ্য আমার পরিচিত কেউ এতো রাতে ফোনও দিবে না । সবাইকে খুব কড়া করে নিষেধ করা আছে ! রাতে ফোন দেওয়া যাবে না । কিন্তু মাঝে মাঝে রাতের বেলা ফোন চলেই আসে । তখন বিরক্তির সীমা থাকে না । যেমন এখন আমি বিরক্ত ।
আবার বললাম
-কে বলছেন ?
প্রথমে কিছুক্ষন কোন সাড়াশব্দ পাওয়া গেল না । তারপর হঠাত্ ই বলে উঠল
-বাব্বাহ কোন হ্যালোটেলোর বালাই নাই । একেবারে কে বলছেন ।
মেয়ে কণ্ঠ !
এতো রাতে !
তাও আবার আমার কাছে ?
-আপনি কে বলছেন বলবেন প্লিজ ?
-না বলব না ।
বলেই মেয়েটা হাসতে লাগল । আমি খানিকটা বিরক্ত হলাম । ঘুমানোর সময় বিরক্ত করলে মেজাজটা ঠিক রাখা দুষ্কর হয়ে ওঠে ।
-আপনি কাকে চাচ্ছেন ?
-আমি আপনাকে চাচ্ছি ?
-কে আপনি ?
-আমি ? আমি একজন মানুষ ।
-সেটাতো বুঝতেই পারছি । রাতবিরাতে কোন পেত্নী নিশ্চই আমার কাছে ফোন দিবে না । নাম বলুন । আর কেন ফোন দিয়েছেন বলুন ।
-কেন যদি না বলি ?
-দেখেন ফ্যাঁদা পেচাল পাড়তে ভাল লাগছে না । ঘুমানোর সময় কেউ ফোন দিলে খুব বিরক্ত হই । নাম বলবেন না ফোন রেখে দিবো ।
-আচ্ছা আচ্ছা ফোন রাখবেন না প্লিজ । নাম বলছি । যদি মনে থাকে আমায় নাম । আমি নিহিন !
নিহিন ? আমি খানিকটা অবাক হলাম ।
নিহিন ফোন করেছে ? আমি সত্যিই অবাক না হয়ে পারলাম না ।
এতোরাতে নিহিনের ফোন পেয়ে সত্যি খানিকটা অবাক হলাম !
নিহিনের সাথে পরিচয় শামসের মাধ্যমে । সেদিন টিউশনীতে গিয়েছি । শামসদের বাসার সামনেই শামসের সাথে দেখা হয়ে গেল । শামস আমার স্টুডেন্টের নাম ।
শামস আমাকে দেখে লম্বা একটা সালাম দিল ।
-নিচে কি কর ?
-কিছু না স্যার আইসক্রিম খেতে আসছি ।
-তোমার আইসক্রিম খাওয়া মানা । টনসিল বাড়বে !
-কিছু হবে না স্যার ! মাঝে মধ্যে একদুটা খাওয়া যায় ।
-বলেছে তোমাকে ? তোমার মা জানে ?
শামস লাফ মেরে উঠল । বলল
-স্যাররররর !! আম্মুকে বইলেন না । কইলে আমারে পিটাবেনে !
আর কিছু বললাম না । আসলে আইসক্রিমের কথা শুনে আমার নিজেও খানিকটা লোভ হল খাওয়ার জন্য । সামনের ডিপার্টমেন্টাল দোকানটাতে নিয়ে গেলাম । তিনটা চকবার কেবল হাতে নিয়েছি তখন কেউ যেন পেছনে এসে দাড়াল আমাদের । খুব মিষ্টি করে বলল
-শামসস !
আমরা দুজনেই ঘুরে দাড়ালাম । মোটামুটি বুকে ধাক্কা লাগানোর মত একটা মেয়ে দাড়িয়ে আছে । পরনে কালো জিনস আর কালো টিশার্ট । গলায় ধবধবে সাদা রংয়ের একটা স্কার্ফ । এই স্কার্ফটার জন্যই মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে ।
মনে হলে টুপ করে মেয়েটার প্রেমে পরে যাই !
কিন্তু কি লাভ ! আমি প্রেমে পড়লে তো আর চলবে না । মেয়েটার ও পরতে হবে ।
আর ওর খেয়ে দেয়ে কাজ নাই যে আমার ক্ষ্যাত মার্কা একজনের প্রেমে পরবে ! শামস বলল
-নিহিন আপুপুপু ! আপনি এইখানে ?
এইতো বলে নিহিন হাসল । ভূবন ভূলানো হাসি । আমারতো হাসি দেখে খবর ঘোলা হয়ে গেল । নিহিন বলল
-তুমি কি কর ?
-আইসক্রিম কিনতে আসছি ।
-ও তাই ! আমিও আইসক্রিম খেতেই আসছি ।
পকেট থেকে একটা ১০০০ টাকার নোটা দোকানদারক কে এগিয়ে বলল
-মামা একটা চকবার দেন ।
দোকানদার বলল
-আপু এতো বড় নোটতো ভাংতি হবে না । একটু আগে মালিক সব ক্যাস নিয়ে গেছে ।
বেটা মিথ্যা কথা বলছে । আমি নিজেই ৫০০ টাকার নোট ভাঙ্গালাম । আসলে বেটা একটা আইসক্রিমের বদলে এতো বড় নোট ভাঙ্গিয়ে দিতে চাচ্ছে না ।
নিহিন আবার বলল
-দেখেন মামা একটু !
-না আপু সত্যি হবে না ।
নিহিন খানিকটা হতাশ হল । যাওয়ার সময় বলল
-আচ্ছা শামস ঠিক আছে । থাকো কেমন !
কি আমার পকেটে টাকা থাকতে সুন্দর একটা মেয়ে আইসক্রিম খেতে পারবে না ?
তা তো হবে না ।
বারতি একটা আইসক্রিম কিনেছিলাম পিচ্চি টার জন্য । শামসের হাতে আইসক্রিমটা দিয়ে বললাম
-দিয়ে এসো ।
শামসও খানিকটা আচ করতে পেরেছিল যে আমি এমন কিছু একটা করবো । সে আইসক্রিমটা নিয়ে জোরে ডাক দিল
-নিহিন আপু !!
নিহিন দাড়াল ।
-আপু এই নিন ।
-আরে না না । দরকার নাই । তুমি খাও ।
নিহিন খুব বেশি দুরে যায় নি । তাই ওদের কথা আমি স্পষ্টই শুনতে পারছিলাম । শামস আবার বলল
-না আপু নেন । আমারটা আছে । এইটা স্যার আপনাকে দিয়েছে ।
-স্যার ??
-হুম । ঐ যে !
বলে শামস আমাকে দেখালো । আমি ভেবেছিলাম নিহিন আমার কাছে আসবে । আইসক্রিমের জন্য আমাকে একটা ধন্যবাদ দিবে ।
একটু হাসি দিবে ! জীবনটা ধন্য করবে !
কিন্তু বজ্জাত মেয়েটা এমন কিছুই করলো না । কেবল দুর থেকেই একটু হাসল আমার দিকে তাকিয়ে !
তারপর হাটতে হাটতে চলে গেল । এমনকি আর পিছন ফিরে আর একবার তাকালও না ।
মনে মনে বললাম ২২টা টাকাই গেল জলে !
আচ্ছা কাছে এসে অন্তত একটা ধন্যবাদও তো দেওয়া যেত নাকি ! আমার নাম জিজ্ঞেস করা যেত ! আর কিছু না হোক মিষ্টি করে একটু হাসা তো যেত !
কিন্তু ফাজিল মেয়েটা এমন কিছুই করলো না ।
আমি শামসকে নিয়ে ওদের বাড়ির মধ্য ঢুকে গেলাম ।
শামসের কাছে মেয়েটা সম্মন্ধ খোজ খবর নিলাম কিছু । শামস যা বলল তার সারমর্ম হল নিহিন এই গোলীর শেষ মাথায় থাকে । প্রাইভেট মেডিক্যালে পড়ে । এইটুকু শোনার পর আমি চুপসে গেলাম ।
এই মেয়ে আমার দ্বারা পটবে না । ২২টা সত্যিই জলে গেল ।
-কি হল ?? চুপ করে গেলেন যে??
আমি হাসলাম । বললাম
-মানে গত দিনের কথা মনে করছিলাম ।
-ও । আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো ?
- হ্যা । করুন !
-আচ্ছা ঐ দিন কি মনে করে আামকে আইসক্রিমটা কিনে দিলেন ?
এই প্রশ্নটার উত্তর আমি চট করে দিতে পারলাম না । বললাম
-আসলে আমি ঠিক জানি না । আপনি যখন টাকা ভাংগাতে না পেরে হতাস হলেন , আপনার হতাস চেহারা দেখে আমার কেমন যেন লাগল । মনে হল আমার পকেটে টাকা থাকতে একটা মেয়ে আইসক্রিম খেতে পারবে না । টা তো হবে না !!
-আচ্ছা ??
নিহিন হাসলো । আবার বলল
-আর কোন কারন?
-হুম আর একটা কারন অবশ্য আছে !
- কি সেটা ??
-মেয়েরা আইসক্রিম পছন্দ করে । আর ....
-আর ??
-যারা আইসক্রিম খাওয়ায় তাদের কেউ পছন্দ করে !
-তাই না ?? বলেছে আপনাকে !!! তার মানে দাড়াল , আমি আপনাকে পছন্দ করেছি ।
-প্রমান তো হাতের কাছেই । আমাকে তাহলে ফোন কেন দিয়েছেন? আপনি নিজে আমার নাম্বার জোগার করেছেন । তারপর ফোন দিয়েছেন ! তারমানে আমি আমি একটু হলেও আপনার মনকে নাড়া দিয়েছি ! তা না হলে ফোন তো দিতে না !!
-জি না আপনার লজিক কাজে দিল না । আমি আপনাকে ফোন দিয়েছি ধন্যবাদ দেওয়ার জন্য ! ঐদিন আপনাকে ধন্যবাদ দেওয়া হয়নি ।
আমি খানিকটা হতাস হলাম । কত কিছু ভেবে ফেলেছিলাম ।
এভাবেই চলতে থাকে কথা মালা । অনেক রাত পর্যন্ত কথা চলতে থাকে ।
ফোন রাখার পর মনে হল নিহিন পটলেও পটতে পারে । একটু সম্ভাবনা কিন্তু আছে !!
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০২
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
২|
২৮ শে মে, ২০১২ দুপুর ২:৫৮
মাইশাআক্তার বলেছেন: নিশির কি হবে?!!!
ছেকেগুলো এই রকম ই বজ্জাত হয়, সুন্দরী মেয়ে দেখলেই পটে যায়
গল্পে মাইনাস আপনাকেও মাইনাস
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: আরে সম্ভাব্য কইছি !! এখনও কি হইছে নাকি??
এতো রাগ করার কি আছে????
৩|
২৮ শে মে, ২০১২ দুপুর ২:৫৯
মাইশাআক্তার বলেছেন: * ছেলেগুলো
রাগে টাইপিংয়ে ভুল হয়ে গেছে
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: রাগ করার কিছু নাই !!!
৪|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০৫
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: একটু না অনেক সম্ভাবনা আছে !!
আমারে কত জন ফোন দেয় কিন্তু ......... :-< :-<
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: আমারে তো তাও দেয় না !!
৫|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০৯
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: মেয়েরা কি অসুন্দর ছেলে দেখে পইটা যায় ?
রানবির কাপুর কে নিয়া হাফ লেডিস টাইপের কথা কইলে তো চইতা অস্থির হইয়া যায় !! আর টয়লেট ছবির পিকচার কারা ফেইচবুকে প্রোফাইল বানায় ?
@মাইশাআক্তার !!
আপনার কি দেখানো দরকার ডাক্তার !!
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২০
অপু তানভীর বলেছেন: কি বললেন বুঝি নি !! আর আামর ব্লগে প্লিজ কেউ কাউকে ইঙ্গিত করে কথা বলবেন না !!
৬|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত ভাল।
এক দমে পড়ে ফেলা যায়।
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৭|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:১৫
sumon2015 বলেছেন: ভাল, পরেরটার জন্য অপেক্ষায় থাকলাম..................
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন: থাকুন !!
৮|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:১৮
সালমাহ্যাপী বলেছেন: ফোন রাখার পর মনে হল নিহিন পটলেও পটতে পারে । একটু সম্ভাবনা কিন্তু আছে !
আপডেট দিয়েন
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২১
অপু তানভীর বলেছেন: তা তো দিমুই
৯|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২৩
জালিস মাহমুদ বলেছেন: আমি গার্লফ্রেন্ড ! কই পান
আমারে একটা ধার দেন !
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন:
১০|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২৪
জালিস মাহমুদ বলেছেন: আমি এর যায়গায় এত হবে
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন: হুম
১১|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:২৫
~মাইনাচ~ বলেছেন: মাইশাআক্তার বলেছেন: গল্পে মাইনাস আপনাকেও মাইনাস
আমাকে নিয়ে কেন টানাটানি?
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন:
১২|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৩০
চিরতার রস বলেছেন: ভাই আপনের না গালফ্রেন্ড আছে? এই মাইয়ার নাম্বার আমারে দেন। আমি আইসক্রীম খাওয়ামু।
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন:
১৩|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৩৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: স্যরি !! আমি মজাই করেছি !! সিরিয়াস তর্ক করি না এড়িয়ে চলি !!
অপু ভাই - গল্পটা পড়েছি কিন্তু আপনার নাম দেখিনি , তাই ভাবসিলাম সত্যি অভিজ্ঞতা !! কিন্তু একটু পড়ে দেখি আপনি লিখছেন এইডা কিছু হইলো নিজেই বেকুব হইয়া গেলুম কমেন্ট কইরা !!
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন: আমিও সিরিয়াসলি বলিনি !!
১৪|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪৩
তোমোদাচি বলেছেন: অত খুশি হয়ে লাভ নাই চান্দু ... পটবে না, পটবে না ... আরো কিছু ২২ টাকা খসানোর ধান্দা !!
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৪৫
অপু তানভীর বলেছেন:
১৫|
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৫০
ইকারাস ইমন বলেছেন: মজা লাগল পড়ে । ছোট ছোট ঘটনা গুলি স্মৃতিকে নাড়া দিয়ে যায় । আমার শুরুও অনেকটা এরকম ই ছিল। শুধু পার্থক্য এই যে প্রথম দেখায় প্রেমে পড়ে যাই নাই। কিন্তু ধাক্কা খেয়েছিলাম। আপনার লিখা পড়ে মনে হল সময় হলে একদিন লিখব আমার কাহিনি নিয়ে । শুভ কামনা রইল।
২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: ভাইজান বোধ হয় এটা সত্য মনে করেছেন !! এটা একটা বানান গল্প ! আর কিছু না ।
১৬|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:০৬
অহন_৮০ বলেছেন: পটছে কিনা জানাইয়েন কিন্তু
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:০৯
অপু তানভীর বলেছেন: অবশ্য জানাবো!!
১৭|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:২৫
শায়মা বলেছেন: হা হা কাঁচকলা পটবে!![]()
আমার বোকা ভাইটার ঘাড় ভেংগে আরও আরও আইসক্রিম , চকলেট চাইনিজ খাবার পায়তারা আর কি!![]()
২৮ শে মে, ২০১২ রাত ৮:২৮
অপু তানভীর বলেছেন:
দেখাই যাক না কি হয়??
১৮|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৪০
রুচি বলেছেন: কর্নফার্ম পটছে, তা না হলে এত রাতে কেউ ফোন দেয়???
২৮ শে মে, ২০১২ রাত ৮:২৮
অপু তানভীর বলেছেন: হুম!!
১৯|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৪২
দুঃখ বিলাসি বলেছেন:
২৮ শে মে, ২০১২ রাত ৮:২৯
অপু তানভীর বলেছেন:
২০|
২৮ শে মে, ২০১২ বিকাল ৪:৫৪
সপ্নহীন আমি বলেছেন: হতাস হলাম... ভাই। বাস্তবে না হয় মানুষগুলো এমন হয়, তাই বলে গল্পে এইরকম করবেন? নিশি রে তারাতারি রাখেন......
না হলে কইষা মাইনাস।
২৮ শে মে, ২০১২ রাত ৮:২৯
অপু তানভীর বলেছেন:
২১|
২৮ শে মে, ২০১২ বিকাল ৫:২৬
অশুভ বলেছেন: ধুর মিয়া দুইদিন পরপর গার্লফ্রেন্ড পাল্টান। পাইছেন টাকি আপনি? খাড়ান আপনার নিশিরে নিয়া ভাইগা যামু। তহন বুঝবেন কী হারাইছেন।
২৮ শে মে, ২০১২ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন: কন কি ভাই ?? আমার নিশিরে নিয়া ভাগবেন মানে কি?? আমি থাকতে তা হইতে দিমু নানানানা ।
২২|
২৮ শে মে, ২০১২ বিকাল ৫:৪২
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: আপনার নিশিরে নিয়া ভাইগা যামু
২৮ শে মে, ২০১২ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন:
২৩|
২৮ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:২৭
অন্ধকারের রাজপুত্র বলেছেন: এখনও সময় আছে.... বাচঁতে চাইলে কলব্লক কইরা রাখেন ![]()
ফাঁড়াটা মাত্র ২২ টাকার উপ্রে দিয়া গেসে বইলা নেংটা বাবার মাজারে ৫ টাকা শিন্নি দিয়েন.....
২৮ শে মে, ২০১২ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন:
২৪|
২৮ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
সত্যচারী বলেছেন: ইনভেস্ট মাত্র ২২ টাকা??
ভাবতাসি একটা চকবারের দোকান দিমু, নিহিন আপুর বাসার সামনে। তখন আপনার পুষ্টখানা বিগ্গাপনের কাম করব। সামুর লুলগো কাছে চকভার বেইচা এক বছরেই আমি কুঠিপুতি হমু
![]()
![]()
![]()
২৮ শে মে, ২০১২ রাত ৮:৩২
অপু তানভীর বলেছেন:
![]()
ভাল বুদ্ধি!!
২৫|
২৮ শে মে, ২০১২ রাত ৮:০৯
আশিক মাসুম বলেছেন: আপনার নিশিরে নিয়া ভাইগা যামু
![]()
২৮ শে মে, ২০১২ রাত ৮:৩৩
অপু তানভীর বলেছেন: আমার নিশি আপনার লগে যাবে না .....
২৬|
২৮ শে মে, ২০১২ রাত ৮:৪৩
কুট্টুশ বলেছেন: তাইতো বলি সেদিন রাতে নিহিন এর ফোন বিজি ক্যান!!!!!চান্দু ,তুমি আমার গার্ল ফ্রেন্ড রে আইস ক্রিম খাওয়াও।খাইসি তরে,পালাবি কই???????
২৮ শে মে, ২০১২ রাত ৮:৪৬
অপু তানভীর বলেছেন:
২৭|
২৮ শে মে, ২০১২ রাত ১০:১১
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: পটলেও পটতে পারে । একটু সম্ভাবনা কিন্তু আছে !
হা হা হা।
পিলাচ।
২৯ শে মে, ২০১২ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন:
২৮|
২৮ শে মে, ২০১২ রাত ১০:৪১
সায়েম মুন বলেছেন: ২২ টাকায় প্রেম। কোন কলিকাল আইলো। জীবনে কত ২২ টাকা অপচয় করলাম
২৯ শে মে, ২০১২ রাত ১২:২৪
অপু তানভীর বলেছেন: ভাই প্রেম তো হয় নাই । কেবল সম্ভাবনা দেখা দিছে !!
২৯|
২৯ শে মে, ২০১২ রাত ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: ভাইজান কিছু টাকাপয়সা ধার দেন। আমিও ২২ টাকা ইনভেস্ট করতে ইচ্ছুক
২৯ শে মে, ২০১২ রাত ১:০৩
অপু তানভীর বলেছেন: ২২ টাকায় কি আর কাম হয়??? আরও কত কিছু লাগবো , তার কি কিছু ঠিক আছে???
৩০|
২৯ শে মে, ২০১২ রাত ১:৪৪
মুনসী১৬১২ বলেছেন:
২৯ শে মে, ২০১২ রাত ৮:৫৮
অপু তানভীর বলেছেন: কি হইল ভাই??
৩১|
২৯ শে মে, ২০১২ সকাল ১০:৩৯
মুহিব বলেছেন: আমারও ধারনা পটবে। আমার পরিচিত একজন রাতে কোন ছেলে ফোন করলে কেন ফোন দিয়েছে বলে ঝাড়ি দিত এবং ঝাড়তে ঝাড়তে ভোর হয়ে যেত!!!
২৯ শে মে, ২০১২ রাত ৯:০৫
অপু তানভীর বলেছেন:
৩২|
২৯ শে মে, ২০১২ রাত ৯:২৮
ShusthoChinta বলেছেন: এর আগে আপনার ভৌতিক প্রেমগল্পে 'নিহিন' ছিল না? আমি তো ভাবসিলাম এত রাতবিরাতে সেই ভূত নিহিন আবার কল দিসে......
২৯ শে মে, ২০১২ রাত ১০:৩৬
অপু তানভীর বলেছেন: না না ভাই , ঐ নিহিন আর এই নিহিন আলাদা !!
৩৩|
২০ শে জুন, ২০১২ দুপুর ১২:২১
আর.হক বলেছেন: প্রথম পর্ব পড়লাম........... এখন দ্বিতীয় পর্বে ঝাপ দেই
দেখা যাক কি হয়?
২০ শে জুন, ২০১২ দুপুর ১২:২৫
অপু তানভীর বলেছেন: দেখেন.............
৩৪|
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫২
hasin82 বলেছেন: আমার মনে হয় পটছে।
দ্বিতীয় পর্বে দেখি কি হয়!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১
অপু তানভীর বলেছেন: দেখেন ...........
৩৫|
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
নেকড়েমানব বলেছেন: কতদিন গার্লফ্রেন্ড খাইনা...থুক্কু...পাইনা
...একটা দেন না ভাই, বড় কস্টে আছে আইজুদ্দিন
০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪
অপু তানভীর বলেছেন: আমনে না পাইয়া কষ্টে আছন আর আমি .....। থাক আর কইলাম না !! আমার বাক স্বাধীনতা নাই ! দেখলে আমার খবর আছে ![]()
![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১২ দুপুর ২:৫০
জেমস বন্ড বলেছেন: সিরিয়াল দিয়া রাখলাম এক প্যকেট ঝালমুড়ি নিয়া আস্তে আস্তে খামু আর পড়ুম
+ দিয়া যাই