নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি যে কথা লিখেছিল প্রেমপত্রে !!

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:০৮

-দোস্ত মেয়েটা কেমন রে ?

নিলয়ের কথা শুনে ওর দিকে তাকালাম ।

-কোনটা ?

-আরে নিশির ডান পাশের মেয়েটাকে দেখ ।

আমি তাকালাম । তবে ডান পাশের মেয়েটার দিকে না ।

নিশির দিকে ।

কতদিন পর নিশিকে দেখতে পেলাম !

আগে এমন কোন দিন ছিল না যে নিলয়দের বাড়ি আমি আসতাম না । কিন্তু ঐ ঘটনা টার পর থেকে এই বাড়িতে আসতেই কেমন জানি অস্বস্থি লাগত ।

নিলয় শত বলার পরও আসতে পারতাম না ।

কিন্তু আজকে আসতেই হল । আজকে নিশির জন্মদিন । নিলয় আমাকে এক প্রকার জোর করেই নিয়ে এল । নিলয়ের মাও ফোনে আসতে বলল । তারপর আর মানা করতে পারলাম না ।

রাতে কেক কাটার পর এখন আমরা নিলয়দের ছাদে বসে গল্প করছি ।

নিশির দুজন বন্ধুও এসেছে । তাদেরই একজন কে পছন্দ হয়েছে নিলয়ের ।

-কি বললি না কেমন ?

-হু .... হুম ! হ্যা ভাল ।

-ভাল মানে কি খুব ভাল ।

আমি বললাম

-নিশিকে বল ও একটা ব্যবস্থা করবে ।

-আর বলিস না । বলেছিলাম না আবার । বোন হয়ে ভায়ের একটু উপকার করবে তা না । সাফ বলেদিয়েছে এসব তাংফাং চলবে না । তা না হলে মাকে বলে দেবে ! এখন কোথাই যাই বলতো !!

-হবে একটা ব্যবস্থা হবে ।

এমন সময় দেখলাম নিশি আমাদের দিকে এগিয়ে আসছে । কাছে এসে বলল

-ভাইয়া ঝুমুরকে একটু বাসায় পৌছে দিয়ে আয়তো । ওর বাসা থেকে ফোন এসছে ।

আমি বললাম

-চল আমিও যাই । রাত হয়ে যাচ্ছে । হলের গেট বন্ধ হয়ে যাবে । নিশি বলল

-আপনাকে আম্মু খেয়ে যেতে বলেছে ।

নিলয় বলল

-আরে হ্যা তাই তো । মা তো তাই বলেছে । আর আজ না হয় না গেলি ।

তারপর নিশিকে বলল

-যা বন্ধুকে নিচে নামতে বল আমি আসছি ।

নিশি একটু দুরে যেতেই নিয়ল বলল

-তুই কাবাবের মধ্যে হাড্ডি হতে যাচ্ছিস ক্যান ?

-মানে কি ?

-মানে বুঝিস না ! তুই থাকলে কি আর শান্তি পাবো । তুই থাক । আমি ওর সাথে একা যাই ।

নিলয় চলে গেল ।

ছাদের ও পাশটাতে নিশি আর ওর আরেক বান্ধবী এখনও দাড়িয়ে গল্প করছে । হঠাৎ আমার অস্বস্থি শুরু করলো ।

মনে হল যদি এখন নিশি এদিকে আছে ?

ঐ দিনের কথা জিজ্ঞেস করে ? তাহলে ? আমিতো নাই হয়ে যাবো ! আমি এই কথাটা ভাবতে না ভাবতেই দেখলাম নিশি আমার দিকে এগিয়ে আসছে ।

আমি ছাদের রেলিংয়ের উপর বসে ছিলাম । নিশি ঠিক তার পাশে এসে দাড়াল । রেলিংয়ে হেলান দিয়ে দাড়িয়ে রইল কিছুক্ষন । মনে হল কথা গুলো গুছিয়ে নিচ্ছে । তারপর বলল

-আপনি এখন আর আমাদের বাড়ি আসেন না কেন ?

এই প্রশ্নটা করার মানে কি ? নিশি খুব ভাল করেই জানে আমি কেন আর আসি না ।

এরকম ন্যাকামো মার্কা প্রশ্ন করার কোন মানে আছে ?



নিলয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকেই আমার বন্ধুত্ব । বিশ্ববিদ্যালয়ের খুব কাছে বাসা হওয়াতে প্রায়ই ওদের বাসায় আসা হত । আন্টিও নিজের ছেলের মতই আমাকে আদর করা শুরু করা করে । নিশিকে প্রথম প্রথম যখন দেখতাম কিছু মনে হত না । বন্ধুর ছোট বোন হিসাবেই দেখতাম ।

কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম নিশির প্রতি অনুভূতি গুলো কেমন যেন পরিবর্তন হচ্ছে । কিছু দিন পর আমি বুঝতে পারলাম যে আমি নিশির প্রেমে পড়েছি ।

তারপর থেকে নিলয়ের বাসায় যাওয়ার পরিমানটা বেড়ে গেল । যেতাম প্রায় প্রতি দিনই । নিশিকে দেখতাম । টুকটাক কথা বলতাম ।

আহা !

কত চমৎকার অনুভূতিই না ছিল !!

কিন্তু এতো কিছুতে যেন মন ভরছিল না । মনে হচ্ছিল ও যদি একটু বুঝতো !

তাই একদিন ঠিক করলাম যে নিশিকে বলব সব । আমার মনের কথা । তার প্রতি আমার অনুভূতির কথা ।

ঐ দিনের কথা আমার আজও মনে পড়ে । আমি ওর কলেজের সামনে দাড়িয়ে ছিলাম । হাতে বেশ কিছু গোলাপ আর রজনীগন্ধা নিয়ে । কিছুক্ষন পরেই ও বেড়িয়ে এল ।

আমি যখন ওকে ফুল গুলো দিলাম নিশি তখন বেশ খানিকটা চমকালো । কিছুক্ষন কি যেন ভাবলো । তারপর বলল

-অপু ভাই আমি কখনও এমন করে ভাবি নি আপনার ব্যাপারে । আর আমার এসব পছন্দও না ।

নিশি ফুল গুলো ফেরৎ দিয়ে চলে গেল ।

তারপর থেকে নিলয়দের বাসায় যাওয়া আমার একদম কমে গেল । কেমন জানি একটা অস্বস্তি লাগতো সবসময় ।

আর একটা ভয় ছিল সব সময় যে নিশি যদি নিলয়কে সব কিছু বলে দেয় ?

অথবা ওর মাকে ?

আমার ব্যাপারে কি ভাববে ! লজ্জায় শেষ হয়ে যাবো !

তাই মোটামুটি ওদের বাসায় আসাটা বন্ধ করে দিলাম ।



নিশি আবার প্রশ্নটা করলো ।

-কই বললেন না তো এখন আর কেন আসেন না ।

-না এমনি । ঠিক সময় হয় না আর কি !

-আগে তো ঠিক সময় হতো । আমি খুব ভাল করে জানি আপনি আমার উপর রাগ করে আর আসেন না ।

নিশির কথায় কেমন একটা অভিমানের সুর ।

আমি অবাক না হয়ে পারলাম না । ঐ দিনকার সুর আর আজকের সুর কেমন যেন এক না । নিশি আবার বলল

-আসলে আমি নিজেও ঠিক বুঝতে পারি নি । আগে আপনাকে প্রতিদিন দেখতাম তো তাই কিছু মনে হয় নি । কিন্তু আপনি যখন আমাদের বাসায় আসা বন্ধ করে দিলেন মনে হত কি যেন নেই ! মনে হত আমি যেন কি একটা মিস করছি ! একটা সময় পরে আমি বুঝতে পারলাম যে আমি আপনাকে মিস করতে শুরু করেছি । আমি আপনাকে ....

নিশি কথাটা শেষ করলো না ।

কিন্তু আমি ঠিকই বুঝতে পারলাম ঐ শূন্য স্থানে ও আসলে কি বলতে চেয়েছিল ।

নিশি আবার বলল

-আগের মত আসবেন আমাদের বাসায় । কেমন?

-আচ্ছা ।

তারপর আমার দিকে একটা কাগজ বের করে দিয়ে বলল

-আর এটা আপনার জন্য ।

বলে নিশি আর দাড়াল না । এক প্রকার দৌড়েই চলে গে্ল ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:১২

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
আমারে কেউ দেয় না! :(( :(( :(( :(( :(( :(( :((

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: তোমারে দিবো না ....

২| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:১২

পানকৌড়ি বলেছেন: প্রথম ++++++

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু!!

৩| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:১৮

মদন বলেছেন: +

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: :) :) :)

৪| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২২

নাঈম বলেছেন: দারুন.....এটা কি সত্যি ঘটনা নাকি শুধুই গল্প? যেটাই হোক খুব সুন্দর হয়েছে।

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: গল্প কেবলই গল্প!!

৫| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২৫

অনন্যমানুষ বলেছেন: কাগজে কি লিখা ছিল?

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: তা তো কমু না !!!

৬| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২৭

অমানুষ বলেছেন: ++++++++++++++++++++++

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৭| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:২৮

sumon2015 বলেছেন: ভাল ................

০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: :) :) :)

৮| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: আহালে!
তাই নাকি!

:P

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: হুম!!!!

৯| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৫২

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ক্যান ভাই??? আমার কি চেহারা খারাপ??? আর হ্যাঁ, এইবারই প্রথম পুত্থম পিলাচ, আমি দিতে পারছি!!

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: না ভাই তোমার চেহারা খারাপ না , তয়.......।
পুত্থম পিলাচ........... থেঙ্কু!!!!

১০| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৩:৫৮

আমি তুমি আমরা বলেছেন: কাগজে কি লেখা ছিল ঝাতি জানতে চায়।

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: ঝাতিকে আমি জানামু না ..... :P :P :P :P

১১| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৫

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ভাই, আমার জীবনের ঘটনাটাও মোটামুটি একি রকম খালি পার্থক্য হল আপনি বা আপনার গল্পের নায়ক সফল আর আমি অসফল, পুরো বেপারটাই ছিল আমার এক বন্ধুর কারনে ভুল বোঝা বুঝি, আজ ভাবি হায় যদি আমি নিজে ওকে সরা সরি জিজ্ঞেশ করতে পারতাম!! জীবন টাই অন্যরকম হয়ে যেত।

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৯

অপু তানভীর বলেছেন: এখন আর আফসোস করে কি লাভ ???
যা হয়ে গেছে যাক.....এবার নিজের টা নিজে করবেন....।

১২| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৬

মুনসী১৬১২ বলেছেন: +++

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:১৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৩| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:২৫

ShusthoChinta বলেছেন: ধুরু আপনি তো গল্পের শিরোনামের সাথে চিটিংবাজি করলেন!

০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৩৩

অপু তানভীর বলেছেন: একটু করলাম আর কি ! কিন্তু যদি চিঠিটা লিখে দিতাম তাহলে আপনাদের মনে কি আর এতো কৌতুহল হত !!
এখন বসে বসে ভাবেন কি লিখেছিল নিশি !!
=p~ =p~ =p~ =p~ =p~

১৪| ০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৫৭

দুঃখ বিলাসি বলেছেন: :D :D

০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৫| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৮

ইসাকুল বলেছেন: ভাই ,একটা ছেকার গল্প লিখেন পিলিজ

০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ভাই আমি সুখি মানুষ , দুঃখি গল্প লিখতে পারি না যে !!

১৬| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:২০

আমার মন বলেছেন: ভাই নিশিটা এখন আচে কই?? চেনা চেনা লাগতাছে :-&

০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৭| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: চিঠি টা স্ক্যান করে ব্লগে পোস্ট করা হউক ! :-P
ঝাতি জানতে চায় ! :P

++++++++++++++

০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: ঝাতিকে জানামু না :P :P :P :P :P

১৮| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৫

বুলেট কিংবা কবিতায় বলেছেন: ;) ;) ;) ;) ;)

০৩ রা জুন, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

১৯| ০৩ রা জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৪

নিশি কথক বলেছেন: কাগজে কি লিখা ছিল জাতি জানতে চায়...... B-) B-) B-) B-) B-) B-) B-)

০৩ রা জুন, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: কল্পনা কইরা নেন!!

২০| ০৩ রা জুন, ২০১২ রাত ৯:১৩

দিগন্ত নীল বলেছেন: অনেক ভালো লাগলো ।

০৩ রা জুন, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২১| ০৩ রা জুন, ২০১২ রাত ১০:৩৮

দিগ্‌ভ্রান্ত পথিক বলেছেন: বস,আপনার লেখা পড়তে পড়তে তো প্রেম এসে যাচ্ছে..........

০৩ রা জুন, ২০১২ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: কার প্রেমে পড়তাছেন ??? আমার নাকি আমার লেখার ??
আমার হইলে লাভ নাই, সেই জায়গা আগে থেকেই দখল করা ! আমার লেখার হইলে ঠিক আছে!! ;) ;) ;) ;)

২২| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১:৫৮

ডিএন বলেছেন: বুজলাম এই সম্পর্ক । আমাদের ফ্রেন্ড গ্রুপ মধ্যে এরকম হয়েছে মানে এক বন্ধু আরেক বন্ধুর বোনকে পছন্দ করে ।কিন্তু কখনও বলেনি ।বন্ধু কে ও না বন্ধু বোনকে না।এমনকি বন্ধুর বোন নিজেই প্রপস
করে । কেউ তা গ্রহন করে নি ......
আমাদের ৫/৬ জন বন্ধুর সাথে এমন হয়েছে ।
আমারা সবাই বন্ধুত্বটাকেই
মূল্যায়ন করেছি ...............।
বাস্তব হয়ত এরকমই...............।।

ভাল থাকবেন

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: হয়তো তাই !!

২৩| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ২:০৬

দিগ্‌ভ্রান্ত পথিক বলেছেন: না রে ভাই,আপনার প্রেমে না।আমি কেন একটা ছেলের প্রেমে পড়ব?এম্নিতেই মনে প্রেম উথাল পাথাল করতেছে।কিন্তু কওনের মানুষ নাই।আফসুস।

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: মজা করলাম ভাই!!!

২৪| ০৪ ঠা জুন, ২০১২ বিকাল ৪:০৭

মাহী ফ্লোরা বলেছেন: ভাল লাগা রইলো।

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৫| ০৪ ঠা জুন, ২০১২ রাত ১১:৫৮

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: আমারে কেউ কয় না কেন ...........................। |-) |-) |-) |-) |-)

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৪

অপু তানভীর বলেছেন: দিবে দিবে ওয়েট করেন !!

২৬| ০৫ ই জুন, ২০১২ রাত ২:১৭

বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: চিঠি পাওয়ার ভিতর একটা পৈশাচিক আনন্দ আছে ;) ;) ;) ;) ;) ;)

০৬ ই জুন, ২০১২ সকাল ১১:৪৩

অপু তানভীর বলেছেন: পৈশাচিক আনন্দ?? কি কন ??

২৭| ০৮ ই জুন, ২০১২ দুপুর ১২:২৬

বৃষ্টিধারা বলেছেন: কাগজে কি লিখা ছিলো ???

১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৪৩

অপু তানভীর বলেছেন: প্রাইভেট কথা শুনতে নাই !!

২৮| ১৩ ই জুন, ২০১২ সকাল ১১:২৪

কুট্টুশ বলেছেন: আরে কত চিঠা চিঠী করে রে :#) :#)

ভাই "প্রতিক" নাম টা নিয়া একটা গল্প লিখন যায়না।

১৫ ই জুন, ২০১২ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: প্রতিক কার নাম??
যাবে না কেন?? নায়িকার নাম কি দিবো বলেন??

২৯| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ্‌্‌

২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০৬

অপু তানভীর বলেছেন: :|

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬

খাঁজা বাবা বলেছেন: কাগজে কি ছিল ভাই? জাতী জানতে চায়

০৩ রা মে, ২০২০ বিকাল ৪:১৫

অপু তানভীর বলেছেন: কি যে লেখা ছিল সেটা অপুই জানে । গল্পের অপু ! আমি গল্পের অপু না, তাই বলতে পারলাম না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.