নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি যেভাবে তার বয়ফ্রেন্ডকে (সম্ভাব্য) খুজে পেল !!

১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৩১

-বল কি খাওয়াবি ?

তয়া বেঞ্চ থেকে মাথা তুলে তাকাল । মীম ঠিক ওর পাশে এসে বসল ।

-কেন ?

-বল আগে কি খাওয়াবি ?

-দেখ এখন ইয়ার্কি ভাল লাগছে না ।

-আর বল না ?

-কেন খাওয়াবো ?

-তোর রাজকুমারের খোজ পেয়েছি ।

-সত্যি ???

তয়া এতো জোরে চিৎ‍কার করে উঠল যে চারিপাশের লোকজন ঘুরে তাকাল ।

-সত্যি বলছিস ??

তয়ার মনে খানিকটা সন্দেহ দেখা দেয় । তয়া আবার বলল

-তুই মিথ্যা কথা বলছিস । আমার মন খারাপ বলে তুই মন ভাল করার জন্য এমনটা বলতেছিস ।

সত্যি সত্যিই তয়ার মনটা খারাপ । মনটা খারাপ ঐ অজানা ছেলেটার জন্য । যে ছেলেটাকে চেনে না জানে না এমন একটা ছেলের জন্য তয়ার মনটা আসলেই খারাপ ।

ও কখনও ভাবতে পারে নি এমন অদ্ভুদ ঘটনা ঘটবে ওর সাথে । সপ্তাহ খানেক আগে ছেলেটার সাথে তয়ার দেখা হয় ।

দেখা হয় বলতে তয়া ছেলেটাকে দেখে । সেদিন কফি সপে বসে কফি খাচ্ছিল আর মীমের সাথে বসে গল্প করছিল । এমন সময় ছেলেটাকে দেখতে পায় ও ।

কেমন অন্য রকম একটা আভা ছিল ছেলেটার চেহারার মধ্যে । তয়া কিছুক্ষনের জন্য একেবারে স্থির হয়ে গেল । একটু বড় বড় চোখ ছেলেটার । কালো ফ্রেমের চশমা পরেছে । মাথায় চুল একটু বড় । কি গভীর সেই চোখের দৃষ্টি ।

কফিতে চুমুক দিচ্ছে আর কি যেন একটা বই পড়ছে । তয়া কফি খাওয়া ভুলে গেল ।

মীম ব্যাপারটা লক্ষ্য করেছিল । কিন্তু এতো বেশি গুরুত্ব দেয় নি । তয়া নিজেও ব্যাপারটা প্রথমে অতো বেশি গুরুত্ব দেয় নি ।

প্রথমে ভেবেছিল সাময়িক মোহ ! চোখের আড়াল হলেই মোহ কেটে যাবে !

কিন্তু সেই থিওড়ি কাজে এল না । চোখের আড়াল হলেই মনের আড়াল হল না ।

সিন্দাবাদের ভুতের মতই ছেলেটি তয়ার মাথায় চেপে থাকল । এই সাতটা দিনে তয়া একটা মুহুর্তের জন্যও ছেলেটিকে মন থেকে মুছে ফেলতে পারল না ।



তয়া আবার বলল

-সত্যি খোজ পেয়েছিস ছেলেটার ?

-কেন তোর বিশ্বাস হচ্ছে না ?

-কিন্তু কিভাবে খোজ পেলি ?

-তুইতো কিছু আমাকে বলবি না ! ঐ দিনই বলতি সোজাসুজি গিয়ে নাম ধাম জিজ্ঞেস করতাম । এতো ঝামেলা করতে হত না । মাঝ খান দিয়ে সুমনকে কষ্ট তো করতে হল ।

সুমন মীমেয় বয়ফ্রেন্ড । ওদের সাথেই পড়ে । তয়া কৌতুহলী চোখে তাকাল মীমের দিকে ।

-আচ্ছা বাবা বলছি শোন ।

-ঐ দিনতো তুই ছেলেটাকে দেখেই কাইত ! একদম তন্ময় হয়ে তাকিয়ে ছিলি ছেলেটার দিকে ।

বলেই মীম হেসে ফেলল ।

-হাসলি কেন ?

-তন্ময় শব্দটা ব্যবহার করলাম তো ! ছেলেটার নাম তন্ময় ।

-তন্ময় !

তয়া নামটা একবার উচ্চারন করলো । যদিও নাম বেশ কমন তবুও তয়ার মনে হল একদম পারফেক্ট একটা নাম ।

আর সত্যি ঐ দিন তয়া তন্ময়ের দিকে তন্ময় হয়েই তাকিয়ে ছিল ।

-তারপর বল ।

-তুই তো কেবল তাকিয়েই ছিলি । আমি তোর তাকানোর ধরন দেখেই বুঝেছিলাম যে ছেলেটাকে তোর মনে ধরেছে । আমি ছেলেটার সব কিছু লক্ষ্য করছিলাম । যেন পরে চেনা যায় বা খোজ বের করা যায় !

তয়া ওর দিকে তাকিয়েই আছে একভাবে । এখনও যেন বিশ্বাস করতে পারছে না ।

-তুই হয়তো লক্ষ্য করিস নি ছেলেটার হাতে একটা বই ছিল ।

-হুম ! লক্ষ্য করেছি । ও একটা বই পড়ছিল ।

-ও !! এখনই ও হয়ে গেল ।

তয়া খানিকটা লজ্জা পেল ।

-আচ্ছা লজ্জা পেতে হবে না । বলতো বইটার নাম কি ছিল ?

-অতো তো লক্ষ্য করি নি ?

-তা করবা কেন ? তুমিতো আর বইয়ের প্রেমে পড় নি ! কিন্তু আমি লক্ষ্য করেছিলাম । ছেলেটা অপু তানভীরের লেখা একটা বই পড়ছিল । বইটার নাম "টিয়াপাখির গল্প" ।

-তো কি হয়েছে ? অপু তানভীয়ের বই পড়ছিল তো কি হয়েছে ? এর সাথে ওর খোজ পাওয়ার কি সম্পর্ক ?

-আরে আগে শেষ করতে দে ! বইটাতে পাবলিক লাইব্রেরীর স্টিকার মারা ছিল । মানে বইটা পাবলিক লাইব্রেরী থেকে নেওয়া । এর অর্থ কি দাড়ায় ?

তয়া মুখটা উজ্জল হয়ে গেল

-এর মানে ছেলেটা পাকলিক লাইব্রেরীর রেজিস্টার্ড মেমবার । কিন্তু ....

তয়ার মুখটা খানিকটা মলিন হল

-কিন্তু লাইব্রেরীতে তো কয়েক হাজার সদস্য । কি করে বের করলি ?

-এইতো মামা এখানেই আসল খেল ! শোন তাহলে ! যেহেতু ছেলেটার হাতে ঐ দিন বইটা দেখলাম তার মানে ছেলেটা ঐ দিনই বইটা লাইব্রেরী থেকে নিয়েছে । কিংবা দু একদিন আগে । আর তুইতো জানিস প্রতিদিন কোন কোন লাইব্রেরী থেকে কোন কোন বই বাইরে গেল কে কে নিল তার একটা হিসাব থাকে ।

তয়া মাথা ঝাকাল । কিছুটা বুঝতে পারছে ।

-তারমানে ঐ দিনের লিষ্টটা হাতে পেলেই হল । ওখান থেকে দেখা যাবে অপু তানভীরের "টিয়াপাখির গল্প" বইটা কে নিয়েছিল ।

মীম হেসে ফেলল । বলল

-এই তো বুঝে গেছিস । কিন্তু লাইব্রেরিয়ান তো এসব তথ্য সহজে দিবে না ।

-তাহলে কি করলি ?

মীম আবার হাসল ।

-এখানেই তো সুমনের কাজ । তুই তো জানিস সুমন কম্পিউটার এক্সপার্ট । নিমিশেই যে কোন কম্পিউটার হ্যাক করে ফেলে !

তয়া চোখ বড় বড় করে বলল তোরা কি পাকলিক লাইব্রেরীর কম্পিউটার হ্যাক করেছিস নাকি ?

-না করলে কি চলত বল ?

-কি বলিস ?

তয়া অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে ।

-সুমনই সব তথ্য বের করেছে । ছেলেটার নাম ঠিকানা কোথায় পড়ে !

তয়া মীম কে জড়িয়ে ধরল আনন্দে । বলল

-তোকে কি বলে যে ধন্যবাদ দিবো ! তোরা কি খাবি বল ? যা চাবি তাই দিবো !

-আচ্ছা ঠিক আছে এখন চল ।

-কোথায় ?

-আরে আশ্চার্য তন্ময়ের সাথে দেখা করবি না ? তোর যা অবস্থা হয়েছে । ওর সাথে কথা না বললে তুই আর বাঁচবিই না মনে হচ্ছে !

-কিন্তু ওকে কোথায় পাবি এখন ?

-আরে ছেলেটা আমাদের ইউনিভার্সিটিতেই পড়ে । সুমন কে দিয়ে খোজ খবর নিয়েছি ।

প্রতিদিন বিকালবেলা ছেলেটা ঐ মাঠটার কোনায় বসে খেলা দেখে । চল চল জলদি চল । ছেলেটা হয়তো এতক্ষনে চলে এসেছে ।

ওয়া যখন মাঠে পৌছাল তখন সত্যিই দেখলো তন্ময় মাঠটার এককোনায় বসে আছে । চোখটা মাঠের খেলার দিকে ।

তয়া আবার একভাবে তাকিয়েই থাকল তন্ময়ের দিকে ।

-কি হল তাকিয়েই থাকবি নাকি ?

-কি করবো ?

-আরে কি করবো মানে ? কাছে যা । কথা বল ।

-যাবো ?

তয়া খানিকটা ইতস্তত করতে থাকে ।

-যা ।

মীম এক প্রকার জোর করেই পাঠিয়ে দেয় ।

তয়া দুরুদুরু বুক নিয়ে একদম তন্ময়ের সামনে গিয়ে দাড়াল । কি বলবে ভেবে পেল না ও ।

তারপর আস্তে করে তন্ময়ের পাশে বসল ।

তন্ময় একটু চমকালো । এভাবে অচেন একটা মেয়ে পাশে বসলে যে কোন ছেলেই চমকাবে !

তয়া একটু ইতস্তত করল । তারপর খানিকটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল

-হাই





আমার কথাঃ

অনেকদিন পর পোষ্ট দিলাম ! সবাই কেমন আছেন ! আমিতো খুব ভাল আছি । আজই এলাম বাসা থেকে !

গল্পের মধ্যে আমি একটু চালাকী করেছি । নিশ্চই বুঝে ফেলেছেন এতোক্ষনে ! আসলে গল্পের বইয়ের নামটা আমমি কোন বিখ্যাত লেখকের দিতে চেয়েছিলাম । কিন্তু তারপর মনে হল কি দরকার ! আমি লিখছি আমার গল্প । নিজের নামটাই না হয় লিখি । তবে আমার মনে আশা আছে টিয়াপাখির গল্প নামে সত্যি সত্যিই একটা বই আমি বের করবো । ১০ বছর ২০ বছর যা লাগে লাগুক !! সবাই ভাল থাকবেন।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৬

আমি ছাড়া ভালা কেডা বলেছেন: আপনে মিয়া আস্ত হারামী। আমার জান্টুশের মতো। আপনার লেখা পড়তে পড়তে পাগল হইয়া যাইতেছি আর আপনে লেখা শেষ না করেই X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X( X(
আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে
এই লেখাটা তাড়াতাড়ি শেষ আপনায় করতে হবে
B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: আরে ভাই এটা তো কেবল মেয়েটা কিভাবে সেই ছেলেটিকে খুজে পেলো সেটার কাহিনী । খুজে পেয়েছে কাহিনী শেষ !! :D :D :D

২| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল লেখা।

১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৪২

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ধুর মিয়া। এদ্দিন পর একটা দিলেন, তাও সাসপেন্স রেখে??

১৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৪৪

অপু তানভীর বলেছেন: New story begins from here.......

৪| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:০৩

রুদ্র ছায়া বলেছেন: ;) ;) ;)

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: :) :) ;) ;)

৫| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:০৪

চিরতার রস বলেছেন: আপ্নে মিয়া কমার্শিয়াল টাইপ লেখক হইয়া গেছেন।

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৬| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:০৫

কাল্পনিক জীবন বলেছেন: ভালো লাগলো পড়ে :)
গল্প কি এখানেই শেষ?নাকি পরের পর্বে আরও এগিয়ে নিবেন?

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৮

অপু তানভীর বলেছেন: নাহ এখানেই শেষ । এর পরের কাহিনী আমার অনেক গল্পেই পাবেন!!

৭| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:০৫

তৌহিদ জামান73 বলেছেন: ভালো লিখেছেন; ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞচিত্তে, দারুণ !

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৮

অপু তানভীর বলেছেন: :) :) :)

৮| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:০৯

অণুজীব বলেছেন: টিয়াপাখির গল্প" বইটা দরকার।। /:)

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৭

অপু তানভীর বলেছেন: হুম!! আমারও দরকার !!

৯| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২২

অনন্যমানুষ বলেছেন: এতদিন কোথায় ছিলেন?????

১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:২৭

অপু তানভীর বলেছেন: বাড়িতে গেছিলাম !!

১০| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:৪৭

অশুভ বলেছেন: নিশির খবর কী?

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: আছে, সে ভালই আছে !! তার জায়গা মতই সে আছে..........।

১১| ১৫ ই জুন, ২০১২ বিকাল ৫:৫২

কবিরাজমশাই বলেছেন: অনেক দিন পর ব্লগে এলেন । আপনাকে স্বাগতম।

আপনার গল্প এখন আমার নিত্য দিনের সংগী।

প্রতিদিন আপনার গল্প পড়ি । আপনার গল্প না পড়লে মনে হয় কি যেন একটা মিস করলাম আজ।


খুব সুন্দর লিখেন আপনি ।

আপনার মনের আশা পূর্ণ হোক। আপনার জন্য শুভ কামনা রইল সবসময়।

ভালো থাকবেন।


ধন্যবাদ।


১৫ ই জুন, ২০১২ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: হুম ! বাসায় গিয়েছিলাম । কিছুদিন অসুস্থও ছিলাম । আজকেই ঢাকা এসেছি ।
আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন !! ধন্যবাদ !!!

১২| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০

সুদীপ0718 বলেছেন: কি আর বল্বাম :)

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: ???

১৩| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১

যাযাবরমন বলেছেন: তন্ময় কে?

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: গল্পের নায়ক!!!

১৪| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৭

অণুজীব বলেছেন: বাই দা ওয়ে, আমার টিয়াপাখির কি খবর :!> :!>

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: আপনার টিয়াপাখি মানে???? /:) /:) /:)
সে শুধুই আমার.....একান্তই আমার......

১৫| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

দুঃখ বিলাসি বলেছেন: ;)

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

১৬| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০১

মাইশাআক্তার বলেছেন: ওয়েল কাম ব্যাক অপু ভাই। নতুন আরেকটা জুটি পেলাম, ভাল হয়েছে।

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: বুঝতাছিনা আরো লিখবো কিনা ??
মনে হয় লিখতে হবে..... দেখা যাক...

১৭| ১৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৬

গ্য।গটেম্প বলেছেন: ছেলেটা অপু তানভীরের লেখা একটা বই পড়ছিল । বইটার নাম "টিয়াপাখির গল্প" । :D :#)

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) ;)

১৮| ১৫ ই জুন, ২০১২ রাত ৯:২৫

মুনসী১৬১২ বলেছেন: =p~ =p~ =p~

১৫ ই জুন, ২০১২ রাত ১০:১১

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~হাসেন ক্যান??

১৯| ১৫ ই জুন, ২০১২ রাত ১০:৩৪

ফারিয়া বলেছেন: লেখাটা এভাবে অসমাপ্ত করে দিলে কেন ভাইয়া? :(
আরেকটু পড়টতে ইচ্ছা করছে! :|

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: আসলে আপু কেবল দেখাতে চেয়েছিলাম যে মেয়েটি কিভাবে তার সম্ভাব্য মানুষটিকে খুজে পায় ।
আচ্ছা ঠিক আছে, দেখা যাক পরে আর একটা পর্ব লেখা যায় কি না !!

২০| ১৫ ই জুন, ২০১২ রাত ১০:৪৯

ShusthoChinta বলেছেন: ওয়েল্কাম ব্যাক! গল্প ভালু হয় নাই.....

১৬ ই জুন, ২০১২ ভোর ৫:২৫

অপু তানভীর বলেছেন: :( :( :(

২১| ১৬ ই জুন, ২০১২ রাত ৩:৩৪

ডিএন বলেছেন: ভাই আমি একটা ভুল করসি আমাদের একটা ফেসবুক একটা নতুন
পেজ আপনার অনুমতি না নিয়া পেস্ট করসি... আপ্নে মিয়া নাই কি করুম কন আমাদের পেজ একেবারে নতুন লাইক ত পাই না আপ্নের ভালা পাই তাই পেস্ট করলাম । ভুল হইলে বলবেন আর ক্ষমা করবেন ... ভাল কমেন্ট পাইসি ফেসবুক ;) ;) । আপনি নিয়মিত লেখেন ...। কারন মাহি ফ্লোরা আপি লেখা পরলাম মহা কঠিন মানে আমি সহজ সরল লেখা পরতে ভাল লাগে ...। তাই আপ্নের লেখা ভাল লাগে


ভাল থাকবেন ভাই

১৬ ই জুন, ২০১২ ভোর ৫:৩৪

অপু তানভীর বলেছেন: ডিএন, আমার গল্প অলরেডি একটা পেইজে নিয়মিত পোষ্ট হয় ।
আর আমার লেখা ভাল জেনে ভাল লাগল ।

২২| ১৬ ই জুন, ২০১২ সকাল ১১:২০

মাহী ফ্লোরা বলেছেন: অপু ভাইয়া গল্প ভাললেগেছে।

কিন্তু ডিএন কি বলছে! ওকে বকে দেন। :(( B-))

১৬ ই জুন, ২০১২ সকাল ১১:২৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু ! :) :) :)

২৩| ১৯ শে জুন, ২০১২ রাত ৯:৫৫

ইসাকুল বলেছেন: ভাই ,এত সুন্দর গল্প কেমনে লিখে আমারে সিখান

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: আগে নকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইল কিনেন ! আমি আমার সব লেখা লিখি মোবাইলের নোট এ । আগে কিনে আমাকে জানান .......। তারপরের টিপস দিতাছি..। ;) ;) ;) ;)

২৪| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ওয়েল্কাম ব্যাক!

২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৮

অপু তানভীর বলেছেন: এতোদিন পর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.