নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মুমতাহিনা টয়া, তোমাকে ভালবাসি!!

১৯ শে জুন, ২০১২ দুপুর ২:৫২

-আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলের থাকার । কিন্তু পারি নি । ভুলে থাকতে পারছি না । আমি .... আমি তোমাকে ভালবাসি ...
টয়া সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে ।
কেমন গভীর চোখে তাকিয়ে আছে । চারিদিক যেন থেমে গেছে । কেউ কোন কথা বলছে না । এমন কি একটা পাখি ডাকার আওয়াজও কানে আসছে না ।
এইবার টয়ার ডায়লগ বলার পালা । কিন্তু টয়া কোন কথা বলল না ।
কেবল তাকিয়েই রইল আমার দিকে ।
-কাট !
মিজান ভাইয়ের চিৎ‍কারে বাস্তবে ফিরে এলাম । মিজান ভাই বলল
-কি ব্যাপার টয়া ডায়লগ বলছো না কেন ? মিজান ভাইয়ের কথায় ও যেন বাস্তবে ফিরে এল । টয়া খানিকটা লজ্জা পেল । বলল
-সরি মিজান ভাই । ভুলে গিয়েছিলাম । আর একবার প্লিজ !
-ওকে রিটেক ! লাইট ক্যামেরা এন্ড একশান ....

আমি জানি টয়া ডায়লগ ভুলে যায় নি । ও আমার চোখের দিকে তাকিয়েছিল সরাসরি । আমি যে সত্যি সত্যিই কথাটা বলেছি ওটা টয়া বুঝতে পেরেছে ।
অন্তত ওর চোখ দেখেতো আমার তাই মনে হয়েছে । তাই ও হেসে উঠতে পারে নি ।
স্ক্রিপ্টে ছিল আমি ওকে কথা বলার পর ও হেসে উঠবে ।
কিন্তু ও হেসে উঠতে পারে নি ।
টয়া । মুমতাহিনা টয়া । একজন নাম করা মডেল । আমার রাজ্যের সম্রাজ্ঞী ।

টয়া আমি সেই ২০১০ সাল থেকেই চিনি । ও যখন প্রথম লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রোগ্রামে অংশ নিল ।
প্রতিটা পর্ব আমি দেখেছিলাম কেবল ওকে একটা বার দেখার জন্য । মেয়েটাকে আমার এতো ভাল লেগে গেল যে চার পাশের অন্য সবাইকে কেমন ফিকে লাগতে লাগল ।
আর আজ সেই টয়ার সাথেই আমি অভিনয় করছি ।
কি অবিশ্বাস্য !!

এটা আমার ভাগ্যই বলতে হবে । মিজান ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় । আমাদের এলাকারই ছেলে । পড়াশুনার ফাঁকে ফাঁকে ওনার জন্য মাঝে সাঝে গল্পটল্প লিখে দিতাম ।
সেই সুবাদে পরিচয় । যে নাটকটার সুটিং চলছে সেটার গল্পও আমারই লেখা ।
নাটক শুরুর দিন কেন জানি মিজান ভাই আমাকে স্পটে আসতে বললেন । আমি ভাবলাম স্ক্রিপ্টে হয়তো কোন কিছু পরিবর্তন করাবে ।
কিন্তু এসে পরলাম বিপদে । মিজান ভাই বললেন
-তুই তন্ময়ের রোলটা করবি !
-মানে কি ?
আমি যেন আকাশ থেকে পরলাম ।
-আমি অভিনয়ের অ ও জানি না । আর আমি করবো অভিনয় ? আপনার কি মাথা খারাপ হয়েছে ?
-শোন বেশি প্যাচাল পাড়বি না । তোর অভিনয় জানার দরকায় নাই । আমি যা করতে বলবো কেবল তাই করবি । যা এখন সামনে থেকে দুর হ !
আমি সামনে থেকে দুর হলাম । মিজান ভাই খানিকটা এক রোখা টাইপের । যা বলবেন তাই করবেন ।

প্যাকআপ হবার পর রাস্তায় দাড়িয়ে আছি শাহবাগ যাবো বলে এমন সময় দেখলাম লাল রংয়ের গাড়িটা আমার সামনে দাড়াল । আমি গাড়িটাকে চিনি ।
টয়ার গাড়ি এটা । পেছনের উইন্ড স্ক্রিনের গ্লাসটা নেমে গেল । টয়া মুখটা বের করে একটু হাসল ।
-কোথায় যাবেন সুমন ভাই ?
আমার হার্টবিট টা ততক্ষনে চরমে পৌছেছে । তবে এটা জিনিস দেখে ভাল লাগল যে টয়া চোখে আগের মত আর তাচ্ছিল্যের ভাবটা নেই । প্রথম যেদিন মিজান ভাই টয়ার সাথে আমার পরিচয় করিয়ে দিল টয়া কেমন একটা তাছিল্য ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল ।
অবশ্য তাকাবে না কেন ? সে এতো বড় একজন মডেল আর কোথাকার কে না কে ? সবাই কে পাত্তা দিতে গেলে কি আর চলে !
তবুও মনটা খানিকটা খারাপই হয়েছিল বইকি ।
নিজের পছন্দের মানুষগুলোর কাছ থেকে সামান্যতম অবহেলা বিশাল কষ্টের কারন ।
তবে আজ সত্যি টয়া চোখ দিকে তাকিয়ে খুবই ভাল লাগল । আমি খানিকটা সংকুচিত হয়ে বলল
-এই শাহবাগের দিকে যাবো ।
-আসুন আমিও ঐ দিকেই যাচ্ছি । আপনাকে নামিয়ে দেই ।

আমি গাড়িতে উঠে বসলাম । গাড়ি চলতে শুরু করলে টয়া বলল
-আপনি কি এই প্রথম অভিনয় করছেন ?
-হুম ।
-এই প্রথম ?
-তবে অভিনয় বলবেন না এটাকে ।
-কেন ?
-অভিনয় কি, কিভাবে করে আমি জানি ই না । মিজাজ ভাই যা বলে আমি তাই করি । এটাকে অভিনয় বলা যায় না ।
-কিন্তু আজকে যেটা করলেন ওটাকে কি বলবেন ?
-আজও আমি অভিনয় করিনি ।
-মানে?

আমি এই প্রশ্নটার উত্তরে কেবল টয়ার দিকে তাকালাম । আবার সেরকম হল ।
দুজন যেন কিছুক্ষনের জন্য হারিয়ে গেলাম । টয়াই আগে চোখ সরিয়ে নিল বলল
-মিজান ভাইয়ের কাছে শুনলাম আপনি নাকি খুব সুন্দর গল্প লেখেন । এই নাটকের গল্পটাও নাকি আপনার লেখা ।
-হুম । টুকটাক লিখি আর কি !

টয়া কথা খুজে পেল না আর । আমি চুপ করে গেলাম ।
কি বলব কেমন করে বলবো বুঝতেই পারছিলাম না ।
আসলে স্বপ্নের মানুষগুলো যখন স্বপ্ন থেকে বেরিয়ে সামনে চলে আসে তখন কোন কথাই আর খুজে পাওয়া যায় না বলার জন্য । হঠাৎ বললাম
-আমি এখানে নেমে যাই ।
আসলে তয়ার পাশে বসে থাকতে কেমন একটা অস্বস্তি লাগছিল । টয়া বলল
-সেকি এখনও তো শাহবাগ আসে নি ।
-না ঠিক আছে । হঠাৎ‍ আর একটা কাজ মনে পড়ে গেল ।
-কোথায় যাবেন বলুন আমি নামিয়ে দেই ।
-না আর কষ্ট করার দরকার নেই ।

গাড়ি থেকে নেমে সোজা হাটা দিল । কোথায় নামলাম খ্যালও করলাম না ।
বহু চেষ্টা করলাম যে পেছন ফিরে তাকাবো না । কিন্তু তাকিয়েই ফেললাম । এবং যা আশা করেছিলাম তাই । টয়া গাড়ি থেকে নেমে এসেছে । আমার দিকেই তাকিয়ে আছে । আমার দিকে তাকিয়ে হাত নাড়ল । ওর চোখে কেমন বিষন্ন দৃষ্টি !
টয়ার এই বিষন্নতা কি আমার জন্য?

নাটকের শুটিং চলল আরো কিছুদিন । দিনগুলো স্বপ্নের মত কেটে যেতে লাগল । টয়ার অভিনয় দেখতাম , ওর সাথে টুকটাক কথা বলতাম সত্যি এক স্বপ্নের মধ্যেই ছিলাম ।
কিন্তু স্বপ্ন ভাঙ্গে দেরি হল না । দেখতে দেখতে নাটকের কাজ শেষ হয়ে এল । শেষদিন যখন সবাই চলে গেছে তখনও আমি বসে বইলাম কিছুক্ষন । যেতে ইচ্ছা করছিল না ।
এখান থেকেই গেলেই তো স্বপ্নের জগত্‍ থেকে বের হয়ে বাস্তবে চলে যাবো ।
আর ওখানে তো আর মুমতাহিনা টয়া নেই । অন্ধকার হয়ে এল তবুও বসেই রইলাম ।
-ওহ ! আপনি আছেন এখনও যান নি !
-হুম ।
-ভাগ্যিস আছেন !
এই কথা বলতে বলতে টয়া আমার পাশে বসে পড়ল । হুম এখনও আছি । কেন জানি যেতে ইচ্ছা করছে না ।
-তা আপনি যান নি কেন ?
আমি জানতে চাইলাম ।
-আপনার সাথে কয়েকটা কথা বলার ছিল ।
-আমার সাথে ? আমি খানিকটা পুলকিত হলাম । বললাম
-বলুন ।
টয়া চট করেই কিছু বলল না ।
কিছুক্ষন চুপ থাকার পর বলল
-আপনার সাথে কাজ করে ভাল লাগল । সামনে আশা করি আরো কাজ করবো একসাথে ।
-নাহ । আর হবে না ।
-কেন ? আপনি অনেক ভাল অভিনয় করেন ।
আমি হাসলাম । বললাম
-আপনি কি এই কথা বলতে এসেছিলাম ?
টয়া চুপ করে রইল । আমি বললাম
-টয়া আপনি যে কথা বলতে চেয়েছিলেন ওটা না না বলাই থাক । আমি খুব সাধারন একটা ছেলে । আমার বোঝা উচিত্‍ যে আমার স্বপ্ন গুলোও সাধারন হওয়া উচিত্‍ ।
-এমন ভাবে বলেন না প্লিজ । কাউকে পছন্দ করা নিশ্চয় অন্যায় না ।
-হয়তো অন্যায় না । কিন্তু ধরা ছোয়ার বাইরে কাউকে ভালবাসা অন্যায় ! এটা কেবল নিজেকে ইচ্ছা করে কষ্ট দেওয়া হয় !

টয়া কি বলবে ভেবে পেল না ।
আমি জানি আমার জন্য ওর খারাপ লাগছে । কিংবা করুনা হচ্ছে । কিন্তু তাই ওর মত একটা নাম করা মডেলের নিশ্চই আমার প্রেমে পড়া মানায় না ।
জীবনটা বাংলা সিনেমা না নায়কের ভালবাসা দেখে নায়িকা সব কিছু ছেড়ে ছুড়ি দিয়ে চলে আসবে ।
-টয়া আপনি বেশি ভাববেন না প্লিজ । আমাকে নিয়ে এতো ভাবার কিছু নেই ।
-একটা রিকোয়েস্ট করবো ?
-করুন ।
-আর হয়তো দেখা হবে না । আমি ইচ্ছা করেই আর আপনার সামনে আসবো না । দেখা হলেই সমস্যা ।
-কি সমস্যা ?
-জীবন বাবুর কবিতা পড়েন নি ? কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে ! তবে আমার কথা মনে রাখবেন, কেমন ?

টয়া কিছু বলতে যাবে এমন কে যেন এসে হাজির হল । গাঢ় গলায় বলল
-তুমি এখানে !
-এইতো তোমার জন্য ওয়েট করছি । শোন যার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য তোমাকে ডেকেছি এ সুমন আমার কো আর্টিষ্ট ? খুব ভাল অভিনয় করে আর খুব ভাল গল্প লেখে !
আমি এতোক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে ছিলাম । ছেলে না বলে যুবক বলাই ভাল । দেখতে খুবই সুদর্শন । টয়ার সাথে একেবারে পারফেক্ট ম্যাচ ।
এবার টয়া আমার দিকে তাকিয়ে বলল
-সুমন ভাই এ শাপতাহিন ! আমার প্রিয়নসে ।
শাপতাহিন বেশ অদ্ভুদ নাম । আমার সাথে সৌজন্য সাক্ষাত শেষে ওরা রওনা দিল ।
আমি দাড়িয়েই রইলাম ।
স্বপ্নের পৃথিবী থেকে বাস্তবে ফেরার সময় এসেছে । আমি তাকিয়ে তাকিয়ে তয়ার চলে যাওয়া দেখছি । বুকের ভিতর কেমন একটা চিনচিন ব্যাথা অনুভব হচ্ছে ।

মনে হচ্ছে আমার স্বপ্নের পৃথিবীটা আমার কাছ থেকে আস্তে আস্তে দুরে চলে যাচ্ছে । ঠিক এমন সময় টয়া পিছন ফিরে তাকাল । টয়ার চোখে কেমন যেন একটা বিষাদ দেখতে পেলাম । হয়তো বিষাদটা আমার জন্য , হয়তো বা না ।
আমার বুকের ভেতরকার ব্যাথাটা যেন আরও একটু বেশি চিনচিন করে উঠল !


আমার কথাঃ এটা কেবলই একটা গল্প । তবে গল্পের চরিত্রটা বাস্তব । মুমতাহিনা টয়াকে আমি সত্যি অনেক পছন্দ করি । এখন এই গল্প পড়ে যদি মুমতাহিনা টয়া আমার নামে কেইস করে দেয় আমাকে নিশ্চিত পুলিশ ধরে নিয়ে যাবে । তাই আগে থেকে বলছি এটা কেবলই একটা গল্প । বাস্তবের সাথে এর কোন মিল নেই । আর মুমতাহিনা টয়া অনুমুতি ছাড়া তার নাম টা ব্যবহার করার জন্য আমি দুঃখিত । কিন্তু অনুমুতি চাইবো কিভাবে ? তাকে আমি পাচ্ছি কোথায়??

মন্তব্য ৫২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০০

সুদীপ্ত কর বলেছেন: গল্পটা যাতে সত্যি হয়ে আসে আপনার জীবনে :) :)

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৩

অপু তানভীর বলেছেন: না আমি এটা চাই না !!

২| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০১

আবু সালেহ বলেছেন: আপনার টিয়া পাখি কিন্তু খেপে যাবে................... :P :P :P

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৫

অপু তানভীর বলেছেন: টিয়াপাখি খেপবে না !! আমার জীবনের সবকিছু সে খুব ভাল করে জানে .....
আর সে আমাকে সব কিছু করার অনুমুতি দিয়েছে । তার বক্তব্য হল বিয়ের আগে যা ইচ্ছা কর, কিছু বলবো না । একবার বিয়ে হোক তারপর তোমারে মজা দেখাচ্ছি.....

৩| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:০৫

জেমস বন্ড বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) -

সকাল সকাল একটা সুন্দর গল্প দিয়ে দিনটি শুরু করলাম :) , আইজ যদি দিন খারাফ যায় তাইলে আফনের খবর ই আছে X( X(

পিলাচ টিপিতে টিপিতে মইন্তব্য করিলাম :P :P

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৬

অপু তানভীর বলেছেন: এখন সকাল...........???

৪| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৩

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হুম। আপনার টিয়াপাখি এই গল্প পড়লে আপনিতো শেষ!!!

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৭

অপু তানভীর বলেছেন: নারে ভাই । শেষ না । সে এসব কিছু মনেই করে না !!

৫| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:১৭

সৌরভ১৫ বলেছেন: টিয়াপাখি কই গো.........

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: আছে........।

৬| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: দাঁড়াও এখুনি তয়াকে লিন্ক পাঠাচ্ছি এলেখার!:)

১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: লিংক দিয়ে আর কি হবে বলো আপু?? :( :( :(

৭| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৬

জেমস বন্ড বলেছেন: লেখক বলেছেন: এখন সকাল...........??

আমার ইকানে চুব চকাল গো ভাইয়া :D :D

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০০

অপু তানভীর বলেছেন: কোথায় থাকো তুমি ভাইয়া??

৮| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৯

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: বাই দা ওয়ে, তয়া কেডা?? তার এক খান ফটুক যদি কেউ দয়া কৈরা দিতেন। দেখবার মুন্চায়।

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০১

অপু তানভীর বলেছেন: ছবির মেয়েটিই তয়া....

৯| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০৩

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: :) :D :-B :-B :-B B:-) :-P :-P

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: কি হইলো?? পছন্দ হইলো না??

১০| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:২০

কাঁচামরিচ বলেছেন: মুমতাহিনা তয়া ! আমি জানতাম মুমতাহিনা টয়া, এতদিন তাহলে ভুল জা্নতাম :-*
মুমতাহিনা তয়া,
আমি ছাড়া সব তোমার ভাইয়া। ;) :P :#>

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৪

অপু তানভীর বলেছেন: টয়া আর তয়া একই । কেউ টয়া বলে আবার কেউ তয়া ..

আমি ছাড়া সব তোমার ভাইয়া...
এই লাইনটার মানে কি????

১১| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ভালু !!


তয় সাবধান পান্ডুলিপি যাতে টিয়া ময়না মুনিয়া ভাবির হাতে না যায় !! তবেক কিন্তু লু লু করে দিবেক

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫

অপু তানভীর বলেছেন: কোন সমস্যা নাই..............

১২| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১

পানকৌড়ি বলেছেন: আমার টয়ারে আপনে নিয়া নিলেন? কামডা কি ঠিক হইলো?

১৯ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৬

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩| ১৯ শে জুন, ২০১২ বিকাল ৫:১১

অণুজীব বলেছেন: /:)

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: কি হইল???

১৪| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৯

শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: +++

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: :) :)

১৫| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৪

ইসাকুল বলেছেন: :( :( :(

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: :( :( :(

১৬| ১৯ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৮

দুঃখ বিলাসি বলেছেন: ভালই।

১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন: শুধু ভালই........ :( :( :(

১৭| ১৯ শে জুন, ২০১২ রাত ১১:০৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: প্রথম আলোর বিনোদন সম্পাদকের লগে আমার ফেবুতে যোগাযোগ আছে।তেনার ফ্রেন্ডলিস্টে খুজলে এনারে পাওয়া যাইতে পারে

১৯ শে জুন, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: পাইয়া কি লাভ??? কোন লাভ নাই :( :( :(

১৮| ১৯ শে জুন, ২০১২ রাত ১১:৩৬

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: পছন্দ হইলেওতো লাভ নাইক্কা। :(
তয়, খারাপ না।

১৯ শে জুন, ২০১২ রাত ১১:৪৮

অপু তানভীর বলেছেন: লাভ নাইক্কা। :( :( :(

১৯| ২০ শে জুন, ২০১২ রাত ১২:১৮

অতন্দ্র তওসিফ বলেছেন: গল্প ভাল লাগলো, যদিও টয়াকে ভাল লাগেনা।

২০ শে জুন, ২০১২ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: তয়া কে ভাল লাগে না /:) /:) /:)

২০| ২০ শে জুন, ২০১২ রাত ১:১৮

জনদরদী বলেছেন: ভাল লাগল গল্প । এখানেই কি সমাপ্তি, নাকি আরো চলবে গল্পটা ?

২০ শে জুন, ২০১২ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: নাহ । সমাপ্তি এখানেই....

২১| ২০ শে জুন, ২০১২ দুপুর ২:৪৯

মুনসী১৬১২ বলেছেন: :)

২০ শে জুন, ২০১২ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: :) :)

২২| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৩৫

ShusthoChinta বলেছেন: গল্পটা পড়ে কেমন জানি একটা অনুভূতি হল ঠিক বোঝাতে পারবোনা,তবে সেটা ভাল কিছু নয়! আচ্ছা,মডেল নায়িকা এরা কি সত্যি সত্যিই প্রেমে পড়ে? এদের কি আসলেই প্রেমে পড়ার মতো মন থাকে?
আমার কি মনে হয় জানেন,এদের রিয়াল লাইফের প্রেম ভালোবাসাও এদের রুপালি পর্দার মতোই,আর্টিফিসিয়াল।

২০ শে জুন, ২০১২ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: হয়তো বা ! কিন্তু আমি আমার পছন্দের মানুষকে নিজের মত করে কল্পনা করতে ভালবাসি ।

২৩| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:০৪

আমি তুমি আমরা বলেছেন: আহারে, এমন করে কত মডেল আর অভিনেত্রীর প্রেমে পড়ছিলাম :!> :#> :!> :#>

অনেক পুরানা কথা মনে পড়ে গেল।

২৩ শে জুন, ২০১২ রাত ৮:১৮

অপু তানভীর বলেছেন: :#) :#) :#) :#)

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৪

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: 'Mumtäheenä Töya
ottanto mojadar!!! don't miss it....!!!!
মুমতাহিনা তয়া , তোমাকে ভালবাসি!! - অপু তানভীর এ...
http://www.somewhereinblog.net
‎-আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলের থাকার । কিন...
Share · 23 minutes ago near Dhaka, Bangladesh ·

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: :):)

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৭

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: 'Mumtäheenä Töya নিজেয় শেয়ার করসে আপনারটা,,,,,,,,,,,,,,,,,,,

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: সত্যি নাকি ?

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: হমম..............

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

অপু তানভীর বলেছেন: আমি দেখছি !! খুব ই ভাল লাগছে এটা দেখে .........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.