নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এই মেয়েগুলা এমন ঢং জানে !!

২২ শে জুন, ২০১২ দুপুর ২:২১

-দোস্ত আবার কল এসেছে ! কি করবো ?

মামুনের কথাটা শুনে বিরক্তিতে মেজাজটা খারাপ হয়ে গেল ।

-যা ইচ্ছা কর । প্যানপ্যান করবি না ।

-ধরবো ?

মামুনের মুখ দেখে মনে হচ্ছে নিশির কলটা ধরার জন্য ওর মনটা আকুপাকু করছে । বললাম

-তোর ফোন তুই কি করবি না সেটা তোর ব্যাপার ।

মামুন ফোনটা ধরল ।

আমার মেজাজটা আরো একটু খারাপ হল । শালার মেয়ে মানুষ এমন এক জিনিস । সবাইকেই কাবু করে ফেলে ।

আমি মামুনের পাশ থেকে উঠে গিয়ে অন্য একটা সিটে বসলাম ।

মেজেটা আমার খারাপ হয়ে আছে । ঐ মেয়েটার জন্য । মেয়েগুলো নিজেদের কি ভাবে । যখন ইচ্ছা খারাপ ব্যবহার করবে !! মানুষ কে মানুষ বলে গন্য করবে না । যা ইচ্ছা তাই বলবে.!

মানলাম তোমার চেহারা সুন্দর তোমাকে আমার পছন্দ তাই বলেতো তুমি আমার সাথে যেন তেন বিহেইভ করতে পারো না । আমার আত্মসম্মান বলে কিছু একটা আছে । এবং সেটা তোমার থেকে আামার কাছে অনেক বড় ।

তাই যখন ক্লাস চলছিল তখনই নিশির কাছে একটা এসএমএস পাঠালাম । যখন কেউ আমার সাথে এই ভাবে রিএক্ট করে আমি মরে গেলেও আর কোনদিন তার দিকে ফিরে তাকাই না ।

তারপর বেশ কয়েকবার নিশি আামকে ফোনে চেষ্টা করেছে । আমি ধরি নি । ধরার প্রশ্নই আসে না । ঐ মেয়েকে আমি আমার মন থেকে ডিলিট করে দিয়েছি ।



সকাল বেলার ঘটনা । আমাদের ক্লাসের ইমন গাজীপুরে কি এক টুরের প্লান করেছে । ইমন এমন একটা ছেলে যার কাছ থেকে যত দুরে থাকা যায় তত ভাল । বিশেষ করে মেয়েদের ।

কিন্তু নিশি যেতে চাইল গাজীপুর । সে নাকী কোনদিন গাজীপুর যাই নি ।

আরে গাজীপুর যাবি আমাকে বল, আমি নিয়ে যাই । ইমনের সাথে যাওয়ার দরকার কি ?

এমনিটেই নিশি ক্লাসের সবার থেকে আমার সাথেই বেশি কথা বলে । যদিও সম্পর্কটা ওতটা ঘনিষ্ঠ হয় নি । আর হবেই না কিভাবে । এমবিএ ক্লাসে যোগ দিয়েছি মাত্র দুমাসের মত হল ।

আমি নিশি কে গিয়ে বললাম

-তোমার গাজীপুর যাওয়া ঠিক হবেনা ।

আমি ভেবেছিলাম নিশি আমার কথা মেনে নিবে । কিন্তু ও যা বলল তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না ।

-দেখ অপু, আমি কোথায় যাবো বা না যাবো সেটা আমি তোমার কাছে কৈফৎ দিবো না । আর তোমাকে আমি এডভাইস দিতে বলি নি।

আমি কেবল থ হয়র গেলাম ।

আমি ভেবেছিলাম আমরা বন্ধু । ওকে ভাল পরামর্শ দেওয়া আমার দায়িত্ব । কিন্তু আমি কেবল বাক্য হারা হয়ে গেলাম ওর কথা শুনে ।

আরম কোন কথা বললাম না । চুপচাপ চলে এলাম । তারপর ওকে ঐ মেসেজটা পাঠালাম ।



-দোস্ত চল একটু নামতে হবে ?

মামুনের কথা শেষ মনে হয় । আমার সামনে এসে বলল কথাটা ।

-কোথায় নামবো?

-এইতো ২৭ নাম্বারে । একটা কাজ আছে ।

-কি কাজ?

-আরে এতো কথা বলিশ কেন ? চল না ।

বাস ততক্ষনে ২৭ নম্বরে চলে এসেছে । রিক্সা নিয়ে নন্দনের সামনে চলে এলাম । মামুন বলল

-তুই নন্দনের সামনে একটু দাড়া আমি এখনই আসছি ।

-তুই কোথায় যাচ্ছিস ? আমার কিন্তু ভাল লাগছে না ।

-একটু দোস্ত একটু । আমি এখনই আসছি ।

এই বলে মামুন রিক্সা নিয়েই চলে গেল ।

বুঝলাম না মামুনের আবার কি কাজ পরে গেল । আরে একটু আগে না নিশি ফোন দিয়েছিল । নিশি আবার এখানে আসতে বলেনি তো ?

এই কথাটা তো আগে মনে আসে নি! যদি তাই হয়, মামুনের খবরই আছে ।

নাহ ! মামুনের বিশ্বাস নাই । নিশির কথায় ও এমনটা করতেও পারে । এখানে দাড়ানো আর ঠিক হবে না । আমি বা দিকে ঘুরে হাটা দিবো ঠিক এমন সময় দেখি নিশি আমার সামনে দাড়িয়ে ।

শালার মামুন রে....

তোর আজকে খবর আছে ।

আমি নিশিকে না দেখার ভান করে চলে যেতে চাইলাম । কিন্তু পারলাম না । নিশি আমার পথ রোধ করে দাড়াল ।

-আমি বাসায় যাবো ....

-বাব্বাহ এতো রাগ? যাবে তো , আমি তো বাধা দেবো না ।

-তুমি বাধা দেবার কেউ নও যে চাইলেই দিতে পারবে ।

নিশি কেমন যেন একটু হাসি দিল । বলল

-বুঝতে পারছি তুমি আমার উপর খুব রেগে আছো । কোন ভাবেই কি আমার উপর রাগটাকে কামানো যায় না ।

আমি কোন কথা বলি না ।

-আচ্ছা সরি বলছি ।

আমি তবুও চুপ ।

-আচ্ছা এই দেখ আমি কানে ধরছি ।

এই বলে নিশি সত্যি সত্যিই কানে ধরলো । মিষ্টি করে হেসে বলল

-প্লিজ এবার তো মাফ করে দাও ।

এই মেয়ে গুলা কি ঢং না করতে পারে ! কিন্তু আমার স্বীকার করতেই হবে এই সব ঢং য়ে কাজ হয় । কারন আমি বুঝতে পারছি নিশির উপর যে রাগটা ছিল তা এখন কমতে শুরু করেছে ।

নিশি আরো একটু কাছে এসে বলল

-আমি আসলে বুঝতে পারি নি তুমি রেগে যাবে । আমি সত্যিই খুব সরি ।

এবার নিশির মুখটা দেখে আামর মনে হল নিশি সত্যি সরি ফিল করছে ।

নিশি আবার বলল

-দেখ, দেখ একটু ভুল হয়েই গেছে । সরি তো বলছি । আমি চাই না আমার এই ভুলের জন্য আমাদের সুন্দর বন্ধুত্ব্য নষ্ট হোক ! তবে..

আমি বললাম

-তবে.....।

নিশি একটু হাসল । বলল

-আমি কিন্তু গাজীপুর যাবোই

যে গাজীপুর যাওয়া নিয়েই এমনটা হল সেই গাজীপুরত যাবি তুই । যা তুই জান্নামে যা..........

নিশি আর একটু হেসে বলল

-আমি গাজীপুর যাবো তোমার সাথে । নিয়ে যাবো তো??

আসলেই এই মেয়েগুলা এমন ঢং জানে !!

আমি কেবল একটুা হাসলাম ।





আমার কথাঃ খুব ছোট্ট একটা গল্প একটা । গল্পটা লেখার শানে নূজুলটা বলি ।

কাল রাতে টিউশনি থেকে আসছিলাম । বাসে বসেছি । দেখলাম কলাবাগান থেকে দুজন ছেলে উঠল । আমার থেকে একটু বড়ই হবে । আমার পাশেই বসল । হাবভাবে বুঝলাম দুজন বন্ধুই হবে । যা হোক আমার পাশের ছেলেটি মোবাইল বের করর কাকে যেন এসএমএস করলো ।

আমার আসলে টাচ্ স্ক্রিন মোবাইলের উপর খানিকটা দূর্বলত আছে । কারো হাতে দেখলে আমি তাকায়ে দেখি সেট টা কেমন । ছেলেটা মেসেজে লিখছিল

when some1 react like this.....

আমি আর দেখতে পারি নাই । একটু পরেই দেখলাম অপর ছেলেটার মোবাইলে কল চলে এসেছে । ছেলেটা বলল

-দোস্ত ফোনটা ধরবো?

কিছুক্ষন পর দেখলাম ছেলেদুটা ২৭ নম্বরে নেমে পরলো । এই হল গল্প লেখার পেছনের গল্প ।আমার বেশ কিছু গল্প এই রকম ভাবে লেখা ।

মানে শুরুটা এভাবেই হয় । তারপর লিখতে লিখতে যায় কোন এক দিকে...





ফেবু লিংক

মন্তব্য ৭০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৩৩

যাযাবরমন বলেছেন: শানে নূজুলটা চমৎকার।

হা হা হা...।

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: হুম!!

২| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৩৩

অনন্যমানুষ বলেছেন: এটা কার ছবি দিয়েছেন? নিশি তো দেখতে এরকম না

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: আপনে ভাই নিশিরে কবে দেখলেন??

৩| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৩৪

এস এম নাদিম মাহমুদ বলেছেন: ;) :| :| :| :| :| :| =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



অনেক ভাল লাগলো.........তবে আপনার গল্পের নায়িকার জন্য উপহার =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-B

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: B-) B-) B-)

৪| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৩৯

গাধা মানব বলেছেন: B:-) B:-) :)

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: :)

৫| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৪৭

আমি বন্য বলেছেন: ভালা লিখচেন
প্লাস লন ;)

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: লইলাম!!

৬| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৫৬

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: হে হে হে-ঢং! :P :P :P :P :P

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫

অপু তানভীর বলেছেন: হুম!!

৭| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৫৬

sohagamin বলেছেন: +++++++++++++++++++++++++++ দিলাম

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: নিলাম!

৮| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:০১

গ্য।গটেম্প বলেছেন: মানুষের এস.এম.এস পড়তে হয় না!

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: সরি ভাই, চোখ চলে গেছে......

৯| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:০৩

ব্লগার ইমরান বলেছেন: ভাই সুন্দর হয়েছে।
তবে সবসময় কক্সবাজার গেলো তো হবে না, চলেন এবার সিলেট যাই।
সবসময় প্রেম-পিরতির গপ সপ না করে একশন বা গোয়েন্দা গল্প চালান কয়েকটা। লেখার হাত যেহেতু ভালো, আশা করি সেগুলো ভালোই হবে।
সবসময় গোশত দিয়ে খেতে খেতে মুখটা কিন্তু পানসে হয়ে যায়।

যাই হোক, কথার ভুল মানে করবেন না। আপনার লেখা ভালো লাগে বলেই সমালোচনা করি, পরামর্শ দেই।

আর ফেবুতে তো কোনো ছবি নেই একটা আছে, চিকনা, হ্যাংলা একটা লোক দাড়িয়ে আছে। তবে ইসমার্ট। কিন্তু মুখ কে যেনো এসিডে ঝলসে দিয়েছে ( মনে হয় ফটোশপ নামক সন্ত্রাসীটা ) :P :P :P

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: আপনার পরামর্শ মাথায় রাখলাম ।
আর ঐ হ্যাংলা লোকটাই আমি । ঠিক ফটোশপ না, আমার ছবিটা কেবল কার্টুন ভার্সন করা হয়েছে ;) ;) ;)

১০| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:০৫

আহসান২০২০ বলেছেন: নিশি তো পূর্ণিমার চান্দের লাহান, নিশি অইব আন্ধাইর-আন্ধাইর। ঝি ঝি ডাকব, জোনাকি পোকা জ্বলব। তাইলে না হইব নিশি।

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৭

অপু তানভীর বলেছেন: B-)) B-))

১১| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:০৭

সাইফুল শরিফ বলেছেন: ভাল লাগছে ঢঙ্গি গল্প :P

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

১২| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:১২

রোদের ফোঁটা বলেছেন: +++.....

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৩| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪০

জনদরদী বলেছেন: অনন্যমানুষ বলেছেন: এটা কার ছবি দিয়েছেন? নিশি তো দেখতে এরকম না
লেখক বলেছেন: আপনে ভাই নিশিরে কবে দেখলেন??


আপনি যেভাবে নিশিকে নিয়ে গল্প লিখছেন, তাতে অনন্যমানুষ নিশির প্রেমে পড়েছে । এটা আপনার নিশি; কিন্তু এটা অনন্যমানুষের স্বপ্নের নিশি না ;) ;)

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

১৪| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪০

ShusthoChinta বলেছেন: আপনার বেশ কয়েকটা গল্পের শানে নুযুল বাসকেন্দ্রিক,কারণটা কি ভাই?

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: সময় হিসাব করলে গড়ে দিনের ৫ ঘন্টা থাকি বাসের মধ্যে !! কি আর করবো বলেন ! আমার বেশি ভাগ গল্প জ্যামে বসে থাকা অবস্থায় লেখা.......

১৫| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৫

জাহিদ হোসেন রাফিন বলেছেন: ভালো হৈছে গো দাদা

২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ দাদা !

১৬| ২২ শে জুন, ২০১২ বিকাল ৪:১৩

নোমান নমি বলেছেন: আপনার গল্পের নামগুলো অন্যটাইপের।
মেয়েগুলো এত ঢং জানে, ছেলেগুলো কম না কিন্তু।

২২ শে জুন, ২০১২ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: তা তো জানেই.......
আমি আমার টিয়াপাখির সাথে কি যে করি তা যদি জানতেন......

১৭| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভাল লাগিছে।মোবাইল নিয়ে আপনার সাথে মিলে গেলো দেখি

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৮| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০২

সপ্নহীন আমি বলেছেন: আপনে ভাই এত সময় পান ক্যামনে???? প্রতিটা গল্পের প্লট এক কথায় অসাধারন... খুব সহজ কিন্তু কেমন যেন...

+++++++++++++++

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: আমার হাতে অফুরন্ত সময়...........

১৯| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৭

মাইশাআক্তার বলেছেন: যার মেসেজ পড়ে গল্পটা লিখেছেন ঐ ছেলেটা জানলে আপনার খবর আছে :P

ভাল হয়েছে গল্প, ওহ একটা কথা ঢং কিন্তু ছেলেরাও কম জানে না। আমার একজনের কত ঢং দেখি 8-|

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: আমার একজনটা কে?? ;) ;) ;) বিস্তারিত জানতে চাই

২০| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

মুনসী১৬১২ বলেছেন: :-P :-P

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: কি হইল???

২১| ২২ শে জুন, ২০১২ রাত ৯:৪০

মাহী ফ্লোরা বলেছেন: গল্প ভাল লেগেছে। আর গল্প লেখার পেছনের গল্পটা জানতে বেশি ভাল লেগেছে। :)

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: :) :) :)
আপু আমার কবিতাটা পড়লা না??

২২| ২২ শে জুন, ২০১২ রাত ৯:৫০

তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি কাহিনীরে কি বানায়া ফেললেন! অসাধারণ...! ;-)

২২ শে জুন, ২০১২ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: আমার কামই এই !! আর কোন কাম নাই.....
ধন্যবাদ

২৩| ২২ শে জুন, ২০১২ রাত ১০:৪১

মুফতি খার উদ্দিন বলেছেন: বাস্তব কথাই তো লেখছেন।



ধইন্যা

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১১

অপু তানভীর বলেছেন: হুম!!

২৪| ২২ শে জুন, ২০১২ রাত ১১:২৭

মাহী ফ্লোরা বলেছেন: কবিতাটা অফলাইনে পড়েছিলাম। উফ! কমেন্ট দেয়া হয়নি দেখছি। :!>

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১১

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!

২৫| ২৩ শে জুন, ২০১২ রাত ১২:২৬

তাজুল ইসলাম মুন্না বলেছেন: হেহেহে।। আপনার রসদ আর গল্প দেইখা আমিও ভাবতাছি এইরাম কইরা চিন্তা করা শুরু করুম! ;)

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১২

অপু তানভীর বলেছেন: শুরু করে ফেলেন!

২৬| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:৫৪

S. M. Sabbih Hossain বলেছেন: বরাবরের মতই ভাল লাগলো ...

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২৭| ২৩ শে জুন, ২০১২ সকাল ৭:২৮

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: শানে নুযূল এ মজা পাইলাম। =p~ =p~ =p~ =p~

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

২৮| ২৩ শে জুন, ২০১২ সকাল ৮:৫৯

পাতা ঝরার দিনে বলেছেন: ভালো লাগলো।

২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২৯| ২৩ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগল :)

২৩ শে জুন, ২০১২ রাত ৮:২২

অপু তানভীর বলেছেন: :) :) :)

৩০| ২৪ শে জুন, ২০১২ রাত ১১:১৮

আর.হক বলেছেন: স্যরি দেরি করে ফেললাম

২৫ শে জুন, ২০১২ রাত ১২:১৩

অপু তানভীর বলেছেন: সমস্যা নাই......

৩১| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:১৪

মদন বলেছেন: +

২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:১৮

অপু তানভীর বলেছেন: :)

৩২| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৮

রিমঝিম বর্ষা বলেছেন:

গল্পের শানে নযুলের গল্পটা বেশ। গল্পটাও বেশ। খুব কমন ঘটনা; কমন হলেও মিষ্টি। :)

২৬ শে জুন, ২০১২ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: হুম !! আমার সব গল্পই কমন!!

৩৩| ২৭ শে জুন, ২০১২ সকাল ৯:২৮

রিমঝিম বর্ষা বলেছেন:

কালকে পড়া গল্পগুলি মাথার মধ্যে ছিলো অনেকটা সময়। আপনার লেখা নিয়ে একটা কথা ভাবছিলাম। সেটা হোল নামগুলি যদি সিরিয়াসলি দেন তাহলে কিন্তু চমৎকারভাবে লেখাটা দাঁড়িয়ে যায়।

আপনি কি আমার আগের কমেন্টে মাইন্ড করেছেন? 'কমন' বলাটা কিন্তু নেগেটিভলি নয়।

২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:১৮

অপু তানভীর বলেছেন: নাহ ! রাগ করি নি !
নামগুলি যদি সিরিয়াসলি দেন?? এই কথাটার মানে ঠিক বুঝলাম না !!

৩৪| ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:১৭

বাঘ মামা বলেছেন: :)

২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:১৮

অপু তানভীর বলেছেন: :) :)

৩৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৯

রিমঝিম বর্ষা বলেছেন:

মানে গল্পের নাম "এই মেয়েগুলা এমন ঢং জানে" এটা দেখে মনে হয়না যে গল্প। মনে হয় আত্নকথন।


আমি মনে হয় এইখানে বেশি পাকনামি করতেছি। :|

২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৫২

অপু তানভীর বলেছেন: আসলে আমার গল্পের নাম কি দেব ঠিক বুঝে উঠতে পারি না । তাই নাম গুলো এরকম হয় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.