নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিশি, আমার বউ হবে ?

০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৭

অপু তুমি আসবে তো আজ ?

আমার মন বলছে তুমি আসবে আজ ?

নিশি কাকে প্রশ্নটা করলো ও নিজেই জানে না । হয়তো আপন মনেই বলল কথাটা । তবে নিশির মনে হচ্ছে আজ ও আসবে ।

এমনটা মনে হবার অবশ্য কারনও আছে ।

নিশির সেই পরিচিত অনুভুতিটা ফিরে এসেছে । সকাল থেকেই এমনটা হচ্ছে । বারবারই মনের ভিতর সেই চিরো চেনা অনুভূতিটা ওর মনকে ছুয়ে যাচ্ছে । আর বলছে আজকে সে আসবে আজকে সে আসবে !

নিশি এই অনুভূতিটার সাথে খুব ভাল করে পরিচিত । অপুর সাথে যতবার দেখা হয় ঠিক তার কিছুক্ষন আগে থেকেই ওর এই অনুভূতিটা শুরু হয় । আগে মনে হত হয়তো এমনিতেই এমনটা হয় কিন্তু ও পরীক্ষা করে প্রমান পেয়েছে এমনটা সত্যিই হয় ।

অপু কাছাকাছি আসলেই নিশির এই অনুভূতিটা শুরু হয় । অথবা কিছুক্ষনের মধ্যে দেখা হবে এমনটা হলেও এই অনুভূতিটা এসে হাজির হয় ।

কিন্তু আজকে বোধহয় নিশির এই অনুভূতিটার কোন মানে নেই । অপু কিভাবে আসবে ?

নিশি এখন ওর গ্রামের বাসায় । ঢাকা থেকে কতটা দুরে । অপু কিভাবে আসবে ? তবুও একবার খোজ নেবার জন্য মোবাইলটা হাতে নিল ।

নো নেটওয়ার্ক ।

এখানকার এই এক সমস্যা । মোবাইলে নেটওয়ার্ক একদম থাকে না । কথা বলতে গেলে বাজারের কাছাকাছি যেতে হয় । নিশির বাড়ির বাইরে যেতে একদম ইচ্ছা করে না ।

নিশির অনুভূতিটা সেই সকাল বেলা শুরু হয়েছে । আর এখন প্রায় দুপুর । অপু আসলে এতোক্ষনে চলে আসতো । ও হয়তো আসবে না । তবুও নিশির অনুভূতিটা লেগেই রইল ।

নিশি আলমারি থেকে নীল রংয়ের শাড়ীটা বের করল । শাড়ীটা পরবে কিনা ঠিক বুঝতে পারল না ।

অপু যদি চলেই আসে তাহলে এই শাড়ীতে ও দেখে নিশ্চই খুব খুশি হবে ।

অপু খুশি হবে ! এ কথা মনে হতে নিশির মন এমনিতেই ভাল হয়ে গেল । খুব যত্ন করে ও শাড়িটা পরতে শুরু করল ।



কয়দিন থেকেই বন্ধু মহলে গুঞ্জন চলছে যে অপু নিলিকে প্রপোজ করবে ।

আরে প্রেমের প্রপোজ না ।

বিয়ের জন্য প্রপোজ ।

ওরা দুজন সেই কবে থেকে একসাথে । নিশির থেকে দুই বছরের সিনিয়ার অপু ।

নিশির অনার্স শেষ হতে না হতেই অপুর চাকরি হয়ে গেল । এখন কেবল ঘর সাজানোর পালা ।

কিন্তু নিশি একটা মেয়ে হয়ে কিভাবে বলে ! বিয়ের কথাটাতো অপুরই বলা উচিত্‍ ।

চাকরির প্রথম বেতন দিয়ে অপু নিশিকে নিল শাড়ি কিনে দিল । বলল

-আগামী শুক্রবার বিকেলবেলা তুমি এই শাড়ীটা পরে বড় পুকুর পাড়ে আসবে । তোমার সাথে জরুরী কথা আছে ।

-কিন্তু আমিতো শাড়ী পরতে পারি না ।

-এই জন্য তো সাত আগে বললাম । এই সাত দিন ধরে চেষ্টা করবে । তাহলে হয়ে যাবে ।

নিশির মনে মনে খুব খুশি হল । যদিও ও খানিকটা চিন্তিত যে ঠিক মত শাড়ি পরতে পারবে তো ।

আর খুশি হল অপুর এরকম সিনেমাটিক মন মানষিকতা দেখে ।

প্রথম যেদিন অপু নিশিকে প্রপোজ করে তার সে কি প্রস্তুতি । নিশি অবশ্য আগেই বুঝতে পেরেছিল যে অপু ওকে পছন্দ করে । আর অপুকেও অপছন্দ হবার কোন কারন ছিল না ।

ঠিক যেদিন ভালবাসি বলবে তার আগের দিন অপু নিশির কাছে ফোন দিয়ে বলল

-তোমার কি কোন সাদা রংয়ের সেলোয়ার কামিজ আছে ।

নিশি খানিকটা অবাক হয়েছিল । সিনিয়র একটা ভাইয়ার কাছ থেকে এমন একটা প্রশ্ন খানিকটা অন্য রকম শোনালো । তবুও বলল

-আছে ভাইয়া । কেন বলুন তো ?

-কালকে ঐ ড্রেসটা পরে হলগেটের পুকুর পাড়ে আসবে প্লিজ । বিকাল পাঁচ ।

-কিন্তু ..

নিশি কিছু বলতে গেল ।

কিন্তু অপু ওকে খুব করে রিকোয়েস্ট করাতে ও রাজি হয়ে গেল ।

পরদিন পুকুর পাড়ে পৌছাল যথা সময়ে । অন্যদিন এখানে লোকজন থাকে কিন্তু আজ কেমন জানি ফাঁকা মনে হল নিশির কাছে ।

ঠিক পাঁচটার সময় অপু এসে হাজির । নিশি যেমন ধবধবে সাদা সেলোয়ার কামিজ পরেছে অপুও পরেছে ধবধবে সাদা পাঞ্জাবী । সাদা পাঞ্জাবী সত্যি অপুকে কেমন যেন দেব দূতের মত লাগছিল ।

অপুর হাতে ছিল একতোড়া টকটকে লাল গোলাম । ওর সামনে এসে হাটু গেড়ে বসে অপু লাল গোলাপ গুলো নিশির দিকে বলল

-আমার এ হৃদয়টা আমি তোমার হাতে তুলে দিলাম । তুমি গ্রহন করবে কি ?

তারপর কোথা থেকে এক গাদা গোলাপের পাপড়ি উড়ে এল ওদের দিকে ! আর কোথায় যেন বেহালার সুর বেজে উঠল ।

সব অপুর প্লান । এতোটাই ফিল্মী এই ছেলেটা ।

নিশির মনে হল এবারও ঠিক ঐ রকম কিছু করবে । এই জন্য ও এই নীল শাড়িটা ওকে কিনে দিয়েছে ।

পুরো সপ্তাহ জুড়ে নিশি নাওয়া খাওয়া বাদ দিয়ে কেবল শাড়ী পরা শিখলো ।

নির্দিষ্ট দিনে নিশি নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে গেল । সময় পার হয়ে গেল কিন্তু অপু এল না । ফোন করতে গেল কিন্তু ফোন বন্ধ ।

অপুর ফোন অবশ্য আগের দিন রাত থেকেই বন্ধ ছিল । নিশি ভেবেছিল অপু নিশ্চই স্পেশাল কিছু প্লান করছে তাই ফোন বন্ধ রেখেছে ।

ঐ দিন হলে এসে ওর কেবল বুক ফেটে কান্না আসছিল । বারবার কেবল এই কথাটাই মনে হচ্ছিল অপু এমনটা কেন করল ?

কেন ?

অপুর উপর খুব অভিমান হল । পরদিনই নিশি ঢাকা ছেড়ে সোজা গ্রামের বাড়ি ।



নিশি নীল শাড়িটা পরে পুকুর পাড়ে বসে আছে চুপচাপ । ওর সেই অনুভূতিটা আরো তীব্র আকার ধারন করেছে । নিশির মন বলছে অপু চলে এসেছে । এ কথা ভাবতেই পেছন থেকে ওর ছোট বোনটা ডাক দিল ওকে । দৌড়াতে দৌড়াতে ওর কাছে এসে বলল

-আপু তোমার এক বন্ধু এসেছে ঢাকা থেকে । তোমাকে ডাকছে ।

নিশি মধ্যে যে একটা চাপ ছিল সেই চাপটা হালকা হয়ে গেল । সেখানে জড় হতে লাগল চাপা অভিমান ।

সেদিনের সেই জমা হওয়া অভিমান টুকু যেন ফুলে ফেঁপে আরো বড় হতে লাগল । বোনকে বলল

-আমি যাবো না । যার ইচ্ছা হয় নিজে এসে আমার সাথে দেখা করুক ।

ওর ছোট বোনটা চলে গেল । অপুকে নিয়ে এল কিছুক্ষন পরেই । অপুকে দেখে নিশির বুকের ভিতরটা কেমন লাফিয়ে উঠল ।

কতদিন পর অপুকে দেখল ! ইচ্ছা করল এখনই অপুকে গিয়ে জড়িয়ে ধরতে । কিন্তু নিজের ইচ্ছাটা দমন করল ও ।

অপু ওর সামনে এসে বলল

-এ অধম তোমার ক্ষমা প্রার্থী ।

নিশি কোন কথা বলল না । মুখ অন্য দিকে ঘুরিয়ে বসল । অপু আবার ওর মুখের দিকে ঘুরে এসে বলল

-একবার আমাকে কি বলার সুযোগ তো দাও । যদি ঐদিন না আসার কারন গুলো তোমার কাছে মনপূত না হয় তুমি যা বলবে আমি তাই করবো ।

নিশি বলল

-আচ্ছা বল কি তোমার কারন ?

-তোমার পাশে বসে বলি ?

-না যেখানে আছো যেভাবে আছো ওভাবেই বল ।

-আচ্ছা । দিপুকে তো চেন ?

-তোমার ছোট ভাই ?

-ঐ দিনটার আগের দিন ওর এপিন্ডিক্স বাষ্ট হয়ে গিয়েছিল । বিশ্বাস কর এই খবরটা শোনার পর আমি একটা মিনিটও স্থির থাকতে পারি নি । সোজা চলে গিয়েছিলাম বাসায় । আর এতোই উত্তেজিত ছিলাম যে কথন যে মোবাইল ফোনটা কেউ পকেট থেকে তুলে নিয়েছিল আমি টেরই পাই নি । ওকে নিতে এতোদিন কেবল দৌড়াদৌড়িই করেছি । বিশ্বাস আমি যে কি পরিস্থিতির মধ্যে ছিলাম তোমাকে বোঝাতে পারবো না । কেবল এই জন্য আমি আসতে পারি নি ।

কি আমার থেকে .... নিজেল মনের মধ্যে কথা বলতে গিয়েও নিশি থেমে গেল ।

ছিঃ ছিঃ কি বাজে একটা কম্পারিজনের কথা বলতে গিয়েছিল । ফ্যামিলি সব সময় অফ লিমিট ! ফ্যামিলির সাথে কখনও কারো তূলনা চলে না ।

নিশি এবার খানিকটা অভিমানের সুরে বলল

-আমি ঐ দিন অনেকক্ষন ওয়েট করে ছিলাম ।

-আমি জানি বেবি !

অপু আর দেরি করল না । নিশিকে বুকের মধ্যে জড়িয়ে ধরল । কিছুক্ষন পর অপু বলল

-আরে তুমিতো আজ নীল শাড়ীটাই পরেছ ।

দাড়াও এই বলে অপু নিজের পকেট থেকে একটা রিং বের করল ।

-এটা আমি ঐ দিন থেকেই পকেটে নিয়ে ঘুরছি ।

তারপর নিশির সামনে প্রপোজের স্টাইলে একহাটু নিচ করে বসল । তারপর রিংটা নিশির দিকে বাড়িয়ে দিয়ে বলল

-নিশি আমার বউ হবে ?





ফেবু লিংক

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৩

গৌরীসেনের কর্মচারী বলেছেন: :)

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: :) :)

২| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৩

মাহী ফ্লোরা বলেছেন: লেখাটা খুব তাড়াহুড়ো করে লেখা?

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: আপু আমার সব লেখাই তাড়াহুড়া করে লেখা !!

৩| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৮

শয়তান শাহীন বলেছেন: শেষের দিকটা কিমুন জানি লাগল... :(

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: :( :( :(

৪| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২৬

ফিরেদেখা বলেছেন: কি অপরাধ করছিলেন-পায়ে ধরে মাফ চাচ্ছেন :)

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০১

অপু তানভীর বলেছেন: :D :D :D

৫| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৫

নীলঞ্জন বলেছেন: ভালো লাগলো। তবে, ভাইয়ের এপেন্ডিক্স এর কথা শুনে নিশির কোন ভাবান্তর না ঘটায় আঘাত পেলাম। যে আপন, তার সবকিছুই আপন হওয়া উচিত। নতুবা, আত্মিক সৌন্দর্য কলুষিত হয়।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: কিছু একটা বলতে বলতে গিয়েছিল ......... কিন্তু আর বলে নি.........

৬| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫১

শিশিরের বিন্দু বলেছেন: তিনটা নিশি কাব্য পড়লাম সকাল থেকে, এইটা পড়ে একটু শান্তি পাচ্ছি। ভালো লিখেছেন। :) প্লাস

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!!

৭| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০১

নিঃসংগ যোদ্ধা বলেছেন: ভাল লাগল।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৮| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৬

মাহমুদ তূর্য বলেছেন: ভাই, আপনার কয়েটা লেখা পড়লাম। বেশ ভাল লেগেছে।

মাথায় একটা গল্পের পটভূমি ঘুরছে। কিন্তু কিভাবে গুছিয়ে লিখবো বুঝতে পারছি না। আপনার কন্টাক নাম্বারটা কি পেতে পারি। এ বিষয়ে একটু পরামর্শ নিতাম।

[email protected]

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৫

অপু তানভীর বলেছেন: ভাই পরামর্শ দেবার জন্য আমি কেউ না !! আসলে সেই এবিলিটি আামর নাই ! আমার মাথায় যা আসে আমি নলিখে ফেলি আর কিছুই না !!
আমার ইমেইল আইডিটা নেন ! [email protected]

৯| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৯

এ যুগের শ্রীকান্ত বলেছেন: আরেকটু সময় নিয়া লিখেন ভাই পিলিচ লাগে।গল্পটা দারুন ছিল।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৫

অপু তানভীর বলেছেন: ওকে ভাইয়া !! :) :) :)

১০| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৮

উপপাদ্য বলেছেন: এত তাড়াহুড়ো করলে তো হবেনা।


ভালো লেগেছে।


আমিও তাড়াহুড়ো করে লিখি, হি হি হি :) :)

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৬

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১১| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪২

নাজনীন১ বলেছেন: গল্প হলেও শুভকামনা। :)

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১২| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫১

মর্তুজা হাসান সৈকত বলেছেন: চমৎকার ।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৭

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৩| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৫

মো: তরিকুল ইসলাম বাদল বলেছেন: সুপার হইছে ভাইয়া।

০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ভাইয়া !!

১৪| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আহা! সব কিছু যদি এতো সহজে হয়ে যেত। ভালো লাগলো। আপনার লেখা গুলো পড়ে মজা পাওয়া যায়। নির্মল আনন্দ পাওয়া যায়। একটু সিরিয়াস লেখা লেখেন না কেন? সিরিয়াস বলতে কিন্তু এমন কিছু না। এগুলো যেমন অনুগল্প, এই টেনে টুনে একটু বড় হলেই কিন্তু গল্প হয়ে যায়।

আমি যা বলছি, অনুভূতি থেকে বলছি, উপদেশও না অনুরোধও না। নির্মল আনন্দ দিতে পারাও কিন্তু অনেক বড় ব্যাপার। এই আনন্দ শুধু ব্লগের মাঝে না রেখে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়া যায় কিনা, সেই চিন্তা থেকেই বলা।

ভালো থাকুন। আর আমাদের মাঝেই থাকুন।

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ !!

১৫| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩২

ধুসরিত বলেছেন: শেষটা খুব জলদি শেষ হলো।

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: তাই বুঝি ??

১৬| ০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:০৫

রাতুল_শাহ বলেছেন: বউ তো দেখতাছি, সাফল্যের সাথে বিড়াল মারা পরীক্ষায় পাশ করছে।

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৭| ০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৫

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: উয়াও!!!

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:২৫

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৮| ০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৭

আর.হক বলেছেন: কাহিনী খতম.............. মিষ্টি কই????????/

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: দোকানে .................

১৯| ০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৫

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো।

০৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৮

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২০| ১১ ই জুলাই, ২০১২ রাত ৮:২৭

অহন_৮০ বলেছেন: বউ কি হইছে ?????????? ;) ;) ;) ;)

১১ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

২১| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১০:১৫

শায়মা বলেছেন: সই ভালো করে বিনোদ বেণী বাঁধিয়া দে
মোর বধু যেন বাঁধা থাকে বিনুনী ফাঁদে



প্রথমন প্রণয় রাগের মত আলতা রঙে
রাঙায়ে দে চরণ মোর তেমনি ঢঙে
সই পায়ে ধরে বধু যেন আমারে সাধে!!!!!!:)

১৫ ই জুলাই, ২০১২ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.