নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

গার্লফ্রেন্ডের রাগ ভাঙ্গাতে কত কিছু করতে হয় !! আর একটু হলে তো মাইরই খেতে হত !!

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:০৬

হাত জোড় করে নিশির সামনে তৃতীয় বার যখন দাড়ালাম ,নিশির চেহারাটা দেখে এমন মনে হল যে পারলে ও আমাকে চিবিয়ে খেয়ে ফেলে । আমি কিছু বলতে যাবো তার আগেই নিশি বলল

-তুমি আবার আমার সামনে এসেছ ?

-বাবু আমি কার সামনে যাবো বল ?

খুব নিরীহ কন্ঠে বললাম ।

-তুমি ছাড়া আর আমার কে বল ?

অন্য সময় হলে হযতো এই কথাতে কাজ হত কিন্তু আজ হল না । নিশির মুখের কাঠিন্য বিন্দু মাত্র কমলো না ।

-শোন, তোমার কথা শুনতে আমার ভাল লাগছে না ।

-আচ্ছা ঠিক আছে আমার কথা শুনতে হবে না । আমি আর একটা কথাও বলব না । তোমার পাশে একটু বসে থাকি ?

-না ।

নিশি বেশ জোরেই চিত্‍কার করে উঠল । এতো জোরে যে আশেপাশের বেশ কয়েকজন ফিরে তাকালো । কেউ কেউ আবার দাঁত বের করে হাসল ।

আমার করুন অবস্থা দেখে যেন খুব মজা পাচ্ছে । আমার জায়গায় পড়তে তাহলে বুঝতে । নিশি বলল

-তুমি আমার পাশে বসবে না । তোমার গায়ের গন্ধে আমার বমি চলে আসছে । তুমি দুর হও ।

আমি নিজের শরীরের কাছে নাকটা এনে গন্ধ শুকার চেষ্টা করলাম । সকালবেলা পানির অভাবে গোছল করে বের হতে পারিনি । সত্যি কি গন্ধ বের হচ্ছে ?

দুতিনবার শুকে দেখলাম । কই না তো । বলল

-কই বাবু, এমন কোন গন্ধতো বের হচ্ছে না যে বমি চলে আসবে । আর সেদিন যে বডি স্প্রেটা কিনে দিলে না সেটাইতো দিয়ে এসেছি । শুকে দেখো !

এই বলে আমি নিশির দিকে এগিয়ে গেলাম । নিশি আবার চিত্‍কার করে উঠল ।

-তুমি আমার সাথে ঢং করছো ?

-না বাবু ঢং কেন করবো ? তুমি বললে যে ....

-চুপ ! একদম চুপ । তুমি আমার দুচোক্ষের সামনে থেকে দুর হবা । এখনই দুর হবা । আমি কোন কথা শুনতে চাই না ।

নিশির চেহারা দেখে আসলেই মনে হল ও খুব রেখে গেছে । এখন ওর সামনে থেকে চলে যাওয়াই ভাল । কিন্তু এখন যদি নিশির সামনে থেকে চলে যাই হয়তো ওর রাগ আর ভাঙ্গাতেই পারবো না ।

আসলে নিশি আমার উপর খুব একটা বেশি রাগ করে না । অন্যান্য বন্ধুদের গার্লফ্রেন্ডরা তাদের কে যেমন করে জ্বালায় কথায় কথায় উঠবস করায় নিশি সেই তুলনায় অনেক ভাল । কিন্তু নিশি মিথ্যা কথা বলাটা একদম পছন্দ করে না । আর আমি ঠিক এই অপরাধ করেছি ।

ঘটনা এমন কিছু না । গতকাল সকালবেলা নিশি ফোন করে বলল

-বিকেলবেলা আমাকে একটু সময় দিতে হবে ।

আমি বললাম

-না মানে ....।

-কি মানে ? সপ্তাহে ছুটির দিন একটা । তাও তোমার সময় হবে না আমার জন্য ?

-না বাবু ঐসময়ে একটা জরুরী কাজ আছে !

-কি জরুরী কাজ ?

এখন নিশিকে কিভাবে বলি যে নোভার সাথে ডেট ফিক্স করা আছে । এই কথাতো আর বলা যায় না । আমি বললাম

-বাবু আমার এক দুঃসম্পর্কের চাচা হাসপাতালে ভর্তি হয়ে আছে । ওনাকে দেখতে যেতে হবে ।

-যেতেই হবে ?

-হুম ।

-আমিও যাই তোমার সাথে ?

-কি বল ? আম্মুকেও নিয়ে যেতে হবে যে বাবু !

-ও ! আচ্ছা আর কি করা!!

আমি হাফ ছেড়ে বাঁচলাম । একটা মিথ্যা কথা বললে কত গুলো মিথ্যা বলতে হয় । আমি ভেবেছিলাম মিথ্যা বলেই আমি পার পেয়ে যাবো !

কিন্তু হায় !

আমি যদি জানতাম তাহলে ....

নোভার ট্রিট ছিল বসুন্ধরায় । বিকেল বেলা গেলাম । নোভার সাথে আড্ডার পর খানা দানা চলে এল । কেবল মাত্র চিকেনের পিচটা মুখে নিয়েছি দেখি নিশি সামনে দাড়িয়ে ।

আমার মনেই ছিল না যে ছুটির দিনে নিশি প্রায়ই বসুন্ধরায় আসে । মনে থাকলে এখানে আসতামই না ।

তারপর থেকে নিশির মোবাইল বন্ধ । আজ আমার বন্ধু ফোন করে বলল যে নিশি এখানে আছে । তাই দৌড়ে চলে এসেছি ।



আমাকে দাড়িয়ে থাকতে দেখে নিশি নিজেই উঠে দাড়াল ।

-বাবু শোন প্লিজ । তুমি জানো নোভা আমার ফ্রেন্ড । ও আমাকে অনেক আগে থেকেই বলে রেখেছিল ।

আমার কথা শুনে নিশি ঘুরে দাড়াল ।

-ভাল কথা সময় দিয়ে রেখেছিল । তুমি আমার কাছে মিথ্যা কথা কেন বললা ? তুমি জানো আমি মিথ্যা কি পরিমান ঘৃণা করি ।

-বাবু আমি বুঝতে পারি নি । প্লিজ এই বারের মত ক্ষমা করে দাও ।

নিশি কিছু বলতে গিয়ে থেমে গেল । হাত দিয়ে কি যেন বলতে গেল । তার পর ঘুরে হাটা দিল । আমি আবার পিছু নিলাম ।

-শোন....... শোন......... প্লিজ শোন । বাবু শোন ।

নিশি আবার ঘুরে দাড়াল । আঙ্গুল তুলে বলল

-তোমাকে বলছি না পেছন পেছন আসবে না । ভাল হবে না ।

নিশি আবার হাটা দিল ঘুরে । যদিও বলল যে পিছনে না আসতে কিন্তু ধা গেলে কি হয় ?

-শোন প্লিজ ..

আমি নিশির পিছন পিছন দৌড় দিলাম ।

ঠিক তখন কোথা থেকে মস্তান গোছের কয়েকটা ছেলে আমাকে ঘিরে ধরল । আমি কিছু বুঝে ওঠার আগেই একজন আমার কলার চেপে ধরে বলল

-দিনে দুপুরে ইভটিজিং করিস ।

-এই কি করছেন ?

আমি কিছু বলার চেষ্টা করলাম আর একজন আমাকে ধাক্কা দিল ডান দিক দিয়ে । কোন মতে তাল সামলে পড়ার হাত থেকে বাঁচলাম ।

-আমাদের এলাকায় মেয়েদের টিজ করিস !

-দেখুন , আপনারা যা ভাবছেন তেমন ....

আমার কথা শেষ করতে পারলাম না ।

ছেলে গুলো আবার আমার দিকে এগিয়ে এল ।

কি করবো ?

ছেলেগুলো দেখে খুব বেশি সুবিধার মনে হচ্ছে না । এরা প্যাদানী দেবার মনভাব নিয়েই এসেছে । আর পাকলিকও সাপোর্ট দিবে ওদের । অনেকেই আমাকে নিশির পিছনে দৌড়াতে দেখেছে ! খানিকটা ইভটিজিংয়ের মতই মনে করবে !

এখন কি করবো ? দৌড় দিবো ?

কিন্তু এদের সাথে দৌড়েও তো পারবো না । তখন তো আরো বেশি প্যাদানী দিবে । ছেলেগুলো যখন খুব কাছে চলে আমি মার খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তখন ....

-আপনারা কি করছেন ?

কন্ঠটা নিশির । ছেলেগুলো একটু যেন থামল ।

-আপনাকে ও টিজ করছিল

একটা ছেলে বলল ।

-সেটা আমায় বিষয় ।

এই বলে নিশি ছেলে গুলোর মাঝ থেকে আমাকে হাত ধরে নিয়ে হাটা দিল । একটা ছেলে বলে উঠল

-আজ কাল তো ভালর জামানাই নেই ! নিশি বলল

-আপনাদের বোঝা উচিত্‍ যে টিজ করছে আর কে করছে না ।

ছেলে গুলোর কাছ থেকে একটু গিয়ে নিশিকে বললাম

-যাক!! অবশেষে আসলে তুমি ! আজতো গেছিলাম !

-আকাম কুকাম করলে তো যাবাই ।

-আরে কুকাম করলাম কোথায় ? তোমার রাগ ভাঙ্গানোর চেষ্টা করছিলাম । এটা কি আকাম বল ?

-হয়েছে । এবার চুপ থাকো ।

যাক নিশির রাগটাতো খানিকটা শান্ত হয়েছে । বললাম

-ছেলেগুলো এসে কিন্তু একটু ভালই হল ।

-কি ? তোমার রাগটাতো একটু কমেছে ।

-ও তাই না ? যাও ....

নিশি আরো কিছু বলতে গেল , আমি বলল

-প্লিজ শোনা পাখি আর রাগ করে থেকো না । আমি আর কোন দিন তোমার কাছে মিথ্যা বলব না । প্লিজ ।

নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে একটু হাসল ।

-আর কখনও মিথ্যা বলবা না তো ?

-কখনও না বাবু । কোন দিনও না ।

যাক নিশিকে শান্ত করা গেল । আসলেই সিনেমা জীবনে ভিলেন দের ভূমিকা ব্যাপক ! নায়িকাদের সিমপ্যাথি পাওয়া যায় কত সহজে.। সত্যি বলতে গেলে ছেলেগুলোর জন্য নিশির রাগ পড়ে গেল । তা না হল কি করে ভাঙ্গাতাম ওর রাগ কে জানে !!

নিশি সন্ধ্যা পর্যন্ত থাকল । ওকে রিক্সায় তুলে দিয়ে যখন ফেরার পথ ধরলাম ।

তখনই বিকেল বেলার ঐ ছেলেগুলো আমার পথ আগলে ধরল । এগোতে লাগলো আমার দিকে । যে ছেলেটা আমাকে ধাক্কা মেরেছিল সে এবার সবার সামনে ।

নিশির জন্য তখন আমাকে ঠিক মত প্যাদানী দিতে পারে নি এখন তো নিশি নেই আর সন্ধ্যাও হয়ে এসেছে এখন নিশ্চই প্যাদানী দেবে । ছেলেগুলো একদম আমার কাছে এসে দাড়াল । যে ছেলেটা আমাকে ধাক্কা মেরেছিল সে আমার সামনে এসে বলল

-অপু ভাই বেশি জোড়ে ধাক্কা মারি নি তো ?

-আরে না না । সমস্যা নাই ।

-না ভেবেছিলাম একটু জোরেই বোধহয় ধাক্কা মেরে দিলাম । আসলে, ক্যারেট্টারে চলে ঢুকে পরেছিলাম তো, তাই ।

আমি হেসে বললাম

-না না কোন সমস্যা নাই । তোমাদের জন্যই তো ওর রাগটা পানি করতে পারলাম ।

পকেট থেকে ৫০০ টাকার একটা নোট বের করে ওর হাতে দিলাম ।

-মিষ্টি খেও ।

এই বলে বাড়ির দিকে হাটা দিলাম । গার্লফ্রেন্ডের রাগ ভাঙ্গাতে কত কিছু করতে হয় !!





ফেবু লিংক

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:১১

অপ্‌সরা বলেছেন: তুমি এমন চোর প্রেমী!:P

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:১২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:২৫

মাক্স বলেছেন: :-D:-D:-D:-D

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:২৮

রাহিক বলেছেন: ভালো লিখেছেন ।বর্ণনাটা জটিল ছিল । যদিও এই ধরণের পুতুর পুতুর প্রেমকাহিনি আমার শুনতে ভালো লাগে না ।তবুও আপনারটা লেগেছে ।

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৫

ফারিয়া বলেছেন: হেহেহে, পুরাই বাংলা সিনেমা! :D ;)

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:৫১

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা হা


গল্প ভাল লেগেছে তবে কেমন জানি একটু আহ্লাদি আহ্লাদি লেগেছে । ;) :P

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০৩

অপু তানভীর বলেছেন: :) :) :)

৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:১৮

shaontex বলেছেন: আগেরটার চেয়ে ভালো হয়েছে :P

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০৩

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: ফিনিশিংতো মাশাল্লাহ টাইপ হইছে!! আগের কমেন্টটা মুছে দিয়েন। :)

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০৪

অপু তানভীর বলেছেন: B-) B-) B-) B-)

৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৩৯

পাস্ট পারফেক্ট বলেছেন: "পকেট থেকে ৫০০ টাকার একটা নোট বের করে ওর হাতে দিলাম" - সারসে!!! আর হেইয়া কেমন গালফ্রেন্ড? সন্দেহ লাগের!

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০৬

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৯| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৮

ঠানডুমিঞা বলেছেন: চোররে চোর...... দারুন মজা...... এইবার দেখি নিজে ট্রাই মাইরা...... কাজ না হলে দোষ আপনের.....

০১ লা আগস্ট, ২০১২ ভোর ৪:০১

অপু তানভীর বলেছেন: মানে কি????

১০| ০১ লা আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৫

অচেনা মেয়ে আমি বলেছেন: হায় হায়... !!! এটা কি হল!!!!! :-* :-* :-* :-* :-*
সত্তিই. সিনেমা জীবনে ভিলেন দের ভূমিকা ব্যাপক ! B-) B-) B-) B-)

০১ লা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১১| ০৪ ঠা আগস্ট, ২০১২ ভোর ৫:৫৯

একজন আরমান বলেছেন: what an !dea sir ji :P :P :P

০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:১১

অপু তানভীর বলেছেন: ;) ;) ;) ;)

১২| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:২৭

আমি তুমি আমরা বলেছেন: ফিনিশিংতো সেরাম হইছে!! :)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৪

হৈমো বলেছেন: খুক খুক!

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

অপু তানভীর বলেছেন: কাশি হইছে নাকি .........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.