নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

জিন্স পরা মেয়েটার সাথে আবার দেখা হয়ে গেল !!

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১৯

মালঞ্চ গাড়ীর হেলপার আবার আমাকে বলল

-মামা জলদি উঠেন । সিগনাল ছাইড়া দিছে !

আমি একবার হেলপারের মুখের দিকে তাকালাম আর একবার তাকালাম মেয়েটার দিকে । মেয়েটি আমার পাশ দিয়েই হেটে চলে গেল । এতোক্ষন আমার পাশেই দাড়িয়ে ছিল । এই গাড়ীর পেছনে আরো বেশ কয়েকটি গাড়ীর লাইন । নিশ্চই কোন একটাতে উঠবে । সেদিনতো রাজধানী পরিবহনে উঠেছিল । আজ ও নিশ্চই ঐ গাড়ীতেই উঠবে ।

মেয়েটাকে এখনও দেখা যাচ্ছে । আমি আরো খানিকক্ষন মেয়েটার দিকে তাকিয়ে রইলাম । এখন আমার সামনে দুইটা অপশন আছে ।

এক. আমি মালঞ্চ গাড়ীতে উঠে পড়তে পারি । তারপর সোজা বাসায় । এটাই অবশ্য যুক্তি সংগত কাজ । সারাদিন খাটাখাটনি পর এখন সোজা বাড়ি যাওয়াই উচিত্‍ না কিনা একটা অচেনা জিন্স পরা মেয়ের পেছনে যাওয়া ।

দুই. আমি মেয়েটার পেছনে যেতে পারি । কেন যাবো যার পিছনে কোন যুক্তিসংগত কারন নাই ।

কিন্তু মন কি আর কোন যুক্তি মানে ? আমি গাড়ি না উঠে মেয়েটার পিছন পিছন হাটা শুরু করলাম ।

কি পাগলের মত একটা কাজ !!

আশ্চার্য !

আজ সারা দিন আসলেই অনেক পরিশ্রম গেছে । সেই সকাল বেলা বের হইছি বাসা থেকে । পরীক্ষা ছিল । পরীক্ষার পর আবার টিউশনীতে । টিউশনী থেকে যখন বের হলাম তখন বিকেলের আযান দিয়ে দিয়েছে ।

শাহবাগ বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছি ঠিক তখনই মেয়েটাকে দেখলাম ।

একটু ফর্সা করে চেহারাটা । একটা ঘিয়ে কালালের জিন্স আর শর্ট কামিজ পরে আছে । ওড়নার বদলে একটা স্কার্প পরে আছে কাঁধে একটা ব্যাগ । এক পায়ের উপর ভর দিয়ে দাড়িয়ে আছে আপন মনে ।

আমার মতই বাসের জন্য দাড়িয়ে আছে ।

আমার এই একটা দোষ আছে । জিন্স পরা এরকম মেয়ে দেখলে চোখ ঘুরে তার দিকে চলেই যায় ।

আর মেয়েটাকে লক্ষ্য করার আরো একটা কারন আছে । গত কাল ঠিক একই ভাবে মেয়েটাকে দেখেছিলাম । গতকাল মেয়েটা একটা নীল রংয়ের জিন্স পরেছিল । আর একই ভাবে দাড়িয়ে দাড়িয়ে অপেক্ষা করছিল বাসের জন্য ।

গত কালের আবাহাওয়াটা কেমন ভেজা ভেজা ছিল । থেকে থেকেই বৃষ্টি হচ্ছিল । যেই বৃষ্টি শুরু হচ্ছিল কাউন্টারের আশেপাশে থাকা সব মানুষ কেমন কাউন্টারের বড় ছাতির নিচে জড় হয়ে যাচ্ছিল । কেবল মেয়েটা দাড়িয়ে ছিল একই ভাবে ।

বৃষ্টি আসলেই ছাতি মেলছিল । ছাতি আমার কাছেও ছিল । বৃষ্টি আসলে আমিও একই কাজ করছিলাম । ভালই লাগছিল ! মেয়েটাও বৃষ্টিতে ছাতির নিচে দাড়িয়ে ছিল আমিও ছিলাম !!

আজ অবশ্য আকাশে বৃষ্টি নেই । আমি একটু দুর থেকেই মেয়েটাকে দেখছিলাম । যদিও বারবার এরকম তাকানো ঠিক হচ্ছে না তবুও মেয়েটার দিকে চোখ চলে যাচ্ছিলই ।

কয়েকবার তাকানোর পর মনে হল যে মেয়েটা মনে হয় টের পেয়ে গেছে যে আমি ওর দিকে বারবার তাকাচ্ছি ।

মেয়েটার এটিচিউড কেমন যেন একটু বদলে গেল । কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে লাগল । মুখের ভাবটাও কেমন একটা পরিবর্তন লক্ষ্য করলাম ।

কিন্তু মেয়েটার দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে আমি পারছিলাম না । আসলে কেবল জিন্স পরা বলে না মেয়েটার চেহারার ভিতর কেমন যেন একটা অভিব্যাক্তি ছিল যা আমাকে বার বার কাছে টান ছিল ।

খুব ইচ্ছা করল যে মেয়েটার নাম জিজ্ঞেস করি ।

একটু কথা বলি !

কিন্তু কিভাবে করবো ?



মেয়েটার পিছু পিছু উঠে পরলাম রাজধানী পরিবহনে । যদিও রাজধানী বাসটা অনেক ঘুরে যায় তবুও আরো কিছুটা সময় মেয়েটার সাথে থাকা যাবে এটা একটা আনন্দের বিষয় ।

বাসটাতে বেশ ভিড় ছিল । প্রথম আমরা দুজনেই দাড়িয়ে ছিলাম কিন্তু সায়েন্স ল্যাবের কাছে আসতেই মেয়েটা ডাবল সিটে একটা সিট পেয়ে গেল ।

আমি দাড়িয়েই রইলাম । আমি মোটামুটি নিশ্চিত যে মেয়েটা আমাকে লক্ষ্য করছে ।

কারন বেশ কয়েকবারই মেয়েটার সাথে আমার চোখাচোখি হয়েছে । প্রতিবারই মেয়েটার চোখের দৃষ্টিতে কেমন একটা জিজ্ঞাসা ছিল ।

মেয়েটা যেন জানতে চাচ্ছে আমি কে ?

কেনই বা ওর দিকে বারবার তাকাচ্ছি ?

আসাদ গেটের কাছে আমি মেয়েটার আচরনে কেমন অবাক হলাম । আসাদ গেটে এসে মেয়েটার পাশের সিটে লোকটা উঠে গেল । ঠিক তখনই মেয়েটা আমার দিকে তাকাল । আমার হয়তো বুঝতে ভুল হতে পারে কিন্তু কেন জানি মনে হল যে মেয়েটা চাচ্ছে আমি যেন মেয়েটার পাশে বসি ।

বড় অদ্ভুদ !

কিন্তু আমার বসার আগেই মেয়েটার পাশের সিট টাতে আর একজন বসে পড়ল ।

স্পষ্টই মেয়েটা বিরক্ত হল ।

বিরক্ত আমিও হলাম ঐ লোকটার উপর ।

একটা সুযোগ ছিল মেয়েটার পাশে বসার । পাশে বসলে মেয়েটার নাম নিশ্চই জিজ্ঞেস করা যেত ! কিন্তু তা আর হল না ।

মেয়েটা আদাবর এসে নেমে গেল । আমিও নেমে গেলাম মেয়েটার পিছন পিছন । মেয়েটি আমার দিকে একবার তাকিয়ে হাটা শুরু করল । আমি মেয়েটার পিছু নিলাম ।

একবার মনে হল এসব আমি কি করছি ?

কেন করছি ?

কোন না কোন একটা মেয়ে, তার পিছু নিয়ে এতোদুর চলে এলাম ? মেয়েটাকে জিজ্ঞেস করলেই হত,

আপনার নাম কি ? ইত্যাদি ইত্যাদি !

মেয়েটার চেহারা খুব বেশি এগ্রসিভ মনে হল না । মেয়েটার চেহারায় একটা নমনীয় ভাবও আছে । নাম জিজ্ঞেস করলে মেয়েটা হয়তো বলে দিত ।

এতো দুর আসার কোধ দরকার ছিল না ।

কিন্তু ...!

মেয়েটা একটা গলির ভিতর ঢুকে গেল । আমি একটু দাড়িয়ে রইলাম । আমি ঢুকবো কি না এমন কথা ভাবতে ভাবতে গলির মধ্যে ঢুকে গেলাম ।

ঢুকেই থ !

গলিটা তো শুরুর আগেই শেষ ।

আর মেয়েটা গেল কই । কোন বাড়ির মধ্যে ঢুকলো ? আমি মাথা চুলকাতে চুলকাতে গলির মধ্যে থেকে বের হয়ে এলাম । কি রে ভাই কই গেল মেয়েটা ? মন খারাপ নিয়েই বাসায় ফিরলাম । মেয়েটার নাম জানা তো হল না !!







কদিন ধরে কি যেন হয়েছে !! কিছুতেই লিখতে ইচ্ছা করছে না । অবশ্য কারন আছে ! সারাদিন রোজা, পরীক্ষা, টিউশনী করে এসে শরীর খুব ক্লান্ত লাগে । কিছুই লিখতে ইচ্ছা করে না ! একদম করে না !!

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-১

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:২১

মানুষ কেনো কোকিল নয়? বলেছেন: টপস পরা কোন মেয়ের সাথে দেখা হলে পোস্ট পড়ব, এটা পড়ার টাইম নাই /:)

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: আপনার টাইমেই বড় মুল্য দেখতাছি.......। :P :P :P :P :P

২| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:২৬

অদম্য১২৩৪ বলেছেন: ভাইয়া আপনার পোস্ট আর জীবন বেশ সমৃদ্ধ বোঝা যাচ্ছে । স্লিভলেস ব্লাউজ পরা কোন মহিলার সাথে যদি আপনার দেখা হয়ে থাকে তাহলে সেটা লিখে ফেলুন না প্লিজ ভাইয়া ।

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: অবশ্য লিখবো........... আগে দেখা হোক !!

৩| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩০

মিজভী বাপ্পা বলেছেন: আপনি তো নাছোড়বাণ্দা পেরেমিক B:-/

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: :P :P :P :P

৪| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৪

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হা হা হা। মজা পাইলাম। ৯-১০ এর কিছু কাহিনী মনে পড়ে গেলো। এইটার ফিনিশিং নামান নাই ক্যান? পার্ট ২ বের করবেন??

০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: ইদানিং বেশিক্ষন একটানা লিখতে ভাল লাগে না ! ধৈর্য হারায়ে ফেলতেছি...
তবে গল্পটা শেষ করবো..............

৫| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৩৯

যান্ত্রিক উন্মাদ ১২৬ বলেছেন: আমার এই একটা দোষ আছে । জিন্স পরা এরকম মেয়ে দেখলে চোখ ঘুরে তার দিকে চলেই যায় ।




;) ;)

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: ভাই, গল্প............... কেবলই গল্প...............।

৬| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৪০

ঘুমন্ত ডাক্তার বলেছেন: ভালো লাগলো, ছবিটা নিশ্চয়ই মেয়েটা জিন্স খুলে রাখার পরে তোলা হয়েছিল #:-S

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪১

অপু তানভীর বলেছেন: :P :P :P :P

৭| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:৫০

জনদরদী বলেছেন: বেশি তাড়াহুড়োর দরকার নাই । ধীরে সুস্থেই লিখেন ।

একটার পর একটার প্রেমে পড়ে যাচ্ছেন । প্রেমে পড়তে টাকা লাগে না তার জন্য B-) B-) । কিন্তু প্রেম করতে বা ধরে রাখতে টাকা লাগে :P :P

তবে বলতে পারেন " আমিতো প্রেমে পড়ি নি; প্রেম আমার উপরে পড়েছে । আমাকে ভেঙে চুরে .................................." ;) ;)

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪৪

অপু তানভীর বলেছেন: হুম, ঠিক ই বলেছেন । বেশি তাড়াহুড়া করার দরকার নাই........
আসলে কি হয়েছে, কদিন থেকে কন জানি আর এক সাথে বেশিক্ষন লিখতে ইচ্ছা করছে না !!
দেখি.............।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন: আমার এই একটা দোষ আছে । জিন্স পরা এরকম মেয়ে দেখলে চোখ ঘুরে তার দিকে চলেই যায় । :P :P :P

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪৫

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৯| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২৬

নিয়ন আধাঁর বলেছেন: ভাই, আফনের প্রব্লেমটা কী? প্রত্যেকটা কাহিনী ৭০% এ শেষ কইরা দেন!! ১০০% পামু কবে?? যাই হোক, পিলাচ।

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪৬

অপু তানভীর বলেছেন: একটু অপেক্ষা করেন............

১০| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:২৮

আর.হক বলেছেন: আদাবরের ঐ গলিতে চিরুনী অভিযানটা চালিয়ে দিমু নাকি?

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪৭

অপু তানভীর বলেছেন: দেন ! আমার তাহলে সুবিধা হয়........। মেয়েটাকে খুজে পাই ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

আমার জীবন বলেছেন: আমার দ্বারায় এ জীবনে কিসসু হলোনা! |-) মেয়ে দেখলে ক্যান জানি ডর লাগে :-& বুক ধুকধুক করে :!>

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: বাস্তবে আমার অবস্থাও ঐ একই রকম......

১২| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ১:০৪

আমি মাসুদ বলেছেন: আদাবরের আড্ডাা দেন

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৫০

অপু তানভীর বলেছেন: না ভাই, আদাবরে আড্ডা দেই না !!

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:০০

তৌফিকুর বলেছেন: রোজা রাইখা মামা তুমি মাইয়াগো পিছন লও দাঁড়াও তোমারে আমি সাদা কালো ছিনেমা দেখাইতাছি :P

০৪ ঠা আগস্ট, ২০১২ রাত ২:৫১

অপু তানভীর বলেছেন: আমি কিন্টু গল্পের মাঝে একবারও রোজার কথা উল্লেখ করি নাই । এটা রোজার মাসের গল্প না........ :P :P :P :P :P

১৪| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:৪১

মো: তরিকুল ইসলাম বাদল বলেছেন: ভাই, কাল পরিক্ষা। ভাল লাগতে ছিল না । তাই ভাব্লাম সামুতে আপু ভায়ের একটি গল্প পরে আসি, ভাল লাগবে , এসে ভালই লাগল।

০৭ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৪

অপু তানভীর বলেছেন: ভাল লাগলেই ভাল...............।

১৫| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: এইভাবে ধরা খাইলেন?? ;) ;)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫১

অপু তানভীর বলেছেন: হুম !!!

১৬| ১৬ ই আগস্ট, ২০১২ রাত ১২:২০

শায়মা বলেছেন: পোস্ট পড়ে আর কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ ভাইয়া!!:)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫২

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.