নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোঁছনা টিপটিপ বৃষ্টি, জেনো আমি পাশে তোমার একসাথে ভিজছি

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:২৯

অসময়ে নিশির ফোন পেয়ে খানিকটা অবাকই হলাম । ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে এগারোর কিছু বেশি বাজে । সময়টা আমাকে খানিকটা চিন্তিত করল । নিশি এই সময়ে অফিসে থাকে । বলতে গেলে এই সময়টা ক্লাইন্টের ভীড় লেগে থাকে । ফোন করার ফুরসৎ‍ পাবার কথা না ।

আর নিশি আমাকে দরকার ছাড়া খুব একটা ফোন করেও না । তাহলে আজ ?

কোন সমস্যা হল নাকি ?

বাসায় কি সব কিছু ঠিক আছে ?

চিন্তিত ভাবেই ফোনটা রিসিভ করলাম । ওপাশ থেকে কোন আওয়াজ শোনা গেল না । যাবেও না জানতাম । নিশির এই একটা দোষ । যতবার ওর সাথে ফোনে কথা হয়েছে ও কখনই আগে কথা বলে না । চুপ করে থাকে ।

যতক্ষন না আমি কোন কথা জিজ্ঞেস করবো ততক্ষন কোন কথাই বলবে না ।

-নিশি ?

কোন কথা নাই ।

-নিশি কথা বল ! শুনছো ?

নিশি ক্ষীণ গলায় বলল

-হুম !

-ফোন দিলে যে ? কোন জরুরী দরকার ছিল ?

-না । এমনি ।

এমনি !! আমি এবার সত্যিই খুব অবাক হলাম । নিশি আমাকে এমনি ফোন করেছে ? আমার লক্ষ্যি বউটা আমাকে এমনি এমনি ফোন করেছে এটা ভাবতেই আমার মনটা ভাল হয়ে গেল ।

নিশির সাথে আমার বিয়ে হয়েছে মাস ছয়েক আগে । ভালবেসে না আবার ঠিক এরেঞ্জও না । কিভাবে যে বিয়েটা হল !!

যদিও আমার ইচ্ছা ছিল কিন্তু নিশি বিয়েটা করেছে ....

আসলে ও আমাকে যে কি কারনের বিয়ে করতে রাজি হল তা আমি এখনও ঠিক জানি না ।

তবে বিয়ে হলেও নিশি আমার বউ ঠিক মত হয় নি । দুজনের মাঝে কেমন একটা দুরুত্ব ঠিকই রয়ে গেছে । আমি আবার জিজ্ঞেস করলাম

-কি হয়েছে বল আমাকে ?

-না এমন কিছু হয় নি । তুমি কাজ করছো তো । বিরক্ত করছি না তো ?

-না না কোন বিরক্ত না । তুমি বল ।

নিশি খানিকক্ষন চুপ করে থাকলো । আমার মনের মধ্যে তখন হাজারও চিন্তা আসছে ।

নিশি আজ এরকম আচরন কেন করছে ? তবে ওর আচরন আমাকে খুব আনন্দ দিচ্ছে । যে নিশি বিয়ের ছয়ের মধ্যে আমার সাথে অতিরিক্ত একটা কথাও বলে নি সে আজ নিজ থেকে আমাকে ফোন দিল তাও আবার কোন কারন ছাড়াই । নিশি বলল

-তুমি কি খুব ব্যস্ত ?

-কেন বলতো ?

-না এমনি ।

-নিশি বল প্লিজ ।

-আসলে আমি তোমার অফিসের নিচে । তোমার যদি সময় থাকে একটু নিচে আসবে ?

-নিচে তুমি ? এই কথা তুমি আগে বলবে না ?

আমি আসলে আজ খুব অবাক হচ্ছি ! নিশি আমাকে অবাক করছে । আজ এমন কেন হচ্ছে ? অবশ্য যা হচ্ছে ভালই হচ্ছে !!



নিশির সাথে পরিচয় ভার্সিটি লাইফ থেকে । চিনি বলছি কেন ওকে তখন থেকেই পছন্দ করি । কিন্তু কোন দিন বলতে পারি নি । বলবো কিভাবে ? ওর তখন একটা এফ্যায়ার চলছে । বেশ ভাল ভাবেই চলছে ।

এখন যে মেয়েটার আগে থেকেই একটা বয়ফ্রেন্ড আগে থেকেই আছে তাকে ভালবাসার কথা কিভাবে বলি ? তাই সারাটা সময় কেবল মুখ মুজে থেকেছি !! কোনদিন কিছু বলি নি ।



অফিসের নিচে গিয়ে আমি সত্যিই অবাক হলাম । নিশি মাথা নিচু করে দাড়িয়ে আছে । আমি সব চেয়ে অবাক হলাম ওর পোষাক দেখে । নীল রংয়ের একটা চুড়িদার পরেছে । আশ্চার্য কেমন টিনএজ মেয়েদের মত লাগছে । আর একটু সাজ গোজও করেছে খানিকটা । আমাকে দেখে কেমন একটু বিষন্ন ভাবে হাসল । আমি কাছে গিয়ে বললাম

-কতক্ষন এসেছো ?

-এই তো বেশিক্ষন না ।

-কি হয়েছে তোমার সমস্যা হয়েছে ? অফিস যাও নি ?

-না । ভাল লাগছিল না ।

-কেন শরীর খারাপ নাকি ? জ্বরটর নাকি ?

এই পর্যায়ে আমার উচিত্‍ ওর কপালে হাত দিয়ে জ্বর দেখা । কিন্তু সংকোচের কারনে পারলাম না । নিশি কোন কথা না বলে চুপ করে রইল । আমি বললাম

-চল অফিসে চল । অফিসে বসলে ভাল লাগবে ।

নিশি কেমন আদুরে গলায় বলল

-অফিসে যাবো না ।

-তাহলে !

-অপু আজ আমার মনটা ভাল নাই ।

ভাল নাই !!

-কেন ? সকালবেলা তো ভাল ছিল । কি হল এর মধ্যে ?



আসলেই সকালবেলা নিশির মুডতো ভালই ছিল । ভাল ছিল মানে স্বাভাবিক ছিল ! প্রতিদিনকার মত নিশির ডাকেই সকালের ঘুম ভাঙ্গে আজ । নিশির খুব সকালে গোছল করার স্বভাব ।

চোখ মেলে যখন নিশির দিকে তাকিয়ে মনটা ভাল হয়ে গেল । কেমন একটা পবিত্রতা মিশে আছে ওর চেহারায় । আর ওর চুল থেকে তখনও পানি পারছিল ।

আহা !

আর ওর ঠোট দুটো কেমন ভেজা ভেজা লাগছিল । খুব ইচ্ছা করছিল নিশির ভেজা ঠোটটাতে চুম খাই । কিন্তু বিয়ের পর যে আমি ওর হাতটা ঠিক মত ধরি নি ওকে চুম খাই কিভাবে !



আমি আবার বললাম

-কি হয়েছে বলতো ? মন খারাপ কেন ?

নিশি চুপ করে থেকে বলল

-আজ অফিস আসার সময় শাহেদকে দেখলাম ।

এই কথাটা বলে নিশি আবার নিচের দিকে তাকাল ।

শাহেদ ?

আমি কথা হারিয়ে ফেললাম । অস্বস্তি কর পরিবেশ ! শাহেদ নিশির এক্স বয়ফ্রেন্ড ।

ভার্সিটির পরপর নিশি আর শাহেদের বিয়ে হবার কথা ছিল । আমরা অন্তত তাই জানতাম । কিন্তু ঝামেলা বাধল অন্য খানে ।

নিশিরা দুবোন নিশি বড় আর ওদের পরিবারের একমাত্র উপার্জনকারী । ছোট বোনটা এখনও অনেক ছোট !

আমার মনের ভিতর একটা প্রশ্ন প্রায়ই জাগতো যে শাহেদ ভাই নিশির মা আর বোনটার দায়িত্ব নেবে তো ? কারন নিশি ছাড়া ওদের দেখার আর কেউ নাই ।

নিশির বিশ্বাস ছিল যে শাহেদ তা করবে । কিন্তু শাহেদ ভাই তা করলো না । নিশির প্রতি তার কোন অনাদর ছিল না কিন্তু বাড়তি দুজনের দায়িত্ব সে নিতে চাইল না ।

নিশি হয়তো পারতো শাহেদের কাছে যেতে কিন্তু মা আর বোন নিশির কাছে বেশি জরুরী ছিল নিজের ভালবাসার থেকে ।

এভাবেই চলছিল হঠাৎ‍ একদিন নিশিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলাম । নিশি আমাকে অবাক করে দিয়ে রাজি হয়ে গেল । কিন্তু ওর কিছু শর্ত ছিল । আমি সব কিছু মেনে নিয়েই নিশিকে বিয়ে করলাম ।



নিশির দিকে তাকিয়ে বললাম

-তারপর ? কোথায় দেখলে?

কিন্তু নিশি আমার প্রশ্নের জবাব দিল না । বলল

-আমার খুব ফ্রাইড চিকেন খেতে ইচ্ছা করছে ।

-মানে ?

কি কথার কি উত্তর ! নিশি এবার সরাসরি আমার চোখের দিকে তাকাল । তারপর একটা একটা শব্দ আলাদা আলাদা করে বলল

-আমার ... খুব ... ফ্রাইড ... চিকেন ... খেতে ... ইচ্ছা ... করছে ।

-এখন ?

-কেন এখন ইচ্ছা করলে সমস্যা কি ?

-না মানে কোন সমস্যা নাই । চল ঐ রেস্টুরেন্টাতে চিকেন বানায় ।

-না আমি এখান থেকে খাবো না । বসুন্ধারায় চল ।

আমি সত্যিই আজ বারেবার অবাক হচ্ছি নিশির আচরনে । এই মেয়েটার আজ হয়েছ কি ?



নিশি বিয়ের পর কোন দিন আমাকে নিয়ে বের হয় নি । কখনই স্ত্রী সুলভ আচরনও করে নি । কিন্তু আজ কি হল মেয়েটার । মেয়েটা আজ এমন কেন করছে ?

শাহেদ ভাই যেদিন প্রথম নিশিকে জানাল যে ওর মা আর বোনের দায়িত্ব তার পক্ষে নেওয়া সম্বব না নিশি আমার সাথে ব্যাপারটা শেয়ার করেছিল । কথাটা শোনার পর শাহেদ ভাইয়ের উপর খুব মেজাজ খারাপ হয়েছিল ।

এতো দিনকার সম্পর্ক ওদের এভাবে চট করে বলে দিলেই হল যে দায়িত্ব নিতে পারবে না । কিন্তু পরে চিন্তা করে দেখলাম আসলে শাহেদ ভাইকে খুব একটা দোষ দেওয়া চলে না ।

শাহেদ ভাইয়ের নিজেরও ফ্যামিলি আছে । সে পরিবারের একমাত্র ছেলে । তারও অনেক দায় দায়িত্ব আছে । সে কিভাবে তা অস্বীকার করবে । আর হ্যা সে যদি নিশিকে বিয়ে করতে অস্বীকৃতি জানাতো সেটা অবশ্য আলাদা ব্যাপার ছিল । কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না ।

আবার নিশিও নিজের মা আর ছোট বোন টাকে ছেড়ে নিজের ভালবাসাকে বেছে নিতে পারে নি ! যে যার অবস্থানে ঠিকই ছিল কিন্তু তবুও অবস্থাটা কত জটিল দিকে চলে গেল ।



-খাচ্ছো না কেন ?

রেড চিলিসে বসে চিকেন খাচ্ছিলাম । আসলে আমি ঠিক খাচ্ছিলাম না । নিশির খাওয়া দেখছিলাম আর পুরানো কথা ভাবছিলাম । ওর সাথে বিয়ের কিছু দিন পর মনে হল যে নিশিকে বিয়ে করা হয়তো ঠিক হয়নি । নিশি হয়তো কোন দিন শাহেদ কে ভুলে আমার সাথে ভাল ভাবে জীবন শুরু করতে পারবে না ।

কিন্তু এখন মনে হচ্ছে .....

আমি বোধহয় একটু বেশি বেশি কল্পনা করছি । নিশি আবার বলল

-কি ব্যাপার খাচ্ছ না কেন ?

-এই তো খাচ্ছি ।

বলে হাসলাম একটু ।

-আসলে আমি তোমার খাওয়া দেখছিলাম ।

-মানে ?

-এই যে তুমি ছোট ছোট কামড় দিচ্ছো চিকেনটাতে , দেখতে খুব ভাল লাগছে !

নিশি কিছুক্ষন আমার চোখের দিকে থেকে বলল

-এমন আমার কি কি জিনিস তোমার ভাল লাগে ?

আমি চট করেই কোন জবাব দিতে পারলাম না ! নিশি একেবারে সরাসরি আামর চোখের দিকে তাকিয়ে আছে ! ওর দৃষ্টি আজ কেন জানি কেমন অপরিচিত মনে হচ্ছে ! নাকি আজই আমি ওকে চিনতে শুরু করেছি?



ভার্সিটি জীবনের প্রথম থেকেই নিশির সাথে আমার পরিচয় ছিল ! টুকটাক কথাবার্তা হত আর কি ! কিন্তু একটা দিনের কথা আমার খুব ভাল করে মনে আছে ! একটা বিশেষ দিনে কথা !

সেদিন আকাশ জুড়ে বৃষ্টি হচ্ছিল । বৃষ্টি আমার বরাবরই খুব পছন্দের । আমি বারান্দায় দাড়িয়ে বৃষ্টি দেখছি এমন সময় পেছন থেকে নিশির কথা শুনতে পেলাম

-এই রকম ঝুম বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছা করে, না?

-করে । কিন্তু এখন তো সম্ভব না !

-কেন সম্ভব না ?

-আরে তোমার মাথা খারাপ নাকি ? এখন বৃষ্টিতে ভেজার উপায় আছে নাকি ?

-চাইলেই হয় ! দেখ......

এই বলে নিশি যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না । বৃষ্টির মধ্য নেমে নিশি বলল

-দেখলে তো । চাইলেই হয় । আসো ।

-আরে না । মাথা খারাপ নাকি ?

কিন্তু আামর মনে মধ্যে তখন তীব্র ইচ্ছা জেগেছে যে নিশির সাথে বৃষ্টিতে ভিজবো । সত্যি এমন সুযোগ কি আর আসবে জীবনে !

নিশি আবার বলল

-দেখ তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার ভিজে ইচ্ছা করছে ! এসো প্লিজ..... আমার একা একা ভিজতে কেমন লাগছে ....

মুখে না না করলেও আমি একটু পর নেমে গেলাম বৃষ্টি তে । কি অসাধারন সেই অনুভুতি ছিল । সত্যি বলতে কি এমন আশ্চার্য আনন্দ আমার আর কোন দিন হয় নি !

ঐদিনের পর নিশির সাথে আমার সম্পর্কের আরো উন্নতি হল ! কিন্তু ওর সাথে বৃষ্টিতে ভেজা হয়নি আর । এমন না যে আর সুযোগ হয় নি । সুযোগ এসেছে ।

বিয়ের পরও নিশিকে অনেকবারই আমি বৃষ্টিতে ভিজতে দেখেছি । কিন্তু কোনদিন ওর পাশে গিয়ে দাড়াতে পারিনি ! দুর থেকে কেবল ওকে দেখতাম ! দুর থেকে হলেও বৃষ্টির পানি আর ওর চোখে পানি কে ঠিকই আলাদা করা যেত !

মনে মনে কেবল বলতাম এতো কেন কষ্ট তোমার ?

খুব কাছে গিয়ে ওর হাত ধরতে ইচ্ছা করতো । বলতে ইচ্ছা করতো এইতো আমি আছি তোমার পাশে !!

তুমি জেনো সবসময় থাকবো !!



-কই বললে নাতো ?

-কি বলবো ?

নিশি আবার ও আমার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো ।

-আচ্ছা আর একটা কথার উত্তর দেবে ?

-বল ।

-আমাকে তুমি কেন বিয়ে করলে ? তুমি খুব ভাল করেই জানতে আমি অন্য একটা ছেলেকে ভালবাসি । তার কথা ভুলে কোন দিন তোমাকে ভালবাসবো কিনা তার কোন নিশ্চয়তা ছিল না । তবুও তুমি কেন আমাকে বিয়ে করতে চাইলে ?

আমি কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না । আর আজ নিশির হয়েছেটা কি ?

কেমন যেন আচরন করছে ?

নিশি আবার বলল

-আর আমিতো দেখতে খুব বেশি আহামরি সুন্দরী না, আর আমার বাপের অঢেল সম্পত্তিও নাই । তাহলে?

একটা ছেলে বিয়ে করার জন্য একটা মেয়ের মধ্যে যা যা কিছু দেখে তার কিছুই আমার নাই । তাহলে তুমি কেন আমাকে বিয়ে করতে চাইলে ?

-নিশি আজ তোমার কি হয়েছে বলতো ? এসব কথা কেন বলছো ? কি দরকার এসবের আর !!

-কিছুটাতো আছেই ।

আমি চুপ করেই থাকি । এতো দিন যখন বলি তখন এখন আর বলে কি হবে !

আমার মনে শুরু থেকেই একটা বিশ্বাস ছিল যে নিশি একদিন না একদিন ঠিকই আমার মনের কথা বুঝতে পারবে ।

পারবে কি ?

কে জানে !

-আজ আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি ।

-মিথ্যা কথা ?

-হুম ।

-আজ আমার মন খারাপ না । বরং ভাল । শাহেদের সাথে আমার দেখা হয় নি । আর দেখা হলেও সেটা কোন মন খারাপের কারন হত না । আমি অনেক আগেই শাহেদের স্মৃতি থেকে নিজেকে বের করে এনেছিলাম ।

আমি বেশ পুলকিত হলাম নিশির কথায় ।

নিশি বলেই চলল

-আমি এতো দিন কেবল এই কথাটাই ভাবছিলাম যে তুমি কেন আমাকে বিয়ে করতে চাইলে ? এটাকি কেবলই করুনা করে নাকি অন্য কিছু ?

-করুনা ?

-হুম, করুনা । অসহায় একটা মেয়ে, মা আর বোনকে নিয়ে বিপদে পরেছে । এই মেয়েটার প্রতিতো করুনা তো দেখানোই যায় ।

-নিশি , এটা কি বলছ তুমি ?আমি তোমাকে করুনা কিংবা সিমপ্যাথি জানানোর জন্য বিয়ে করি নি । আমি তোমাকে ...

-তুমি আমাকে .... কি ? বল ।

আমি বলতে পারি না । কোথায় যেন একটা সংকোচ থেকেই যায় । নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়েই থাকে । ওর চোখ দুটো যেন কিছু একটা শুনতে চাচ্ছে আমার কাছ থেকে ।

কিন্তু আমি কেন বলতে পারছি না ।

অপু আজ আমি জানি তুমি কেন আমাকে বিয়ে করেছো ?

জানো?

-একটা মেয়ে এটা সহজেই বুঝতে পারে । এতোদিন কেবল ধারনা ছিল আজ সিওর হয়েছি ! কিন্তু তবুও তুমি কেন আমাকে বল নি । আমি যখন বৃষ্টি তে কাঁদতাম তখন কি আমার তোমার ভেজা উচিত্‍ ছিল না ? হাতটা ধরে এই কথাটা কি বলা খুব কঠিন ছিল যে আমি তোমার পাশে আছি ?



কি আশ্চার্য !! আমি যা ভেবেছি নিশি তার সবটাই জানে ।

তাহলে কেন এতো সংকোচ করেছি ?

কেন এই কয়টা মাস আমি নষ্ট করেছি কেন একসাথে বৃষ্টিতে ভিজি নি ! ভালবাসি কথাটা বলা কি এতোই কঠিন !

আমি তবুও নিশির দিকে তাকিয়েই থাকি ! ভালবাসি কথাটা কেন যে বলতে পারি না !!!

দেখি আজ বলা যায় নাকি !!

নিশি আমার দিকে তাকিয়েই আছে সেই চোখের দৃষ্টি নিয়ে !









ঈদের আগে এটাই আমার শেষ লেখা ! কাল বাড়ি যাবো ! কতদিন পর বাসায় যাচ্ছি ! কত কিছু ভেবে রেখেছি । কিন্তু তার কিছুই পুরন হবে না আমি জানি । সব থেকে বড় কথা টিয়া পাখির সাথে হয়টো এবার দেখা হবে না ।

যাক সবাই ভাল থাকবেন । অনেক আগেই জানিয়ে রাখলাম

ঈদ মোবারক !!

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৪

আর.হক বলেছেন: মন্তব্য দিয়ে গেলাম পড়ে পড়তেছি

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: পড়েন পরে!!!

২| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৭

ShusthoChinta বলেছেন: আপনার টিয়া পাখির আবার এই নিশির মতো দশা হয়নি তো? স্যরি,এটা বলাটা ঠিক হল না বোধহয়,আপনার সম্ভবত মন খারাপ।
আগাম ঈদের শুভেচ্ছা রইল।

০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: জানি না সামনের দিন গুলোতে কি অপেক্ষা করছে !!
আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা !!

৩| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৮

অবাক েরাবট বলেছেন: হেডিংটা ওয়্যারফেজের গান থেকে নেওয়া মনে হয় । সুন্দর একটা গান ।
"যখন আমি থাকবো না , মনে রেখ আমার এই গান " ... ...

১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: হুম !! ঐটাই !! অনেক সুন্দর গান !!
গানটার ডা্উনলোড লিংটা দিতে পারবেন !!
অনেকদিন থেকে খুজতেছি

৪| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৯

আনু মোল্লাহ বলেছেন: খুব ভাল লাগল--------------
ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !!

৫| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:১২

গাধা মানব বলেছেন: ভাল লাগল।

শুভ কামনা রইল অনেক। :) :)

১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৬| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৬

আর.হক বলেছেন: শেষ লেখা কেন??????????? লেপু নেই ..... ???
যাওয়ার সময় একটা কিনে নিয়ে যান.....ঈদে গল্প পড়তে ভাল লাগবে।

টিয়াপাখীর সাথে দেখা হবে না কেন???? টিয়া পাখীরে ঈদ মোবারক

১০ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৩

অপু তানভীর বলেছেন: লেপু কেনার টাকা নাই :( :( :( :( :(
আর কেন যে দেখা হবে না আমি জানি না :(( :(( :((

৭| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন: লেখার গভীরতাটা আমার খুব ভালো লেগেছে ভাইয়া। :)

আপনাকেও অগ্রিম ঈদ মুবারক। :)

আমিও আগামী পরশু বাড়ি যাচ্ছি।

শুভকামনা রইল। ভালো থাকবেন।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

৮| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৬

টুকিঝা বলেছেন: আপনার এই গল্পের নামটা সুন্দর!

গল্প টাও।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৯

অপু তানভীর বলেছেন: :) :) :)ধন্যবাদ !!!

৯| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:৪৫

মুনসী১৬১২ বলেছেন: এটা ওয়ান অব দা বেস্ট

ঈদ মুবারক

১০ ই আগস্ট, ২০১২ রাত ৩:৫২

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১০| ১০ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৮

shaontex বলেছেন: অগ্রিম ঈদ মোবারক । ভাইয়া আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে পারি ? আমার নাটোর ।

১০ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৬

অপু তানভীর বলেছেন: আামর দাদা বাড়ি বিক্রমপুর । কিন্তু আমরা থাকি চুয়াডাঙ্গায় !!
আপনাকেও ঈদের শুভেচ্ছা !!

১১| ১০ ই আগস্ট, ২০১২ ভোর ৫:০৫

একজন আরমান বলেছেন: ভাইয়া আমি আগামী কাল বাড়ি যাবো। যদি পারেন তাহলে নতুন একটা গল্প লিখেন, যেন পড়ে যেতে পারি। :)

১০ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১২

অপু তানভীর বলেছেন: আর লিখবো কখন ?? এখনও কিছু গোছানো হয়নি । সকাল ৯ টায় গাড়ি !!
আবার ঈদের পরে ............

১২| ১০ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন: ঠিক আছে। ভালো ভাবে যান। আর বাসার সবাইকে আমার পক্ষ থেকে সালাম আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিবেন। :)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৩| ১০ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২১

নিয়ামুল ইসলাম বলেছেন: |-) |-) |-) |-) |-) |-)

এত দিন আমরা কি করবো, কি পরবো

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৮

অপু তানভীর বলেছেন: দেখতে দেখতে দিন চলে যায়.....

১৪| ১১ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৪

মো: তরিকুল ইসলাম বাদল বলেছেন: ভাইয়া, ঈদ এর তো অনেক দেরি,এত দিন আপনার গল্প ছাড়া কেমনে থাকব? যদিও বিদেশে ঈদ, ঈদ না, তারপরেও আপনাকে ঈদ মোবারক । ভাল থাকবেন । যেভাবেই হোক নিশি আপুর সাথে দেখা করে আসবেন। নয়তো আপনারা দুজনেই অনেক কস্ট পাবেন ।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯

অপু তানভীর বলেছেন: হুম ! দেখা হইছে ........।

১৫| ১১ ই আগস্ট, ২০১২ সকাল ১১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কাব্যিক একটা নাম দেয়া হয়েছে। সুন্দর!

গল্পটা ততোধিক সুন্দর!

ঈদ সুন্দর ভাবে কাটিয়ে আসুন।

ঈদ মোবারক, তানভীর ভাই।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২০

অপু তানভীর বলেছেন: :) :) :)

১৬| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৯

তরুন বলেছেন: আপনার লেখাগুলো হৃদয় ছুয়ে যায়। আমার মন্তব্যটা হয়ত ঈদের পরে পড়বেন। তারপরো আপনার জন্য শুভকামনা থাকলো... ঈদ আপনার অনেক আনন্দে কাটুক। দোয়া রইল টিয়া পাখিকে সারাজীবন কাছে রাখার নিশ্চয়তা যেন তাড়াতাড়িই পান।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৬

অপু তানভীর বলেছেন: মোবাইল থেকে আপনার কমান্ট টা আগেই পড়েছি । একখন উত্তর দিলাম ।
আপনাকে ধন্যবাদ !!

১৭| ১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:২১

মানস চক্রবর্তী বলেছেন: এত ভালো ভালো গল্প পড়ছি কিন্তু একবার ও বলতে পারছিলাম যে কি অসাধারণ লাগছে । নয়া পাবলিক তো তাই। আজকে সাধারণ পাবলিক হলাম, তাই আপনাকেই লিখলাম প্রথম। কোথায় যেন গল্পগুলোর ছায়া দেখেছি মনে হচ্ছিল, খোঁজাখুঁজির পর পাইলাম ওই ছায়ার শরীরটা আমার। নিমেষে, দুই দিনে শেষ করেছি সব গল্প।এখন নতুন এর জন্য অপেক্ষা করি।ঈদ এর পর আশা করছি আরও সুন্দর গল্প পাবো। ঈদ এর শুভেচ্ছা।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৮| ১৩ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬

রোড সাইড হিরো বলেছেন: আপনার লেখাগুলো দারুন লাগে। মনে হয় নতুন করে আবার শুরু করা সমভব। তবে আমিও ভালবেশেছিলাম একজনকে যার আগে অ্যাফেয়ার ছিল, কিনতু রিলেশন টা টিকে নাই নিজেদের সনদেহের কারণে। যাহোক ভালো থাকবেন।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২৯

অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকবেন !!

১৯| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪১

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল। শুভ কামনা রইল অনেক। আর ঈদ মোবারক :)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩০

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

২০| ১৫ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৭

অপরাজেয়আমি বলেছেন: খালি পড়াই হয়...খুব কম ই মন্তব্য করা হয়। ভাই সুন্দর বলে যে একটা শব্দ আছে. জানেন???? সেই সুন্দর এর প্রতিটা অক্ষর আপনার লেখার জন্য দিলাম।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২১| ১৭ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪২

প্রিয় কাব্য বলেছেন: অসাধারন, ঈদের শুভেচ্ছা রইলো ।

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

অপু তানভীর বলেছেন: :) :)

২২| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:২২

রাইয়ান মনসুর বলেছেন: বরাবরের মতই অসাধারণ.... তবে এই লেখাটা কেন জানি আমার কাছে এক২ বেশি ভাল লাগলো..... :)

২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩২

অপু তানভীর বলেছেন: :):):)

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

বটবৃক্ষ~ বলেছেন: আজ বৈশাখের ১ম বৃষ্টি ছিলো! বৃষ্টিময় শুভেচ্ছা আপনাকে~~~

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

শাহরিয়ার নীল বলেছেন: ভিজে গেলাম আবেগের বৃষ্টিধারায়

২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
ভালবাসা থাকলেই আবেগের বৃষ্টিতে ভিজবেন ! :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.