নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তিথির ভালবাসা

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৬



তিথি কিছুক্ষন এদিক ওদিক তাকালো ! পুরো ক্লাসটা কেমন ফাঁকা ফাঁকা ! অল্প কয়েকজন ছেলে মেয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আসে !

আজ কি তাহলে ক্লাস হবে না ?

তিথির একটু চিন্তা হতে লাগলো । অপুকি তাহলে চলে গেছে ! অপুর এই অভ্যাসটা খুব আছে ! ক্লাস না হলে সঙ্গে সঙ্গে ক্যাম্পাস থেকে হাওয়া ! ার ধারে কাছে আসবে না । কত নাকি কাজ থাকে ওর !!

ক্লাস না হলেও কত মানুষ বসে আড্ডা দেয় । কত কথা বলে ! তিথির খুব ইচ্ছা করে অপুর সাথে এমন করে সময় কাটাতে । কিন্তু গাধাটা যদি একটুও বোঝে ??

তিথি একজন কে জিজ্ঞেস করলো ক্লাস হবে কি না । যে উত্তরটা শুনতে চাইছিলনা ঠিক সেটাই শুনতে হল ! ডিপার্টমেন্টের জহির স্যার নাকি এক্সসিডিং করেছে । তাই ক্লাস ক্যানসেল করা হয়েছে ।

তিথির মনটা খারাপ হয়ে গেল । অপু নিশ্চই চলে গেছে ! আজ আর দেখা হবে না ওর সাথে !! একটা দিন ওর সাথে দেখা হবে না এটা ভাবতেই তিথির কান্না আসতে লাগলো ! এই একটা দোষটা তিথির খুব আছে । খুব অল্প বিষয় নিয়েই তিথি কান্না চলে আসে । আর কান্না আসলে তিথি কিছুতেই কান্না আটকাতে পারে না ।



এতো বড় মেয়ে হয়ে গেছে তবুও এই ব্যাপারটা ওর গেল না ।

এনফ্যাক্ট এই কান্নার জন্যই অপুর সাথে এর পরিচয় হয়েছে । তিথির এখনও সেদিনটার কথা খুব ভাল করে মনে পড়ে !

ফার্ষ্ট ইয়ারের প্রথম দিন ছিল । প্রথম ক্লাস ছিল । স্যার সবার নাম পরিচয় শুনছিল । তিথির কাছে আসতেই তিথি কেন জানি খুব নার্ভাস হয়ে গেল ! কিছুতেই এতোগুলো মানুষের সামনে কথা বলতে পারছিল না । ওর এই অবস্থা দেখে অনেকেই হেসে উঠল । এটা দেখে তিথি আো নার্ভাস হয়ে গেল । কোন রকম নাম আর জেলার নাম বলল । হঠাৎ কে যেন ওর জেলা নিয়ে একটা কটু মন্তব্য করলো । সবাই এটা শুনে হো হো করে হেসে উঠল ।

কিন্তু তিথির চোখে ততক্ষনে পানি চলে এসেছে ! এতো গুলো মানুষের সামনে একটা ১৯ বছরের মেয়ে ফুপিয়ে কেঁদে উঠল ।

ষ্সবাইকে ধমক দিলেও খুব একটা কাজ হল না । তিথিকে বসতে বলে তিনি অন্য প্রশঙ্গে চলে গেলেন ।

ক্লাস শেষে সবাই যখন বের হয়ে যাচ্ছিল তিথি বসেই ছিল !

একটা ছেলে ওর সামনে এসে দাড়ালো ! তিথির চোকখ তখনও ভেজা ! চোখ তুলে তাকিয়ে দেখে একটা ফর্সা মত চশমা পড়া ছেলে এর সামনে দাড়িয়ে । মুখটাতে খানিকটা অপরাধির ভাব ! ছেলেটা বলল

-আই এম সরি ! আমি আসলে বুঝতে পারি নি যে তুমি জোকটা সহজ ভাবে নিতে পারবে না । আমি সত্যি খুব সরি !

ছেলেটা মুখ দেখে তিথি কিছুক্ষন তাকিয়ে রইলো । কোন রকম বলল

-ঠিক আছে !

-যাক ! এপোলজি গ্রান্ট করলে ! হাই আমি অপু । তুমি তিথি ?

তিথি কেবল মাথা ঝাকালো .।



তিথি আর দাড়ালো না ওখানে । এখন ওকে বাধরুমে যেতে হবে ! এতো গুলো মনুষের সামনে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদা মোটেই ভাল হবে না ।

অপুর সাথে এমন না দেখা হওয়াটা প্রায়ই হয় । তখন তিথির প্রায়ই হয় । কিন্তু আজকে কান্নাটা আসার আরো একটা কারন আছে !

সকাল বেলা আজ তিথি নিজ হাতে অপুর জন্য রান্না করে নিয়ে এসেছে । বেচারা হলে থাকে ! ঠিক মত বাসায় যায় না । কি খায় না খায় ! তিথির খুব মায়া লাগে । খুব ইচ্ছা করে নিজ হাতে যত্ন করে ওকে কিছু খাওয়াতে !!

মাস খানেক আগে অপুকে একবার অপুকে তিথি ওর মামার বাড়ি দাওয়াত দিয়েছিল ।

মামার বাড়িতেই থেকে পড়াশুনা করে ! মামা ঐদিন বাড়িতে ছিল না । মামীকে বলল

-মামী আমার একটা বন্ধুকে কাল দাওয়াত দিবো দুপুরে খাওয়ার জন্য?

মামীর সাথে ওর ভাল সম্পর্ক তবুও খানিকটা সংকচ হচ্ছিল !

মামী একটা হেসে বলল

-ছেলে বন্ধু !

তিথি খানিকটা লজ্জা পেয়ে বলল

-হ্যা মামী ! মামাকে বলবা না তো ? মামা জানলে আব্বা কে বলে দিবে ! প্লিজ মামী !

-আচ্ছা আমি কি মানা করেছি নাকি ! কিন্তু সাবধান ! তোর মামা জানলে কিন্তু খবর আছে !

পরদিনই অপু এসে হাজির । অপু যখন খাচ্ছিল তিথি কেবল তাকিয়েই ছিল একভাবে ! এতো ভাল লাগছিল দৃশ্যটা দেখতে আর কিছু ভাবছিল না । কেবল মনে হচ্ছিল যে এমন ভাবে যদি সারা জীবন অপুকে খাওয়াতে পারতো !! তিথির চোখে বারবার পানি আসছিল ।

অপু চলে যাওায়র পর তিথির মামী বলল

-তুই ওকে ভালবাসিস, তাই না?

তিথি মিথ্যা বলতে পারে নি । স্বীকার করেছিল ।

-বলেছিস ওকে ?

-না !

-কেন?

তিথি চুপ করে থাকলো ! মামী আর জনতে চাইলো না । কারনটা তিনি ভাল করেই জানেন ।

তার এই ভাগনীটার মনটা অসম্ভব ভাল । কিন্তু সে দেখতে খুব একটা ভাল না ! ছেলেরা যে সব দেখ একটা মেয়েকে পছন্দ করে তার কোন গুনই তিথির ভিতর নাই । এরকম মেয়ে কেবল ভাল বন্ধু হতে পারে ! ভাল প্রেমিকা না !



তিথি আরো জোরে পা চালালো । চোখ দিয়ে পানি বের হওয়ার আগেই ওকে বাথরুমে ঢুকতে হবে !!

এইতো টয়লেট !

তিথি দরজা দিয়ে ঢুকতে যাবে ঠিক এমন সময় ওর হাত চেপে ধরলো কে যেন !!

ফিরে তাকিয়ে দেখে অপু !!

তিথি প্রথমে বুঝতে পারলো না কি করবে !

ঠিক তখনই টুপ করে ওর চোখ থেকে পানি গড়িয়ে পরলো !

অপু বলল

-কিরে কতক্ষন ধরে ডাকছি ! শুনিস না ? আর এটা ছেলেদের টয়লেট এখানে ঢুকছিস কেন ?

সত্যিতো এটা তো ছেলেদের টয়লেটই !!

-আর কাঁদছিস কেন ? তোকে নিয়ে আর পারা গেল না । তুই এমন ফ্যাসফ্যাস করে কেন যে কাঁদিস !!

তিথি কোন কথাই বলতে পারলো না । কিছুক্ষন কেবল তাকিয়েই রইলো অপুর দিকে !

অপু আবার বলল

-কি হল এভাবে হাবার মত তাকিয়ে আছিস ক্যান? চল এখান থেকে ! নাকি বাথরুমে যাবি ?

-বাথরুমে যাবো না ।

-তাহলে এর মধ্যে যাচ্ছিলি কেন !

আরো কিছু বলতে গিয়ে অপু থেমে গেল । কিছুক্ষন তাকিয়ে রইলো !

তারপর বলল

-আমাকে খুজছিলি?

তিথি কেবল মাথা নাড়লো !

-তোকে নিয়ে আসলেই পারা যাবে না । তুই কি বাচ্চা মেয়ে নাকি ?

তিথি কোন কথা বলে না । কেবল চেয়ে থাকে অপুর দিকে !!

তিথির নিজের ব্যাপারটা ভালই লাগে যখন অপু ওকে বকা দেয় ! কেমন একটা আপন আপন লাগে !

-এভাবে তাকিয়ে আছিস কেন ? চল এখন !!

-অপু !

-হুম !

-তোর জন্য কিছু এনেছি আমি !

-কি? কি এনেছিস ?

-আয় আামর সাথে !

তিথি অপুর হাত টা ধরে কমন রুমের দিকে নিয়ে গেল । এখন ক্লাস আওয়ার । কমন রুম ফাঁকা পাবার কথা !

মোটামুটি ফাকাই ছিল । ওরা শেষের দিকে বসলো !

ব্যাগ থেকে টিফিন বাটি টা বের করে অপুর দিকে বাড়িয়ে দিয়ে বলল

-আমি নিজে হাতে রান্না করেছি !

-তাই নাকি ! খেয়ে বেচে থাকব তো?

-অপু........



অপু খুব তৃপ্তি নিয়েই খাচ্ছিল । আর তিথি সে তৃপ্তি নিয়ে দেখছিল । মনে মনে কেবল বলল "তুই কি একটুও বুঝিস না তোকে কত টুকু ভালবাসি.....।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: বাহ বাহ!! সুন্দর!! আমারে খালি কেউ খাওয়াইলো না। :( আপনি গল্প লিখে আমারে একটা ইনবক্স করতে পারেন না??

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

অপু তানভীর বলেছেন: ওকে দিবো !!

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৯

অপরাজেয়আমি বলেছেন: ভাই বুজি তো.....কিন্তু সে তো বুজে না!!!!!!! |-) |-) |-) |-) |-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৪

অপু তানভীর বলেছেন: বুঝবে...........

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২০

শীলা শিপা বলেছেন: এই একটা দোষটা তিথির খুব আছে । খুব অল্প বিষয় নিয়েই তিথি কান্না চলে আসে । আর কান্না আসলে তিথি কিছুতেই কান্না আটকাতে পারে না


মেয়েরা এত কান্না করে কেন?????

১১ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০২

অপু তানভীর বলেছেন: আমি কিভাবে বলব?? আপনি কোন মেয়েকে জিজ্ঞেস করেন??

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

বিষের বাঁশী বলেছেন: আহা! তিথি মেয়েটা এতো কাঁদে কেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: মেয়েরা এমনই হয় !!

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৩

কামরুল আহসান খান বলেছেন: লে জ্বালা!! এই গল্প পড়তে পড়তে আমার ক্যাম্পাসের সবচে কুলুজ বান্ধবীর উপরে সন্দেহের তী্র নিক্ষেপ করলাম #:-S


আমারে ক্লাসে না পাইলে সেও নাকি একই আচরণ শুরু করে,আর পড়ে প্যানপ্যানাইয়া আমার মাথা নষ্ট করে ,তাইলে কি????? B:-) B:-) B:-)

:-* :-* :-/ :-/ :-/

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

অপু তানভীর বলেছেন: তাইলে বুইঝা নল কাহিনী কোন দিকে মোড় নিতাছে !! ;) ;)

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

আমি যে আমার মতো, কারো মতো নই! বলেছেন: বিষের বাঁশী বলেছেন: আহা! তিথি মেয়েটা এতো কাঁদে কেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অপু তানভীর বলেছেন: কেন যে কাঁদে কে জানে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.