নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ভূমিকম্পে ভালাবাসা !!

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৯



ভূমিকম্প ! ভূমিকম্প !



নিশির আজ কাল কি যেন হয়েছে । কোন কাজে যেন ওর মন বসে না । বই নিয়ে বসে থাকে অথচ একটা কিছুও মাথায় ঢোকে না । আবার টিভি চালিয়ে টিভির দিকে তাকিয়ে থাকে কিন্তু কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে কিছুই যেন ও দেখছে না ।

তেমনি সন্ধ্যা বেলা যখন প্রথম বারের মত ভূমিকম্পে পুরো শহর কেঁপে উঠল নিশি বুঝতেই পারলো না যে ভূমিকম্প হচ্ছে । ও তখন অপন ভূবণেই আছে । নিজের চিন্তায় ডুবে আছে । আবার কি চিন্তা করছে তাও জানে না ! কেবল একমনে কোন কিছুর দিকে তাকিয়ে আছে অথবা চোখ বন্ধ করে কিছু ভাবার চেষ্টা করছে !!

নিশি কখনই এমনটা ছিল না । সবসময় পড়াশুনা নিয়ে সিরিয়াস থাকা একটা মেয়ে । পড়াশুনার বাইরে যে অন্য কিছু ভাবতেই পারে না । অবশ্য ভাবার খুব একটা অবকাশও নেই ।

নিশির মা সুলতানা বেগম খুব কড়া টাইপের মহিলা । নিশি আর আর ওর ছোটভাই নিলয়কে উনি কড়া শাসনে রেখেছেন । তার কথামত উঠাতেন আবার তার কথা মত বসাতেন !

নিশির কোন অভিযোগ ছিল না । নিশি তার মার সব শাসন চুপচাপ মেনে নিয়েই ভাল ছিল । সব কিছু চলছিল আপন গতিতেই , সাভাবিক ভাবেই কিন্তু পাশের বাসার ঐ ফাজিল ছেলেটা কেমন করে যেন সব কিছু এলোমেলো করে দিল ।

ছেলেটা কেমন করে যেন তাকায় ! নিশির পুরো শরীর যেন কেঁপে ওঠে ! এমন না যে ছেলেটার তাকানোর ভিতর কোন খারাপ ভাব আছে । কিন্তু নিশি কিছুতেই বুঝতে পারে না । আবার নিজের মনকেও শান্ত করতে পারে না ।

আর ছেলেটার সাথে চোখাচোখি হলে তো আর কোন কথা নাই । নিশি কেমন যেন ফ্রিজড হয়ে যায় । কিছুতেই চোখ ফেরারে পারে না । নিশি অনেকবার চোখ না ফেরানোর কারন অনুসন্ধান করতে চেয়েছে , বারবার নিজেকে প্রশ্ন করছে কিন্তু কোন উত্তর পাই নি ।

শুরুটা খুব সাধারন ভাবে হয়েছিল । নিশি ঐ দিন কলেজে যাবার জন্য দাড়িয়ে ছিল বাড়ীর সামনে । নিশির মা নামতে দেরি করছিল । এমন সময় নিশির পাশে এসে ছেলেটি দাড়াল । তারপর একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বলল

-তুমি চকবার পছন্দ কর , তাই না ?

নিশি খানিকটা অবাক হয়ে তাকাল ছেলেটার দিকে । ও চকবার পছন্দ করে এটা ছেলেটা কিভাবে জানবে ! ছেলেটা খুব বেশিদিন আসে নি এখানে !

-নাও !

-না আম্মু বকবে ।

-তোমার আম্মু তো নেই এখন । এক কামড় নাও অন্তত ।

নিশি মাথা নাড়াল ।

-আপনি চলে যান । আম্মু দেখলে আমাকে বকবে । প্লিজ চলে যান । ছেলেটির মন খারাপ হল । যতটা উজ্জলতা নিয়ে ছেলেটা এসেছিল যাবার সময় মুখটা কেমন মলিন হয়ে গেল ।

ইস কি হত একটু আইসক্রিমটা নিলে !

নিশি ছেলেটাকে ভাল করেই চিনে । ঠিক ওদের পাশের ফ্ল্যাটে থাকে । নাম অপু । ইউনিভার্সিটিতে পড়ে । ভাল ছেলেই তো মনে হয় । আর ওদের পরিবারটাও ভাল মনে হয় । নিলয়ের সমান ছোট একটা ভাই আছে । আর বড় একটা বোন । সিমসাম পরিবার ।

অপুকে যে ওর খারাপ লাগে তা কিন্তু না । দেখতে শুনতে খারাপ না । পছন্দ হবার মতই ছেলে । সেই তুলনায় নিশি নিজেকেই একটু কম মনে করে । ওর চেহারাটা যে আহামরী সুন্দর তা কিন্তু না । মোটামুটি চলে ।

অপু যেদিন থেকে ওর পিছনে ঘুরা শুরু করেছে তারপর থেকে নিশি প্রায়ই নিজেকে আয়নার সামনে দেখার চেষ্টা করেছে । বারবার বোঝার চেষ্টা করেছে ছেলেটা কেন ওর দিকে এমন ভাবে তাকায় ?? কোন উত্তরই সে খুজে পায় না ।

-এই নিশু ! নিশু !

মায়ের চিত্‍কারে নিশি বাস্তবে ফিরে আসে ।

-কি ? কি হয়েছে আম্মু ?

নিশি তার মা সুলতানা বেগম কে বেশ ভালই ভয় পায় । যখনই ডাকে নিশির বুকের ভিতর কেমন একটা ভয় কাজ করে । মনে হয় এই বুঝি বকা দিল । কোন কোন সময় চড় থাপ্পরও মেরে দেয় অবলীলায় । এমন একটা ভাব যেন নিশি কলেজে পড়া কোন মেয়ে না ক্লাস টুতে পড়া কোন কচি খুকি । নিশির খুব খারাপ লাগে আবার খুব ভয়ও পায় মাকে ।

সুলতানা বেগম বলল

-ওখাবে বসে আছিস কেন ? ভূমিকম্প হচ্ছে টের পাচ্ছিস না ।

নিশি একটু স্থির হয়ে টের পেল যে আসলেই ঘরটা কেমন যেন দুলছে । এই আর একবার যেন কেঁপে উঠল জোরে ।

-কি করবো আম্মু ?

-কি করবি মানে ?

-সোজা নিচে নেমে যা । লিফট দিয়ে যাবি না , সিড়ি দিয়ে নামবি ।

-তুমি ..

-তুই আগে যা আমি নিলয় কে আর তোর আব্বুকে নিয়ে নামছি ।

সুলতানা বেগম আর দাড়াল না । ভিতরের ঘরের দিকে চলে গেল । নিশি কয়েক সেকেন্ড চিন্তা করলো । আগে কখনও এভাবে এমন পরিস্থিতির ভিতর পরতে হয় নি ।

নিশি ঠিক বুজতে পারলো না কি করবে । ঘর থেকে বের হবার সময় নিশির বিছনার উপর পরে থাকা ওর মায়ের মোবাইলটার দিকে চোখ গেল । কি মনে করে মোবাইলটা তুলে নিল । নিশি আর কিছু ভাবল না । তারপর মেইন দরজার দিকে দৌড় দিল ।

দরজা খুলে সিড়ির দিকে এগোতেই হাতের মোবাইরটা বেজে উঠল । আরে এই সময় ফোন করে কে ? নিশির একবার মনে হল ফোনটা কেটে দেই । কিন্তু স্ক্রীনে ভেসে ওঠা নাম্বারটা দেখে কেটে দিতে পারল না ।

নাম্বরটা ওর খুব বেশি চেনা ।



রাতের বেলা নিশি প্রায়ই মায়ের মোবাইলটা নিজের কাছে নিয়ে আসে । নিজের একটা সিম আসে ওর । ওটা মায়ের মোবাইলে ভরে টুকটাক কথা বলে বন্ধুদের সাথে । মায়ের চোখ লুকিয়ে কাজটা করতে হয় নিশিকে ।

মাঝে মাঝে মায়ের উপর খুব রাগ হয় । একটা মোবাইল কিনে দিলে কি হয় । ওদের ক্লাসে সবারই মোবাইল আছে কেবল ওর নেই । ওর তো মনে হয় ওদের কলেজে একমাত্র ও ই একমাত্র মেয়ে যার নিজের কোন মোবাইল নেই । কিন্তু এই কথা মায়ের মুখের উপর কিভাবে বলে !

ওর মায়ের কথা হল এতো তাড়াতাড়ি মেয়েদের মোবাইল ব্যবহার করা ঠিক না ।

মোবাইল নিয়ে নাড়ানাড়ি করছিল ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল । নিশি একটু অবাক না হয়ে পারল না ।

অপরিচিত নাম্বর থেকে ফোন । ওর এই নাম্বরটা সবসময়ই বন্ধ থাকে আর খুব বেশি মানুষ জানেও না । তাহলে ফোন দিল টা কে ?

নিশি ফোন ধরল না । পরপর তিনবার ফোন বেজে বেজে বন্ধ হয়ে গেল । তার কিছুক্ষন পরই ওর মোবাইলে একটা মেসেজ আসলো । ঐ অপরিচিত নাম্বর থেকেই । মেসেজে লেখা

ঐন্দ্রিলা আমি তোমার অপরিচিত কেউ না । একটাবার ফোনটা ধর প্লিজ ।

ঐন্দ্রিলা নিশির ভাল নাম । নিশির মনে হল পরিচিত কেউ হবে । তা না হলে ওর ভাল নাম জানতো না ।

কিন্তু কে !

পরের বার ফোনটা রিসিভ করল ।

-যাক অবশেষে ফোনটা ধরলে !

-কে আপনি ?

কথা বলেই মনে যে ও জানে কে ফোন দিছে । হ্যা তাই হবে ।

-চিনতে পারছো না ?

একটু চুপ করে থেকে নিশি বলল

-জি পারছি । আমি এখন রাখি । আম্মু এখনই চলে আসবে ।

-শুনো, তুমি যদি এখন ফোন রেখে দাও আমি এখন ছাদ থেকে লাফ মার । আমার চিত্‍কার তুমি শুনতে পাবে । ফোন রেখে দেখো !

নিশি ফোন রাখতে পারল না । কি একটা অচেনা দ্বন্দ্ব ওর মনের ভিতর চলতে লাগল ।

ছেলেটা এমন করে কেন কথা কেন বলে !

-দেখুন আম্মু চলে আসবে ! আম্মু ...

-তোমার আম্মু আসবে না । আর কথা বলতে হবে না । চুপচাপ শুনতে থাকে । কেমন ?

নিশি চুপ করে অপুর কথা শুনতে থাকে । কি এক অদ্ভুদ আবেশ ওর পুরো মনকে বিমোহিত করে ফেলল কিছুক্ষনের জন্য ।

নিশির বারবার মনে হতে লাগল যে ছেলেটা কি জাদু জানে ! কি অদ্ভুদ ভাবেই নিশিকে আস্তে আস্তে নিজের করে নিচ্ছে । নিশি চাইলেও কিছু করতে পারছে না ।

আশ্চর্য !



নিশি শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করল ।

-কোথায় তুমি ?

অপুর কন্ঠে কেমন একটা উত্‍কন্ঠা ।

-এই তো সিড়ির কাছে ।

-নিচে নেমো না ছাদে এসো ।

-কেন ? ভূমিকম্প হচ্ছে তো ।

-এই জন্যই বলছি ছাদে এসো । তাড়াতাড়ি ।

নিশি একবার পিছনের দিকে তাকায় । ওর আম্মু এখনও বাইরে আসে নি ।

কি করবে এখন ?

যদি আম্মু চলে আসে !

বুকের ভিতর কেবল এই ভয়টাই করতে লাগল । যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে । নিশি নিজের মনকে শান্ত করার চেষ্টা করল ।

অপু ছাদে । ওকে যেতে বলছে ।

আম্মুর ভয় লাগলেও নিশি ছাদের সিড়ির দিকে পা বাড়াল । পা টা একটু কাঁপছিল তার থেকেও খুব বেশি পরিমান ভয় করছিল ওর । যদি ওর মা টের পেয়ে যায় ! কেবল এই ভয়টাই ওর সারা শরীর দিয়ে বয়ে যাচ্ছিল । তবুও নিশি এই দুঃসাহসের কাজটা করেই ফেলল ।

ঠিক এরকম একটা সাহসের কাজ নিশি করেছিল কয়েক দিন আগে । আর একটু হলে তো মায়ের কাছে ধরাই পরে যেত ঐ দিন । বড় বাঁচা বেঁচে গিয়েছিল ।

নিশির মা সব সময় মেয়েকে সঙ্গে করে কলেজে নিয়ে যায় আবার সঙ্গে করে বাসায় নিয়ে আসে । এতো বড় মেয়েকে এভাবে গার্ড দেওয়াটা নিশির কেমন খারাপ লাগে । নিজেকে বড় বেশি পরাধিন মনে হয় । কিন্তু ওর কিছুই করার নাই ।

ঐ দিন যথারীতি নিশির মা ওকে কলেজে পৌছে দিল । আর বলল যে কলেজ শেষ ওকে নিতে আসবে । কিন্তু ঐ দিন দুঘন্টা আগেই নিশিদের কলেজ ছুটি হয়ে গেল ।

নিশি প্রথমেই ভাবল যে কি করা যায় । একা একা বাসায় চলে যাওয়া যায় । খুব বেশি দুরে না ওদের বাসাটা । রিক্সায় করে গেলে খুব বেশি হল বিশ-পঁচিশ মিনিট লাগবে । কিন্তু একা একা বাসায় গেলে তো আম্মু বকা দিবে ।

তাহলে ?

আম্মুকে ফোন দেওয়া যায় । কিন্তু নিশির কেন জানি ফোন দিতে ইচ্ছা করলা । দুইটা ঘন্টা অন্তত স্বাধীন ভাবে থাকা যাক । আচ্ছা একটা কাজ করলে কেমন হয় ?

ভাবনা মনে আসতেই বুকের ভিতর কেমন জানি একটা উত্তেজনা বোধ করতে লাগল ।

না থাক !

নিশি নিজের মনকে খানিকটা বেঁধে রাখতে চাইল । নিশির আম্মু যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না ।

কিন্তু কিভাবে জানবে ?

নিশি নিজের মনকে যুক্তি দেখালো । এখনও দুঘন্টা বাকী । যা হয় হবে !

নিশি ওর বান্ধবীর ফোন নিয়ে অপুকে একটা ফোন দিল ।

অপুর ঠিক পনের মিনিটের মাথায় এসে হাজির ।

ওর সামনে এসেও কেমন অবিশ্বাসের চোখে ওর দিকে তাকিয়ে আছে । ওর কাছে এসে বলল

-আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে ফোন দিয়েছ ! সত্যি ফোন দিয়েছ তো ?

নিশি হাসল একটু । ওর একটু একটু ভয় ভয় করছিল কিন্তু ভালও লাগছিল খুব । অপুর মুন্ধ চোখে তাকিয়ে থাকাটা ওর আসলেই খুব ভাল লাগছিল ।

ঐদিন পুরো দেড় ঘন্টা ছিল অপুর সাথে । ঠিক যখন অপুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজের সামনে এসে দাড়াল ওর আম্মু ঠি তখনই এসে হাজির । আর একটু দেরী হলে খবরই ছিল ।



নিশি যখন দরজা দিয়ে ছাদের উপর এসে দাড়াল ঠিক তখন বিল্ডিংটা আরো একবার দুলে উঠল । এবার আরো একটু জোরে ।

অপু কোথায় ?

ডান দিকে চোখ ফেরাতেই অপুকে দেখা গেল । ওর দিকে এগিয়ে আসছে । মুখটা কেমন হাসি হাসি !

ছেলেটা কি পাগল নাকি ? এই ভূমিকম্পের সময় ছাদে দাড়িয়ে আছে । আবার হাসছে । একটুও কি ভয় নাই ? অপু কাছে আসতেই নিশি বলল

-আপনার কি মাথা খারাপ ? এসময় কেউ ছাদে থাকে ? চলুন নিচে চলুন ।

অপু কিছু বলল না । হাসলো কেবল ।

-হাসছেন কেন ?

-ভয় লাগছে ?

নিশি কিছু না বলে অপুর দিকে চেয়ে থাকলো অপুর দিকে । অপু বলল

-আমি জানি তোমার ভয় লাগছে না । তুমি আমার সাথে আছো না ? তোমার ভয় লাগবে না ।

নিশি কিছু না বলে অপুর দিকে তাকিয়েই রইল । ছেলেটার কথা আসলেই ঠিক । যখন সিড়ি ভেঙ্গে ছাদে উঠছিল একটু একটু ভয় ভয় করছিল । কিন্তু এখন একটুও ভয় লাগছে না ।

-আপনার ভয় লাগছে না ?

অপু আবার কোন কথা না বলে কেবল তাকিয়েই রইল ।

নিশিরও কেন যেন কেবল তাকিয়েই থাকতে ইচ্ছা ছেলেটার দিকে । কি আছে ঐ ছেলেটার মাঝে কেন এই রকম ভাবে তাকিয়ে থাকতে মন চায় !!

নিশি এর উত্তর জানে না !! জানতে চায়ও না । কেবল তাকিয়েই থাকে মন চায় !!



এরই মধ্যে ভূমিকম্পে আরো দুইবার পুরো শহরটা দুলে উঠল কিন্তু অপু কিংবা নিশির কারোই খুব বেশি ভাবান্তর হল না । তারা কেবল একে ওপরের দিকে তাকিয়েই আছে !! কতক্ষন থাকবে কে জানে !!









মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৪

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হি হি হি!!! ভাই, আগুন নিয়ে কিন্তু বাকি আছে। বাড়ি ঘরে আগুন ধরছে, এই টাইপ একটা কিছুও লিখে ফেলেন। বরাবরের ন্যায়, এই গল্পেও প্লাস।

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭

অপু তানভীর বলেছেন: লিখে ফেলবো মিয়া !! টেনশন নিও না !!! :) :) :)

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন: আমি জানি তোমার ভয় লাগছে না । তুমি আমার সাথে আছো না ? তোমার ভয় লাগবে না ।

বিশ্বাস খুব বড় একটা জিনিস।

++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২

অপু তানভীর বলেছেন: আসলেই তাই........

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১১

ইসরা০০৭ বলেছেন: :):)

সুন্দর +

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২

অপু তানভীর বলেছেন: :):)

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৪

ওই চোরা বলেছেন: ভালো লিখসেন


আপনার বান কি তুইল্লা দিছে??

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: বান তুলছে কিন্তু লেখা প্রথম পাতায় আসতাছে না । ওয়াচ করে রাখছে

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৩

মানস চক্রবর্তী বলেছেন: অপু ভাই, ব্লক করুক র যাই করুক, আমরা আপনারে, খুইজা নিয়া হইলেও, আপনার গল্প পড়ব। টেনশেন নিয়েন না।খালি লিখতে থাকেন। আর গল্প এর জন্য +++++++++++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকে !! :):):)

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

শিশিরের শব্দ বলেছেন: সুন্দর গল্প...

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৭

অপু তানভীর বলেছেন: :):):)

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৭

ShusthoChinta বলেছেন: অপু আর নিশির প্রেম উপলক্ষে ঢাকায় একটা চরম ভূমিকম্প ঘটায়া দিতেন,একদিকে বিল্ডি টিল্ডিং ভাইংগা একাকার আর অন্য অপু নিশি একজন আরেকজনের হাত ধরে বসে আছে! দৃশ্যকল্প দারুণ,তাই না?

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: আমার কল্পনার জগতে সব কিছুই দারুন !!

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২২

শীলা শিপা বলেছেন: ভূমিকম্পের মাঝেও এসব।আপনি আসলেই পারেন.....।

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০২

অপু তানভীর বলেছেন: :):):)

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৭

আর.হক বলেছেন: নগদে পেলাস

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০০

আমি তুমি আমরা বলেছেন: ভূমিকম্পে কম্পিত ভালবাসা :P :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: কম্পিত ভালবাসা :D:D

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪১

মুনিফ তানজিম সৈকত বলেছেন: কেমন জানি লাগলো... আজব ধরনের... মনে হচ্ছে, গল্প লেখার সময় ঘোরের মধ্যে থেকে লেখা হয়েছে... :P :D :D

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: তাই নাকি ? এমন মনে হল ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.