নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সবার আগে VIP সত্য তাহার উপর নাই !!

২১ শে নভেম্বর, ২০১২ রাত ২:৪৭

ট্রাফিক পুলিশের শাহবাগ থানার হেড আব্দুল আজগর আলী বিরক্ত হয়ে রাস্তার ঠিক মাঝখানে দাড়িয়ে আছে । বেশ কড়া রোদ পড়ছে । অন্য সময় হলে হয়তো তিনি এখানে আসতেনও না ।

কিন্তু আজ এখানে আসতে বাধ্য হয়েছেন । আজ জনৈক মন্ত্রী সাহেবের কোন অতিধি আসবে এই রাস্তা দিয়ে । উপর থেকে কড়া নির্দেশ এসেছে যেন শেরাটন থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত রাস্তা যেন সম্পুর্ন ফাঁকা রাখতে ।

নিজের এসি রুমের ভিতর আরাম করে বসে ছিলেন ঠিক তখন জনৈক মন্ত্রী সাহেবের পিএস এর ফোন এসে হাজি ।

-আজগর আলী বলছেন ?

-জি ? কে বলছেন

-আমি মন্ত্রীর পিএস ।

আজগর আলী তাড়াতাড়ি উঠে দাড়াল । এই সব পিএস জাতির লোকজন খুব ভয়ংকর টাইপের হয় । মন্ত্রীর পিএস হলে কি হবে এদের তেজ মন্ত্রীদের থেকেও বেশি হয় ।

-জি স্যার বলেন ।

-শুনুন মন দিয়ে । একটু পরেই মন্ত্রী সাহেবের বড় শালার বড় বউয়ের বান্ধবীর ছোট ননদের দুই মেয়ে ঢাকা মেদিক্যালে যাবে । রাস্তা ক্লিয়ার রাখবা । দে আর ভিইপিস । ঠিক আছে ?

-জি স্যার ।



আজগর আলী তখন থেকে রাস্তার একপাশ পরিস্কার রেখে অন্যান্য সব পাশের গাড়ি বন্ধ করে রেখেছেন । কিন্তু ভিআইপি দের কোথাও দেখা যাচ্ছে না ।

আজগর আলীর মেজাঝ একটু গরম হতে শুরু করেছে কিন্তু কোন কিছুই করার নেই । তারপর ডানপাশে দাড়িয়ে থাকা এম্বুল্যান্সের সাইরেনটা মাথাটা যেন আর গরম করে ফেলছে । আজগর আলী এক হাবিলদার কে ডাক দিলেন ।

-স্যার আপনি রোদের মধ্যে দাড়িয়ে না থেকে ঐ পুলিশ বক্সের ভিতর গিয়ে বসেন ।

আজগর আলী বিরক্ত হয়ে বললেন

-উপদেশ দিতে তোমাকে এখানে ডাকি নি । এম্বুল্যান্সটা এভাবে চিত্‍কার করছে কেন ? ওটাকে থামতে বল ।

-স্যার ঐ খানে একজন রুগী আছে । হার্ট এটাকের কেস । তাড়াতাড়ি যেতে চাচ্ছে ।

-কি ? চুপচাপ বসে থাকতে বল । কোন ছাড়াছাড়ি নাই । আগে ভিআই পি যাবে তারপর অন্য কেউ ।

-স্যার আমি তাই বললাম । কিন্তু আমার কথা ঠিক শুনতে চাইলো না । আপনি যদি একটু বলেন ।

আজগর আলী শেরাটন হোটেলের দিকে তাকালেন । এখনও কোন গাড়ি এখনও দেখা যাচ্ছে না । কিন্তু যে কোন সময় চলে আসতে পারে ।

আর ঐ ব্যাটা আগে যেতে চাচ্ছে ।

ভিআইপির আগে যেতে চাচ্ছে !

এতো বড় সাহস !

-চলতো দেখি !



জাহানারা বেগম আর একবার ছেলের দিকে তাকালেন । তার ছেলে ট্রাফিক পুলিশের সাথে কথাকাটি করছে । জাহানারা বেগম ঠিক মত বুঝতে পারছেন না কি হচ্ছে ! এম্বুল্যান্সটা কতক্ষন ধরে আটকে রেগেছে ।

একটু ছেড়ে দিলেই তো হয় ! সুমন বলছিল নাকি কোথাকার কোন ভিআইপি আসবে তাই রাস্তা আটকে রেখেছে !

এটা কোন কথা হল ?

ভিআইপি আগে নাকি মানুষের জীবনটা আগে !

জাহানারা বেগমের স্বামী আজিজ আহমেদ সকাল বেলা জগিং করতে গিয়েছিলেন ! বাসায় ফিরেই বুকে হাত দিয়ে বসে পড়েন ।

ভাগ্য ভাল সুমন বাসাতেই ছিল । তাড়াতড়ি এম্বুল্যান্স ডেকে ঢাক মেডিক্যালের দিকে রওনা দেই । সব ঠিক ছিল কিন্তু এই এই শাহবাগের মোড়েই এসেই আটকে গেলেন !

কোন ভিআইপি আসবে তাই রাস্তা আটকে রাখা হয়েছে !

এটা কোন কথা হলে পারে !

ভিআইপি কোথায় যাবে না যাবে তার জন্য কি মানুষের জীবন থেমে থাকবে !

-জাহানারা !!

জাহানারা বেগম তার স্বামীর ডাক শুনতে পেলেন বোঝাই যাচ্ছে আজিজ সাহেবের কথা বলতে কষ্ট হচ্ছে !

-আপনি কথা বলবেন না । চুপ করে থাকুন !

হাত পাখা দিয়ে তিনি তার স্বামীকে জোরে বাতাস করতে লাগলেন !

-জাহানারা সুমন কে ডাক ! সুমন কে ডাক !

জাহানারা আবার জানলা দিয়ে দেখার চেষ্টা করলেন । সুমন এখনও কথা বলছে !

একটা পেট মোটা মত পুলিশ অফিসার এসেছে । তাকে বোখানোর চেষ্টা করছে !

-কি হল ডাক !!

আজিজ সাহেবের কন্ঠে কি ছিল জাহানারা বেগমের বুকের ভিতরটা কেমন করে উঠল ! তার গলায় যত জোর আছে তত জোর দিয়ে ছেলেকে ডাক দিলেন !





সুমন কিছুতেই পুলিশ ট্রাফিকটা কে বোঝাতে পারছে না ! সবার একই কথা ! কোন ভাবেই যাওয়া যাবে না !

আগে ভিআইপি যাবে তারপর এম্বুল্যান্স যাবে !

সুমন বলল

-আপনারা কি একটু বোঝার চেষ্টা করবেন না ! আমার বাবা কে হাসপাতালে নেওয়া খুব দরকার !

-দেখুন ! আমাদের উপর থেকে নির্দেশ আছে ! রাস্তা ক্লিয়ার রাখতে হবে ! ভিআইপির যেন কোন অসুবিধা না হয় !

সুমন কিছুক্ষন কোন কথাই বলতে পারলো না । এমন কথা মানুষ বলে কিভাবে ! একজন মানুষের জীবনের থেকে কোন কিছু বড় হতে পারে না । ভিআইপির সুবিধা হবে কি হবে না এটাই কি বড় হল !

-দেখুন আমাদের কিছু করার নাই ! ঐ যে বড় সাহেব আসছে আপনি ওনার সাথে কথা বলেন ।

সুমন বড় সাহেবের দিকে এগিয়ে গেল । বড় সাহেবের নাম আজগর আলী !

-স্যার আমার বাবার অবস্থা খুব খারাপ ! এখনও হাসপাতালে নিতে হবে ।

আসগর আলী বলল

-দেখুন আমাদের কিছুই করার নাই । উপর থেকে নির্দেশ আছে ! অমান্য হলে আমার চাকরী চলে যাবে !

-আপনি আপনার চাকরী নিয়ে ভাবছেন ! আমার বাবা মারা যাচ্ছে !!

-আপনি সামনে থেকে সরেন ! আর সাইরেনটা বন্ধ করতে বলেন । কানে খুব লাগছে !

সুমন আরো কিছু বলতে গেল ! ঠিক তখনই সুমন তার মানেয় চিৎকার শুনতে পেল ।

সুমন আর কিছু না ভেবে এম্বুল্যান্সের দিকে দৌড়ে গেল !





..............................................।



হয়তো সুমন তার বাবাকে হারিয়ে ছিল । অথবা এমন হতে পারে ভিআইপি চলে যাবার পর তারা হাসপাতালে পৌছায় ! এবং সুস্থ্য হয়ে ফেরৎ আসে । আমি পজেটিভ মানুষতো তাই ভেবেই নিবো এটাই হয়েছে !

এটা একটা কাল্পনিক গল্প । কোন সত্যতা নাই । কিন্তু ছবিটা মনে হয় বাস্তব ! তবে আমি ঠিক সিওর না । ফেসবুক থেকে নেওয়া !

কিন্তু এটা তো সত্য ! আমাদের দেশে যখন ভিআইপি রাস্তা দিয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় ! কেন কে জানে !

আমি সারা জীবন শুনে এসেছি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই । কিন্তু আমাদের দেশের অনেক কিছুই বদলে যায় ! এটাও হয়তো বদলে গেছে !

কথা গুলো এমনি বললাম । কেবল গল্প পড়েন ! আর কিছু ভাবার দরকার নাই !

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৩:০৮

বস্তির ছেলে বলেছেন: মানুষ না হয়ে একটা কাক হলেও ভাল হত। একটা কাক আহত হলে কয়েকশ কাক একত্রিত হয়ে যায়। আমরা মানুষেরা.... :(

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

২| ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৩:১৪

আশিক মাসুম বলেছেন: কুকুরের মত বেঁচে আছি আমরা। নিজেকে মানুষ ভাবার উপায় রাখেনি ওরা । আমরাই আবার ঐ মানুষ গুলুকে ভোট দিয়ে গদিতে বসাই আমাদের কে চুসে খাবার জন্যে :(

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:০০

অপু তানভীর বলেছেন: ভাই এতো সিরিয়াস হওয়ার কিছু নাই । এটা শুধুই গল্প !!

৩| ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৩:৩২

নাগরি২৯০ বলেছেন: ঐইভাবে চলবে দেশ.

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: :(:(:(

৪| ২১ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:১৩

প্রকৌশলী আতিক বলেছেন: মাথা গরম করা কাহিনী।

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: কন কি ?? :-/ :-/ :-/ :-/

৫| ২১ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৫৯

অন্ধকারের রাজপুত্র বলেছেন: মন খারাপ করা গল্প ! :|
+++++

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: :(:(:(

৬| ২১ শে নভেম্বর, ২০১২ ভোর ৫:৪৭

ঘুড্ডির পাইলট বলেছেন: এইসব ভি আই পিরা সব খানেই মাতবর :( X(( X(

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: বানানো গল্প পাইলট সাহেব !! মাথা গরম কইরেন না !!

৭| ২১ শে নভেম্বর, ২০১২ ভোর ৬:৪০

লোপা এসহক বলেছেন: - ভুয়া গল্প।
একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোন মন্ত্রির জন্য রাস্তা বন্ধ করা হয় না।

আমি সেদিন এক মন্ত্রি কে রিক্সায় দেখেছি। দিপংকর তালুকদার, রিক্সায় জিগাতলার দিকে যাচ্ছে .

২১ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: এই মিয়া গল্প আবার ভুয়া হয় কেমনে !! গল্প মানেই তো বাবানো কিছু ! আর যে ছবিটা দেখছেন সেখানে প্রধানমন্ত্রীর জন্যই গাড়ী আটকে রাখা হয়েছে ! আপনি নিশ্চই মনে করেন না মানুষের জীবনের থেকে তার সময়ের দাম বেশি ?
নাকি মনে করেন ?

আর আপনি কোন দেশে আছেন যে একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোন মন্ত্রির জন্য রাস্তা বন্ধ করা হয় না। কেবল মন্ত্রীর জন্যই না বাংলাদেশে সব ভিয়াইপি দের জন্যই রাস্তা বন্ধ করা হয় !

৮| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩১

অনীনদিতা বলেছেন: খুব বাস্তব গল্প।তবে এতটা নিষ্ঠুর আচরন মনে হয়না পুলিশ করে। :( কি জানি হয়তো করে। B:-)

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: কি জানি হয়তো করে না !! আমার জানা নাই ! গল্পতা লেখা কেবল ছবিটে দেখে !!

৯| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯

মির্জা৯৯৯ বলেছেন: দুঃখ জনক হলেও ঘটনা সত্যি। এটা আমাদের কারো না কারো জীবন থেকে নেয়া।

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৪

অপু তানভীর বলেছেন: হুম !! দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই হয়তো করার নাই !!

১০| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

সচেতন বলেছেন: মাথা গরম হয়ে যায় VIP দের জন্য রাস্তা আটকে দিলে ।

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৭

অপু তানভীর বলেছেন: মাথা গরম করে আর কি করবেন.......? কিছু কি করার আছে !!

১১| ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৫

মেহেদী হাসান মানিক বলেছেন: ভিয়াই-পি :( :( :( :( :(

২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০৯

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

১২| ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৫

আমি ইহতিব বলেছেন: লেখাটা সকালেই পড়েছি তপু ভাই, লগিন করতে পারছিলামনা, তাই মন্তব্য করতে পারিনি, এমন দৃশ্য শুধুমাত্র বাংলাদেশেই দেখা যায়। মাঝে মাঝে আমিও এই ফ্যসাদে পড়ি। তখন ট্রাফিকদের সাথে ঝগড়া করি। কোন কাজ হয়না যদিও, আমাদের দেশে ভিআইপিরাই মানুষ, আর আমরা কেউ না :(

২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮

অপু তানভীর বলেছেন: তপু ভাই না অপু ভাই !!

আর দেশ নিয়ে কি বলবো !! আসলেই এমন টা কেবল আমাদের দেশেই দেখা যায়......... :(:(

১৩| ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

কালবৈশাখী ঝড় বলেছেন: সবার উপরে মন্ত্রী সত্য

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৭

অপু তানভীর বলেছেন: হুম !!

১৪| ২১ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫

আমি ইহতিব বলেছেন: দুঃখিত অপু ভাই। এমন ভুল কেমনে হলো বুঝলামনা :(

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০০

অপু তানভীর বলেছেন: কোন সমস্যা না !!

১৫| ২১ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৯

রোড সাইড হিরো বলেছেন: আজ থেকে ৮ বছর আগে ফার্মগেট থেকে মৌচাক আসব, হঠাত্ দেখি বাস চলছে না, ভি আই পি আসবে বলে রাস্তা ফাকা, কোনো যানবাহন চলাচল করছে না, এমন কি কোনো মানুষকেও রাস্তা পার হতে দিচ্ছে না, পুলিশ ঘিরে রয়েছে। এমন সময় আমার পাশে একজন বয়স্ক আংকেল বলে ছিলেন, "এখন তো আমাদের রাস্তায় যেতে দিচ্ছে না, চলতেও পারছি না, দুদিন পর এদের এরকম ঠ্যালাঠেলিতে হয়ত বলবে তোমরা দেশ থেকেই সরে যাও, আমরাই (ভি আই পি) চলাচল করি"...

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: এমন দিন আসতেও পারে !! এই দেশে কি না হয় কে জানে !! :(:(

১৬| ২১ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৫৮

আমিভূত বলেছেন: একেবারে খাঁটি সত্য !
আজি দেখলাম জানি না অন্যদিনের চাইতে আজকে মহাখালীতে যে পরিমান ট্রাফিকজ্যাম দেখলাম দুইপাশের রাস্তাই বন্ধ হয়ে আছে গাড়িতে , একপাশে এম্বুলেন্সের শব্দে মাথা যায় যায় অবস্থা কিন্তু ওই গাড়িটাকে সাইড দেয়ার পরিস্থিতি নেই ।
গাড়িটার ভেতরে যে রোগী ছিল এটা ভালো মতোই খেয়াল করেছি !!
ব্যতিক্রমী লেখায় ভালোলাগা রইল ।

২১ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: হুম !! এই রকম প্রায় ই দেখা যায় আর আরও দেখা যাবে !! আর আমরা দেখবো !! কিন্তু কিছুই করার নেই !!
কবে যে ভিয়াইপি হব !

১৭| ২২ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৮

আমি তুমি আমরা বলেছেন: :( :( :(

২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: :(:(:(

১৮| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১:১৮

বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন: হুম !! এই রকম প্রায় ই দেখা যায় আর আরও দেখা যাবে !! আর আমরা দেখবো !! কিন্তু কিছুই করার নেই !!
কবে যে ভিয়াইপি হব
ভাইয়া, কোন এক মন্ত্রী সাহেবের বড় শালার বড় বউয়ের বান্ধবীর ছোট ননদের দুই মেয়ের যেকোন এক জনকে বিয়ে করে ফেলেন...আপনার ভিআইপি হওয়া ঠেকায় কে!!!;)

২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: আমিও ঠিক এই প্লান করছি !! দেখা যাক কোন এক মন্ত্রী সাহেবের বড় শালার বড় বউয়ের বান্ধবীর ছোট ননদের দুই মেয়ের যেকোন আমাকে বিয়ে করতে রাজি হয় নাকি !! ;);)

১৯| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ২:৩১

একজন আরমান বলেছেন:
আশিক মাসুম বলেছেন: কুকুরের মত বেঁচে আছি আমরা। নিজেকে মানুষ ভাবার উপায় রাখেনি ওরা । আমরাই আবার ঐ মানুষ গুলুকে ভোট দিয়ে গদিতে বসাই আমাদের কে চুসে খাবার জন্যে


(সহমত) :(

২৩ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: হুম !! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.