নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অপুনিশির আর একটি গল্প !!

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:১৮

-নিশি !

নিশি গাড়ির দরজাটা খুলে ভিতরে ঢুকতে যাবে ঠিক তখনই ডাকটা শুনতে পেল ! মুখে একচিলতে হাসি দেখা দিল !

গাড়ির দরজাটা আবার বন্ধ করে দিয়ে ঘুরে দাড়াল !

অপু আসছে ! মুখে যেন একটু তাড়াহুড়া আর অস্বস্থির ছাপ ! ছেলেটার আচরন দেখে নিশির মজাই লাগে !

নিশি খুব ভাল করেই জানে অপু ওকে অসম্ভব পছন্দ করে ! কিন্তু এমন লাজুক ছেলেটা কিছুই বলতে চাই না । তবে ইদানিং অপু টুকটাক কথা বলে ওর সাথে !

কথা বলার সময় অপুর চেহারায় অস্বস্থি আর ভাল লাগার একটা সংমিশ্রন লেগে থাকে ! চেহারাটায় কেমন একটা উজ্জলতা থাকে আনন্দের ! নিশির এটা দেখটে ভাল লাগে !

অপু কাছে চলে এসেছে ততক্ষনে ! নিশিকে বলল

-বাসায় যাচ্ছ ?

এই কথা টুকু বলতেই যেন অপুর ঘাম ছোটার মত অবস্থা ! নিশি আপনে মনে হেসে উঠে ! অপু আবার বলল

-হাসছ?

নিশি আর একটু হেসে বলল

-এমনি হাসছি ! একটা কথা মনে পড়ে গেল তো তাই ! কি যেন বললে ?

-বাসায় যাচ্ছ ?

-হুম ! বাসায় যাচ্ছি ! কিছু বলবা ?

অপু কিছুক্ষন চুপ করে রইলো !! তারপর বলল

-না ! ঠিক আছে ! কিছু না ।

-বল । সমস্যা নাই ।

-না ঠিক আছে ! তুমি বাসায় যাও । কাল কথা হবে !

নিশির মনটা একটু যেন খারাপ হল । মনে মনে বলল

এতো কি তোমার সংকোচ ! বলে ফেললেই তো হল ! ছেলেটা এমন লাজুক কেন ! এমন লাজুক হলে কি চলে ?

নিশি বলল

-তুমি সিওর ?

-হ্যা ! সমস্যা নাই !

নিশি আরও কিছুক্ষন অপেক্ষ করে । যদিও খুব ভাল করেই জানে কোন লাভ নাই । অপু আর কিছু বলবে না ! এমন কেন করে ছেলেটা ! একটু বললে কি হয় !!

নিশি আবার গাড়ির দরজাটা খুলল । ভিতরে বসার আগে বলল

-তোমাকে কোথাও পৌছে দিব ?

অপু একটু হেসে বলল

-না ! আমি এখানেই থাকি ! ৫ মিনিটের পথ !

নিশি বলতে চাইলো ৫ মিনিটের পথই আমার সাথে না হয় চল ! কিন্তু বলতে পারলো না ! অপু যেমন সব কথা বলতে পারে না নিশিও তেমনি বলাতে পারে না ! কোথায় যেন একটা সংকোচ কাজ করে !

নিশি গাড়ির ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেয় ! গাড়ি চলতে শুরু করলে নিশির মনের ভিতর একটা অচেনা অনুভুতি দেখা দেয় ! ঠিক অচেনা না !

নিশি পেছনে ফিরে তাকিয়ে দেখল অপু দাড়িয়ে আছে । ওর দিকে তাকিয়ে !

হাত নাড়ল !

নিশি নিজেও হাত নাড়ল !

আবার সেই অনুভুতি ! প্রতিবার যখন অপু ওর দিকে এভাবে তাকিয়ে থাকে যখন নিশি অপুকে রেখে চলে আসে এমন টা লাগে !

নিশি নিজেও অপু কে অনেক পছন্দ করে কিন্তু এমন টা হওয়ার মানে কি ?

তাহলে কি কেবল পছন্দ হবার ভিতরই সীমাবদ্ধ নাই !

অপুকে কি ভালবাসতে শুরু করেছে ?

কে জানে ?

আচ্ছা অপুরও কি এমনটা মনে হয় ?

এই প্রশ্নের উত্তর জানা নাই নিশির । তবে আজকে নিশির মনটা যেন আর একটু খারাপ হল !

অপু কিছু একটা বলতে চেয়েছিল । কিন্তু বলে নি ?

কি বলতে চেয়েছিল ছেলেটা ?

নিশি আবার পেছন ফিরে চাইল ! এইতো ছেলেটা এখনও তাকিয়ে আছে !

মুখটা কেমন বিষন্ন ?

নিশির মনটা আবার একটয় অস্থির হয় !

কেন এই বিষন্নতা ?

নিশি ওর কাছ থেকে চলে যাচ্ছে এই জন্য ?

নাকি কিছু বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না এই জন্য ?

নাকি দুটোই ?

নিশির ভাল লাগে না ।

ইচ্ছা হয় গাড়ি ঘুড়িয়ে অপুর কাছে গিয়ে আবার জিজ্ঞেস করে কারন টা ?

কি বলতে চেয়েছিলে অপু ?

অপু হয়তো বলতে চাইবে না !

নিশি তখন অপুর কলার চেপে ধরে বলবে

বল বি নাকি ?

কলার চেয়ে ???

হাহাহাহা !! নিশি আপন মনেই হেসে ওঠে ! এমন করতে পারলে ভাল হত ! অপুর চেহারা দেখার মত হত !

নিশি আবার পিছন ফিরে তাকিয়ে দেখল ! অনেকটা দুরে চলে এসেছে ! তবুও অপু কে দেখা যাচ্ছে !

ঐ যে কালো রংয়ের টিশার্ট আর ঘিয়ে রংয়ের প্যান্ট পরে ছেলেটা দাড়িয়ে আছে । এখনও এদিকে তাকিয়ে !!

নিশির মনটা আর একটু খারাপ হয় ! আজ সারা দিন ওর মন খারাপ থাকবে ! বার বার কেবল ঐ একই কথা মনে হতে থাকবে !

অপু কি বলতে চেয়েছিল !!

অপু কি বলতে চেয়েছিল !!

আবার তাকাতে যাবে ঠিক তখনই নিশির ফোন বেজে উঠল !





অপুর এখন নিজের উপর প্রচন্ড রাগ লাগছে ! সকাল থেকে কেবল একটা লাইন ও প্রক্যাটিস করেছে !

একটা মাত্র লাইন ! বলাটা কি খুব কঠিন ছিল ?

নিশি বসুন্ধরায় একটা নতুন মুভি এসছে ! দেখতে যাবে ?

ব্যাস !!

এতো সিম্পল একটা কথা !

বললে কি হত ?

নিশি যেত হয়তো যেত না !

এখানেই তো শেষ ! এতো সংকোচ কিসের !

মাঝে মাঝে নিজের উপর এমন রাগ লাগে ! এম তো না যে নিশি ব্যাপারটা অপছন্দ করছে ! অপু খুব ভাল করেই বুঝতে পারে নিশি নিজেও পছন্দ করে । ওর মুখ দেখলেই বোঝা যায় ! বলে ফেললেই হত !

সুমন শুনলে নিশ্চই রাগ করবে ! অপু নিশ্চিত যখন জানবে যে অপু বলতে পারে নি সুমন বলবে তুই তো একটা গাধা ! তোর দ্বারা প্রেম হবে না ! তুই এক কাজ কর প্রেম বাদ দিয়ে ছাগল চড়িয়ে বেরা ! ছাগল না গাধা চড়িয়ে চেড়া ! একই গোত্রের লোক পাশা পাশি থাকা ভাল !

অপু নিশির চলে যওয়ার দিকে তাকিয়েই থাকে ! কেন জানি বুকের মধ্যে একটা কষ্ট লাগে ! একটা অনুভুতি ! অচেনা অনুভুতি !

প্রতিবার যখন নিশি ওর কাছ থেকে দুরে চলে যায় প্রতিবারই এমনটা মনে হয় ! তবুও এই অনুভুতির কোন ব্যাখ্যা ও খুজে পায় না ! এমন কেন হয় ??

কেন হয় ?



নিশির গাড়িটা চোখের আড়ালে চলে গেছে ! আর তাকিয়ে থেকে লাভ নেই ! চলে যাওয়াই ভাল ! কিন্তু অপুর যেতে ইচ্ছা করে না !

আজকে ও কত কিছু ভেবে রেখেছিল !

নিশি কে নিয়ে মুভি দেখত যাবে ! মুভির টিকিক পর্যন্ত কেটে রেখেছিল ! বুক পকেটে এখনও রাখা আছে !

মুভি দেখার সময় অপু নিশির জন্য পপকর্ন কিনে আনবে ! দুইটা প্যাকেট কিনবে না !

একটা কিনবে !

একটা থেকেই দুজন পপকর্ন খাবে ! তারপর যখন দুজন একসাথে পপকর্ন নিতে যাবে নিশির হাতের সাথে ওর হাতের ছোয়া লাগবে !

আর কত কিছু ভেবেছিল । কিন্তু কিছুই হল না !



অপু ফোন রের করল । টিউশনীতে ফোন করতে হবে । এমনু এমনি কামাই করার কোন মানে হয় না । আজ মুভিতে যাবে বলে কাল ছুটি নিয়েছিল ! কিন্তু এখন আর কোন কমানে নেই !

ওপাস থেকে যখন অপু ছাত্র ফোনটা রিসিভ করলো ঠিক তখনই কেউ একজন পিছন থেকে অপুর কাধে হাত রাখল !

অপু ছাত্র তখন বলে ফেলেছে

-হ্যালো স্যার !

অপু পিছনে ঘুরেই একটা ধাক্কার মত খেল !

নিশি দাড়িয়ে !

নিশি ?

কেন ?

কিভাবে ?

নিশির মুখটা খানিকটা বিরক্তিতে ভরা ! নিশি বলল

-তুমি আসলেই একটা গাধা !

-মানে ?

-মানে বুঝ না ? সুমন আসলে ঠিক বলেছে !

-সুমন ?

অপুর ছাত্র তখনও লাইনে ! বলল

-স্যার আমি সুমন না স্যার ! আমি সামস ! কিছু বলবেন স্যার ?

-না ঠিক আছে ।তুমি রাখো !

অপু ফোন রেখে নিশির দিকে তাকাল ! ওর মাথায় কিছু ঢুকছে না । নিশি এখানে কেন? আর ওকে গাধাই বা কেন বলছে ?

নিশির এবার খানিকটা অভিমানের সুরে বলল

-মুভি দেখতে যাবে ? এই সিম্পল কথাটাও কি বলা যায় না ! এদিকে টিকিট রেখেছ আমার সাথে মুভি দেখবে বলে আর আমাকে বলতেই পারলে না ?

যদি সুমন আমাকে ফোন না করতো ! তাহলে ?

অপু কিছু বলল না । চুপ করে রইলো !

নিশি আবার বলল

-কি এখনও চুপ করে থাকবে ?

অপু হাসলো !

-না না ! চুপ করে থাকবো কেন ! চল !

-No You have to ask first !

-আরে তুমি তো জানই ! তাহলে কেন ?

-না বললে যাবো না !

অপু একটা লম্বা নিঃশ্বাস নিল । মনে মনে বলল আজ না হলে আর কোন দিন না ! আজকে এসপাড় কি ওসপাড় !

-নিশি !

-শুনছি !

-আমার সাথে মুভি দেখতে যাবে ?

নিশি একট হেসে বলল

-আমি এইটা শুনতে চাই নি ?

-তাহলে ?

-চিন্তা কর !

অপু একটু চিন্তায় পরে গেল ! নিশি আবার বলল

-আচ্ছা ঠিক আছে ! আগে চল আমরা মুভি দেখে আসি ! তুমি চিন্তা করতে থাকো ! কেমন ?

-আচ্ছা !

নিশি বলল

-গাড়ি থাক ! রিক্সা নেই ! রিক্সায় চড়ে মজা আছে ! কি বল?

অপু মনটা আরও একটু ভাল হয়ে গেল ! এই মেয়েটা একদম ওর মনে কথাটাই বলেছে !

একটু হেসে বলল

-আচ্ছা !

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২৯

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনার মস্তিষ্ক কিছুদিনের জন্য আমায় ধার দিতে পারেন :( :( :( :( :( :( #:-S #:-S #:-S #:-S #:-S #:-S

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: ধার নিয়া করবেন ভাই !! আমার মস্তিষ্ক একদম ফাকা !! =p~=p~=p~

২| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৫

সিয়ন খান বলেছেন: মুভি দেখা শেষে কথাটা বলেন।

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: দেখি .......। কি করা যায়.......!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৪৫

s r jony বলেছেন: বার বার কমেন্ট করে বিরক্ত করতে চাই না,

এক দিন সব কমেন্টস একসাথে করব

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: না না কোন সমস্যাই নাই !!

৪| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৮

বেলাল আহমদ খান বলেছেন: aha ki j moja lage pore. tobe apnar kon golpogulu valo lage besi janen? j gulute apnar r nisir maje 3rd kno meye jhamela pakay ogulu. really

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

অপু তানভীর বলেছেন: hahahaha !!
ঝামেলা পাকায় !!!
আচ্ছা ! আমার মনে থাকবে...............

৫| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৭

আবু সালেহ বলেছেন: অপু ভাই ....আপনি পারেনও.............. :P :P :P :P :P

২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: কি করুম ভাই বাস্তবের মাইয়ারা তো আর পটে না তাই এখানেই পারতে হয় !!!

৬| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭

অনীনদিতা বলেছেন: খুব সুন্দর হইছে।

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩

অপু তানভীর বলেছেন: হুম ! সুন্দর ! আসলে কল্পনা টা সব সময়ই এমন সুন্দর হয় । কিন্তু বাস্তবটা এমন হয় না কখনও !!

৭| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:১৭

আশিক আহমেদ বাপ্পী বলেছেন: অপু ভাই,

আপনার ফোন নাম্বারটা একটু দরকার।
আপ্নাকে ফেসবুকে মেসেজ দিছি। এখানে নাইলে ফেবুতে নাম্বারটা দেন কাইন্ডলি। ফোনে ডিটেইলস বলব।

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৫

অপু তানভীর বলেছেন: আচ্ছা দেখতেছি !!

৮| ২৮ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৬

নিস্প্রভ নীল বলেছেন: :P Ki movie dekhben?

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৬

অপু তানভীর বলেছেন: তা তো কমু না !!=p~ =p~=p~

৯| ২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

ধূসর সন্ধ্যা বলেছেন: তানভীর কথা ছিল আমার সাথে যাবা। নিশিরে আমি খাইছি .......

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

অপু তানভীর বলেছেন: নিশিরে তুমি পাবা কই :P:P:P

১০| ২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

মেহেদী হাসান মানিক বলেছেন: না একটু দেখতাম আপনার মত করে কল্পনা করে। মাঝে মাঝে রোমান্টিক হতে মন চায় কিন্তু বাস্তবতার ধাক্কা খেয়ে আর কুলিয়ে উঠতে পারি না। এর জন্য মনের মধ্যে যে শক্তি থাকা দরকার আমাত তা নেই।

২৮ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১

অপু তানভীর বলেছেন: =p~=p~

কিন্তু একটা সমস্যা আছে ! আমি যদি আমার মাথা ধার দেই তাহলে তো রোমান্টিকতার সাথে সাথে আমার মাথা চিন্তা গুলোও আপনার কাছে চলে যাবে ! তখন কিন্তু আমারে দোষ দিতে পারবেন না !!

১১| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৩৫

নীলতিমি বলেছেন: :) :)

২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: :):):):)

১২| ২৮ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৫৬

ঘুড্ডির পাইলট বলেছেন: প্রেম ছারা আর কোন কাহিনি নাই :( ?

২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৩২

অপু তানভীর বলেছেন: না রে ভাই !!! আমার ব্লগ মানেই প্রেমের ছড়াছড়ি !!

১৩| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১:১৬

আমি তুমি আমরা বলেছেন: কুন মুভি? বেবী'স ডে আউট??? ;) ;) :P :P

২৯ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: বেবী'স ডে আউট?? আমিতো ভাবতেছিলাম আমাগো সুপার ইস্টারের একখান মুভি দেখমু!! ;););)

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৪৮

একজন আরমান বলেছেন:
হুরর......
সেন্টেনস তো বাকি রইয়া গেলো। /:) /:)

০১ লা ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

অপু তানভীর বলেছেন: থাকলো না হয় একটু !! বাকী টুকু কল্পনা করে নাও মিয়া !! :P:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.