| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিশিকে আর বেশি রাগিয়ে দিতে চাই না । তাই চুপ করে রইলাম ! কিন্তু আমাকে চুপ করে থাকতে দেখে নিশি যেন আর একটু বেশি রেগে গেল । আমার দিকে আবার তাকিয়ে বলল
-কি ব্যাপার কথা বলছো না কেন ?
আমি নিরিহ বালকের মত বললাম
-তুমি না বলেছ যখন তুমি রেগে যাবে আমি যেন কোন কথা না বলি ! আমাদের কন্ট্রাকেও তো এই কথাটা ছিল ।
নিশি বলল
-এই কথাটা খুব মনে আছে ? আর অন্য কথা গুলো ? সেগুলো ?
-আআআ দেখো ... পরিবেশ পরিস্থিতি মাঝে মাঝা মানুষকে ...
-ফিলোসপি ফলাবা না ! আমার সামনে থেকে এখন চলে যাবা ! আর কোন দিন আমার সামনে আসবে না । আমাকে ফোন দিবা না !
-মেসেজ পাঠানো যাবে ?
নিশি কথার মাঝখানে বাঁধা পেয়ে যেন আরও একটু খানি রেগে গেল ।
-তোমার সাথে কথা বলা আর কলের পাইপের সাথে কথা বলাটা এক । তুই যদি আর একবার আমাকে ফোন দিয়েছিস !
নিশি আর দাড়াল না । ঘুরে হাটা দিলো ।
আমার একবার মনে হল ওকে এখনই ফোন দিয়ে ওর রাগটা আর একটু বাড়িয়ে দেই । কিন্তু পরে ভাবলাম থাক আর রাগ বাড়িয়ে লাভ নেই । রেগে গিয়ে মোবাইলটা ছুড়ে মারতে পারে ।
অবশ্য আমি খুব বেশি চিন্তিত হলাম না । নিশির রাগ বেশিক্ষন থাকবে না । যদিও আজকে ওর রেগে যাওয়াটা যুক্তি সংগতই ছিল । বেচারীকে প্রায় ঘন্টা খানেক এখানে বসিয়ে রেখেছি ।
নিশির সাথে রিলেশনের তিন নম্বর শর্তই ছিল ওকে কখনও বসিয়ে রাখা যাবে না । অবশ্য আমি কোন শর্তটাই ঠিক মত রাখতে পেরেছি ?
প্রত্যেকটাই তো ভেঙ্গেছি !
শর্ত ! কথাটা মনে হতেই কেমন জানি হাসি হাসল । নিশি আমাকে কতগুলো শর্ত দিয়েছিল ।
যখন প্রথমে ওকে প্রোপজ করেছিলাম নিশি কিছুক্ষন আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষন । আমার বুকের ভিতর ঢিপঢিপ করছিল । নিশি কি বলে এটা শোনার জন্য । কিন্তু নিশি যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না । নিশি বলল
-বিকেল বেলা টিএসসিতে আসবা । এফোর সাইজের একটা অপসেট পেপার নিয়ে ।
-এফোর অপসেট পেপার ?
নিশি আর দাড়াল না । আমি দ্বিধায় পরে গেলাম । প্রোপোজ করলাম উত্তরে হ্যা বলবে অথবা না বলবে কিন্তু কি বলল এফোর অফসেট পেপার আনতে কেন ?
আমি বিকেল বেলা অপসেট পেপার নিয়ে হাজির হলাম । নিশি আসলো একটু পরেই । আমার সামনে বসে বলল
-এনেছ কাগজ ?
আমি খানিকটা ভয়ে ভয়ে বললাম
-এনেছি ।
-আচ্ছা ! এবার লেখ !
লিখবো ?
কিভাবে লিখবো ? আমি বললাম
-কলম আনি নাই তো । তুমি বলেছিলে কাগজ আনতে ! কলম আনতে তো বল নি ।
নিশি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষন । আমি মনে হল এইবারই বুঝি সব গেল । আমার ভালবাসা বুঝি শুরুর আগেই শেষ হয়ে গেল । আমি বললাম
-তুমি একটু বস । আমি এখনই কিনে আনছি ।
কোন মতে দৌড়ে গিয়ে কিনে আনলাম । আমাকে কলম কিনে আনতে দেখে নিশির গাম্ভির্য খানিকটা কমে এল । বলল
-লেখ ।
আমি লিখতে শুরু করলাম । নিশি বলল
-চুক্তি নামা ।
আমি লিখলাম ।
-নাম্বর এক । আমি যা বলব তাই হবে !
-আমি ?
নিশি বলল
-তুমি লেখ তুমি যা বরবে তাই হবে ।
তাই লিখলাম । তারপর নিশি বলে গেল । আর আমি লিখে গেলাম কোন
২. কোন হার্ট ফিলিংস না ।
৩. নো হাগ এন্ড নো কিস । তবে হাত ধরা যাবে ।
৪. কখন নিশিকে বসিয়ে রাখা যাবে না ।
৫. ঝগড়া বাঁধলে চুপ করে থাকতে হবে । এবং পরাজয় স্বীকার করে নিতে হবে ।
৬. সপ্তাহে নিয়ম করে সময় দিতে হবে !
৭. বিয়ের কথা বলা যাবে না !
৮. রিলেশন ১ বছরের বেশি ষ্টে করবে না !
৯. সেখানে দেখা করতে বলা হবে ঠিক সেখানেই দেখা করতে হবে !
১০. অন্য কোন মেয়ের দিকে ভুলেও তাকানো যাবে না !
আমি বেশ কিছুক্ষন শর্ত গুলোর দিকে তাকিয়ে রইলাম ! আমি কি প্রেম করতে যাচ্ছি নাকি জেল খানায় যাচ্ছি ?
আমি বললাম
-এই টুকুই ? আর নেই !
নিশি আমার দিকে তাকিয়ে বলল
-আপাতত এটুকুই ! কিছু জায়গা ফাঁকা রাখো ! সামনে দরকার হলে আরো লিখবো !
-আচ্ছা !
এইবার নিশি আমার দিকে তাকিয়ে বলল
-এবার বল তুমি এসব মানতে রাজি আছো ?
আমি কিছুক্ষন ভাবলাম চুপ করে ! আসলে আমার মাথায় তখন অন্য কিছু ছিল না । নিশিকে যেহেতু পছন্দ হয়েছিল অন্য কোন কিছু আমি ভাবছিলাম না ।
আমি বললাম
-আমি সব মানতে রাজি আছি !
নিশি একটু হাসলো কেবল !
আমার মনে আছে প্রথম যেদিন আমি একটা শর্ত ভেঙ্গেছিলাম । দুই নাম্বরটা । নিশির সেদিন গ্রামের বাড়ি যাবার কথা ছিল । আমি রেল স্টেশনে এসেছিলাম ওকে এগিয়ে দিতে । খুব কাছে যেতে পারছিলাম না । সাথে ওর বাবা মা ছিল । দুর থেকেই দেখছিলাম ওকে ।
ট্রেন টা যখন চলা শুরু করলো আমার কেন জানি মনে কিছু একটা আমার কাছ থেকে দুরে চলে যাচ্ছে । আমি ট্রেনের সাথে সাথে হাটতে লাগলাম । জানলা দিয়ে নিশিকে দেখতে পাচ্ছি । নিশি নিজেও আমাকে দেখতে পাচ্ছে । ট্রেনের গতি বাড়ছে সাথে সাথে আমার নিজেরও । এক সময় ট্রেনটা প্লটফম ছাড়িয়ে গেল আমকে থামতে হল ।
আমি কেন জানি তখন খুব অসহায় বোধ করছিলাম । আমি নিশিকে ফোন করতে যাবো ঠিক তখনই নিশির ফোন এসে হাজির ।
আমি কিছু বলার আগেই নিশি বলল
-তুমি তোমার শর্ত ভঙ্গ করেছ !
-কোথায় করলাম ?
-আমি বলেছিলাম কোন হার্ট ফিলিংস না । তাহলে এটা কি ছিল ?
আমি কিছু না বলে চুপ করে রইলাম ।
নিশি আবার বলল
-আমি চলে যাচ্ছি দেখে তোমার চোখে আমি একটা আকুলতা একটা অস্থিরতা দেখতে পেলাম । এটা কেন হল ?
আমি আবারও চুপ করে রইলাম ।
-বল !
-তাহলে তো তুমিও শর্ত ভেঙ্গেছ !
-মানে ?
-মানে আমিও ঠিক একই জিনিস দেখেছি তোমার চোখে !
ওপাশ থেকে খানিক নিরবতা ! তারপর নিশি বলল
-আচ্ছা আমি রাখি !
আমার কথা আর না শুনেই নিশি ফোন রেখে দিল । আমি খুব ভাল করেই জানি আমার কথাই ও চিন্তায় পড়ে গেছে ! হাহাহাহা
সব চেয়ে কঠিন শর্তটা ভেঙ্গেছিলাম আরো কিছুদিন পরে । সেদিন খুব বৃষ্টি হচ্ছিল । নিশির সাথে রিক্সা করে ফিরছিলাম । কাটাবনে আসতে না আসতে তুমুল বৃষ্টি ! কোন মনে পলিথিন দিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছি ! এমন সময় আমার চোকখ গেল নিশির দিকে । ও নিজেও বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছে । কিন্তু খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না !
আমি তাকিয়ে আছি নিশির দিকে । বৃষ্টির পানি ওকে প্রায় ভিজিয়ে দিচ্ছে । ওর কিছু চুল ভিজে গেছে ! গালের সাথে কেমন লেপ্টে আছে । আমার কি হল আমি জানি না আমি ওর গালে লেপ্টে থাকা চুল গুলো হাত দিয়ে সরিয়ে দিলাম । নিশি তখন আমার দিকে ভাল করে লক্ষ্য করে নি । ও তখনও বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচাতে ব্যস্ত ।
আমি নিশির আর একটু কাছে গিয়ে ওর ভেজা গালে চুম খেলাম । কিভাবে খেলাম আমি নিজেও জানি না কিন্তু আমি নিজেকে ধরে রাখতেই পারি নি । নিশি প্রথম কিছুক্ষন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল । তারপর বলল
-কি করলে তুমি এটা ?
আমি লজ্জায় পড়ে গেলাম ।
সত্যিই তো কি করলাম আমি এটা ?
এটা করা মোটেই ঠিক হয় নি আমার !!
আমি কেবল বললাম
-সরি !
-সরি ?
বাসায় নামার আগ পর্যন্ত নিশি আর একটা কথাও বলল না ! কেবল নামার পর বলল
-আই গেস এটাই আমাদের শেষ দেখা ! তুমি তোমার কথা ব্রেক করেছ । সুতরাং .....
নিশি কঠিন মুখে ভিতরে চলে গেল ।
আমি একটু ভয়ই পেয়েছিলাম । ভেবেছিলাম আর হয়তো হল না । ওকে কত বার ফোন দিলাম কত মেসেজ পাঠালম কোন রিপ্লে নাই । যখন প্রায় আশা ছেড়ে দিয়েছি ঠিক তখনই নিশি আবার ফোন করে দেখা করতে বলল ।
দেখা হওয়ার সাথে সাথে কত কথা যে বলতে লাগলাম । কতবার সরি বলতে শুরু করলাম । একটা সুযোগ যখন পেয়েছি কিছুতেই হাত ছাড়া করতে রাজি নই ।
নিশি মুখ গম্ভীর করে বলল
-এই বারই শেষ ! এর পরে কিন্তু আর সুযোগ দিবো না ।
আমি বললাম
-আর সুযোগ দিতে হবে না ! আসলে কি যে বলব ! তখন বৃষ্টিতে তোমার ভেজা গালটা এমন সুন্দর লাগছিল যে আমি কিছুতেই নিজেকে ধরে রাখতে পারি নি ! আর তুমি তো জানোই তোমার গা....।
নিশি আমাকে চুপ করিয়ে দিয়ে বলল
-আচ্ছা ! আচ্ছা বুঝছি । এবার চুপ !
আমি নিশির আর একটু কাছে গিয়ে বসলাম । বললাম
-এখন আমার কি করতে ইচ্ছা করছে জানো ?
-কি ?
-আমার এতো আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে তোমাকে খুব জোরে একটা হাগ করি ! করবো ?
নিশি চোখ গরম করে বলল
-আবার ? আমি কিন্তু চলে যাবো.
-না না না !! আমি এমনি বললাম
এই রকম ভাবেই আস্তে আস্তে নিশির সব চুক্তিই গুলোই ভেঙ্গেছি আমি । কোন শর্ত ভাঙ্গলেই নিশি চোখ গরম করে বলত তুমি এটা কি করলে ? আজকের পর থেকে তুমি আর কোন দিন আমার সাথে যোগাযোগ করবা না?
যেদিন একটু বেশি রেগে যেত সেদিন তুই তুকারিতে চলে যেত ! একবার তো রাস্তার ভিতরে আমার হাত কামড়ে ধরলো । আমি হাসতে হাসতে শেষ !
অবশ্য ঐ দিনও একটা গুরুতর কাজ করেছিলাম । এর সাথে করে যাচ্ছিলাম শাহবাগের দিকে ! চারুকলার সামনে আসতেই দেখলাম একটা মেয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে ! আসলে যত ভালই হই একটু এদিক ওদিক চোখ চলে যাই । নিশি আমার পাশে বসে আছে । যখন নিশি দেখলো আমার চোখ মেয়েটার দিকে !!
আর যাবে কই ??
আমাকে পারলে রাস্তার ভিতরেই চিবিয়ে খায় !!
-তুই ঐ মেয়েটার দিকে তাকালি ক্যান ?
আমি সঙ্গে সঙ্গে বললাম
-কোথায় ? না আমি তাকাই নাই !!
-তাকাস নাই !
এই বলে আমার হাতে কামড় বসিয়ে দিল !
-আওওওওও !
আমিকোন মতে হাত ছাড়িয়ে নিয়ে বললাম
-এটা কি ?
নিশি তখন রাগে ফুসছে !!
আমি বললাম
-বোঝা যাচ্ছে তোমার গায়ে এখনও বন মানবীর রক্ত আছে । কাঁচা মাংস খাওয়ার এতো সখ !!
নিশি আরও একটু যেন রেগে গেল !
-তুই নাম রিক্সা থেকে ! এখনই নাম !!
এই ভাবেই নিশির সাথে কতবার যে আমার ব্রেকআপ হয়েছে তার কোন ঠিক নাই ! নিশি বলেছিল রিলেশন এক বছরের বেশি রিলেশন রাখবে না । কিন্তু আজ তিন বছরের কাছাকাছি হতে চলল আমরাএক সাথে আছি ! আজ আবার আমাদের ব্রেকআপ হয়েছে ! আমি খুব ভাল করেই জানি আজকেই আবার সব ঠিক হয়ে যাবে !
রাতে নিশিকে ফোন দিলাম । প্রথমবার ফোন ধরলো না । দ্বিতীয় বারেও না । তৃতীয় বার ফোন দিলাম না ! একটু অপেক্ষা করতে লাগলাম ! দুই মিনিটও হয় নি নিশির ফোন এসে হাজির !
ফোন রিসিভ করেই নিশি বলল
-দুই বার ফোন দিতেই হাপিয়ে গেলি ! ফাজিল ! এই ভালবাসিস !
-আরে তুই তোকারি কেন কর ?
-তুই একটা ফাজিল ! বদমাস !
-আচ্ছা ঠিক আছে আমি ফাজিল !
-বসমাইশ !
-আচ্ছা বদমাইশ ! আর কিছু ?
-তুই একটা ডাইনি!
আমি বললাম
-আরে আমি ডাইনি হইলাম কিভাবে ! ডাইনি তো স্ত্রী লিঙ্গ ! তুমি হতে পারো ডাইনি !
- কি ? আমি ডাইনি ! তাহলে তুই রাক্ষস!!!
-তুমি আমার সুইট ভ্যাম্পায়্যার!!
-তুই ড্রাকুলা !!
-ওকে আমি ড্রাকুলা তাই এখন.........
-চোর, তোর ড্রাকুলা আমি বের করতেসি .....
-আচ্ছা বাবা ! তুমি যা বলবে সব আমি ! ঠিক আছে ? আর কিছু বানাবা আমাকে ?
-তুমি ....উউউমমম
যাক তুমি তে তো এসেছে ! আমি বললাম
-অনেকক্ষন ধরে দাড়িয়ে আছি ! একটু বারান্দায় আসো না ?
নিশি চুপ করে গেল ! কিছুক্ষন পরেই বারান্দায় এসে হাজির ! আমি ওর দিকে তাকিয়ে হাত নাড়লাম ।
নিশি এক হাতে ফোন ধরে রেখে অন্য হাত দিয়ে আমাকে মারার ভঙ্গি করলো ! বলল
-এতো রাতে কেন এসেছো ! বাইরে কি ঠান্ডা পরেছে !
-হুম ! তাই তো দেখছি !
-আর ঠিক মত শীতের কাপড়ও পর নি ! তুমি কি একটা কাজ কর না ! বুঝি না !
-আচ্ছা বাবা ! ঠিক আছে ! এখন একটু নিচে নামো প্লিজ ! তোমাকে কাছ থেকে দেখতে খুব ইচ্ছা করছে !
-আহা !! মামা বাড়ির আবদার !! এখন আমি রুম থেকে নামবো না ! আমার মাথা খারাপ হয়েছে ! অত শখ থাকে তুমি উপরে আসো !
-আরে আমি চার তলায় কেমন করে আসবো ! একতলা হত দেখতাম চেষ্টা করে ।
নিশি আমাকে টাটা জানিয়ে বলল
-তাহলে তুমি বিদায় হও !! কাল দেখা হবে ।
-না আমি যাবো না । তুমি যদি না আসো তাহলে আমি যাবো না ! এখানেই দাড়িয়ে থাকবো ।
নিশিকে দেখলাম একটু সোজা হয়ে দাড়াতে ।
একটু খানি চুপ করে বলল
-দাড়িয়ে থাকো । সারা রাত দাড়িয়ে থাকো । আমি যাই । আমার ঘুম আসছে । বাই ।
নিশি ফোন রেখে দিল । তারপর ঘরের ভিতরে চলে গেল । আমি দাড়িয়ে রইলাম । আমি জানি ও আসবে । আসবেই .।
ঠিক পনের মিনিট পরেই নিশি এসে হাজির । কালো রংয়ের একটা চাদর জড়িয়ে !
-কি আসবে না বলে ?
নিশি আমাকে কপট রাগ দেখিয়ে বলল
-তোমার মত ফাজিলের সাথে কথা বলে লাভ নাই । দেখতে চাইছিলা দেখলা । এখন যাও । আমি খুব রিস্ক নিয়ে এসেছি । যাও ! বাবা যদি টের পায় !! আমার খবর আছে !
তারপরের কিছু ঘটনা না বলি !
৫ মিনিট পর !
নিশি বলল
-যাও এখন ! কালকে দেখা হবে ! আর শোন, বাইরে অনেক ঠান্ডা ! এই চাদরটা নিয়ে যাও !
নিশি আমাকে ওর গায়ের চাদরটা দিয়ে দিল । বলল
-সাবধনে যেও ! কেমন !
নিশির বাড়ির ভিতরে চলে গেল । আমি নিশির চাদরটা গায়ে জড়িয়ে হাটতে লাগলাম !!
আহা !! জীবন কত সুন্দর !!
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
অপু তানভীর বলেছেন: আসলে প্রথমে হল লিখেছিলাম । কি মনে হল আবার এডিট করে বাসা লিখলাম ! একটা হল এডিট করতে ভুলে গেছি !!
এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী !!
দেখেন তো আরো আছে নাকি ??
২|
০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
আসাদুজ্জামান আসাদ বলেছেন: আপনা সিরিজ গল্পের প্রতিটি পর্ব পড়লাম। খুব ভাল লাগলো।
ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৯
ধূসর সন্ধ্যা বলেছেন: আসলে চুক্তিতে কোন সম্পর্ক হয়না। আর এই বাস্তবতার ফাঁদে আমি নিজেই পড়েছি।
। ভালো লাগলো পড়ে। ধন্যবাদ তানভীর।
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৫
অপু তানভীর বলেছেন: হাহহাহাহহাহা !!
আরে মিয়া বাস্তবতা কেন খুজো আমার লেখায় !!
আমার লেখা হল বাস্তবতা বিবর্জিত !!
৪|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১
দিগন্ত নীল বলেছেন: চুক্তিভিত্তিক বালুবাসা ।মজা পাইলাম ।
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৬
অপু তানভীর বলেছেন: মজা পাইলেই ভালা !!
৫|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১
একজন ঘূণপোকা বলেছেন: জীবন কত সুন্দর !
আসলেই জীবন সুন্দর !!
ভাল লাগল
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২১
অপু তানভীর বলেছেন: এমন টা হলে জীবন টা আসলেই সুন্দর হত !!
কিন্তু তা আর হয় কোথায় .........!!
৬|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০৫
রোড সাইড হিরো বলেছেন: -বোঝা যাচ্ছে তোমার গায়ে এখনও বন মানবীর রক্ত আছে । কাচা মাংস খাওয়ার এতো সখ !!
এত শর্ত!!!??? ওরকম প্রেমের গুস্টি কিলাই
...
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
অপু তানভীর বলেছেন: নারে ভাই যখন কাউকে ভাল লাগবে তখন সব কিছুই মেনে নিতে প্রস্তুত থাকবেন ...............
৭|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১১
গনি নাজমুল বলেছেন: আপনার লেখাটা খুব ভালো লাগলো.
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৮|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: তুই একটা ফাজিল ! বদমাস !
-আচ্ছা ঠিক আছে আমি ফাজিল !
-বসমাইশ !
-আচ্ছা বদমাইশ ! আর কিছু ?
-তুই একটা ডাইনি!
- তুই রাক্ষস!!!
- তুই ভ্যাম্পায়্যার
- তুই ড্রাকুলা
- ওকে আমি ড্রাকুলা তাই এখন.........
- চোর তোর ড্রাকুলা আমি বের করতেসি .....
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
অপু তানভীর বলেছেন: আচ্ছা আপু আমি আর একটু এডিট করে এই লাইন গুলো যোগ করে দিচ্ছি !! ওকে !! ![]()
![]()
![]()
৯|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০
শায়মা বলেছেন: পিচকাভাইয়া পোস্টটা প্রিয়তে নিয়ে গেলাম!![]()
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
থেঙ্কু আপু !!
১০|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮
শায়মা বলেছেন: হা হা হা
ওকে আমার কাছে ঝগড়ার ডায়ালগের অনেক অনেক কালেকশন আছে ভাইয়া।![]()
দরকার পড়লেই নিয়ে নিতে পারো।![]()
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৪
অপু তানভীর বলেছেন: আপু দেখো !! তোমার লাঈন গুলো যোগ করে দিয়েছি !! ![]()
![]()
১১|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
তুমি আমার সারাবেলা বলেছেন: শায়মা @র ডায়ালগ গুল ভালো লাগছে।তোমার গল্পেও ভালো লাগা রইলো
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৪
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
১২|
০৯ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু যে ভালো ঝগড়া করতে জানে তা জানতাম। আজ প্রণামও পেলাম
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:১৯
অপু তানভীর বলেছেন:
১৩|
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৮
সুখ নাইরে পাগল বলেছেন:
১০. অন্য কোন মেয়ের দিকে ভুলেও তাকানো যাবে না !
এইডা কোন কথা হইল
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন: তাই কন দেখি.........।
১৪|
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:০২
সিলেটি জামান বলেছেন: এক্কেবারে লুতুপুতু মার্কা প্রেম, চালাইয়া যান ব্রাদার
০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৪
অপু তানভীর বলেছেন: আমারতো কামই এই......... ![]()
![]()
![]()
১৫|
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮
আমি তুমি আমরা বলেছেন: আহা !! জীবন কত সুন্দর !!
১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩২
অপু তানভীর বলেছেন: হুম !! আহা !! কত সুন্দর জীবন !!
১৬|
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৯
ডিএন বলেছেন: -তুই ঐ মেয়েটার দিকে তাকালি ক্যান ? দেশে কেউ কি নাই আমাকে বলে এই লাইন টুকু ,......
ডিয়ার প্রেম সাগর (অপু +? অনেক জন
)ভাই , আমি আপনের হগল গল্পই পরী অফ লাইনে কিন্তু কমেন্ট করি না ভাই আমার মন খুবই খারাপ দীর্ঘ ২মাস যাবত। তা বললে আপনারও মন খারাপ হবে আমার জন্য দোয়া করবেন ভাই
অনেক ভাল থাকবেন।
১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫
অপু তানভীর বলেছেন: দোয়া তো অবশ্যই করি কিন্তু কি কাহিনী বলেন তো শুনি !!
সবার সাতে শেয়ার করেন যদি শেয়ার করার মত হয় !!
সব সময় ভাল থাকবেন !!
১৭|
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৫
নূরূল ইমরান বলেছেন: মিয়াও
১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
অপু তানভীর বলেছেন: মিয়াও ক্যা ????
১৮|
১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫
অনীনদিতা বলেছেন: খুব বেশি ভালো লাগলো
প্রিয়তে নিলাম।
১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১২
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
১৯|
১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
শায়মা বলেছেন: মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু যে ভালো ঝগড়া করতে জানে তা জানতাম। আজ প্রণামও পেলাম।
আমার চাইতেও আরও বড় বড় ঝগড়াটেদের প্রমান আছে আমার কাছে মুনসীভাইয়া!![]()
১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
অপু তানভীর বলেছেন: আমার কাছেও কিন্তু প্রমান আছে !! চাইলে আমিও দিতে পারবো !!
হাহাহাহা !!
২০|
১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১
জাকারিয়া মুবিন বলেছেন: চমৎকার!!
অসাধারন!!
এক্করে ফাডাইলাইছেন!!
১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৬
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
![]()
ধন্যবাদ !!
২১|
১০ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৫
poops বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১৬
অপু তানভীর বলেছেন: কিছু তো বলেন.........
২২|
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৮
মাইকেল কলিয়নি বলেছেন: আহা !! জীবন কত সুন্দর !
বাস্ততার কারণ এ কিছুদিন ব্লগ এ আস্তে পারিনি। আসেই এক সাথে সব পরলাম সবই প্লাস
আসল এ একটা সময় এ ছিল আহা !! জীবন কত সুন্দর !!
কিন্তু বছর দেড়েক আগে আমার নিশি আমেরিকার বরফ এ হারিয়ে গেছে। আপনার পোস্ট গুলা সব পরেছি এবং পড়বো ও। দেখা জাক আপনার পোস্ট গুলা পড়তে পড়তে বুকের ক্ষত খুঁচিয়ে যেতে পারি
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১৪
অপু তানভীর বলেছেন: হারিয়ে শব্দ টা আমি খুব ভয় পাই ! সব সময় এড়িয়ে চলি !! দেখেন না আমার গল্পে হারিয়ে যাওয়া বলে কোন শব্দ নাই !!
আপনার জীবনের কষ্ট শীঘ্রিই দূর হোক এই কামনায় !!
ভাল থাকবেন !!
২৩|
১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০২
লোনলিফাইটার বলেছেন: শায়মা বলেছেন: মুনসী১৬১২ বলেছেন: শ্যাম্পু যে ভালো ঝগড়া করতে জানে তা জানতাম। আজ প্রণামও পেলাম।
আমার চাইতেও আরও বড় বড় ঝগড়াটেদের প্রমান আছে আমার কাছে মুনসীভাইয়া!
তুমি নাম্বার ওয়ান।ঠিক না অপু?
১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৩
অপু তানভীর বলেছেন:
![]()
হাচা কতা........
২৪|
১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩৯
ফার্ুক পারভেজ বলেছেন: অপু তানভীর ব্রাদার. . . .আমি মুগ্ধ, আবেগে আপ্লুত, তোমার ভালোবাসায় সিক্ত লেখা পড়ে আমি রোমাঞ্চিত
তাই ভালোবাসায় সিক্ত হতে আমি ও তৃষ্ণার্ত. . . .
১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: আমার লেখা পড়ে এই অবস্থা !!
মাই গড !!
২৫|
১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৫
খায়ালামু বলেছেন: জামিতিক বালুবাসা শুনছিলাম.।.।। আর আজকে দেখলাম চুক্তিভিত্তিক!!!!!
১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৮
অপু তানভীর বলেছেন: আরো কত কিছু দেখবেন !!
২৬|
১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২৫
মারুফ মুকতাদীর বলেছেন: শর্তে শর্তেই মইরা গেলাম, তাও অলিখিত , যখন যেইটা দরকার, সেইটাই শর্ত………… উদাশ হইয়া গেলাম। ![]()
গল্পে
১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:০২
অপু তানভীর বলেছেন: আমিতো আরো লিখতে চেয়েছিলাম । আরো কতসত শর্ত যে আছে !!
২৭|
১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৫
একজন আরমান বলেছেন:
তারপরের কিছু ঘটনা না বলি !
১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪১
অপু তানভীর বলেছেন: সব কথা কি বলা যায় নাকি মিয়া ?? ![]()
![]()
![]()
২৮|
১৫ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৫২
মাহবু১৫৪ বলেছেন: হা হা হা
বেশ মজার গল্প! ভাল লাগা জানালাম
++++++
১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!![]()
![]()
![]()
![]()
![]()
২৯|
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৩
অন্তহীন বালক বলেছেন:
- তুই ড্রাকুলা
- ওকে আমি ড্রাকুলা তাই এখন.........
- চোর তোর ড্রাকুলা আমি বের করতেসি ..
ভাই, এই ড্রাকুলা টা কি জিনিস?
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩
অপু তানভীর বলেছেন: ড্রাকুলা চিনেন না ??
৩০|
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮
নীলপথিক বলেছেন: বাহ, আপনি তো দারুন লেখেন ভাই। সময়ের অভাবে আপনার এই লেখাটাই শুধু পড়তে পারলাম। পরে সময় করে পড়ে নেবো বাকীগুলো। আমি একবার ভ্রমন কাহিনী লিখে শেষ করে দেখি সেটা প্রেম কাহিনী টাইপের কিছু একটা হয়ে গেছে। হা হা হা।
দেখবেন নাকি পড়ে? লিংক দিলামঃ
Click This Link
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪
অপু তানভীর বলেছেন: আচ্ছা পড়ে দেখি !!
আমার গল্প পড়ার জন্য ধন্যবাদ
৩১|
১৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০
আমি মিসির আল বলেছেন: ভাল লাগল
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৮
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৩২|
১৮ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৫
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লিখেচেন, তবে আরও আশা কিছু করেছিলাম
৩১ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১৪
অপু তানভীর বলেছেন: বেশি আশা করা ঠিক না !! ![]()
![]()
![]()
৩৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
শীলা শিপা বলেছেন: শর্তগুলো পছন্দ হইছে।এই শর্ত দিলে আর কেউ প্রেম করবে না।
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
অপু তানভীর বলেছেন: যে আপনাকে ভালবাসবে তাকে আপনি কিছুতেই আটকাতে পারবেন না !!
৩৪|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
ফারজানা শিরিন বলেছেন:
ঝগড়া করতে মন চাইতাছে !!!
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
অপু তানভীর বলেছেন: কার সাথে করবেন ??
কাউকে না পেলে আমি আছি !! আমিও ঝগড়া করার লোক পাই না ![]()
![]()
৩৫|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
কে এম শিহাব উদ্দিন বলেছেন: তারপরের কিছু ঘটনা না বলি !
৫ মিনিট পর !
*********************
ঐ ৫ মিনিটে কি হইছে জাতি জানতে চায়।
০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
অপু তানভীর বলেছেন: জাতি কে আমি জানাইতে চাই না !! ![]()
![]()
![]()
![]()
৩৬|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
ফারজানা শিরিন বলেছেন:
নিশি আফা গোউউউউউউউঅ
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
অপু তানভীর বলেছেন:
৩৭|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
শিপন ব্লগার বলেছেন:
য়াপনার গোলপ য়ামার য়ার পারবিনের কুব বাল লাগে । য়ামি য়ার পারবিন য়াপনা বক্ট।
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৩৮|
০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
বেসিকালি সেটা বলেছেন: :!> :!> :!> :!> :!> :!>
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২
অপু তানভীর বলেছেন: এতো লজ্জা পেলে হবে ?? ![]()
![]()
![]()
৩৯|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
হেনরি রাইডার হেগার্ড বলেছেন: আপনার story এর love এ পড়ে গেলাম ... এত ভাল লিখেন কেমনে :#> :#>
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই !!!
৪০|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
শোভন শামস বলেছেন: শর্ত দিয়ে প্রেম হয় না। দারুন লেখে ছেন ভাই। ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯
অপু তানভীর বলেছেন: ঠিক বলেছেন !!
ধন্যবাদ !!
৪১|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অসাধারণ
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৪২|
১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫
নামহীন যুবক বলেছেন: ভাই আপ্নে খুব খ্রাপ
আপ্নের গল্প পইড়া আমার মনে নিশির মত কেও না থাকার হতাশা জাগসে
২০ শে জুন, ২০১৩ সকাল ১১:১৩
অপু তানভীর বলেছেন: জাগলে আর কি করা ? আজকেই একখান নিশি খুইজ্জা লন মিয়া !! দেখবেন হতাশা কাইটটা গেছে !!
৪৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
খাঁজা বাবা বলেছেন: জীবন সত্যিই সুন্দর ![]()
০৩ রা মে, ২০২০ বিকাল ৪:১৯
অপু তানভীর বলেছেন: জীবন সুন্দর না, মোটেই সুন্দর ন ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
মোটা ভুত বলেছেন: অফু ভাই, নিশিকে একবার হলের গেটে নামাইলেন, আবার চাননি পসর রাইতে বাসা থেইককা নামাইয়া ডেটিং মারলেন, কয় নিশির সাথে ফিলডিং মারবার লাগচেন