নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

দেশ দেউলিয়া হবেনা , জনতা`র অস্থিরতাও আমৃত্যু (!?)

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

অর্থনীতিবিদের মতো নয় সাধারণ পাবলিকের মতো একটু হিসাব দেখি
দেশ কখন দেউলিয়া হয় ?
দেশের রিভার্ভ তলানিতে এলে (স্বর্ণ/ডলার )দেউলিয়া হয়।
বাংলাদেশ কেন দেউলিয়া হবেনা ?
প্রধান দুটি কারন
১)১৭ কোটি জনতার ১কোটি ২০ লক্ষ লোক প্রবাসী অর্থাৎ তাদের পাঠানো রেমিটেন্স,মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের জন পাঠাতেই হয় /পাঠাচ্ছে/পাঠাবে।
২)বিশ্বের সবচে অসহায় ৬০-৮০ লক্ষ সেলাই শ্রমিকের নূন্যতম মজুরি সর্বদাই বিশ্বের সেলাই শ্রমিকের তলানিতেই থাকবে ,ফলে সেলাইয়ের অর্ডারে আমরা বিশ্বের ২-৩ অবস্থানেই থাকবো
অতএব হিসাবে দেখা যায় ,বছরে
রেমিটেন্স ও সেলাই আয় কখনো বন্ধ হবে না ,অর্থাৎ রিজার্ভ খালি করতে সরকারের নাভিশ্বাস উঠে যাবে
রেমিটেন্স কত
২০২১ সালে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ২০৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা ৮০ পয়সা)।
পোশাক রপ্তানি আয় কত
চলতি অর্থবছরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪ হাজার ৩৫০ কোটি ডলার। গত অর্থবছর রপ্তানি আয় হয়েছিল ৩ হাজার ৮৭৫ কোটি ডলার।
শুধু সরকার বা প্রশাসন নয় আমরা পাবলিকরা সরকারের চেয়ে বেশি স্বার্থপর নিজের ও পরিবারের পক্ষে যে কোনো অন্যায় কাজ আমরা নির্দ্বিধায় করি
অতএব বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না তবে - জনতা`র নাভিশ্বাস আমৃত্যু বিকল্প পথ কোথায় !!
[ছবি নেট থেকে]
আন্তর্জাতিক সার্বভৈৗম বন্ড বাবদ শ্রীলংকার ঋন রয়েছে এখন ১২ হাজার কোটি মার্কিন ডলার। এছাড়া দেশীয় উৎস থেকেও সরকার ঋণ করেছে। সব মিলিয়ে চলতি বছর শ্রীলংকাকে প্রায় ৭ হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। এ ৭ হাজার কোটি ডলার ঋণের মধ্যে বৈদেশিক ঋণ (আন্তর্জাতিক সার্বভৌম বন্ড) ১.৫ হাজার কোটি ডলার
১২ হাজার কোটি ডলার আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা। পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে তাদের জমা আছে মাত্র ২ হাজার কোটি ডলার।
১ লক্ষ কোটি ডলার আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে উন্নয়নের মডেল দাবিদার আমরা। পক্ষান্তরে বৈদেশিক রিজার্ভে আমাদের জমা আছে ৪০ হাজার কোটি ডলার।(সংখ্যায় ০শূন্য এর পরিনাম ভুল হতে পারে !) চলবে...

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



গরুর পায়ের সংখ্যা ক্রমেই বাড়ছে, এখন ৫টিতে পৌঁছেছে।

১৮ ই মে, ২০২২ রাত ৮:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জ্ঞান বহির্ভুত বিষয়,মন্তব্য করা, অভদ্রতা।

২| ১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এবার মানুষ দিশেহারা হবে

১৮ ই মে, ২০২২ রাত ৮:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
হবেনা।
নিম্ন/নিম্ন মধবিত্ত বা মাঝারি শিক্ষিত মানুষের জ্ঞানের আলোকে পরবর্তী অংশে নিজ ধারণায় বুঝিয়ে লিখবো ইনশাআল্লাহ

৩| ১৮ ই মে, ২০২২ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আমি আশাবাদী মানুষ।
দেশের কেঁউ না খেয়ে নেই।

১৮ ই মে, ২০২২ রাত ৮:৫২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
থাকবেও না (ইনশাআল্লাহ )
তবে বিমানের টিকেট ফাস্টক্লাসে না কেটে বিজনেস ক্লাসে কাটতে হলো এই দুঃখ কোই কি রাখি ?

৪| ১৮ ই মে, ২০২২ রাত ৯:১৭

শাহ আজিজ বলেছেন: ভাল যুক্তিপূর্ণ তথ্য দিয়েছেন । আমরা আশাবাদী আরও লাখ দশেক শ্রমিক এই বছরেই বিদেশে কাজে যোগ দেবে । সরকারের হাতে বড় কাজ এইসব শ্রমিক যাওয়ার আগেই তাদের ব্যাঙ্ক হিসাব খুলে অপর পক্ষকে চুক্তিতে নিয়ে আসা তাতে রেমিটেনস ব্যাঙ্ক হিসাবে এলে হুন্ডির প্রতাপ কমে যাবে । ফিলিপাইন এইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রা তার দখলে নিয়ে নেয় ।

১৮ ই মে, ২০২২ রাত ৯:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এর বাইরে সেলাই শিল্প শ্রমিকদের বিশ্বের সর্ব নিম্ন মুজুরীর কিছু ফাক আছে কখনো মাথা তুলে দাঁড়াতে দিবেনা
আরো আছে ৪ লক্ষ কোটি টাকার সঞ্চয়পত্র।সরকার ঋণ নেয়,ফেরত দেয় সঞ্চয়পত্র ছাপিয়ে ,ফলে ধীরে ধীরে সঞ্চয়পত্রের পরিমান বেড়ে ৫-৬-৭....লক্ষ কোটি টাকায় যাবে ........
নিম্ন/নিম্ন মধবিত্ত বা মাঝারি শিক্ষিত মানুষের জ্ঞানের আলোকে পরবর্তী অংশে নিজ ধারণায় বুঝিয়ে লিখবো ইনশাআল্লাহ

৫| ১৮ ই মে, ২০২২ রাত ৯:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভাই রেমিট্যান্স রেমিট্যান্স করছেন। ভালো।
আপনি কি জানেন
বর্তমানে মিডলইস্টে অর্ধেক বাংলাদেশী বেকার।
ফেরৎ এসেছে কতো জানেন করোনাকালীন?
জানেন মিডলইস্টের কতটি দেশে বাংলাদেশের ভিসা বন্ধ?
জানেন রেমিট্যান্স অর্জনে রেং কিং থাকা দুবাইয়ে কতো বছর বাংলাদেশ থেকে লোক নেয় না?

১৮ ই মে, ২০২২ রাত ৯:৪৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
কিছু জেনেই বলছি
বেকার আছে
আমিরাত ১০ বছর লোক নেয়া না
মালদ্বীপে ও ... বাড়ছে
..............

৬| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৩

খাঁজা বাবা বলেছেন: আমরা যা রপ্তানী করি তার দাম বাড়েনি, প্রবাসী শ্রমিকের বেতন ও বাড়েনি।
বেড়েছে আমদানীকৃত পন্যের দাম।
বেড়েছে চাল, গম, সার, জ্বালানী তেল, গ্যাস ও অন্যান্য নিত্যপন্যের দাম যা আমদানী না করলে ই নয়।
এমন চললে বাংলাদেশ ব্যাংকের দেউলিয়া হতে বছর খানেকের বেশি সময় লাগবে না।

১৯ শে মে, ২০২২ রাত ১২:৫৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
দেউলিয়া হবে না ,জনতা`র নাভিশ্বাস আমৃত্যু !
আরো আছে ৪ লক্ষ কোটি টাকার সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের বিক্রিত টাকা সরকার খরচ করে ( বলে ঋণ নিচ্ছে ) আসলে
সরকার ঋণ নেয়,ফেরত দেয় সঞ্চয়পত্র ছাপিয়ে ,ফলে ধীরে ধীরে সঞ্চয়পত্রের পরিমান বেড়ে ৫-৬-৭....লক্ষ কোটি টাকায় যাবে

নিম্ন/নিম্ন মধবিত্ত বা মাঝারি শিক্ষিত মানুষের জ্ঞানের আলোকে পরবর্তী অংশে নিজ ধারণায় বুঝিয়ে লিখবো ইনশাআল্লাহ ।
..

৭| ১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

জুল ভার্ন বলেছেন: একমত।

১৯ শে মে, ২০২২ দুপুর ১২:৪৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এরপর বলবো সঞ্চয়পত্র।মূলধন ও ঋণ বনাম কাগজ ও টাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.