নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল মেহেদী পারভেজ। পরিচিত হতে: web.facebook.com/rmparves

র ম পারভেজ

স্বপ্নময় পথিক। দেখা, শোনা ও জানাগুলিকে ব্লগের পাতায় রেখে যেতে চাই।

র ম পারভেজ › বিস্তারিত পোস্টঃ

আইনের শাসন এবং ন্যায়বিচারের অনুপস্থিতির ফলাফলের একটি উদাহরণ।

২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০১





শুক্রবার বিকেলে গুলশান-২ নম্বর এলাকায় ফল কিনতে গিয়ে হামলার শিকার হয়ে তিনজন আহত হয়েছেন। এস এম তারিকুজ্জামান ও শোয়াইব তাহসীম গুলশান-২ নম্বর এলাকায় ফল কিনতে যান। সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন। দোকানদার ওজনে কম দেওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে এস এম তারিকুজ্জামান এর সহকর্মী রুবাইয়াত আজম ঘটনাস্থলে যান, পরে তাঁর ওপরও হামলা হয়। নিচে ভুক্তভোগীর পোস্ট থেকে ধারণা পাবেন কেন বলেছি - আইনের শাসন এবং ন্যায়বিচারের অনুপস্থিতির ফলাফলের একটি উদাহরণ।









view this link


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪০

জ্যাক স্মিথ বলেছেন: যে লোক মার খেয়েছে সে কি বাংলাদেশে নতুন? ফল বিক্রেতাদের জন্য যে স্পেশাল প্যাকেট বিক্রি হয় এই দেশে তা কি সে জনতো না? প্রতিটি ফল বিক্রেতা ওই স্পেশাল প্যাকটে ফল ভরে উজনে কম দেয়, উজনে কম দিয়েই তাদের সংসার চলে এটাই তাদের রুটি রুজির একমাত্র ব্যবস্থা। কোন ফল বিক্রেতা যদি উজনে কম না দেয়, কোন দূধ বিক্রেতা যদি দুধে পানি না মেশায় তাহলে তাদের পক্ষে ব্যবসায় লোকসান দেয়া ছাড়া আর কোন উপায় নেই। দিস ইজ আওয়ার ফাকিন বংলাড্যাশ!!

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

র ম পারভেজ বলেছেন: অনিয়মই এদেশের নিয়ম, এটা মার খেয়ে নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন উনি!

২| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জ্যাক স্মিথ যেটা বলেছেন সেটাই আমার মনের কথা।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৮

র ম পারভেজ বলেছেন: হুমম!

৩| ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ দেশে শান্তিতে বেঁচে থাকতে হলে মেরুদণ্ডহীন হতে হবে। অনেক জায়গায় প্রতিবাদ করে দেখেছি, সব জায়গায় এরা সিন্ডিকেট ধরে চলে। এখন নির্দিষ্ট কয়েকটা দোকান ঠিক করে সেখান থেকেই কেনাকাটা করি। তর্কাতর্কিতে যেতে আর ভালো লাগে না।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪১

র ম পারভেজ বলেছেন: অনেক দিন ধরেই সচেতনভাবে চেষ্টা করি সুপারশপে কেনাকাটা করার।

৪| ২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৫

আহলান বলেছেন: মারামারির পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে উভয়েরই ভুমিকা হয়তো আছে। যে বিক্রেতা ওজনে কম দিচ্ছে বলে মনে হয়, তার থেকে ফল না কিনলেও তো চলতো।

২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৪

র ম পারভেজ বলেছেন: পোস্ট থেকে দেখলাম ৪০% ওজন কম দেয়া থেকে ঘটনার সূত্রপাত!

৫| ২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বলার কিছু নেই । এ জন্য আমরাই দায়ী

২৫ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫

র ম পারভেজ বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সম দহে।

৬| ২৫ শে মার্চ, ২০২৪ রাত ১১:০৩

কামাল১৮ বলেছেন: জনগন ছাড়া সবাই ঐক্যবদ্ধ।একটি ব্যতিক্রম ঘটনা।এখানে আইনের শাসন কোন বিষয় না।

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৪৭

র ম পারভেজ বলেছেন: "জনগন ছাড়া সবাই ঐক্যবদ্ধ" - খুবই সত্য কথা।

৭| ২৬ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫৫

রাােসল বলেছেন: সাখাওয়াত হোসেন বাবন বলেছেন, এ জন্য আমরাই দায়ী। কিভাবে আমরা এই দায় থেকে পরিত্রাণ পেতে পারি। মনে রাখবেন, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটাও সত্য, আমাদের অধিকাংশই স্বার্থপর। আমাদের নিজেদের সুবিধার জন্য দুষ্ট লোকদের সহ্য করি, একটি ন্যায্য শব্দও ব্যয় করি না। ভবিষ্যত যথেষ্ট ভালো নয়।
আমি বিশ্বাস করি, সেই দুষ্ট লোকেরাও এই ব্লগটি পড়ছে। যাইহোক, আমি এই প্ল্যাটফর্ম থেকে সেই দুষ্ট লোকদের প্রতি আমার ঘৃণা প্রকাশ করছি এবং দুঃখের সাথে বলছি জবাবে তারা সাহসিকতার সাথে হাসছে।

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৫

র ম পারভেজ বলেছেন: "আমাদের অধিকাংশই স্বার্থপর।" - যখন নিজেরা এইরকম পরিস্থিতির সামনে দাঁড়াই তখন বুঝতে পারি আমাদের স্বার্থপরতার সুযোগে দস্যুরা নিজেদের সংঘবদ্ধ করে নিয়েছে।

৮| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।

২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৬

র ম পারভেজ বলেছেন: অবশ্যই, দুঃখজনক ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.