নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রসি।ভালো লাগে প্রযুক্তি।আর ভালবাসি নতুনত্ব।

রোনা্ল্ড

আমি রসি।ভালো লাগে প্রযুক্তি।আর ভালবাসি নতুনত্ব।

রোনা্ল্ড › বিস্তারিত পোস্টঃ

বহুল প্রতিক্ষীত স্মার্টফোন OPPO F1 এখন বাজারে

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯

আজকের আধুনিক জীবনে একটা স্মার্টফোনের জনপ্রিয়তাকে এখন আর অস্বীকার করার উপায় নেই। যদিও কিছুদিন আগে পর্যন্ত এ ডিভাইসটিকে একটি বিলাসিতা হিসেবেই গণ্য করা হতো। অথচ একটু খেয়াল করে দেখুন, কয়েকদিনেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এ ডিভাইসটি এতটা জড়িয়ে গেছে যে এটা ছাড়া আর একটি দিন পার করাও আপনার জন্য কতটা কষ্টকর। স্মার্টফোন ব্র্যান্ডগুলোও এটাকে আরও উন্নত এবং জীবন-ঘনিষ্ট সেবা প্রদানের জন্য নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের বাজারে এসেছে OPPO F1, যা মূলত বাজারে সেল্ফি এক্সপার্ট বলে পরিচিত। তবে, চলুন জেনে নেই এ ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য:

বিশ্ববাজারে ২০১৬ সালের জানুয়ারী মাসে রিলিজ করা এ ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে উন্নত ক্যামেরা প্রযুক্তি আর নিরবিচ্ছিন্ন পারফরম্যান্স। ফোনটির প্রাইমারী ক্যামেরা ১৩ মেগাপিক্সেল আর সেল্ফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৮ মেগাপিক্সেল। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হওয়া নানা ধরণের উন্নত প্রযুক্তি এটিকে অন্যান্য মডেল থেকে অনেকটা আধুনিক ডিভাইস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ গুলোর মধ্যে f/2.0 এ্যপারচার, Beautify 3.0 ফিচার, ডুয়েল এলইডি ফ্ল্যাশ অন্যতম। অক্টা-কোর প্রসেসর দ্বারা পরিচালিত এ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র‌্যাম। ইন্টারনাল মেমোরি রয়েছে ১৬ জিবি, যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া সম্ভব। আর ৫ ইঞ্চি ডিসপ্লে এই ফোনটি পরিচালিত হচ্ছে Android OS, v5.1 (Lollipop) অপারেটিং সিস্টেম দ্বারা। বাজারে এই ফোনের দাম প্রায় ২২ হাজার টাকার মত। এ দামের মধ্যে এত ভাল কনফিগারেশনের হ্যান্ডসেট পাওয়া বেশ দুষ্কর। এ ফোনটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে এ ফোনের ব্র্যান্ড পেইজটি ভিজিট করতে পারেন।

অপেক্ষাকৃত কম দামে ভালো ফোনের ক্ষেত্রে OPPO ব্র্যান্ডটি আমাদের দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এ ব্র্যান্ডের অন্যান্য ফোন সম্পর্কে জানতে OPPO updated price list লিংকটি ভিজিট করতে পারেন। আশা করি পোষ্টটি আপনাদের সকলের ভালো লাগবে। কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.