নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

নাতিশীতোষ্ণ

১৪ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:১৪


আগ্নেয়গিরির দিকে গেলে ত্বক পুড়ে যায়—
কি তীব্র লেলিহান লাভা।
বরফের দিকে সরে গেলে জমে যায় হাত-পা-শরীর,
ফ্রস্টবাইটের দানবের কামড়ে।

তুমি বলেছিলে— “নাতিশীতোষ্ণ অঞ্চলে থেকে যাও,
এখানে বাসযোগ্য ভূমি আছে বিস্তর।”
ময়ূরপঙ্খী জাহাজ থেকে সেই যে নেমে গেলাম,
আমার আর পৃথিবীকে দেখা হলো না।

চেতনার প্রান্তর ছেড়ে দেবদারু গাছের নিচে
অচেতন পৃথিবী প্রতিদিন ডাকে।
তার নকশী আঁচল ধরে বহুদূরে চলে যাব বলে
ফিরে আসি কয়েদখানায়।

পদ্মের অভাবে শুকিয়ে যায় উপসাগরের জল,
তার জলজ প্রাণীরা বিলুপ্তির আগে ডেকেছিল
সান্ধ্যসভায়।
আমি সমতল ছেড়ে সেখানে যেতে পারিনি।

তুমি বলেছিলে, মৃত সাগরের কাছে যেতে নেই।
বহুদূর হেঁটে এসে তেজস্ক্রিয় শহরকে স্বর্গ ভেবে
লুকিয়ে ছিলাম—
আয়েশী কম্বলে।
এভাবেই পৃথিবীর শেষ সজীব প্রাণীর সঙ্গে
আর দেখা হলো না।

অধিক ঘুমালে ধীর হয়ে যায় নাকি আহ্নিক গতি,
পৃথিবী ঝিমায় শুধু দুপুরের কুমড়োর মতো।
যদি বেশি জাগি, তীব্র গতিতে পৃথিবী উন্মাদ হয়,
মদমত্ত হাতির মতো বেসামাল তড়পায়।

তুমি বলেছিলে, নিয়ন্ত্রণে রাখো হাতির পায়ে শিকল—
নাহলে ডিমের খোসার মতো ভেঙে যাবে
সত্তার প্রকৃতি।
আমি তাকে শিকলে বেঁধেছি,
ঘুমে কিংবা জাগরণে নিখুঁত হিসাব রেখেছি।
কখন যে পোষা হাতি ফসিল হয়েছে, বুঝতে পারিনি।
আমার আর জীবিত প্রাণী পোষা হলো না।





মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৭

বিপ্লব০০৭ বলেছেন: নাতিশীতোঞ্চ অঞ্চলই মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে উপযুক্ত জায়গা।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪

শ্রাবণধারা বলেছেন: দুঃখিত, মন্তব্যটি ভুলে এখানে চলে এসেছে। দয়া করে মুছে দিন।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৭

ক্লোন রাফা বলেছেন: যদি যা মনে আসে তা লিখলে , এমন কবিতা হয়। তাহলে আরো বেশি মনে আসা চলতে থাকুক ‼️
কবিতা ভালো লাগলো, ধন্যবাদ॥

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪১

সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো লাগলো

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.