নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রথো রাফি লেখালেখি গাণ্ডীব, অনিন্দ্য, শিড়দাঁড়া এবং দ্রষ্টব্যেই । মূলত কবিতা অন্তঃপ্রাণ তবে গদ্যও লিখেছি কিছু। অনুবাদেও আগ্রহ আছে। বই এখনো নাই। জন্ম: দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বসবাস ঢাকায়। প্রকাশনা সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ফ্রিল্যান্স কাজ করছি। [email protected]
জানি না ভালোবাসা কী
তবে মনে হয়
তা তেমন একটা কিছু হতে পারে:
যখন সে
বাইরে থেকে ঘরে এলা
আর গর্ব করে আমাকে বললো: ‘আমি
একটা পাইন্যা ইন্দুর দেখেছি।’
তখন আমি একথাগুলো মনে করেছিলাম
যখন আমি রাতে জেগে উঠলাম
এবং পর দিনের কাজের মাঝে
আর আমি অপেক্ষায় রইলাম
তার মুখে আরেকবার কথাগুলো শুনতে
আর আশা করলাম
কথাগুলোর বলার সময়ে
যেমন দেখিয়েছিলো তাকে
তেমনি দেখাক
ভাবলাম তাই হয়তো ভালবাসা
কিংবা তেমনি একটা কিছু
©somewhere in net ltd.