| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় অপ্রিয়,
তোকে নিয়েই ভাবতে শুরু করেছি....
কাজল চোখের লোকুচুরী ইশারার অর্থ বোঝতে শিখছি।
হ্যামিলিনের বাঁশি ওয়ালা হয়েছি,তোর চোখের ভাষা শিখতে পেরে! তোমার মনে আছে কিছুদিন আগে চোখের ভাষা শিখাবে বলে ভান...
রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের
রমনী কল্যাণীর প্রেমে পড়েছি!
.
সপ্ততল আকাশের নিছে
নিজেকে আজকাল প্রেমপিয়াষু রবীন্দ্রণাথ
মনে হয়,
আর,অনমনা নামের অন্নপূর্নাকে
স্বয়ংবরা কল্যাণী মনে হয়।
আমার ও ইচ্ছা করে,অনুপমের মত
মেয়েটিকে পাশে নিয়ে চলন্ত রেলগাড়ির
অবিরাম ধাতব ধ্বনি শুনতে।
বসন্তে\'র দিনে চলন্ত...
অপরাধীদের কোন পরিচয় নেই।
ওদের একটাই পরিচয়
তা হল "ওরা অপরাধী"
.
আমি-ই-সাদমান....
.
মানুষের মানবতা মনুসত্য
মানুষের বিবেক
আজ কোথায়....
.
শিশু রাজনকে সামান্য চুরির দায়ে
বেধে হত্যা করা....
এটা কি মানুষের কাজ।
কি হলে এরকম মানবতাবোদহীন কর্ম করা যায়।
.
আমরা স্বাধীন...
আমি-ই-সাদমান...
:
আজকাল প্রায়ই
বিকেল হওয়ার আগে বিকেলের আলো নিভে
যায়।
আজকাল প্রায়ই
সময় হওয়ার ঢের আগে-ভাগে এসে যায়
ঘুমোবার রাত।
আকাশের এত কাছে শুয়ে থাকি, তবুও আকাশ
গায়ে জড়ানোর সরু আঁচলের খুঁটটুকুকেও
খুলে নিতে মুখ গোমড়ায়।
নক্ষত্রের আলো লেগে পাছে,
বত্তিচেল্লী...
আমি-ই-সাদমান...
:
আজকাল প্রায়ই
বিকেল হওয়ার আগে বিকেলের আলো নিভে
যায়।
আজকাল প্রায়ই
সময় হওয়ার ঢের আগে-ভাগে এসে যায়
ঘুমোবার রাত।
আকাশের এত কাছে শুয়ে থাকি, তবুও আকাশ
গায়ে জড়ানোর সরু আঁচলের খুঁটটুকুকেও
খুলে নিতে মুখ গোমড়ায়।
নক্ষত্রের আলো লেগে পাছে,
বত্তিচেল্লী...
©somewhere in net ltd.