নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে হতে চাই আমার বাবার মত, তার মতবাবা হয়ত অনেক আছেন কিন্তু তার মত এতভাল মানুষ আমি কখন দেখিনি।হয়ত তার মত কখনো হতে পারব না কারনতার মত হতে হলে অনেক নিঃস্বার্থ হতেহবে, হতে হবে অনেক বড় মনের অধিকারীযেমন টা হওয়া কঠিন,তবুও চেস্টা তো করাযায়।&quoজীবনে হতে চাই

ব্লগার সাদমান জে

ব্লগার সাদমান জে › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্র হয়ে উঠা!

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৫

রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের
রমনী কল্যাণীর প্রেমে পড়েছি!
.
সপ্ততল আকাশের নিছে
নিজেকে আজকাল প্রেমপিয়াষু রবীন্দ্রণাথ
মনে হয়,
আর,অনমনা নামের অন্নপূর্নাকে
স্বয়ংবরা কল্যাণী মনে হয়।
আমার ও ইচ্ছা করে,অনুপমের মত
মেয়েটিকে পাশে নিয়ে চলন্ত রেলগাড়ির
অবিরাম ধাতব ধ্বনি শুনতে।
বসন্তে'র দিনে চলন্ত ট্রেনে কোন ডানা বিহিন পরীর চানা-মুঠ খাওয়া দেখতে!
কিন্তুু না!
তা কখনো হয়ে উঠে না,আর আমারো রবীন্দ্রণাথ হয়ে উঠা হয় না!....।
.
। রবীন্দ্র হয়ে উঠা।
।সাদমান জাহিদ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

Safin বলেছেন: অনুপম তাঁর কন্ঠে প্রেমে পড়েছিল . . আপনি তো আর কন্ঠ শোনেননি!

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০

ব্লগার সাদমান জে বলেছেন: রবীন্দ্রণাথের অপরিচিতা গল্পটি আমার খুব বেশী ভাল লেগেছে,তাই একটু লিখার ব্যার্থ চেষ্টা"!

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রবীন্দ্র হলে মন্দ হবে না। বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.