নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনে হতে চাই আমার বাবার মত, তার মতবাবা হয়ত অনেক আছেন কিন্তু তার মত এতভাল মানুষ আমি কখন দেখিনি।হয়ত তার মত কখনো হতে পারব না কারনতার মত হতে হলে অনেক নিঃস্বার্থ হতেহবে, হতে হবে অনেক বড় মনের অধিকারীযেমন টা হওয়া কঠিন,তবুও চেস্টা তো করাযায়।&quoজীবনে হতে চাই

ব্লগার সাদমান জে

ব্লগার সাদমান জে › বিস্তারিত পোস্টঃ

বিকেল হওয়ার আগে

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫০

আমি-ই-সাদমান...
:
আজকাল প্রায়ই
বিকেল হওয়ার আগে বিকেলের আলো নিভে
যায়।
আজকাল প্রায়ই
সময় হওয়ার ঢের আগে-ভাগে এসে যায়
ঘুমোবার রাত।
আকাশের এত কাছে শুয়ে থাকি, তবুও আকাশ
গায়ে জড়ানোর সরু আঁচলের খুঁটটুকুকেও
খুলে নিতে মুখ গোমড়ায়।
নক্ষত্রের আলো লেগে পাছে,
বত্তিচেল্লী যে-রকম আলোর প্রতিভা দিয়ে
নিজের নায়িকা গড়েছেন
আমার সর্বাঙ্গ সেই চিরন্তন আলো পেয়ে
যায়,
জ্যোস্নাকে নিভিয়ে দেয়, নিভবার সময়ের
আগে।
আমারই যে ভুল।
মনের সমস্ত কথা খুলে বলেছি এদের।
তুমি আজ কি বলেছ
তুমি কাল কি কি বলেছিলে
তোমার চোখের অভ্রখানি থেকে ঠিকরোয়
কি রকম উল্কার ঝলক
তোমার চিঠির ভাঁজে ভাঁজে পা গুটিয়ে শুয়ে
থাকে কোন খরস্রোত
সমস্ত বলেছি।
এমন কি তোমার আঙুল
শরীরের ঘাটে ঘাটে তানপুরার জলধ্বনি
কিভাবে বাজায়।
আজকাল তাই
পাট-ভাঙা শাড়ি পরে লিপষ্টিক ঠোঁটে
ছোঁয়ালেই
আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে।
তোমার চিঠির খাম খুললেই সূর্য ডুব যায়।undefined

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যা বলার না হয় পরে বলব, এখন থাক।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.