নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একটা ছেলে,,মনে প্রাণে দেশকে ও দেশের মানুষকে ভালবাসি এবং অামি অামি মনে প্রাণে অামার ইসলাম ধর্মকে ভালবাসি। কারো ধর্মে অাঘাত করা ঘৃণা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব ও তার তার!

এসকে ফিরোজ

ভালবাসি সত্য

এসকে ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

শুধু তোমার জন্য
এস এফ হাসান

জানো,তোমার জন্য সবটুকু সময় রেখেছি,
দেখ তুমি,শুধুই তোমার জন্য।
অাঁধারেরর করাল গ্রাস থেকে তুলেছি প্রেম,
প্রভাতের কাছে বিলিয়ে দিয়েিছ সুখ।
রাঙ্গা হাতে মেহেদী পাতার রং,
বুকের পাঁজর চিড়ে লিখছি নাম।
ছলছল চোখের কোণে স্বপ্ন বুনেছি,
দু'হাতে তুলেছি ফুল,হাস্না-হেনারসুভাষী রাত।
কোকিলের গানে মুখরিত বসন্তের ভ্রমর,
জোসনা রাতের পূর্ণিমার চাঁদ,
শরতের কাঁশ ফুল,সাদা মেঘ,
সোনালী অাকাশ,গোধুলী বিকেল,
নবান্নের অায়োজন,
সবুজের মাঠ,সোনালী ফসল,
সমুদ্রের কলতান অরো কতো কি!
সাগর সমান দু'চোখ ভরা স্বাধ,
বেঁচে থাকার অাশ্, শ্বাস প্র:শ্বাস,
হৃদয় স্পন্দনসহ সব,শুধু তোমার জন্য।
একবার বল বন্ধু হৃদয় থেকে বল।
দেখবে পৃথিবী কতো সুন্দর, কতোটা রঙ্গীন।

সমাপ্ত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.