| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় ইচ্ছে আমার
এস এফ হাসান
বড় ইচ্ছে ছিল অামার,
হৃদয় অতল গহীনে যাবো,
স্পর্শ করবো,সেথায় কি অাছে?
খুটিয়ে দেখতাম,নাড়িয়ে তা,
কি খেলা করে যায়?
কতোটুকু জল টলমল,
তার পরতে কি লেখায়?
ইচ্ছে মতো সাঁজিয়ে নিতাম,
সুখের নাউ ভাসিয়ে,
দখল করতাম,
যতোটুকু...
তোমার খোঁজে,
এস এফ হাসান
চেরির অপরুপ নয়নাভিরাম,
হৃদয়স্পর্শী সৌন্দর্য ম্লান তোমার কাছে।
স্বপ্নময় স্বপ্নিল পৃথিবী মোর,তুমি রাজ কুমারী।
লাল পেড়ে শাড়িতে নয়,রাঙ্গাবো তোমায়,
হৃদয় রাজ্যের সবটুকু রংধনু তে।
হে ফাউজ, সুকেশিনী মোর ললনা,
...
লিপিকা তোমার জন্য
এস এফ হাসান
ছোট্ট একখানা,
লিখছি লিপাকা,করোনা তুমি মানা।
করলে হৃদয়, মেঘে ঢেকে যায়।
অম্বরি অাসার পন্থ পেয়ে যায়,
মনটা তোমার জন্য পাগলপারা,
হে সুনয়না সুস্বাগতমা।
লিপিকার সুচনায় তোমাকে জানাই।
পৃথিবীর সকল নারী অপেক্ষা,
অধিক সুশোভিতা,প্রাণ প্রেয়সী...
তুমি সুন্দর
এস এফ হাসান
তুমি সুন্দর,
সহস্রাব্দের শ্বাশত ফুল,
অনন্ত অসীম করুনাময়ের,
করুনার দান অফুরন্ত,
প্রোজ্জ্বলিত অালোক রশ্মি।
তুিম মানবী মনোহরিনী,
ফুল পরীরাও,তোমার থেকে,
...
©somewhere in net ltd.