নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একটা ছেলে,,মনে প্রাণে দেশকে ও দেশের মানুষকে ভালবাসি এবং অামি অামি মনে প্রাণে অামার ইসলাম ধর্মকে ভালবাসি। কারো ধর্মে অাঘাত করা ঘৃণা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব ও তার তার!

এসকে ফিরোজ

ভালবাসি সত্য

সকল পোস্টঃ

Kobita

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

বড় ইচ্ছে আমার
এস এফ হাসান

বড় ইচ্ছে ছিল অামার,
হৃদয় অতল গহীনে যাবো,
স্পর্শ করবো,সেথায় কি অাছে?
খুটিয়ে দেখতাম,নাড়িয়ে তা,
কি খেলা করে যায়?
কতোটুকু জল টলমল,
তার পরতে কি লেখায়?
ইচ্ছে মতো সাঁজিয়ে নিতাম,
সুখের নাউ ভাসিয়ে,
দখল করতাম,
যতোটুকু...

মন্তব্য১ টি রেটিং+০

Kobita

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

তোমার খোঁজে,
এস এফ হাসান

চেরির অপরুপ নয়নাভিরাম,
হৃদয়স্পর্শী সৌন্দর্য ম্লান তোমার কাছে।
স্বপ্নময় স্বপ্নিল পৃথিবী মোর,তুমি রাজ কুমারী।
লাল পেড়ে শাড়িতে নয়,রাঙ্গাবো তোমায়,
হৃদয় রাজ্যের সবটুকু রংধনু তে।
হে ফাউজ, সুকেশিনী মোর ললনা,
...

মন্তব্য১ টি রেটিং+০

kobita

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

লিপিকা তোমার জন্য
এস এফ হাসান

ছোট্ট একখানা,
লিখছি লিপাকা,করোনা তুমি মানা।
করলে হৃদয়, মেঘে ঢেকে যায়।
অম্বরি অাসার পন্থ পেয়ে যায়,
মনটা তোমার জন্য পাগলপারা,
হে সুনয়না সুস্বাগতমা।

লিপিকার সুচনায় তোমাকে জানাই।
পৃথিবীর সকল নারী অপেক্ষা,
অধিক সুশোভিতা,প্রাণ প্রেয়সী...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

তুমি সুন্দর
এস এফ হাসান

তুমি সুন্দর,
সহস্রাব্দের শ্বাশত ফুল,
অনন্ত অসীম করুনাময়ের,
করুনার দান অফুরন্ত,
প্রোজ্জ্বলিত অালোক রশ্মি।

তুিম মানবী মনোহরিনী,
ফুল পরীরাও,তোমার থেকে,
...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫১

শুধু তোমার জন্য
এস এফ হাসান

জানো,তোমার জন্য সবটুকু সময় রেখেছি,
দেখ তুমি,শুধুই তোমার জন্য।
অাঁধারেরর করাল গ্রাস থেকে তুলেছি প্রেম,
প্রভাতের কাছে বিলিয়ে দিয়েিছ সুখ।
রাঙ্গা হাতে মেহেদী পাতার রং,
বুকের পাঁজর চিড়ে লিখছি নাম।
ছলছল চোখের...

মন্তব্য০ টি রেটিং+০

কবিতা

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

তুমি অাসবে বলে
এস এফ হাসান

অাসবে বলে মন, চেয়ে অাছে পথ,
অপলক পূৃৃথিবী খোঁজে বন্ধু তোমারে,
সময় গাড়ি চলে অনাবিল অনাবিল
দেিখ,
ঘুমুর বেঅধে গুটি-গুটি পায়।
কতো অাশে অাজ নাচে অভিপ্রায়,
স্বপ্ন-পুরীর স্বর্গ মোহন মেলা,
অালো অাধারীর রং...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.