নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একটা ছেলে,,মনে প্রাণে দেশকে ও দেশের মানুষকে ভালবাসি এবং অামি অামি মনে প্রাণে অামার ইসলাম ধর্মকে ভালবাসি। কারো ধর্মে অাঘাত করা ঘৃণা করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব ও তার তার!

এসকে ফিরোজ

ভালবাসি সত্য

এসকে ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

Kobita

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

তোমার খোঁজে,
এস এফ হাসান

চেরির অপরুপ নয়নাভিরাম,
হৃদয়স্পর্শী সৌন্দর্য ম্লান তোমার কাছে।
স্বপ্নময় স্বপ্নিল পৃথিবী মোর,তুমি রাজ কুমারী।
লাল পেড়ে শাড়িতে নয়,রাঙ্গাবো তোমায়,
হৃদয় রাজ্যের সবটুকু রংধনু তে।
হে ফাউজ, সুকেশিনী মোর ললনা,
এক পলকে ঝলসে গেছে নয়ন,
অার কিছু দেখবে কি করে?
চক্ষুসমুদ্রে অাব শুধু তোর,
মায়াবী মুখের হাসির জোয়ার ভাসে।
মন গহীনে সুখের প্রদীপ মিটির মিটির,
হৃদয় সাজাই সায়র সম অাশে।
এ শরীরের সকল দ্বার রক্ত স্পন্দনগুলো,
এক নিমেষেই থমকে দাঁড়ায়,
তোমায় চেয়ে দেখতে নয়ন ভরে।
থরে থরে সাজানো, স্বপ্নগুলো জাগে।
হেকে উঠে সুখ- স্বপ্নিল, প্রেম বানে।
ক্ষুধার্ত চোখ অাগ্রাসী মুখে।
শেতকণিকা, লোহিত কণিকাগুলো,
খুঁজছি না তবুও,চোখ -মুখ-পা দু'টো চলে।
তোমার চলার পথটা অনুসারন করেতে।
মায়াবী মুখ,চেরি সদৃশ,সুখ প্রতিমা তুই,
হৃদয় অবিরাম খুঁজে খুঁজে মরে তোরে!

সমাপ্ত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

এসকে ফিরোজ বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.