| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় ইচ্ছে আমার
এস এফ হাসান
বড় ইচ্ছে ছিল অামার,
হৃদয় অতল গহীনে যাবো,
স্পর্শ করবো,সেথায় কি অাছে?
খুটিয়ে দেখতাম,নাড়িয়ে তা,
কি খেলা করে যায়?
কতোটুকু জল টলমল,
তার পরতে কি লেখায়?
ইচ্ছে মতো সাঁজিয়ে নিতাম,
সুখের নাউ ভাসিয়ে,
দখল করতাম,
যতোটুকু মন চাই।
রাজত্বকাল থাকতো অামার,
শুধু রাজা অামি।
অন্তবিহীন সুখ ভাসতো,
দু:খ অাসতো না।
তুমি সেথায় রাজরাণী,
পরতে পরতে সুখ খেলতো,
অাপন মহিমায়,
অভিলাষ শুধু একলা সাথে।
বড় ইচ্ছে ছিল, ডুবো অামি,
তোমার হৃদয় সাগর অথৈ জলে,
সেথায় অাকাশ জুড়ে রঙ্গীন মেঘেরা,
জমিন পুষ্পশয্যা,
শিয়রে অাছে সোনার কাঠি,
পৈথােন রোপা।
অাসবে কবে জীবন জুড়ে?
কতো কাল অার একা একা,
করবো তোমার অপেক্ষা।
বড় ইচ্ছে ছিল অামার,
ডুব তোমার বুকের মাঝে।
তলিয়ে দেখবো, কোথায় অাছে মনটা?
সমাপিত
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮
এসকে ফিরোজ বলেছেন: thanks for all