নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তাশীল মানুষ হওয়ার চেষ্টায় আছি

সাড়ে চুয়াত্তর

আমার লেখার মাঝে আমার পরিচয় পাবেন

সাড়ে চুয়াত্তর › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের চোখে মাস্ক পরা ছেলেরা বেশী আকর্ষণীয়

২৪ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪


ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ পরিচালিত একটা সমীক্ষায় দেখা গেছে যে মেয়েরা মাস্কহীন পুরুষের চেয়ে মাস্ক পরিহিত পুরুষদের দ্বারা বেশী আকৃষ্ট হয়। যে সব ছেলেদের চেহারা আমার মত ব্যাকা ত্যাড়া তাদের জন্য এটা একটা বিশাল সুখবর। কাজেই করোনা চলে গেলেও প্রেমিক পুরুষদের উচিত হবে সর্বদা মাস্ক পরে থাকা। মাস্কের সাথে প্রেম ভালোবাসার এই সম্পর্ক আসলে একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে।

এই সমীক্ষায় ৪০ জন পুরুষকে বেছে নেয়া হয়েছে যাদের মধ্যে কারও কারও চেহারা আকর্ষণীয় আবার কারও কারও চেহারা কম আকর্ষণীয়। আবার অনেকের চেহারা মধ্যম মানের। প্রত্যেক পুরুষের চার রকমের ছবি তোলা হয়েছে, কাপড়ের মাস্ক পড়া অবস্থায়, সারজিকাল মাস্ক পরা অবস্থায়, বই দিয়ে চেহারা ঢাকা অবস্থায় এবং মাস্কহীন অবস্থায়। ৪৩ জন মাস্ক পরিহিত নারীকে এই ৪০ জন পুরুষের ৪ রকমের ফটো দেখানো হয়েছে।

সমীক্ষায় দেখা গেছে সারজিকাল মাস্ক পরিহিত ছবিগুলিকে অধিকাংশ মেয়ে সবচেয়ে বেশী আকর্ষণীয় বলে চিহ্নিত করেছে। এছাড়া মাস্কহীন ফটোর চেয়ে কাপড়ের মাস্ক পরা ফটোগুলিকে অধিকাংশ মেয়ে বেশী আকর্ষণীয় বলেছে। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে এই সমীক্ষা চালানো হয়।

এই সমীক্ষার উদ্দেশ্য ছিল করোনা ভাইরাস মাস্ক সম্পর্কে মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গিতে নেতিবাচক কোন প্রভাব ফেলেছে কি না সেটা দেখা। এই সমীক্ষা প্রমাণ করছে যে করোনা মহামারী আমাদের মনস্তত্ত্বে পরিবর্তন ঘটিয়েছে। এখন মাস্ক পরা মানুষ দেখলেই আমাদের মনে রোগের কথা মনে আসে না এবং ঐ ব্যক্তিকে আমরা এড়িয়ে চলি না।

ইংল্যান্ডের অনেক বড় এই বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা ভুল হতে পারে না। তাই তরুণ ভাইদের প্রতি আমার পরামর্শ তারা যেন তাদের প্রেয়সীর সাথে মোলাকাতের সময় মাস্ক পড়ে থাকে। খুললেই অনেক কিছু হারানোর সম্ভবনা আছে।

ছবি ও সুত্র - banglanews24.com/lifestyle/news/bd/907537.details
istockphoto.com/photos/gorilla-mask

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬

জোভান আহমেদ বলেছেন: তাহলে মাস্ক পড়াতো একধরনের প্রতারণার শামিল ।

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাহলে তো মেয়েদের সাজগোজও প্রতারনা। :)

২| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেদিন পত্রিকায় এই রকম প্রতিবেদন দেখে টাস্কি খেলাম।

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মনে হয় মাস্ক প্রস্তুতকারী কোন প্রতিষ্ঠান এই গবেষণার অর্থ জোগান দিয়েছে। :)

৩| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

দেয়ালিকা বিপাশা বলেছেন: হাহাহা!!!! দারুন সমীক্ষা!!!

আকর্ষণীয়তার এমন সূক্ষ্ম বিবেচনা মাথাতেই আসেনি। ইংল্যান্ডের অনেক বড় এই বিশ্ববিদ্যালয় সমীক্ষা ভুল হতে পারেনা। তাই তরুণ ভাইদের প্রতি আমার পরামর্শ তারা যেন তাদের প্রেয়সির সাথে মোলাকাত এর সময় মাস্ক পড়ে থাকে। খুললেই অনেক কিছু হারানোর সম্ভাবনা আছে। বাহ!! দারুন পরামর্শ দিয়েছেন!!!! :)

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি পরামর্শ জায়গা মত কাজে লাগাবেন এই কামনা করছি। :)

৪| ২৪ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: এই রকমের একটা বিপদে আমিও পরেছিলাম।

মাস দুইয়েক আগে ৭০+ কলিগের একটা টিম নিয়ে একটা রেস্টুরেন্টে পাটিতে গিয়েছি। এখন যখন সবাইকে ড্রিংসের কুপন বিতরন করছি তখন নতুন যোগ দেওয়া মেয়েদের দেখে আমি নিজেই ভ্যাবাচ্যেকা খেয়ে গিয়েছি।

একে তো সবাই ডিউটিতে ইউনির্ফম পরে এবং সাথে থাকে মাস্ক। ঐ খানে সবাই পার্টির জন্য সেজেগুজে বুলবুলি হয়ে এসেছে, মাস্ক নাই মুখে... তাই আমি ৪/৫ জনকে চিনতেই পারছিলাম না, মনে হচ্ছিলো এরা কি আমাদের টিমের নাকি বাইরের অন্য অতিথি =p~

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা তো সাজগোজ করবেই। মেয়েদের চেহারাকে ক্যানভাস বানিয়ে অনেকে এটার উপর আটা, ময়দা, সুজি ইত্যাদি দিয়ে শিল্পকর্ম তৈরি করে থাকে। তাই হয়ত আপনি ভ্যাবাচ্যাকা খেয়েছেন। :) ভালো থাকবেন।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০০

ইসিয়াক বলেছেন: এ কথা সত্যি কাউকে কাউকে মাস্কে আরও আকর্ষণীয় লাগে। সেক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ই হতে পারে।

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাস্কের মধ্যে একটা রহস্য রহস্য ভাব তৈরি হয়। ফলে অনেককে হয়ত ভালো লাগে দেখতে।

ভালো থাকবেন। আপনার একটা পর্ব কিন্তু চলা শুরু করেছে।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর কত কিছু নিয়া পরীক্ষা চালাবে কেডা জানে

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এরপর বলবে যে ছেলেরা ভ্যাক্সিন নিলে আরও সুন্দর দেখায়।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

জুল ভার্ন বলেছেন: করোনার শুরু থেকেই আমি মাস্ক পরায় অভ্যস্ত- কিন্তু কোনো পরিচিত, অপরিচিত দূরে থাক, আমার স্ত্রীও বললো না- তোমাকে খুব আকর্ষণীয় লাগছে! :((

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা অনেক কথা মুখে বলে না। বুঝে নিতে হয়। :) মেয়েদের মনের কথা কিভাবে বুঝবেন এটা জানার জন্য ভাবিকে জিজ্ঞেস করতে পারেন। উনি আপনাকে গাইড করতে পারবেন। :)

৮| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাস্ক পড়া সত্যিই ভাল , আমি নিজেও পরে নিরাপদ বোধ করি । এখন আর মেয়েরা আমার দিকে তাকায় ই না ।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাস্ক পরা সত্যিই ভাল , আমি নিজেও মাস্ক পরে নিরাপদ বোধ করি । এখন আর মেয়েরা আমার দিকে তাকায় না :) :)

২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মেয়েরা তাকায় না ঠিক আছে কিন্তু আপনিও কিন্তু তাদের দিকে তাকাবেন না। :)

১০| ২৪ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো একটা উপভোগ্যময় সমীক্ষার কথা তুলে ধরেছেন সাচু ভাই। আপনার মতো ব্যাকা ত্যাড়াদের দলে আমিও একজন। তাহলে এই বুড়ো বয়সে দারুণ সুখবর দেখছি সাচু ভাই। :)

২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: জি, আপনার আর আমার জন্য ভালো খবর। তবে ভাবির সামনে মাস্ক পড়ে থাকলে ভাববে আপনি অন্য কোন মেয়েকে পটানোর জন্য মাস্ক পড়েছেন। :)

মাস্ক ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু মেয়েরা মাস্ক পড়ে থাকলে তাদের সাজগোজটাই বৃথা।

আমার ধারণা সারা পৃথিবীতে করোনার কারণে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়েদের মেকআপ সামগ্রীর ব্যবসা। শীঘ্রই এই বিষয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে। :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: এরা কত কিছু নিয়ে গবেষণা করে; আর আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গবেষণার বিষয়ই খুঁজে পায় না!

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে ছাত্র- ছাত্রীদের দোষ না। এই দেশে অনেক মেধাবী ছেলেমেয়ে আছে কিন্তু গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলির বাজেট অতি নগণ্য। এই ছেলেমেয়েগুলি বিদেশে গেলে ভালো করে। আমাদের দেশ গবেষণা ব্যয়ে পৃথিবীর মধ্যে একটা অন্যতম পশ্চাৎপদ দেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের ২ বছরের বাজেটের সমান অর্থ গবেষণায় ব্যয় করে প্রতি বছর।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ক থেকে ভালো কিছু হলে ক ই ভালো ;) ;) :((

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাস্ক পড়ার এত উপকারিতা জানলে পুরুষরা করোনার আগে থেকেই মাস্ক পড়তো। :)

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে ব্যবসায়ীরা কিছু টাকা রোজগার করুক মাক্স বিক্রি করে :D

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই খবরটা মনে হয় বাংলাদেশের মাস্ক ব্যবসায়ীদের কাছে এখনও পৌছায় নাই। নইলে মাস্কের দাম হতো আকাশচুম্বী। :)

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:১৩

গরল বলেছেন: বাস্তব সত্য কথা, আমি মাস্ক পড়া থাকলে অনেক টিনেজার মেয়েও ভাইয়া বলে সম্বোধন করে আর মাস্ক ছাড়া আংকেল বলে। ঠিক একই কারণে অনেক মেয়েই যারা দেখতে অতটা সুন্দরী না কিন্তু হিজাব পড়লে অনেক আকর্ষণিয় লাগে।

২৫ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আর আমাকে মাস্ক ছাড়া নানা বলে আর মাস্ক পড়লে মামা বলে। ভাই কেউ বলে না। :)

ব্লগে শুধু শায়মা আপু ভাইয়া বলে। :) উনিও মনে হয় টিনএজার

হিজাব পড়লে মেয়েদের সুন্দর দেখায়, কথাটা সত্য।


১৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

শায়মা বলেছেন:

লেখক বলেছেন: মেয়েরা তো সাজগোজ করবেই। মেয়েদের চেহারাকে ক্যানভাস বানিয়ে অনেকে এটার উপর আটা, ময়দা, সুজি ইত্যাদি দিয়ে শিল্পকর্ম তৈরি করে থাকে। তাই হয়ত আপনি ভ্যাবাচ্যাকা খেয়েছেন। :) ভালো থাকবেন।



ঐ ভাইয়া সব দেখতেসি কিন্তু!!!!!!!!!




২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা তো মজা করে বললাম। আপনার ফেইসের ক্যানভাসটাও অনেক সুন্দর। আর আপনি যেভাবে সেজেছিলেন আপনাকে সুন্দর দেখাচ্ছিল। কাজেই রাগ করার কোন কারণ নাই। সবই মজা করার জন্য। মেয়েরা সাজগোজ পছন্দ করবে এটাই স্বাভাবিক। তবে কালকে আপনাকে মিস করেছি।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আর আমাকে মাস্ক ছাড়া নানা বলে আর মাস্ক পড়লে মামা বলে। ভাই কেউ বলে না। :)

ব্লগে শুধু শায়মা আপু ভাইয়া বলে। :) উনিও মনে হয় টিনএজার

হিজাব পড়লে মেয়েদের সুন্দর দেখায়, কথাটা সত্য।


মনে হয় আবার কি!!

আমার বয়স দিন দিন কমে জানোনা!!! :)

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: মনের এরকম তারুণ্য ধরে রাখতে চেষ্টা করবেন সব সময়। আপনার এই হাসিখুশি আচরণ আমার ভালো লাগে। ভালো থাকবেন।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো তো। এখন সবাই মাস্ক পরিধান করলেই হয়। করোনা ওমিক্রনের দিনে ওটা ভীষণ জরুরী । আর মেয়েদের ভাল লাগা উপরি পাওনা । মন্দ কি।

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সেলিম ভাই ছেলেরা না হয় মেয়েদের আকৃষ্ট করতে মাস্ক পড়বে কিন্তু মেয়েদের মাস্ক পড়াতে উৎসাহ দেয়ার জন্য অন্য কোন ফন্দি বের করতে হবে।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩০

শায়মা বলেছেন: কেনো কেনো মিস করেছো কেনো?

কিন্তু আমি এক্কেবারেই কাইত ছিলাম কালকে। :(

কথাও বলতে পারছিলাম না জ্বরে।

তারপর আমার সাথে কি আর জ্বর পারবে???

সকাল থেকে হয়ে গেলাম :)

২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আজকের সুন্দর মন্তব্যগুলি তো কালকে করতে পারতেন। তাই মিস করেছি। আপনি আমার পোস্টের একজন ভালো সমঝদার। আমি ভেবেছিলাম আপনি মনে হয় বিয়েবাড়ি গিয়ে নাচ-গান করছেন।:)

জ্বর হয়েছিল কিন্তু এখন ভালো। তারমানে জ্বর আর আপনাকে আর ঘাটাবে না। জ্বর হোল বহিঃশত্রুর বিরুদ্ধে শরীরের যুদ্ধ।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: না না বিয়ে বাড়ি শেষ। স্কুল খুলে গেছে।আবার ওমিক্রন ডেল্টা কত্ত কিছু......

নো মোর নাচাগানা........

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক ধন্যবাদ নাচ-গান না করার জন্য। :) ভালো থাকবেন।

২০| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: B:-)
B:-)
B:-)

বুঝলাম নাচা গানা তোমার অপছন্দের কাজ!!!

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার ধারণা ভুল;

আমি গান খুব পছন্দ করি। এক সময় একা একা বাদ্যযন্ত্র বাজানো শিখেছি ( নিজের মত করে, গানের শিক্ষকদের উপযোগী হয় তো না)। এক সময় ভাবতাম আমি গায়ক ছাড়া আর কিছু হব না। এগুলি অনেক অতীতের কথা। তবে এখনও নিয়মিত গান শুনি।

ভারতীয় ক্লাসিক্যাল নাচ দেখতে ভালো লাগে। ওয়েস্টার্ন বল রুম ডান্স ভালো লাগে দেখতে। এখনও মাঝে মাঝে দেখি। স্কুলে যখন সিক্সে পড়ি তখন ক্লাস ফোরের একটা মেয়ের সাথে সিন্দেরেলা 'Lavender's blue, dilly, dilly, Lavender's green' নাচটা নেচেছিলাম স্টেজে। :)

২১| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

শায়মা বলেছেন: ভাইয়া মেমোরী থেকে মনে করে সেই নাচটা এবার নেচে দেখাও আমাদেরকে। :)

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই নাচের জন্য একটা মেয়ে দরকার আছে। বউকে বলতে সাহস পাচ্ছি না। :)

আমি আমার পার্টনার মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেও। কিন্তু বয়স কম থাকাতে কেউ সরাসরি মুখ ফুটে বলতে পারতাম না। আসলে ভালো করে বুঝতামও না। প্রায় এক বছর চোখে চোখে প্রেম করেছি। আমি ওদের বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতাম।:) আমরা এক স্কুল বাসে যাতায়াত করতাম। সে আমাকে তার টিফিন সাধত।

তবে নাচের স্টাইলটা আমার এখনও খেয়াল আছে। আমাদের একজন খুব ভালো ইংরেজির মাদাম ছিলেন। উনি এই নাচের প্রশিক্ষক ছিলেন।

২২| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: হু একটু ঠিকঠাক মনে হয়।

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: অকপটে সত্যি কথা বলার জন্য অনেক ধন্যবাদ। মাস্ক ছাড়া কি মনে হয় আল্লাহতালা জানেন। :)

ব্লগে এরকম একটা জরীপ করলে এই ব্যাপারে বাঙালি মেয়েদের মনোভাব বোঝা যেত।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:০০

শায়মা বলেছেন: ভাইয়া ভাবীর নাম্বারটা একটু দাও তো।

আমি না আর কিচ্ছু বলবো না শুধু ভাবীকে একটু তোমার নাচের পার্টনার হতে বলবো শুধু। সত্যিঈ :)

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে আপনার ভাবি ব্যাপারটা জানে এবং ঐ গল্প শুনে মজা পায়। এই ব্যাপারে সে অনেক উদার।

এখন তাকে বলতে ভয় পাচ্ছি কারণ সে বলবে যে বুড়ো বয়সে আমার ভীমরতি ধরেছে।:) তবে স্বামী-স্ত্রী নাচানাচি করা খারাপ না যদি ঘরের মেঝে শক্ত হয়। :)

২৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: করোনার আসার পর থেকে আমি একদিনও মাস্ক ছাড়া বাইরে বের হই নি ।
এখন কি আমার পেছনে লাইণ লাগবে ? :D

২৬ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পিছনে তো শুনেছি আগে থেকেই লাইন লাগায় মেয়েরা। তাই আপনি মাস্ক পড়লে লাইন আরও লম্বা হতে পারে।:)

আপনার গল্পের নায়কদের সব সময় মাস্ক পরাবেন। তাহলে নায়িকারা আকৃষ্ট হবে বেশী। :)

২৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৪৮

জটিল ভাই বলেছেন:
নাই কাজে খই ভাজা! থুক্কু গবেষণা!

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গবেষণার টাকা মনে হয় মাস্ক প্রস্তুতকারী কোন কোম্পানির দেয়া। যেন মাস্ক বিক্রি বাড়ে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬

জুন বলেছেন: সেদিন এক কসমেটিকস এর দোকানে দেখলাম আই লাইনার, আই শ্যাডোর চেয়ে লিপস্টিক অর্ধেকেরও কম দাম লিখে রাখছে :(
এই সবই মাস্কের অবদান B-)
তবে কোভিড আমাদের হাত ধোয়া, মাস্ক পরার অভ্যাস সৃষ্টি করেছে।

৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মাস্কের কারনে লিপস্টিকের ও অন্যান্য কালার কসমেটিক্সের চাহিদা কমেছে। কিন্তু হেয়ার কেয়ার, হাইজিন, স্কিন কেয়ার ইত্যাদির চাহিদা বেড়েছে।

ঢাকা শহর কয়েকদিন পরপরই বায়ু দূষণে বিশ্বের ১ নম্বর শহর হয়। তাই ঢাকাবাসীর করোনা ছাড়াও ১২ মাস মাস্ক ব্যবহার করা উচিত।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২৭| ১৮ ই মার্চ, ২০২২ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:




পোষ্ট প্রোফাইলে যাকে দেখছি, তাহলে এটাই আমাদের সাচু ?
ব্ল্যাক এন্ড হোয়াইটে কিন্তু দারুণ মানিয়েছে !!!
নাইস টু মিট ইউ সাচু :)



১৮ ই মার্চ, ২০২২ রাত ৯:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডলের সেন্স অব হিউমার অনেক উঁচু মানের। উপরের কোন মন্তব্যকারী এমন মজার মন্তব্য করেনি। :)

আমি আশা করছিলাম কেউ একজন ছবিটা নিয়ে মন্তব্য করবে। কিন্তু কেউই করেনি মিরোরডল ছাড়া। :)
এই পোস্টে ছবিটার মধ্যেও একটা হিউমার আছে। মিরোরডল সেটা বুঝতে পেরে কাজে লাগিয়েছে।

২৮| ২০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: এসব বিষয়ে গবেষণাগুলো সাধারণতঃ বাণিজ্যিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে। যাহোক, বিষয়টি যেমন তেমন হোক, আপনার লেখা কিন্তু সুন্দর এবং রসাত্মক হয়েছে। আর কিছু কিছু প্রতিমন্তব্য তো তার চেয়ে এক ডিগ্রী বেশি!

২৪ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলেই মনে হয় কোন বাণিজ্যিক উদ্দেশ্যে এই জরীপ চালানো হয়েছিল। আর তাছাড়া জরীপে অংশগ্রহণকারীর সংখ্যাও বেশী ছিল না। মজা করার জন্যই মুলত পোস্টটা দেয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। মন্তব্যের জবাব দেরীতে দেয়ার জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.