| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরলপাঠ
সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।
ইরাণে যে রাস্তায় আন্দোলন হচ্ছে, এটি গতানুগতিক আন্দোলন নয়, বরং মরনাস্ত্র হাতে নিয়ে যুদ্ধ। আর এ যুদ্ধে যোগ দিয়েছে ইসরায়েল এবং সিআইএর প্রশিক্ষিত এজেন্টরা। এই এজেন্টদের একটি বড় অংশ আফগান রিফিউজি। সিআইএ এবং মোশাদ এদেরকে অস্ত্র দিয়ে প্রশীক্ষিত করে রাস্তায় নামিয়েছে। ইরানে প্রায় ৩৮ লাখ আফগান রিফিউজি বাস করে, যাদের অনেকরই সামরিক প্রশিক্ষণ আছে। ইরানীরা দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও তারা এবারের এই যুদ্ধের বিরুদ্ধে।
২|
১১ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০৬
সৈয়দ কুতুব বলেছেন: ইরান বানান সঠিক করে লিখেন ।
৩|
১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: অনেক তথ্য আছে আপনার কাছে।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:০১
আলামিন১০৪ বলেছেন: আফগানরা জড়িত? কোথায় পেলেন এ খবর?