| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূচরিতা সেন
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
১৯৯১-৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার স্বামী ডঃ ওয়াজেদ মিয়া। একদিন এক সচিব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার কাছে একটি ফাইল নিয়ে আসেন।
সেখানে ঐ সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করার একটি প্রস্তাব নিয়ে এসেছিলেন। মন্ত্রী মহোদয় বললেন তা কেনো? সচিব তখন নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছিলেন ।
রফিকুল ইসলাম মিয়া বললেন ফাইল টা রেখে আপনি আপনার কাজে যান।
রফিকুল ইসলাম মিয়া তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফোন করে বিষয়টি জানান। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন ওয়াজেদ সাহেবকে যেনো কোন ভাবেই চাকুরিচ্যুত না করা হয়।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে বললেন ঐ সচিবকে বলে দেবেন তার যে কাজ তিনি যেনো সেই কাজ মনযোগ দিয়ে করেন। এর বাইরে কোন কিছুতে নাক গলালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া।
.
যিনি কখনো প্রতিহিংসায় বিশ্বাস করেন না। ঐসময় যে সচিব ডঃ ওয়াজেদ মিয়াকে চাকরিচ্যুত করতে ফাইল নিয়ে মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার গিয়েছিলেন, তিনি এখন আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করেন।
তথ্য সূত্রঃ দৈনিক কালের কন্ঠে প্রকাশিত ২০১৪ সালের ২২শে নভেম্বরের সংখ্যায়।
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৮
সূচরিতা সেন বলেছেন: দাদু অন্তত আপনার হাসিনা আম্মার চেয়ে ১০০০ কোটি গুন ভালো ছিলেন উনি।
২|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: দাদু অন্তত আপনার হাসিনা আম্মার চেয়ে ১০০০ কোটি গুন ভালো ছিলেন উনি।
হ অনেক ভালো ছিলেন, ২০০১-০৬ খালি আদর করছে। জানজুয়াকে যেমনে আদর করছে। আপনি ২০০১-২০০৬ শিশু ছিলেন, বিছানা হিসু করে দিতেন, তাই ১০০০ কোটি কম বলে ফেলেছেন। দুরু কন যেন বাংলাদেশ পয়দা দিছে গোলাপি
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৩
সূচরিতা সেন বলেছেন: শুনেন দাদু হাসিনা বুবু যে কয়বার ক্ষমতায় আসছে ততবারই জনগনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে আর ক্ষমতায় থেকেছে
তাও নিরহ মানুষের রক্তের খেয়ে।
৩|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২০
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: শুনেন দাদু হাসিনা বুবু যে কয়বার ক্ষমতায় আসছে ততবারই জনগনের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে আর ক্ষমতায় থেকেছে
তাও নিরহ মানুষের রক্তের খেয়ে।
আর আপনার রাক্ষসিনী জানজুয়ার আদর দিয়ে এসেছে। ২০০১-২০০৬ ভুলে গেছেন দাদি। রাক্ষসিনী ২১শের গ্রেনেড ফাটিয়ে কি করেছেন আদর করেছেন। আহার শয়তানের মুখে অমিয় বানী
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০
সূচরিতা সেন বলেছেন: ওরা ৫ বছর আর আপনারা ছিলেন ১৭ বছর । আপনারা যেভাবে ভরব্তা চালিয়েছেন সাধারন মানুষের উপরে তা স্বরনীয় হয়ে থাকবে কোটি মানুষের হৃদয়ে। আপনাদের পেলে সাধারন পাবলিক হাতের তলায় থু লাগিয়ে আপনাদের চাপরাপে।
৪|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৫
আদিত্য ০১ বলেছেন: বুজতে পারছি, নায়িকার নিক দিয়ে আর কত। টেন পার্সেন্টের ভাগের একটু চেটে এই অবস্থা, সূচরিতা জাত মেরে দিলো সস্তা চাটার কর্মী
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫২
সূচরিতা সেন বলেছেন: চাটার কর্মি আর দিনে মাঠ রাতে খাট কাপানো কর্মী কারা সেটা এই দেশের জনগণ জানে।
৫|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৬
আদিত্য ০১ বলেছেন:

৬|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
আদিত্য ০১ বলেছেন: 
৭|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
আদিত্য ০১ বলেছেন: 
৮|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৭
আদিত্য ০১ বলেছেন: 
৯|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮
আদিত্য ০১ বলেছেন: 
১০|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৮
আদিত্য ০১ বলেছেন: 
১১|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
আদিত্য ০১ বলেছেন: রাক্ষসিনীর হাওয়া ভবন ছিলো এরশাদ সিকদারের মত স্বর্নকমল
১২|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
আদিত্য ০১ বলেছেন: 
১৩|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২৯
আদিত্য ০১ বলেছেন: রাক্ষসিনীর চ্যালাদের লজ্জা নাই
১৪|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩০
আদিত্য ০১ বলেছেন: 
১৫|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১
আদিত্য ০১ বলেছেন:
সই জাল করে রাক্ষসিনী ও তার ইবলিশ পার্টনার নির্বাচনে জয়ী হয়
১৬|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৪
আদিত্য ০১ বলেছেন: জানজুয়ার বউ আপনাদের মাতারের কুকর্মের কিছু নমুনা। উইকিলিকসে ভরপুর চাইলে দেখে আসতে পারেন। আর একজন প্রখ্যাত রুচিশীল অভিনেত্রির নামে নিক খুলে চাটাচাটির মত নষ্টামী ব্লগ লিখেন না। পারলে নিজের নামে নিক খুলেন
১৭|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২১ আগস্টের পর দেশনেত্রী সংসদে কী বলছিলেন ভুলে গেছেন? শেখ হাসিনা নিজেই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। ২০০৯ সালে কোকো মারা গেলে শেখ হাসিনা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন, আপনার মহান নেত্রী তাকে বাসায় ঢুকতেই দেননি। ২০১৪-এর নির্বাচনের আগে তাকে যখন শেখ হাসিনা ফোন দিলেন, আপনার নেত্রীর কথাবার্তা কেমন ছিল? দালালি করার আগে ব্রেন একটু খাটান। ওয়াজেদ মিয়াই কিন্তু খালেদার সংসার বাঁচিয়েছেন। কেমনে বাঁচিয়েছেন জানেন তো? স্বাধীনতার পর তাকে জিয়া যখন ঘরে তুলতে চাননি (কেন তুলতে চাননি কষ্ট করে জেনে নেবেন), তখন খালেদাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গিয়েছিলেন। বঙ্গবন্ধু তখন জিয়াকে ডেকে বলেন, খালেদা আমার মেয়ে। তাকে ঘরে তুলে নে। ওয়াজেদ মিয়াকে অপছন্দ করে এমন মানুষ বিএনপি না শুধু জামায়াতেও নেই।
১৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৩
আদিত্য ০১ বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২১ আগস্টের পর দেশনেত্রী সংসদে কী বলছিলেন ভুলে গেছেন? শেখ হাসিনা নিজেই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলে
আপনি সুন্দর একটা টপিক তুলেছেন।, আমি ভুলে গেছিলাম, যদিও জানজুয়ার কথা বলেছিলাম। খালেদা ১৯৭১-এ পাকি ক্যাম্প থেকে আসতে চাচ্ছিলনা। সে সময় বাংগালি আর্মীদের পরিবার ভারতে সেইফ প্লেসে রাখার জন্য খালেদার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু খোজ পাওয়া যাচ্ছিল না। পরে তথ্য পাওয়া যায় আর্মী ক্যাম্পে খালেদা। ওখান থেকে আসবে না। পরে দেশ স্বাধিন হওয়ার পর। জিয়া খালেদাকে নিবে না। বঙ্গবন্ধু তখন জিয়াকে ডেকে বলেন, খালেদা আমার মেয়ে। তাকে ঘরে তুলে নে। ওয়াজেদ মিয়াকে অপছন্দ করে এমন মানুষ বিএনপি না শুধু জামায়াতেও নেই।
১৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৪
আদিত্য ০১ বলেছেন: আর রাক্ষসিনী কত বড় শয়তার আর নিমক হারাম যে নিজের ৫টা জন্মতারিখের মধ্যে একটা বানাইছে বঙ্গবন্ধুর শাহাদাত দিবসের সাথে মিল রেখে।
২০|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪২
হিমেল_বাতাস বলেছেন: আহারে দালালেরা আর কত দালালি করবি
২১|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ ভোর ৪:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার চাকরি যাবে কেন?
উনি কি দুর্নীতিবাজ ছিলেন?
সচিব কি আগ বাড়িয়ে কাউকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য মন্ত্রীর কাছে যাবেন?
২২|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কি
মেট্রোতে চড়েন?
পদ্মা সেতুতে পার হন?
যদি হন তাহলে এই পোস্ট আপনার দেয়া মানায় না।
২৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩
শ্রাবণধারা বলেছেন: সুযোগ পাওয়া সত্ত্বেও শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার চাকরি খেয়ে ফেলেন নি এটা বাংলাদেশে বিরল ঘটনা! খালেদা জিয়ার উচিত ছিল প্রধান মন্ত্রী হবার পরের দিনই ওয়াজেদ মিয়ার চাকরি খেয়ে ফেলা। ম্যাডামের অসীম দয়া, তিনি উল্টো সেই সচিবকে বকে দিয়েছেন!
২৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আমার একটা মন্তব্য করতে মন চাইছে। কিন্তু মন্তব্যটা করলেই মডারেটর আমার মন্তব্যটি মুছে দিবেন। তাই মন্তব্য করলাম না।
২৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪২
নূর আলম হিরণ বলেছেন: বঙ্গদেশে ধান্দাবাজের অভাব নেই! যে সচিব উনাকে চাকুরিচ্যুত করতে গিয়েছে তিনি আর আপনি একই ধরনের মেন্টালিটির মানুষ মনে হচ্ছে।
আপাতত এত চাপ না নিয়ে আপনার মহানুভব মেডামের জন্য দোয়া করুন বেশি করে।
২৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খেকি কুত্তারা দেখি খ্যাক খ্যাক করছে একটা খেকি কুত্তা তো পাগলই হয়েছে ওটাকে টিকা দিতে হবে।
২৭|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৭
ক্লোন রাফা বলেছেন: তোরাবোরা পাহাড়ের গুহায় বসে আবিস্কার করলেন মনে হয়‼️গুপ্ত শিবিরের মত বেরিয়ে এসে এত গুরুত্বপূর্ণ সংবাদের মাধ্যমে আবেগাপ্লুত করে ফেললেন দেখি
ঐ পরমাণু কমিশন বঙ্গবন্ধুর সাহায্য নিয়ে গড়ে তুলেছিল ডক্টর ওয়াজেদ মিয়া। তিনি ব্যাতিত কারো যোগ্যতাই ছিলোনা এর পরিচালক হিসেবে কাজ করার। কাজেই এই সব শুধু নিজের আত্মতৃপ্তির জন্য ভাবতে থাকুন।
২৮|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫
zunaira বলেছেন: Sheikh Hasina's husband Dr. Wazed Mian lost his job because of Khaleda Zia, a moment that deeply affected their family and shaped later political tensions in the country. Many people reflect on that period with a mix of sorrow and resilience, often seeking comfort in spiritual practices like reciting Duroud Tanjeena during difficult times. Even today, the story is remembered as a reminder of how personal lives can be impacted by political decisions.
https://surahrahmanpdf.net/durood-tanjeena/
২৯|
০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪১
এস.এম.সাগর বলেছেন: আদিত্য ০১ বলেছেন: আহা প্রতিহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাক্ষসিনীর, যার জন্মতারিখ ৫টা!
এতটা প্রতিহিংসা যে অন্যের মৃত্যুদিনে ইচ্ছে করে জন্মতারিখ বানিয়ে উল্লাস করে জন্মদিন পালন করে ১৫ আগস্টে। আইছে সে উদারতার গীত শুনাইতে। কয় টাকা বিকাশ করে মিস্টার খাম্বা আপনাকে ভাড়া করে এসেছে পলাতক হাসিনার জা*রজ সন্তানরা তার মা ডাইনি হাসিনার পক্ষে সাফাই গাইতে! ১ থেকে ৬ পর্যন্ত তুমি একা দেখনাই। এদেশের অনেক মানুষ দেখেছে। আবার একটানা ১৬ বছর ডাইনি রাক্ষুষী হাসিনাকে দেখেছে। আর এই খাম্বা ডাইনি হাসিনা তার তলদেশে ভরে নিয়ে মোদির কাছে যেয়ে খাম্বায় মালিশ করছে ।
৩০|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
৩১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
ৃরৃ মহৃ বলেছেন: Sheikh Hasina's husband Dr. Wazed Mian lost his job because of Khaleda Zia, a moment often referenced when discussing the political climate of that era. This story reminds people how personal lives can be affected by national decisions, much like how spiritual reflection through resources such as the Surah Mulk translation helps individuals find perspective. In both politics and faith, understanding the deeper context can shape how we view challenges and resilience.
https://surahmulkpdf.net/english-translation/
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
আদিত্য ০১ বলেছেন: আহা প্রতিহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাক্ষসিনীর, যার জন্মতারিখ ৫টা!
এতটা প্রতিহিংসা যে অন্যের মৃত্যুদিনে ইচ্ছে করে জন্মতারিখ বানিয়ে উল্লাস করে জন্মদিন পালন করে ১৫ আগস্টে। আইছে সে উদারতার গীত শুনাইতে। কয় টাকা বিকাশ করে মিস্টার খাম্বা আপনাকে ভাড়া করেছে