গতকাল বিকেলে আমার এক বন্ধুকে নিয়ে ঢাকা'তে প্রথমবারের মতো হারাতে চেয়েছিলাম! মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়িয়েছিলাম। বিজয় সরণী মোর পার হয়ে নভোথিয়েটারের কাছে যেতেই চমকে উঠলাম!!! গত কিছুদিন আগেও যেটির নাম ছিল "ভাসানী নভোথিয়েটার" কাল দেখলাম সেটার নাম হয়ে গেছে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার"!!! তখন আমার বন্ধুটি বলল- একটু আগেই তোর "সীমাবদ্ধতা" কবিতাটি পড়লাম, আর এখানেই এর বাস্তব প্রয়োগ!!! তখন আমি ওকে বললাম- ভাসানী কি এ দেশের নির্যাতিত মানুষের জন্য কিছই করেনি? উত্তরে ও বলল- হয়তো বা তাই, তা না হলে নাম পাল্টাতে হবে কেনো? নিশ্চয় কোনো অবদান নেই ভাসানীর! তখন আমি ওকে বললাম- দেশ তো ডিজিটালের দিকে এগুচ্ছে, তাই এমনটি হওয়া অস্বাভাবিক কিছু নয়!
"সময় এসেছে আজ
সব পাল্টে দেবার।
সবকিছুকে রঙিন করে সাজাবার;
বিশ্বাস না হয় তো গিয়ে দেখতে পারো।"
কখন যে আমাদের নিজের নামটাই পরিবর্তন হয়ে যায় এর নিশ্চয়তা কি???
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



