আয়না
প্রিয়তমার অর্ধচন্দ্রাকৃতি হালকা গোলাপী ঠোঁট আর তার অসংখ্য অগণিত অগভীর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা, চৌম্বকসম কামনার ডাক , কতবার প্রতারিত করেছিল তাকে, তার হিসাব রাখা হয়নি। এরপরও কাছে গিয়েছিল সে, নির্ভেজাল জোসনার আলোর মতো মন নিয়ে, তার শরীরের অস্পর্শ গন্ধ আকৃষ্ট করেছিল, শত সহস্রবার। এইবারও প্রতারিত হলো সে। একটা ধাক্কা... বাকিটুকু পড়ুন

