প্রথম অংশ দেখতে এখানে ঝাপিয়ে পড়ুন
কালকের পর থেকে .....
( ক্লাস এইট এ নতুন স্কুলে - যখন গেলাম ... আমি সত্যিই বিস্মিত হলাম । এইখানে আমার এত পপুলারিটি কেমনে হইলো...?
আর এই জন্যই প্রথম দিনেই আমি হয়ে গেলাম লজ্জা রাঙা আস্ত এক বাদর :#> :#> । আর এই অতি লজ্জার কারণে ওরাও আমাকে সুমন থেকে সুমনা বলে ডাকা শুরু করলো...। ওখানে লাকি , রিনি , ইতি , আরও কয়েকটি মেয়ে আমাকে খুব ভাল পেত ... :!> :!> ।
অবশ্য আমার এই অতি লজ্জার কারনে কাউকেই কিছু বলিতে পারিনি
( ক্লাস নাইনে ভর্তি হলাম শহরে বড় নাম করা একটি স্কুল & কলেজ এ ..। প্রথম প্রথম শহরের এক্সট্রা অ্যাডভান্স মেয়েদের কার্যক্রম দেখে খুব ইয়ে হতো .
কিন্তু ঐ যে লজ্জা তো মোর পিছু ছাড়ে না । লজ্জা টা আসলে অন্য রকম ,, যদি মেয়েরা অপমান করে
সায়েন্স ডিপার্টমেন্ট এ পড়ার কারনে সুমাইয়া, সোনিয়া এবং আর্টস এর ইভা,প্রভা ও কমার্সের মুক্তার সাথে অল্প অল্প কথা হতে শুরু হলো..
একদিন বুধ বারে হঠাৎ সোনিয়া এসে আমাকে টিফিনের পরে বললো সুমন তোমাকে চারটা মেয়ে খুব পছন্দ করে
তারপর ও বললো কাল স্কুলে এসে তোমাকে ওরা সব বলবে । কিন্তু বৃহস্পতিবার আমি গ্রামের বাড়িতে যাওয়ায় আর স্কুলে গেলাম না ।
পরদিন শনিবার স্কুলে গিয়ে তো পড়লাম মহা বিপদে .. ক্লাসের ফাকে সোনিয়া বললো "সুমন তুমি এত ভিতু তা তো জানতাম না"
অবশেষে পরীক্ষা নেবার সময় শুরু হলো... আমাদের ক্যাম্পাসের হলরুমে আমি ও সোনিয়া সহ আরও চারটি মেয়ে , ইভা প্রভা সুমাইয়া মুক্তা
এই কারণে আমি ওদের পরীক্ষা বয়কট করি .... আহ্ !! কত আশা ছিলো জীবনে প্রথম এক সাথে ৪টা মেয়ে আমাকে বলতে গেলো " আমি তোমায় ভালবাসি "
কিন্তু সোনিয়া কিচ্ছু হতে দিলো না
এমনিতেই ঐ মেয়ে গুলোর বয়ফ্রেন্ড ছিলো শুধু সোনিয়া বাদে। আসলে সোনিয়াও মনে মনে আমারে ভাল পাইতো
আমি ভেবেছিলাম ক্লাস টেনে উঠে ওকে বলবো ...আমার না বলা কথা গুলো ...
অবশ্য সোনিয়া আরাফাতের সাথেও রিলেশন করেনি
তারপর অনেক চেষ্টা করেও ওর সাথে কোন যোগাযোগ স্থাপন করতে পারিনি ..। আর তখন মোবাইল ও অতটা পপুলার ছিলো না
{ চলবে ,,,,,,,,} প্রথম চুমু খাওয়ার গল্প কাল রাতে ,,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



