প্রথম আলোর উৎপল শুভ্র মোহাম্মদ আশরাফুলের বড়ো ফ্যান। টেলিস্কোপ মাইক্রস্কোপ একত্রে লাগিয়ে তিনি আশরাফুলের গুন খুঁজে বের করেন।(প্রথম আলো এ প্রক্রিয়ায় সাধারণত মানুষের দোষ খুঁজে বের করে)
এবার সে দলে পুরো প্রথম আলোই নাম লেখালো। উৎপল শুভ্র মূল প্রতিবেদনে আশরাফুল বন্দনায় ব্যয় করেছেন প্রায় সাড়েতিন প্যারাগ্রাফ।
এর মধ্যে একটি বাক্য-''অধারাবাহিকতার চূড়ান্ত রূপে পরিণত হয়েও ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশের ব্যাটিং মানেই মোহাম্মদ আশরাফুল।''
সাথে আয়ার ল্যান্ডের কাছে টি-টুয়েন্টি বিশ্বকাপে পরাজয়ে দেশবাসী যে অসন্তোষ প্রকাশ করেছিলো তারও সমালোচনা করা হয়েছে। অতএব বাংলাদেশবাসীরা সাবধান !
ভেতরের পাতায় উৎপল শুভ্র বিরাট যৌথ স্বাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল আর সাকিবের। শিরোনাম- 'প্রমান হলো আমরা ঠিক পথেই ছিলাম' আবারো আয়ারল্যান্ড সুকীর্তির সমালোচনাকারীদের গাল বরাবর থাপ্পড় !
''বিজয়ানন্দে বাস্তবতার ছোঁয়া'' শিরোনামে প্রকাশিত প্রতিদেনের শেষ লাইনটি এক অজ্ঞাত ভক্তের বরাতে প্রতিবেদক তারেক মাহমুদ লিখলেন-"অ্যাশ খেললে দেশ জেতে''
সর্বশেষ সংযোজন সম্পাদকীয়
''ক্রিকেটের অব্যাহত জয়যাত্রা'' শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়তে অনেক ভারী ভারী শব্দে ক্রিকেট জগতের সকলের উদ্দেশে অনেক উপদেশ বিতরণ করা হয়েছে। পাশাপাশি আশরাফুল বন্দনা- "বিশেষ করে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ব্যাক টু ব্যাক অর্ধশতক হাঁকিয়ে রানের ধারায় ফিরেছেন, যা দলের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।"
তারপরে বেচারা অধিনায়কের জন্য এক প্যারা বরাদ্দ। আর কারো নাম নেই সেখানে।
কালকে আশরাফুলকে নিয়ে সমালোচনা করে পোস্ট দিয়ে ব্লগে দু'এক জনের কাছে যে বিরূপ সমালোচনা পেয়েছি আমার ৯/১০ মাসের ব্লগজীবনে আর কখনো সেটা হয়নি। এর পর প্রথম আলো নিয়ে লিখলাম। জানি না কপালে কী আছে !?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




