Click This Link
সিভিল সার্ভিস কমিশন
আমাদেরকে নিয়ে যাওয়া হলো অফিস অব দি সিভিল সার্ভিস কমিশনে। সেখানে আমাদেরকে স্বাগত: জানিয়ে বক্তব্য রাখলেন কমিশনের ডেপুটি চেয়ারম্যান।
ডেপুটি চেয়ারম্যান
এরপর সিভিল সার্ভিস কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করলেন। আমাদের এখানে যেমন নিয়োগ পদোন্নতিতে মূল ভূমিকা নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় (সাবেক সংস্থাপন মন্ত্রণালয়) ওখানে সেই ভূমিকা পালন করে মিনিস্ট্রি অব ইনটেরিঅর।
এদের সিভিল সার্ভিসে প্রাথমিক স্তরে নেয়া হয় দুই ধরনের কর্মকর্তা। এক দল সাধারণ ক্যাডারের অন্য দল প্রফেশনাল ক্যাডারের। সর্বোচ্চ পর্যায়ে আছেন সিনিয়র পুল। সেখানে দুই/তিন ধাপ আছে। সাধারণ ক্যাডারই মূলত: সিনিয়র পুলে যান। পেশাদাররাও যেতে পারেন। তবে কদাচিৎ।
ড. মাকা নামের এক ভদ্রলোক পাওয়ার পয়েন্টে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। তবে তাঁর ইংরেজী বক্তব্য আমাদের কাছে থাই ভাষার মতোই দুর্বোধ্য লেগেছে। লেখা পড়ে যা বুঝেছি। থাই সিভিল সার্ভিসে সংস্কারের সাথে বেতনের পরিমানও বেশ বাড়ানো হয়েছে। একেবারে জুনিয়র পর্যায়ে মূল বেতন ১১ হাজার বাথ (প্রায় ৩৩ হাজার টাকা)। এরপরের ধাপে ১৫/১৬/১৮ হাজার বাথ। ডিপার্টপেন্টের প্রধানরা মূল বেতন পান ৬০ বা ৭০ হাজার বাথ ( ১ লাখ ৮০ হাজার বা ২ লাখ ১০ হাজার টাকা)। মন্ত্রণালয়ের সর্বোচ্চ তিন ধাপের বেতন হলো ৬০ হাজার ৭০ হাজার ও ৮০ হাজার বাথ। তার মানে সচিব পর্যায়ের কর্মকর্তাদের মূল বেতন ২ লাখ ৪০ হাজার টাকার সমপরিমান। (বাংলাদেশে সেটা ৪০ হাজার টাকা।) অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই। তারপরও নাকি সরকারী চাকুরীতে লোকজন থাকছে না। বেসরকারী খাতে চাকুরী নিয়ে চলে যাচ্ছে। থাইল্যাণ্ডে এখন পর্যন্ত যে বাজার দর দেখেছি তাতে সরকারী কর্মকর্তারা বেশ স্বচ্ছল জীবন যাপন করতে পারছেন।
পেশাজীবীদের আলাদা মূল্যায়ণ করা হয় চাকুরীতে প্রবেশের সময়। পেশাভিত্তিক স্নাতক ডিগ্রী ধারীরা ১১ হাজার বাথ পান। স্নাতকোত্তর ডিগ্রী থাকলে সরাসরি একধাপ ওপরে নিয়োগ পান। পিএইচডি ডিগ্রী থাকলে আরো একধাপ ওপরে সরাসরি নিয়োগ পান।
বুদ্ধমূর্তি আর রাজার প্রতিকৃতি
থাইল্যাণ্ডের সব অফিসে বিশেষ করে সভাকক্ষের এক কোনায় বুদ্ধমূর্তি আর রাজার ছবি, কোথাও কোথাও রানীর ছবিও রয়েছে।
রাস্তার মোড়ে মোড়ে, সব সরকারী বেসরকারী অফিসের সামনে, সকল ভবনের সামনে ব্রক্ষ্মা আর বুদ্ধ মূর্তি থাকবেই। (এর আগের পর্বে মন্তব্যের সাথে জুন আপু বন্যার চিহ্ণসহ এআইটির যে ছবি দিয়েছেন তার প্রথমটিতে ব্রক্ষ্মা আর বুদ্ধমূর্তি আছে) একটু পরপর রাস্তায় রাজার ছবি চোখে পড়বে। এক প্রবাসী বাংলাদেশী (২১ বছর ধরে আছেন) বললেন, এখন নাকি সেটা কমেছে। আগে ছবি আরো বেশী ছিলো।
মাইকেল একদিন জানালেন, এক ইউরোপীয় নাকি রাজার ছবিতে গোঁফ একে দিয়েছিলেন। সেজন্য তার দশ বছরের জেল হয়েছিলো। যদিও ৩ বছর জেল খাটার পর রাজা তাকে মাফ করে দিলে তিনি মুক্তি পেয়েছিলেন।
সিভিল সার্ভিস কমিশনের সামনে এর প্রতিষ্ঠাতা কিং রামা ৫ এর মূর্তি
মন্ত্রণালয় ভবনে বর্তমান রাজা (কিং রামা ৯) ভূমিবলের ছবি
(চলবে)
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




