ভবিষ্যতে মখা আলমগীর আরও
যা যা বলতে পারেঃ---
* বন্যা- বিরোধীদল আর জামাত-
শিবির একসাথে মূত্রত্যাগ করেছে, এর ফলে বন্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে ।
* ঘুর্ণিঝড়- আল্লামা আহমদ শফি আর হেফাজতের সব হুজুর দরুদ পড়ে ফু দিয়েছেন, সেকারণ ঘুর্ণিঝড় হয়েছে কিনা খতিয়ে দেখা হবে।
* অগ্নিকান্ড- ছাত্রলীগের সোনার ছেলেরা গান্জা টানার সময় জামাত-শিবির থাপ্পড় দিয়েছে এবং সে কারণে গান্জার আগুন ছিটকে গিয়েছে কিনা দেখা দরকার ।
* সড়ক দুর্ঘটনা- ড্রাইভার গাড়ি চালানোর সময় রাস্তার পাশে উৎপেতে থাকা জামাত-শিবির
কর্মীরা ড্রাইভারের চোখে টর্চলাইট মেরে দুর্ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে ।
* লঞ্চডুবি- বিরোধীদলের লোকজন এবং জামাত শিবির নদীতে গোসল
করছিল,তাদের হাত পা ছোড়ার
কারণে ঢেউ উঠে লঞ্চ ডুবেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে…
.
কালেক্টেড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




