খুব ভোরে যখন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক মানে ১ নং গেটে এসে বিপুল সংখ্যক পুরুষ-মহিলা পুলিশ র্যাব অবস্থান নেয় তখন অনেকেই আশংকা করেছিল সামথিং গোয়িং রং। সকাল ৯টা থেকে আসতে আসতে ছাত্রীরা মুল ফটকে আসতে থাকে। তারা প্রথমে পুলিশ দেখে কিছুটা ঘাবড়ে গেলেও ক্রমেই স্বাভাবিক হতে থাকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। বাড়তে থাকে প্রতিবাদ আর উত্তেজনা। এসময় পুলিশ ছাত্রীদের তেমন কিছু না বললেও বাধা দেয় আগত অভিভাবকদের। কিছুটা উত্তেজনা ছড়ালেও ছাত্রীদের তীব্র স্লোগান আর অভিভাবকদের প্রতিবাদের মুখে তারা পিছু হটে। এভাবে পালিতে হয়ে গেল পরিমল নামক এক মানুষরূপী পশু এবং তার অন্যতম সহযোগী প্রিন্সিপ্যাল হোসনে আরার বিরুদ্ধে চমৎকার প্রতিবাদী এক মানবন্ধন। সব সাহসী সাবেক-বর্তমান ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তবে সাবেকদের উপস্থিতি ও ভুমিকা সত্যি হতাশাজনক ছিল। এই দিকটা ছাড়া মানব্বন্ধন শতভাগ সফল। তবে ভাল লেগেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ছাত্রী-শিক্ষকেরাও মানববন্ধনে যোগ দেয়া দেখে।
ছবি- ইশরাত আমিন
ছবি- বাংলানিউজ২৪
প্রধান গেটে সকালে অবস্থা নেয়া পুলিশ
খুব সকালে এসে ও প্ল্যাকার্ড লেখা শুরু করেছিল
পরিমলের শাস্তি দাবী করে বানানো পোষ্টার ছবি- তানজিলা
দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন
আগামী নির্বচন জাতিকে আরো কমপ্লেক্স সমস্যার মাঝে ঠেলে দিবে; জাতির সমস্যাগুলো কঠিন থেকে কঠিনতর হবে। এই নির্বাচনটা মুলত করা হচ্ছে আমেরিকান দুতাবাসের প্রয়োজনে, আমাদের দেশের কি হবে, সেটা... ...বাকিটুকু পড়ুন