মানববন্ধন কর্মসূচীর ডাক দিয়েছে "ঘাতক দালাল নির্মূল কমিটি"..
কথা ছিলো পুরো সংসদ ভবন ঘিরে মানববন্ধন হবে ..
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতো আছে'ই ... আরেকটা লক্ষ্য ছিল সারা বাংলার মানুষ যেন আর কোন রাজাকার, আল-বদরকে সাংসদ নির্বাচিত করে সংসদে না পাঠায় ...
নির্বাচনের ঠিক দুই দিন আগে ... এবং মজার ব্যাপার হচ্ছে একই দিন বিকালে পল্টনে বিএনপি জামাত জোটের নির্বাচনি মিটিং ছিল ... ।
বলা বাহুল্য বাংলার মানুষ তাদের মিথ্যা দম্ভের দাত ভাঙ্গা বা জুতা মারা জবাব দিয়েছিল ঠিক দুইদিন পর ।
একাত্মতায় আমাদের সমকালীন বয়োঃজ্যোষ্ঠ বুদ্ধিজীবিগনঃ
একাত্মতায় আমাদের স্থ্যপতিবৃন্দঃ
প্রজন্ম একাত্তুরঃ
ফুটফুটে এই পিচ্চিটাও এসেছিল সেদিন ঘাতকদের রুখতে ...
নতুন প্রজন্মঃ
মাধ্যম এবং অপরাপরঃ
আগেরদিন সন্ধ্যায় ঘাতক দালাল নির্মূল কমিটির একজন আয়োজকের ফোন পেয়ে তাড়াতাড়ি আমাদের কয়েকজনকে ফোন দেই ... তড়িঘড়ি নোটিশে আমরা'ও ( Click This Link ) যোগ দিতে যাইঃ
বক্তৃতা চলছেঃ
যাই হোক ... আমরা যখন মানববন্ধনে দাঁড়িয়েছিলাম; রাস্তা দিয়ে গাড়ী বা সিএনজি দিয়ে যারা যাচ্ছিলো তারা'ও মাঝে মাঝে চিৎকার করে উঠছিলো, "ক্যারি অন ... ক্যারি অন ...
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


