এরমাঝে'ও অনেক অনেক কাহিনি। পরে সময় নিয়ে বলব।
এরপর আরেকটা গ্রুপ খোলা হয় ... সম্প্রসারিত নামেঃ I just hate pakistani Army, Rajakars & specially Jamaat-E-Islam ( Click This Link )
মে - জুনের দিকে আমাদের প্রথম গ্রুপ মিটিং হয়, স্বিদ্ধান্ত হয় ১৪ই ডিসেম্বর আমরা র্যালি করব ... এরপর আরো যোগ হয়, খালি র্যালি নয় আমরা রিক্সা'য়ালাদের বিশেষ টি-শার্ট দেবো যার অলংকরনে থাকবে "রাজাকারদের বিচার চাই" -টাইপের কিছু ...
মাঝখানে অনেক দিন চুপচাপ ...
অক্টোবর - নভেম্বরের থেকে আবার শুরু হয় উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা ...
ফেইসবুকে ৭১ নিয়ে গড়া দুই তিনটা গ্রুপে "গনডাক" দেয়া হয় ... অভুতপূর্ব সাড়া পেলে'ও বাস্তবে মিটিংয়ে ৩৯ জন মেম্বার আসে ... [সত্যি বলতে কি, আসলে আমি এত সদস্য'ও আসা করিনি ... মনে মনে ভাবছিলাম ... মেম্বার একেবারে না আসলেই ভালো ... সবাই হাত গুটিয়ে নিলে আমার'ও হাত গুটাতে সুবিধা হত , হা হা হা হাহ ]
যাই হক তাদের প্ল্যান বলা হল ... সবাই রাজী ... আবার নতুন করে গ্রুপ..
নাম দেয়া হয় "১৪ই ডিসেম্বরের দল" । ( Click This Link )
আমাদের সবগুলো গ্রুপে আবার "গনডাক"... এবার ফান্ড কালেকশন ... অবাক ব্যাপার ... বলতে বলতে প্রায় ৪০ হাজার টাকা হাজির ... ( মানে একটু যে কষ্ট হয়নি তা না ) ...
এরপর প্রথম থেকেই অতিউৎসাহী যে কয়জন আছি আমরা .. তাদের মাথা খারাপ অবস্থা ... কি করি না করি ... সময় নাই ... সুসংগঠিত প্ল্যান নাই .. এই নাই .. অই নাই .. এই ঝামেলা অই ঝামেলা ... হাজার ফ্যাকড়া ..
অতঃপর ১৩ই ডিসেম্বর রাত দশটার মধ্যে মোটামুটি সব ঠিকঠাক হাতে নিয়ে ঘুমাতে গেলাম ।
অনেক দিন ভোর দেখা হয়না .. ১৪ই ডিসেম্বর দেখলাম ...
শুরু করলাম আমাদের মিশনঃ
প্রথমে টি'শার্টির অলংকরন দেখুন,
সামনে - - -
পেছনে - - -
ভোর ৬টা থেকে রিক্সায়ালাদের টি'শার্ট দেয়া (ছবি আপাতত নেই)
৭.৩০-এ মিরপুর স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়াঃ
৯ টায় শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধের উদ্দেশ্যে র্যালি (মৌনমিছিল) আরম্ভঃ
৯.৩০-এ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে পৌছানো ... এবং বিশাল লম্বা সিরিয়ালে পরে যাওয়া ..
ফাকে কিছু ফটোসেশনঃ
১০.৩০-এ অবশেষে বেদী স্পর্শকরন এবং ফুলেরতোড়া দান .. দুঃখিত আমাদের ফুলের তোড়া ছিলোনা .. প্রত্যেকের হাতে একটি করে রজনীগন্ধার স্টীক ছিল, সবাই একে একে সেগুলো দিয়েছিলাম।
এরপর গনকবরটির সামনে যেয়ে প্রতিজ্ঞা করাঃ
এরপর মিরপুর ১ গোলচত্তরে মানব'বন্ধনঃ
এরপর সারা শহরের বিভিন্ন পয়েন্টে টি'শার্ট বিতরনঃ
স্বাক্ষর সংগ্রহ সহ গনসচেতনতা যাচাই এবং আরো অনেক কিছু ... শেষ করতে করতে বিকাল ৪টা।
সংক্ষেপে লিখলাম ... শেষ পর্যন্ত, খুব আহামরি কিছু একটা নয় হয়তো .. তাও একটা শুরু ..
দেখি কতদুর যেতে পারি।
প্রিয় বন্ধুরা .. এ আমার "আমাদের" আত্মপ্রচার নয় বা আত্মতুষ্টির ঢেকুর নয় .. অনেক আজাইরা "শুরু"র মাঝে এটা'ও নতুন কোন'ও শুরু নয়।
শুধু একটা উদাহরন দিতে এসেছি যে .. আমরা শুধুমাত্র ইন্টারনেটে বা ফেইসবুকে পরিচিত কয়েকজন স্বপ্রনোদিত এবং স্বপ্ররোচিত ছেলেমেয়ে একটা যুদ্ধের; একটা যুদ্ধজয়ের স্বপ্ন দেখতে " শুরু " করেছি .. পথ হয়তো অনেক অনেক দূর .. দেখা যাক ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


