এমন না তোকে মনে পড়ে না,
কিন্তু মনে পড়লেই কি তোর কাছে যেতে হবে?
এমন না তোকে ভেবে কাঁদি না,
কিন্তু কাঁদলেই কি তা জানাতে হবে?
এমন না তোকে নিয়ে ভাবি না,
কিন্তু ভাবলেই কি তোকে ফোন করতে হবে?
এমন না তোকে স্বপ্নে দেখি না,
কিন্তু দেখলেই কি তোকে চাইতে হবে?
এমন না তোকে ছাড়া খুব ভালো আছি,
কিন্তু ভালো থাকার জন্যেই কি তোর সাথে থাকতে হবে?
এমন না আমি খুব সাহসী,
কিন্তু ভয় পেলেই কি তোর হাত ধরতে হবে?
এমন না একা থাকতে পারি,
কিন্তু পাশে কারো থাকতে হবে বলেই কি তোর পাশে থাকতে হবে?
এমন না আমি ভালোবাসিনা,
কিন্তু ভালোবাসলেই কি আর ঘর বাঁধতে হবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




