
সকালে ছবিটা এভাবে বানিয়ে নিজের স্ট্যাটাসে এবং সামু ব্লগে একটা ছোট্ট পোস্ট দিয়েছি ...প্রায় অর্ধশতাধিক গণমাধ্যম কর্মী এটা ব্যবহার করে পক্ষে-বিপক্ষে কথা বলছেন..বা স্ট্যাটাসে মতামত দিয়েছেন...তবে কেউ ফটো ক্রেডিট দেয় নাই...এইটাও কপি পেস্ট...এই জন্যতো প্রথম আলোর মত অবস্থা হয়...খালি পাইলেই কপি...কি রঙ্গের দুনিয়া...
এটার (ছবিটার) ভুলগুলো বলি...খালেদা জিয়ার বিষয়টাতে গোল দেই নাই...আর উপরের দিকটা কিছুটা এলোমেলো আছে...নিজের ভুল স্পষ্ট মনে আছে...লোগোটা ফটোশপে আমিই লাগিয়েছিলাম...তবে প্রিন্ট এডিশনের পৃষ্ঠা নম্বর বলেছিলাম...
গণমাধ্যম কর্মীদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়...তবে উচু জায়গায় থেকে ভুল করলে সেটা চোখে পড়ে বেশি...আমরা যারা পণ্ডিত্যপূর্ণ সমালোচনা করেছি তাদের লেখায় খুঁজলে শতকরা ৯৯টা ভুল বের হতেও পারে...
একবার আমার এক কলিগ সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত কাজ করতে গিয়ে ফেব্রুয়ারির ৩০ তারিখ লিখেছিল...এটা নিয়ে অনেকে তামাশা করেছিল...এখন তারা অমন তামাশা করেনি কারণ ওই পত্রিকাটির ভরা দুর্দিন...মানে হেলে জাওয়া গাছ চান্স পেলেই যে কেউ উঠে...আর এটা প্রথম আলো এর সমালোচনা করে চান্স (ভাবী) কে মিস করতে চায়...
তবে বাস্তবতা হল ভুল হতেই পারে...
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





