somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

মুসাফির

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চল্ মুসাফির ক্লান্তি ভুলে, ঘুমন্ত বীর জাগরে জাগ্।
সর্বগ্রাসীর গ্রাস কেড়ে আন্ মজলুমানের ন্যায্য ভাগ।
গাল-গোলামীর শিকল ছিঁড়ে
জোর কদমে উচ্চ শিরে
দীঘল রাতের পেরিয়ে আঁধার দূর সফরের যাত্রী জাগ্।
জিঞ্জিরে কি আটকানো যায় চিত্তে পোষা ক্ষিপ্ত বাঘ?

ভয় কেন তোর সম্মুখে ভোর আলোর নাচন প্রতীক্ষায়।
তুই মার খেয়ে হার না মানা- তোর নাগাল আর কে বা পায়?
তোর ভাঙ্গা কেল্লায় দে না ফের
উড়িয়ে নিশান তাওহিদের
জালিম জুলূম হালুম হুলুম দেখ্ লেজ গুটিয়ে কই পালায়।
বৃথাই কেন করিসরে ভয় ন্যায়ের মশাল জ্বালতে আয়।

বালির বাঁধে যায় না বাঁধা - উতাল গাঙের মাতাল ঢেউ।
দ্যাখ্ বদ্ধ কারার রুদ্ধ দূয়ার ভাঙ্গবে আবার নতুন কেউ।
বন্ধ করে মুখের ভাষা
দাবিয়ে রাখা যায় না আশা
জাগবে যখন গরিব চাষা বজ্র নিনাদ তুলবে সে-ও।
সেই গর্জনে তার উঠবে কাঁপন অত্যাচারীর মসনদেও।

কর্ম যাদের ধর্ম পালন বর্ম তাদের মনের বল।
বক্ষ পেতেই রুখবে তারা সকল বাঁধার বিন্ধ্যাচল।
রক্তে সবার মুক্তি জ্বালা
বন্দীরা সব ভাঙ্গবে তালা
করবে আবাদ একত্ববাদ বিশ্বব্যাপী মৃত্যুঞ্জয়ীর দল।
বিশ্বজয়ী নও সেনারা, আয় সামনে চল্ সামনে চল্।



অফটপিক: সবাইকেই চলে যেতে হবে। মায়াময় পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে প্রত্যেকেরই প্রস্থান নিশ্চিত। সামুর মায়াও কেটে যাবে একসময়। কোনো বন্ধনই এখানে চিরস্থায়ী নয়। কেবল মহান প্রভূ পালয়িতার সাথে যদি কেউ গড়ে নিতে পারে অটুট বন্ধন- সেটাই স্থায়ী- চিরস্থায়ী- অবিনশ্বর।

সামুতে অনেক দিন ছিলাম। সামুর মায়া কাটিয়ে সামুকে ছেড়ে যেতে হৃদয় আপ্লুত হয়। কিন্তু বিদায়ের ডাক এসে গেলে তাকে ফিরিয়ে দেয়ার উপায় কি? আমাকে হুমকি দেয়া হয়েছে- সামুতে আমি লিখলেই আমার পোস্টে ফ্লাডিং করা হবে। প্রতিকার চেয়ে যে পোস্টটি কিছু দিন পূর্বে দিয়েছিলাম, সেটি সামুর পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। সুতরাং, সামু কর্তৃপক্ষ যেটা ভাল মনে করেছেন, তাতেই আমার জন্য কল্যান বিবেচনা করতে চেয়েছি। জানি না, আমি কোনো ভুল করছি কি না। তবে, সামুর প্রতি ভালবাসা অক্ষুন্ন থাকবে নিরন্তর। সামুতে আসতে পারবো কি পারবো না, জানি না। হয়তো আসা হবে। হয়তো হবে না। জানা নেই। তবে কেন জানি মনে হচ্ছে এই পোস্টটির পরে আর কোনো পোস্ট আমার আর থাকবে না। কারও প্রতি আমার কোনো ক্ষোভ, অভিমান, অভিযোগ নেই। ব্লগের প্রতিষ্ঠাতা মহিয়সী নারী জানা'র প্রতি হৃদয় নিংড়ানো শুভকামনা। সম্মানিত মডারেটরগনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে জাদীদ ভাই (কাল্পনিক_ভালবাসা) -য়ের প্রতি।

আমার স্বভাবের রুক্ষতা আমার অজানা নয়। এর কারনে ব্লগে থাকাকালীন কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের প্রতি ক্ষমাসুলভ আচরন প্রত্যাশা করছি। তাদের প্রতিও আমার কোনো মান-অভিমান নেই। সকলেরর প্রতি শুভকামনা।

ব্লগারদের অনেককেই পেয়েছি আত্মার আত্মীয়র মত। সকলের নাম মনে পড়ছে না এই মুহূর্তে। যাদের মনে পড়ছে তাদের ভেতরে রয়েছেন- বিদ্রোহী ভৃগু, শায়মা, খায়রুল আহসান, সনেট কবি, হাসান মাহবুব, রাজসোহান, শ।মসীর, কুঁড়ের বাদশা, ইমন জুবায়ের, কৌশিক, অর্ফিযাস, জুলভার্ণ, স্বদেশ হাসনাইন, দুখী মানব, নস্টালজিক, জুন, অন্যমনস্ক শরৎ, সুখী মানুষ, পদ্ম পুকুর, মুক্ত মানব, আফরোজা সোমা, আলোকিত পৃথিবী, মোহাম্মদ মজিবর রহমান, এস.কে.ফয়সাল, আলম, রিনকু১৯৭৭, রাজীব নুর, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোস্তফা সোহেল, মোগল সম্রাট, আহমেদ জী এস, মোস্তফা কামাল পলাশ, গড়ল, সামু পাগলা০০৭, অর্থনীতিবিদ, অনন্য দায়িত্বশীল আমি, গালিব আফসারৗ, কানিজ রিনা, সুমন আকরাম, নীল মনি, খাঁজা বাবা, বৃষ্টি বিন্দু, মাহমুদুর রহমান সুজন, টারজান০০০০৭, কামরুননাহার কলি, তারেক_মাহমুদ, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরী, কথার ফুলঝুরি!, বিলিয়ার রহমান, ভ্রমরের ডানা, সাইফুল্লাহ শামীম, স্নিগ্ধ মুগ্ধতা, মনিরা সুলতানা, মো: নিজাম উদ্দিন মন্ডল, নীলআকা৩৯, তারেক ফাহিম, প্রামানিক, মোঃ মাইদুল সরকার, বর্ষন হোমস, রওশন_মনি, এভো, প্রান্তর পাতা, মাহমুদুর রহমান সুজন, সৈয়দ তাজুল, নূর মোহাম্মদ নূরু, বিচার মানি তালগাছ আমার, কাউয়ার জাত, এক হতভাগা, ক্ষতিগ্রস্থ, আলোর পথে বিডি, ক্স, মোহেবুল্লাহ অয়ন, অগ্নিবেশ, এ আর ১৫, মিথী_মারজান, ভীতু সিংহ, কাতিআশা, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মাইদুল সরকার, পলাশবাবা, সম্রাট ইজ বেস্ট, মৌরি হক দোলা, আল আমিন সেতু, আশিক হাসান, নাঈম জাহাঙ্গীর নয়ন, শামচুল হক, মোঃ খুরশীদ আলম, রকি বিশ্বাস, সেলিম আনোয়ার, শাহরিয়ার কবির, ধ্রুবক আলো, শাহাদাত হোসাইন (সত্যের ছায়া), চাঁদগাজী, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, ঢাবিয়ান, মাহের ইসলাম, তানভির জুমার, কাছের-মানুষ, কাজী ফাতেমা ছবি, সোহাগ তানভীর সাকিব, শাহারিয়ার ইমন, আখেনাটেন, মনযূরুল হক, মঞ্জুর চৌধুরী, আহমেদ জী এস, অপ্‌সরা, গিয়াস উদ্দিন লিটন, সেলিম আনোয়ার, স্পর্শ, নূর-ই-হাফসা, কথাকথিকেথিকথন, কি করি আজ ভেবে না পাই, সুমন কর, অনিকেত বৈরাগী তুর্য্য, সোহানী, কলাবাগান১, হাসান কালবৈশাখী, নাগরিক কবি, কবি হাফেজ আহমদ, স্বামী বিশুদ্ধানন্দ, মলাসইলমুইনা, রাফা, ঢাবিয়ান, আরইউ, করুণাধারা, জাহিদ অনিক, কালীদাস, কাইকর, বৃষ্টি বিন্দু, ওমেরা, অর্ক, সত্যপথিক শাইয়্যান, অর্থনীতিবিদ, পবন সরকার, দিলের্‌ আড্ডা, জোকস, শিখা রহমান, ঠাকুরমাহমুদ, কাবিল, সাদা মনের মানুষ, শাহিন বিন রফিক, যুক্তি না নিলে যুক্তি দাও, কুহুক, হাঙ্গামা, বনসাই, ইউনিয়ন, ডঃ এম এ আলী, শূন্যনীড়, মোঃ মঈনুদ্দিন, ব্লগ মাস্টার, রুহের গ্রাস, বিলিয়ার রহমান, EM Selim Ahmed, আল ইফরান, দ্যা ফয়েজ ভাই, :):):)(:(:(:হাসু মামা, জহির আসাদ, ভুয়া মফিজ, ঘাওড়া মজিদ, নরাধম, রুপম হাছান, ইসলামি চিন্তাবিদ, আল-শাহ্‌রিয়ার, নতুন, ভ্রমরের ডানা, কেমিক্যাল বাবু, জুনায়েদ বি রাহমান, বারিধারা ২, নগরবালক, জাহিদ হাসান রানা, আমার আব্বা, মরুচারী বেদুঈন, ট্রাম্প বিন পুতিন বিন হিটলার, স্বপ্নের_ফেরিওয়ালা, ফেরদৌসা রুহী, শামছুল ইসলাম, শাহিন-৯৯, উম্মে সায়মা, মানবী, জুন, মরুসিংহ, সচেতনহ্যাপী, রূপক বিধৌত সাধু, অলিউর রহমান খান, গ্রামের ছোট্র ব্লগার খায়রুল, মাঈনউদ্দিন মইনুল, আবু তালেব শেখ, নীলপরি, ফাহিমা জেরিন জেবা্, বিদেশ পাগলা, আরজু পনি, আমানউল্লাহ রাইহান, কসমিক রোহান, জাহিদ হাসান, উচ্ছল, করুণাধারা, কাল্পনিক_ভালোবাসা, মানিজার, পাগল ছেলে (বিষণ্ণ), বাংলার জামিনদার, নির্বাক কাকতাড়ুয়া, উদ্বাস্তু মানুষ আমি, হাসান রাজু, ANIKAT KAMAL, সুদীপ কুমার, রসায়ন, ফয়সাল রকি, জুলিয়ান সিদ্দিকী, হাতকাটা হাকিমুল, আবিদা সিদ্দিকী, ঠ্যঠা মফিজ, বারিধারা, বিজন রয়, গার্থ, তারেক৭০৭, মেরিনার, নীল আকাশের সাদা মেঘ,এম এ কাশেম, মূর্তুজা খান, শরীফুর রায়হান, নিঃস মুসাফির, সত্যের ছায়া, হাতেম গাজী, শাহাদাত হোসাইন সুজন, সামিউল ইসলাম বাবু, খরতাপ, গেম চেঞ্জার, সারাফাত রাজ, পলাশমিঞা, শামীম সরদার নিশু, শোভন কুমার বর্ধন, মাঝিবাড়ি, মু:আ:রহমান, উদাসী স্বপ্ন, অতঃপর হৃদয়, শাহজালাল হাওলাদার, সরোজ মেহেদী, কামরুন নাহার বীথিসহ আরও অনেকে। যাদের নামোল্লেখ করতে পারিনি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। কারন, এর বাইরে অনেকে রয়েছেন, যারা এখানে প্রিয় ছিলেন। যাদের স্মৃতি মনে জাগরুক থাকবে অনেকদিন। এদের অনেকের সাথেই মন্তব্যে ডিসকাশন হয়েছে। ভাল লেগেছে।

সকলের নিরন্তর ভালবাসার বিনিময় দেয়ার ক্ষমতা এই অধমের নেই। তাদের প্রতি এক বুক কৃতজ্ঞতা। সকলের প্রতি আন্তরিক সালাম। ভাল থাকার দুআ। নিরন্তর কল্যান কামনা সবার জন্য। দু:খ নেই, জীবনের বাকি দিনগুলো হয়তো সামুর অম্ল মধুর স্মৃতিগুলো মন্থন করে করেই কেটে যাবে। আমি স্বাস্থ্যগতভাবে কিছুটা অসুস্থ। সকলের নিকট বিনীতভাবে সুস্থতা এবং দুনিয়া আখিরাতের কল্যানের দুআ প্রার্থনা করছি। সবাই ভাল থাকুন। ব্লগারদের কালির আঁচরে একে একে বিদূরিত হোক সমাজ দেহের কলুষ কালিমাগুলো। মানবতার জয় হোক বিশ্বময়। সত্যের পথে, সাধুতার পথে থাকুন। ব্লগারদের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হোক। অধিকার বঞ্চিতগন ফিরে পাক তাদের ন্যায্যাধিকার। সামু দীর্ঘজীবি হোক।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:০৬
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

ভারতকে জানতে হবে কোথায় তার থামতে হবে

লিখেছেন আরেফিন৩৩৬, ২৫ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫


ইন্ডিয়াকে স্বপ্ন দেখানো ব্যাক্তিটি একজন মুসলমান এবং উদার চিন্তার ব্যাক্তি তিনি হলেন এপিজে আবুল কালাম। সেই স্বপ্নের উপর ভর করে দেশটি এত বেপরোয়া হবে কেউ চিন্তা করেনি। উনি দেখিয়েছেন ভারত... ...বাকিটুকু পড়ুন

×