তারপর জাফলং ভোলাগঞ্জের যাবার আশা বাদ দিয়ে ১২ টায় গেলাম বাদাঘাটে।
১.বাদাঘাট ব্রীজ
২.ডিঙ্গি নৌকা (ঘন্টা ১৫০টাকা)
৩.নদীর ঘোলা পানি। অনেক গভীর নদী। এখন স্রোত কম। বর্ষায় চোখে না দেখলে বোঝা যাবে না, এত স্রোত হয়।
৪. ট্রলারে ওদের জীবন:
৫.ট্রলারের ফ্যান লাগাতে পানির নীচে এক শ্রমিক
৬. বালু শ্রমিক
৭. বাদাঘাট ছেড়ে যাবার অপেক্ষায় কিছু ট্রলার
কিছু তথ্য:
নদীপথে কেউ বাদাঘাট থেকে জাফলং যেতে চাইলে সকাল সকাল বের হতে হবে। বালির ট্রলারে যেতে প্রায় ৪ ঘন্টা লাগে। বোঝাতে পারলে ট্রলারে বিনে পয়সায় যাওয়া যাবে। আর বাদাঘাট যেতে হলে সিলেট বন্দর এলাকা থেকে সিএনজি নিতে হবে। মাথা পিছু ২০ টাকা ভাড়া নেবে। রাস্তা ভাল। বাদাঘাটে ভাল কোন খাবার দোকান নেই। কাজেই খাবার আগেই কেনা উচিত। শহরের ভেতর এমন সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায়।
সিলেটে ভ্রমন বিষয়ক আরও কিছু লেখা... Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



