এটি উপর থেকে তোলা লেকের সামান্য অংশ।
লেক এলাকায় সবচেয়ে উঁচু টিলাতে ওঠার সিঁড়ি।
এটি টিলার উপরে সবচেয়ে উঁচু বয়স্ক গাছ।
লেকের আশপাশের সমতলভূমি।
কিছু তথ্য:
##এখানে যাতায়াত ব্যবস্থা ভাল।
##বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে।
##লেকের কোন কোন ঢাল খুব খাড়া। তাই ছোটদের কাছাকাছি রাখা ভাল।
##অনেকে শাপলা ফুল তুলতে গিয়ে পাড় ভেঙ্গে পানিতে পড়ে যায়। তলিয়ে যাবার সম্ভাবনা থাকে। সাবধান থাকবেন।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



