Road to Perdition (7.8/10)
ক্রাইম জগৎের গডফাদার জন রুনির হিটম্যান মাইক সালিভান। জন রুনির ছেলে কনর রুনির সাথে একটা অপারেশনের সময় হত্যাকান্ডের দৃশ্য ধরা পড়ে সালিভানের ছেলে সালিভান জুনিয়রের চোখে- যা নিজের জন্য ভীতিকর মনে করে কনর। সালিভান জুনিয়রকে হত্যা করতে যায় সে, কিন্তু ঘটে যায় ভয়ংকর আরেকটি ব্যাপার। নিজের ও ছেলের জীবণ বাঁচাতে Perdition এর উদ্দেশ্যে পাড়ি জমায় মাইক সালিভান, সাথে থাকে প্রতিশোধ নেওয়ার স্পৃহা। কিন্তু সে জানেনা তাকে হত্যা করতে পিছু নিয়েছে জন রুনির ভাড়াকৃত আরেকজন ভয়ংকর হিটম্যান।
ছবিটার গল্প তেমন কঠিন কিছু না। তবে টম হ্যাঙ্কস এর অভিনয়, ছবিটার অ্যাটমোস্ফেয়ার আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছবিটাকে একটা শীতল ফ্লেভার দেয় যা আমার মন ছুঁয়ে দিয়েছে।
D/L:
There WiLL be BLood (8.1/10)
ড্যানিয়েল প্লেইনভিউ এক তেল খননকারী কোম্পানীর মালিক।সে যদি জানতে পারে যে কোন জায়গায় তেল এর খোঁজ পাওয়া গিয়েছে, সেখান থেকে তেল খনন করার জন্য সে সব ধরণের পথ পাড়ি দিতে রাজি। কঠিন পরিশ্রমী সে, কিন্তু ঈশ্বরের অস্তিত্ত্বে সে বিশ্বাস করেনা।
এমনিভাবে একদিন সে খোঁজ পায় এক জায়গার কথা যেটি কিনা তেলের সাগর। কালবিলম্ব না করে ছেলে এইচ.ডব্লিউ কে নিয়ে সেখানে যায় সে। ভাগ্য তার সহায় হয়না, কাঙ্খিত জায়গায় গিয়ে তাকে একের পর এক দূর্ঘটনার সম্মূখীন হতে হয়- যার ফলে সে ঈশ্বরে বিশ্বাস আনে, গ্রহণ করে ধর্ম।
D/L:
From HeLL (6.8/10)
১৮৮৮ সালে লন্ডনে ঘটতে থাকে নৃশংসভাবে একের পর এক পতিতার মৃত্যু। তদন্তে এগিয়ে আসে দৈবশক্তির অধিকারী ইন্সপেক্টর ফ্রেডরীক অ্যাম্বারলাইন। উদঘাটন করে সে ভয়ংকর সত্য।
D/L:
Mystic River (8/10)
ছেলেবেলার তিনবন্ধু জিমি ম্যারকাম, শন ডিভাইন ও ডেভ বয়েল। ডেভ এর সাথে ঘটে যাওয়া এক সহস্যময় বিয়োগান্তক ঘটনা তাদের আলাদা করে দেয়। বেশ কয়েক বছর পর জিমির মেয়ের মৃত্যু তাদের তিনজনকে একত্রিত করে, গোয়্ন্দা হওয়ায় তদন্তে এগিয়ে আসে শন। কঠিন সব প্রমাণ যোগাড় করে এগুতে থাকে সে, ওইদিকে পুলিশের উপর ক্রোধবশত জিমি নিজেই খোঁজ করতে থাকে মেয়ের খুনির।
অবশেষে শন ও জিমি দু’জনেই খুঁজে বের করে খুনীকে, কিন্তু ভিন্ন দু’জন।
D/L:
1408 (6.8/10)
অভিশপ্ত ঘটনা ঘটে যাওয়া জায়গাগুলোতে রাত কাটিয়ে সেখানের অভিজ্ঞতা নিয়ে বই লিখেন মাইক এন্সলিং। এক চিঠির মাধ্যমে তিনি খোঁজ পান ডলফিন হোটেলের ১৪০৮ নম্বর রুমের, যেখানে এ পর্যন্ত ঘটেছে অনেক রহস্যময় মৃত্যু। হোটেল ম্যানেজারের শত নিষেধ উপেক্ষা করে রুমটায় এক রাত থাকতে যান তিনি, এরপর তাঁকে সম্মূখীন হতে হয় ভয়াবহ ঘটনার।
D/L:
Layer Cake (7.4/10)
ইংল্যান্ডের মাফিয়া চক্রের কাছে সম্মানিত একজন সফল ড্রাগ ডিলার তার নেতার কাছ থেকে ২টি অ্যাসাইনমেন্ট পায়। কাজ দুটো সম্পন্ন করতে গিয়ে তাকে জড়িয়ে পড়তে হয় ভীষণ সমস্যায়। সে কি পারবে এর থেকে পরিত্রান পেতে?
D/L:
Machine Gun Preacher (6.8/10)
স্যাম চিল্ডার্স ঈশ্বর বিদ্বেষী একজন ড্রাগ ডিলার, ধরা পড়ায় কিছুদিন হাজতে থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পেয়ে এক রাতে মদ্যপ অবস্থায় বন্ধুর গাড়িতে বাড়ি ফিরছিল সে, পথিমধ্যে ঘটে এমন এক ঘটনা যার ফলে সে ধর্ম গ্রহণ করে, নতুন করে শুরু করে তার জীবন। নতুন পেশায় নিযুক্ত হয়, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে থাকে। সমাজ কল্যাণ মূলক কাজে সে জড়িয়ে পড়ে। একদিন সে জানতে পারে জরাগ্রস্থ সুদানের কথা, যেখানকার অধিবাসীরা শোষিত হচ্ছে প্রতিনিয়ত তাদের শাসকদের দ্বারা। শিশুদের দূরবস্থা দেখে তাদের বাঁচানোর তাগাদা অনুভব করে সে, ধীরে ধীরে জড়িয়ে পড়ে এক যুদ্ধে।
D/L:
The ButterfLy Effect (7.7/10)
ইভান ট্রেবর্ণ ছোট্ট একটি শহরে তার মার সাথে থাকে, খেলার সঙ্গী হিসেবে পায় সমবয়েসী কয়েকজনকে। মাঝে মাঝে সে সাময়িক মেমোরী ব্ল্যাকআউট সমস্যায় ভুগতো, ভূলে যেতো এক মূহুর্ত আগেই সে কি করেছে। ইভানকে নিয়ে এক সাইকোলজিস্ট এর কাছে যান মা। সাইকোলজিস্ট তাকে বলে তার প্রতিদিনের কার্যকলাপ ডায়েরীতে লিখতে। বড় হতে হতে ইভানের সমস্যা কেটে যেতে থাকে, অনেকদিন তার ব্ল্যাকআউট হয়না। একদিন তার হাতের কাছে সে তার পুরোনো ডায়েরী পায়, পড়তে গিয়ে সে অনুভব করে যে অতীত দিনগুলোতে ফিরে গিয়েছে, চাইলেই সে ঘটে যাওয়া ব্যাপারগুলো পরিবর্তন করতে পারবে। তা করতে গিয়ে সে মুখোমুখি হয় অপ্রত্যাশিত সব ঘটনার যা অতীত থেকেও ভয়ংকর।
D/L:
Serbuan Maut/ The Raid: Redemption (7.7/10)
জাকার্তায় একটি SWAT টিম তাদের Lieutenant এর নির্দেশে হানা দেয় কুখ্যাত ড্রাগ লর্ডের আস্তানা একটি অ্যাপার্টমেন্টে যেটি কিনা শহরের অন্যান্য অপরাধীদের সেইফ হাউস বলে বিবেচিত। টিমটি সতর্কতার সহিত ভিতরে প্রবেশ করলেও তা ধরা পড়ে গ্যাং লিডারের ক্যামেরায়, অ্যাপার্টমেন্টে থাকা সকলকে নির্দেশ দেয় SWAT এর সকল সদস্যকে হত্যা করার। শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ।
(নাফিজ মুনতাসির ভাইয়া ও ধলা ভাইয়ের পোস্ট পড়ে এই মুভি দেখা।)
D/L:
21 (6.7/10)
MIT এর ব্রিলিয়ান্ট ৫জন স্টুডেন্টকে কার্ড গণনায় প্রশিক্ষিত ও দক্ষ করে তোলেন তাদেরই একজন শিক্ষক। কোচিং কমপ্লিট করিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ভেগাসের ক্যাসিনোগুলোতে। প্রথম প্রথম বড় অঙ্কের দাও মারতে পারলেও কিছুদিন পর তারা নজরে আসে ক্যাসিনোর নিরাপত্তা কর্মীর চোখে। একসময় ধরা পড়ে তারা, কাহিনী অন্য দিকে মোড় নেয়।
D/L:
The Da Vinci Code (6.4/10)
লুভর মিউজিয়ামের ভেতরে ঘটে যাওয়া বিখ্যাত এক ব্যাক্তির হত্যাকান্ড এবং সূত্র থেকে প্রাপ্ত ভিঞ্চির একটি চিত্রকর্ম নির্দেশনা দেয় একটি ধর্মীয় প্রহেলিকার প্রতি যা কিনা এক গুপ্তসংঘের কাছে সুরক্ষিত ছিল প্রায় ২ হাজার বছর ধরে; যেটি প্রকাশ পেলে নড়ে যাবে খ্রীষ্টধর্মের ভিত।
(দাওয়াতপু বলায় দেখা হৈসে মুভিটা|)
D/L:
এছাড়া-
Step Up RevoLution
D/L:
StreetDance 2
D/L:
The Crow
D/L:
Van WiLder
D/L:
What Happens in Vegas
Click This Link
Up
D/L:
The iLLusionist
D/L:
Perfume: The Story of a Murderer
D/L:
Gangs of New York
D/L:
VaniLLa Sky
D/L:
War/ Rouge Assassin
D/L:
এবং আজ দুপুরে দেখলাম:
The Dark Knight Rises (8.8/10)
D/L:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




