আপডেট ফেসবুক ইভেন্টে পাবেন (Click This Link) এবং পোস্টের নিচে দেওয়া হবে
6 কিংবা 7-এ পড়ার সময় মাঝে মধ্যেই আমরা ২/৩ জন এক সাথে আসতাম রিক্সায়। আমি ফয়সাল আর আমার এক অসম্পর্কের ভাগিনা (মামা)। যেদিনই আমরা আসতাম, রিক্সা চালক চাচা জিজ্ঞাস করতে ভুলতেন না সেদিন বা এর মাঝে ফয়সাল স্কুলে কেমন করছে। পড়া পারে কি না... আমি বরাবরই ওর নামে নানা কমপ্লেইন দিতাম। কখনও কখনও আবার সেগুলা সত্যিই হইত! এর জন্য পরের দিন অবশ্য ফয়সাল আর আমারে খুঁজে বের করে কয়েকটা বসায় দিতে ভুলত না, আমিও দিতাম পাল্টা। যখন চাচাকে বলতাম তখন তো এভাবে মারতে পারতো না, কারণ সেই চাচা আর কেউ নন, ফয়সালের বাবা!
হঠাৎ ক্লাস এইটে অনেকদিন ফয়সাল স্কুলে নাই... একদিন চাচা আসলেন, জানতে পারলাম ওর হার্টে একটা ফুটো ধরা পড়ছে, চিকিৎসার জন্য টাকা দরকার। এরপর সকলের সহযোগিতায় ভালো হয় ফয়সাল। পেরিয়ে যায় স্কুলের দিন গুলো। তারপর কলেজ। ভাগ্য ক্রমে আমি আর ফয়সাল আবার একই কলেজে দিনাজপুর আদর্শ কলেজ... ওর কম্পিউটার শিখে কিছু একটা করার ইচ্ছা ছিল, তাই বেশ কয়েকদিন আমার বাসায় আসে বেসিক কিছু জানার জন্য। এর পরেই হর্টিকালচার থেকে মাশরুম ট্রেইনিং নিয়ে চেষ্টা করে মাশরুম চাষের। তার সাথে ছাগল পালন আর একটা প্রাইভেট... নিজের টুকু নিজেই চালানর চেষ্টা করে। HSC'র পর আর তেমন দেখা হয় নি... মাঝে মধ্যে রাস্তায় যাওয়া আসাতে দেখা হয়। শেষ বার প্রায় ১ মাস আগেও দেখা হয় ওর সাথে।
ক'দিন আগে ফেসবুকে ঢুকে হঠাৎ জানতে পারলাম ফয়সালের হার্টের একটা ভাল্ব ড্যামেজ হয়ে গেছে অন্যটা সংকুচিত হয়ে প্রায় বন্ধ গেছে, তার সাথে সেই ক্লাস এইটে ধরা পড়া ফুটোটা আরও বড় হয়ে গেছে। খুব দ্রুত একটা অপারেশন দরকার। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট অপারেশনের সম্ভাব্য তারিখ দিয়েছে ২২ মার্চ। ওর চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন।
ফয়সালের বাসা দিনাজপুর শহরের নয়নপুরে। দিনাজপুর জিলা স্কুলের ২০১০-এর SSC ব্যাচ, ২০১২-তে দিনাজপুর আদর্শ কলেজ থেকে HSC। বর্তমানে দিনাজপুর সরকারী কলেজের বোটানি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র ফয়সাল তবে কি হারিয়ে যাবে??
চলেন না, সবাই মিলে চেষ্টা করে ধরে রাখি আমাদের এই বন্ধুটিকে আমাদের মাঝেই।
ফয়সালের পাশে দাঁড়াতে:
bKash:
01743209101 (Personal) [সিফাত]
01763091686 (Personal) [Shorno]
01911414102 (Personal) [Annit]
01676620200 (Personal) [Rinku]
01680266693 (Personal) [Eftakhar Munna]
পারসোনাল নাম্বারে লিমিট এক্সিড হয়ে যাচ্ছে, তার জন্য একটি এজেন্ট নাম্বার দেওয়া হল। এজেন্ট নাম্বারে বিকাশ করার আগে/পরে সবার প্রথম যে কাজটা অবশ্যই অবশ্যই অবশ্যই করবেন তা হল এই নাম্বার (01750960303) এ একটা ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে কতটাকা পাঠালেন এবং কোন নাম্বার থেকে পাঠালেন তা কনফার্ম করা। অথবা সুস্মিতা-কে ম্যাসেজ দিয়ে জানানো।
01858 295555 (Agent) [Ma Moni Telecom]
UCB Bank :
Account Name: Md. Nazmus Sakib Rezvi
Account Number: 0012600001838
Dutch-Bangla Bank:
Account Name: Farida Yeasmin
Account Number: 172.101.67171
বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করুন:
অন্বিত: 01911414102
সিফাতঃ 01743209101
রুম্মান: 01756635533
স্বর্ণ: 01763091686
ঋদ্ধ: 01740485393
রিংকু: 01676620200
ইভেন্ট কোড @+[1414498735470248:]
আপডেট ১২ মার্চঃ
দিনাজপুর ডিসি অফিস থেকে পাওয়া ১০ হাজার আর দিনাজপুর মেডিক্যাল কলেজ থেকে পাওয়া ১৬ হাজার টাকার পর এখন আমারদের মোট সংগ্রহ প্রায় ৭৬,০০০ টাকা।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




