সেদিনও আকাশে ছিলো কত তারা

লিখেছেন একাকী ভাবনা, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০০

অনেকদিন হলো ব্লগে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু কিছু লেখা হয় না। এই তো যান্ত্রিক জীবন আমাদের। আগে তাও কিছুটা সময় পেতাম। মিডিয়ায় চাকরি করতে এসে এখন আর সেই সুযোগ নেই। প্রায়ই ভাবি মিডিয়ায় আমার কাজ করার অভিজ্ঞতা এবং আমাদের দেশে মিডিয়া ব্যবস্থা নিয়ে কিছু লিখি, কিন্তু লেখা হয়নি। ইচ্ছে থাকলেও হয়... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ২২১ বার পঠিত     ১৪ like!