প্রতিদিন প্রতিনিয়ত পাপ করে যাচ্ছে !
তবুও তাদের অভিবাবকরা বলে তোমরা গরু হবার জন্য-
মানুষ হত্যা কর ! তোমরা নারী ধর্ষণ কর !
তোমরা গরু হবার জন্য শিক্ষকদের নির্জাতন কর !
টেন্ডার বাজি, চাঁদাবাজি কর !!
পুলিশ নামের গরুলীগ
নামাজের সময় মসজিদে জুতা পায়ে ঢুকে মুসলিমকে গ্রেফতার করে !!
গ্রেফতারের পর জেলে না নিয়ে পুলিশ গুলি করে-
মানুষ খুন করে !!
এটাই কি স্বাধীনতার চেতনা ?? এটাই কি মুক্তি যুদ্ধের চেতনা ??
এটা চেতনা হয় ঘৃনা করি এই চেতনাকে ????
আল্লাহ ওদের হাত থেকে হেফাজত করুন আমাদের ( আমিন )
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




