আমার আলোচিত একটা status এ আমার এক সার অস্ট্রলিয়া থেকে, যে প্রশ্ন করেছে তার উত্তর দিয়ে দিলাম ....
আপনাদের মতামত কি ?
আমার সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো বাংলাদেশ ইমিগ্রেশনে। সারা পৃথিবীতেই ইমিগ্রেশন অফিসারগুলো স্মার্ট, তরিৎকর্মা ও সাংঘাতিক চৌকষ হয় । একমাত্র বাংলাদেশ ইমিগ্রেশনেই সবচেয়ে অথর্ব, বয়স্ক, চোখে দেখে না, কম্পিউটারের কিছুই জানেনা টাইপের অফিসারগুলোকে বসানো হয়। এরা আধাঘন্টা ধরে নাম টাইপ করে। চশমা উঁচু করে, তিনহাত দূরে নিয়ে পাসপোর্টের নাম পড়ে । যাইহোক, এক ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছি। সে অনেকক্ষন ধরে এক আঙ্গুলে কিবোর্ডে অক্ষর টাইপ করছে একটা একটা করে । হঠাৎ উঠে দাঁড়িয়ে পাশের জনকে জিজ্ঞাসা করল, “খাদেম ভাই p অক্ষর কোথায় ? কোথাও খুঁজে পাচ্ছিনা তো।” পাশের জন মনে হয় এদের মধ্যে সবচেয়ে বড় কম্পিউটার বিশারদ। কিন্তু তার উত্তর শুনে আমি কোন মতেই হাসি চেপে রাখতে পারলাম না। সে বেশ কনফিডেন্সের সাথে উত্তর দিল ,”আছে দেখেন, আমি একবার দেখছিলাম” !!!!!!!!!!!!! collected
সারের বক্তব্য
Sorry!!..Amra shobai baper ta enjoy korlum..Kintu jara BD tay bosay kaj kortaycey...ba tadare contribution ba development niay kau ki govirbabay vabi?? Bidashare matitay..aram daoyok basai..Ucchall addai shobai desk kay tulo duni kori...kintu jara sottikar aie deshay kostare gam joriye din kataccay tadare change aer jonnay amra koto tuko vumika palon korci??
আমার বক্তব্য
sir আপনি নিশ্চয় "একটি তুলসী গাছের কাহিনী " গল্প টা পড়েছেন , সেখানে একটা লাইন আছে " অস্র হাতে থাকলে মানুষের হাত নিস্পেসিত করে..তখন নিরীহ প্রাণী দেখলে মারতে ইচ্ছা করে "...আজ অস্রের মুখে আমরা তথা জাতি অসহায় ,
আমরা চিন্তা করি , কিন্তু আমাদের ভালো মানুষ গুলো সংঘবদ্ধ না আর অসচেতন
ঘটনা ১ :
২০০৮ এ TICI নরসিংদী ট্রেনিং এ ., সকালে ক্লাস করতে যেয়ে প্রতেক দিন একজন কে একই জায়গায় ভিক্ষা করতে বসতে দেখে একদিন কথা বলে জানলাম সে মুক্তি যোদ্ধা ,
সার্টিফিকেট দেখালো , খোজ নিয়ে বুজলাম ভুয়া, তাকে বললাম আমি কিছু টাকা দিব আপনাকে চকলেট , পান , সিগারেট বিক্রি করে আয় করেন , আমার এই কথা শুনে সে রাজি হলো , আমার অনেক বন্ধু আমাকে টাকা দিতে চাইল . কিন্তু যে দিন টাকা আর উপাদান কিনে দিব বললাম সেই দিন সে বলে
আমি রাজি না , আমি বললাম কেন ?
তার উত্তর অত কষ্ট করতে পারব না , বুজায়ে লাভ হয় নাই
ঘটনা ২ :
.২০০৯ জুলাই ,..চুয়েটে গেট বরাবর দোকানে এক ছেলে কাজ করে , বয়স ৭/৮ . বললাম তোর ইনকাম কত , বলে ৪০০ টাকা মাসে , ভাই বোন কয়জন , বলল ২৩ জন .
আমি অবাক , সে বলল তার বাবা একাধিক বিয়ে করছে , বললাম পড়া লেখা করবি , আমি টাকা দিব , স্কুলে ভর্তি , যা যা লাগে আনুসঙ্গিক সব .
ছেলে বলল আমার মা জানে , সে যদি রাজি হয় আমি করমু
আমি তার মা , বড় ভাই এর সাথে দেখা করে বললাম সে ৪০০ টাকা পায় মাসে , আমি আপনাকে ৫০০ টাকা করে দিব , আর মাসে তার পড়ালেখার খরচ
তার মা বলে পড়ালেখা দিয়ে কি লাভ , বুজলাম লাভ হয় নাই
উপুরুন্তু তার এক ভাই আমার রুম থেকে জানালা দিয়ে মানি বেগ ( ৩৪০০ টাকা সহ ,সে দিন বিকেলে bank থেকে টাকা তুলেছিলাম ) আর mobile নিয়ে গেছে ...পরে ধরা পড়লে বলে সার আমি mobile বিক্রি করে দিছি , আমি শুধু বেগ টা পেলাম যা ছিল ফাকা .....
sir আমার আরো এমন ১০/১২ টা ঘটনা আছে , শুধু বলব যাদের পরিবর্তনের ইচ্ছা নাই , তাদের জন্য আপনি যতই করেন , ভাবেন লাভ হবে কি ?
আপনাদের মতামত কি ?
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



